MASUD RANA

MASUD RANA দ্বীন প্রচার এর মাধ্যম হিসেবে সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই 🇧🇩🇸🇦🫡💖

22/04/2025

চোর কে ধরিয়ে দিন । সবাই শেয়ার করে সাহায্য করুন

এবার দেশে আসার পর যেই জিনিষটা নিয়ে আমি আশ্চর্য সেটা হলো আমাদের এতো বড়, জেনেরাশনাল একটা সংস্কারের কাজ হচ্ছে--যেইটা নিয়ে খ...
02/04/2025

এবার দেশে আসার পর যেই জিনিষটা নিয়ে আমি আশ্চর্য সেটা হলো আমাদের এতো বড়, জেনেরাশনাল একটা সংস্কারের কাজ হচ্ছে--যেইটা নিয়ে খালি সারফেস লেভেল কথা হইলেও গভীর কোনো আলোচনা নাই 🤷

আর যারা সংস্কারের কোনো কাজ হয় নাই বলে গলা ফাটায় ফেলতেসেন তারা কি প্রধান ৬ কমিশন ৪ মাসের ভেতর যে বিশাল রিপোর্ট গুলো জমা দিয়েছেন আর প্রস্তাবনা গুলা দিয়েছেন সেগুলোর একটার কি এক পাতা পড়ে দেখেছেন? ⁉️

প্রতিটা রিপোর্টই প্রায় ৩০০-৫০০ পাতা, রিয়াজ কমিশন এর সংবিধান সংশোধন রিপোর্ট সংযুক্তি সহ ১১৭৭ পাতা! প্রবাসী ভোট থেকে শুরু করে সংসদ আর সংবিধান সহ দেশের যে সব ইনস্টিটিউশনকে ধ্বংস করে ফেলা হয়েছিল সেগুলো ঠিক করার জন্য এই প্রয়াস--আমার মনে হয়না আমাদের জীবন কালে এই সুযোগ আমরা কখনো পাবো--আল্লার ওয়াস্তে একটু সময় দেন ভাই-বোনেরা 🤝🇧🇩

(নিচে কমেন্টে সবগুলা রিপোর্ট এর লিংক দিয়ে দিলাম)

25/03/2025

কথা শুনে ঈমান বাড়ে ভাইয়া

22/03/2025

ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন
জিহাদ জিহাদ জিহাদ ফী সাবিলিল্লাহ
#ফিলিস্তিনি

দেশ বাসি যখন আম্লীগ নিষিদ্ধে একমততখন অপদার্থ তাদের নির্বাচনের পথ দেখায়
22/03/2025

দেশ বাসি যখন আম্লীগ নিষিদ্ধে একমত
তখন অপদার্থ তাদের নির্বাচনের পথ দেখায়

18/03/2025
আসল কাহিনি জানেন না শেয়ার দিয়া কাইন্দা ভাসাই দিতেছেন।সেনাবাহিনীর প্রোটোকল ছাড়া কখনো সাজেক ঘুরতে পারছেন? তাইলে কোন মুখে শ...
21/09/2024

আসল কাহিনি জানেন না শেয়ার দিয়া কাইন্দা ভাসাই দিতেছেন।
সেনাবাহিনীর প্রোটোকল ছাড়া কখনো সাজেক ঘুরতে পারছেন? তাইলে কোন মুখে শেয়ার দিচ্ছেন সেনাবাহিনী হাটাও পাহাড় বাচাও
পাহাড় কি ওগো বাপের সম্পত্তি?
কিছু একটা আবেগী background ওয়ালা পোস্ট পাইলেই হইসে আগে পিছের কাহিনি শুনার আর দরকার নাই শেয়ার দিয়ে ফেললাম।
আপনাদের পাহাড়ের খালাতো ভাই বোনেরা যদি আলাদা দেশ "জুমল্যান্ড" বানায় তখন যাইয়েন চিটাগং ভিসা পাসপোর্ট নিয়া।।

23/03/2024

তারাবী নামাজ ৮ না ২০ এই ভিডিওটি সমাধান ।

22/02/2024

ধীরে ধীরে রাসুল (সাঃ) এর অনেক হাদিস আমরা ভুলেই যাচ্ছি ।

১। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা।
📖সহীহ মুসলিম- ৮৯৮

২। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা।
📖বুখারী- ৫২১১

৩। বৃষ্টি আসলে দোয়া করা।
📖সহীহ বুখারী- ১০৩২

৪। স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা।
খেতে মন না চাইলে চুপ থাকা।
📖মুসলিম- ২০৬৪

৫। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না।
📖বায়হাকী- ১৭৫৯৫

৬। মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা।
আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা।
📖মুসলিম- ২৫৩১

৭। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া।
📖মুখতাসার যাদুল মা' আদ- ১/২৭

৮। ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া।
📖বায়হাকি-৪২৮

৯। নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া।
📖বুখারী- ৭৩১

১০। বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই রাকাআত সালাত আদায় করা।
📖মুসনাদে বাযযার- ৮৫৬৭

১১। দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা না পরা।
বিশেষ করে শু জুতা ( স্যান্ডেল না)
📖আবু দাউদ- ৪১৩৫

১২। যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া।
📖তিরমিযী- ২৪৭৮

১৩। ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তসবি পড়া।
অতঃপর সূর্য উঠার পর দুই রাকাআত সালাত আদায় করা।
📖আরশিফু মুলতাকা- ৪৫৬৯

১৪। দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখা।
📖মুসনাদে আহমাদ- ২১৬১৮

১৫। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাতপা মুছে মসজিদে জামায়াতে যাওয়া।
📖তাবরানী- ৬১৩৯

১৬। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেয়া।
📖মুসনাদে আহমাদ- ২৭৫০৮

১৭। রাতে অজু অবস্থায় ঘুমানো।
📖ফাতহুল বারি- ১১/১১০

১৮। মাঝে মাঝে খালি পায়ে হাঁটা।
📖আবু দাউদ- ৪১৬০

১৯। যদি কারো উপর কোনো কষ্ট আসে, আল্লাহ তাআলা এর কারণে তার গুনাহসমূহ ঝরিয়ে দেন; যেমনভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে।
📖বুখারি, হাদিস নং: ৫৬৮৪

২০। রাসুলুল্লাহ(সাঃ) বলেন আমি টেক(হেলান) লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না।
📖বুখারি, হাদিস নং: ৫১৯০

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক🤲
সংগৃহিত

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when MASUD RANA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MASUD RANA:

Share