Mst Sahida Khatun Sahida

Mst Sahida Khatun Sahida Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mst Sahida Khatun Sahida, Digital creator, Rajshahi.

22/07/2025

Dhaka, Bangladesh 🇧🇩

An FT-7BGI serial/tail no. 2701 of the Bangladesh Air Force has crashed into the Uttara Milestone College Campus in Dhaka.

Pilot Flt Lt Tauqir has embraced martyrdom.

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون

Casualties are expected on the ground, Search & Rescue Operations to continue, developing story.

এখন হালকা লাগছে,,,,
11/07/2025

এখন হালকা লাগছে,,,,

কারো প্রয়োজনে আপনি এতটা ই ব্যবহৃত হবেন যে নিজের জন্যও এতটা ব্যবহৃত হবেন না🤔🤔🤔
28/05/2025

কারো প্রয়োজনে আপনি এতটা ই ব্যবহৃত হবেন যে নিজের জন্যও এতটা ব্যবহৃত হবেন না🤔🤔🤔

31/03/2025

রাজা না খেয়ে মরে গেলে ও কখনো ভিক্ষা করে না।
ঈগল পাখি কখনো ম'রা প্রাণী'র মাংস খায় না।
কারন কি জানেন? এটা তাদের আত্মসন্মানবোধ বা ইগো অথবা বলা যায় 'স্ট্রং মেন্টালিটি ' 💓❤️

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে কথা বলুন ও চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। 😇
যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন। বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া , দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না।🤔

একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যানঘেনে ভাবটা চলে যাবে।😀

"তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না" কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই..."হলেই হলো" এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথাব্যথা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জানুক, সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না। 😇

অন্যের কাছে গুড ভাইভস্ বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইভস্ বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।😞
আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়েনা। 😥
নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগেল বেশি।😇
"অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।" ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবারে আয়ত্ব করে নিন। 🤔ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিঁতিয়ে যায়।🙂

নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত । এর মধ্যে ছিঁটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না।
যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁ'ড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে। নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠুন।।🙂🥀

#সংগৃহীত

30/03/2025

মনের মধ্যে শান্তি না থাকলে কোন উৎসব,আনন্দ, কোলাহল কিছু ই ভালো লাগেনা।

30/03/2025
21/03/2025

অভিমান মানে দূরত্ব নয়,
অভিমান মানে ফিরে আসার অপেক্ষা।

কিন্তু সবাই অপেক্ষা বোঝে না।
কেউ অভিমান ভাঙানোর সাহস রাখে,
আবার কেউ চুপচাপ সরে যায়-
যেন কিছুই হয়নি!

অভিমান ভালোবাসা বাড়ায়,
তবে অবহেলা সেটাকে বিষিয়ে তোলে।
যতক্ষণ অভিমান আছে, ততক্ষণ সম্পর্ক বেঁচে থাকে।
কিন্তু একদিন, অভিমানও ক্লান্ত হয়ে নিঃশেষ হয়ে যায়-
ঠিক তখনই মানুষ সত্যিই হারিয়ে যায়!

20/03/2025

মানুষের ভালোবাসায় অভ্যস্ত হয়ে যাওয়াটা খুব ভয়ংকর 💔💔💔

পাহাড়ের মতো শক্ত হতে গিয়ে ভেতরে ভেতরে নদীর মতো ভেংগে যাচ্ছি
08/11/2024

পাহাড়ের মতো শক্ত হতে গিয়ে ভেতরে ভেতরে নদীর মতো ভেংগে যাচ্ছি

09/10/2024

কেউ অবহেলা করলে বোঝাই যায়......
এরপর?
এরপর দূরত্ব বাড়ে। কথা আর হয় না। মাস পেরিয়ে যায়। অপেক্ষা করতে থাকা টেলিফোনে কল আর আসে না। মরচে ধরে যায় সম্পর্কে। ওই যে দুঃখ পাওয়া মানুষ সে বুঝে যায়; যে সে কেবল প্রয়োজনই ছিল প্রিয়জন হতে পারে নি কখনো। ।।।।।।।।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mst Sahida Khatun Sahida posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share