03/09/2025
নতুন পথ, নতুন স্বপ্ন, নতুন গল্প…
ইঞ্জিনিয়ার হয়ে ওঠার এই প্রাঙ্গনে সবাই সেরা। তবুও, Radio RUET- আয়োজিত “নবীন এক্সপ্রেস”-এ বাছাই করা হয়েছে সেই কয়েকজনকে—
যারা সুরে মেশায় প্রাণ, ছন্দে খুঁজে নেয় গল্প, আর কণ্ঠে জাগায় অনুভব।
এই প্রাণগুলোতে লুকিয়ে আছে ক্যাম্পাস জীবনের প্রথম দিনগুলোর উৎসাহ, নতুন বন্ধুত্বের উচ্ছ্বাস, এবং স্বপ্নের পথে অজানার সঙ্গে সংগ্রামের গল্প।এদের থেকে এবার শুনবো নতুন ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা এবং ইঞ্জিনিয়ার হওয়ার কচি-কাঁচা স্বপ্নের গল্প।
Radio RUET আপনাদের সামনে হাজির করছে এক ঝলক প্রতিভার উৎসব।
🎙️০৪ সেপ্টেম্বর, রাত ১০টায়, শুনতে পাবেন—
▫️আন-নাফি আল ফিমা, ইইই-২৪
▫️রেহনুমা রহমান ঐশী, ইইই-২৪
▫️সুব্রত চন্দ্র শীল, মেকানিকাল-২৪
▫️মুগ্ধ চক্রবর্ত্তী, মেকানিকাল-২৪
▫️মোস্তফা ওয়াসিফ খান, এমটিই-২৪
▫️ফাইরুজুর রহমান খাঁন প্রীতম, আর্কি-২৪
তাদের কণ্ঠ, সুর আর গল্পে আপনাদের রাত হবে অন্যরকম।
RJ হিসেবে সাথে থাকবেন,
স্নেহাশিস কুমার অর্ঘ্য, আর্কি-২৩ এবং
ইশরাত জাহান অনন্যা, ইটিই-২০
Stay Tuned to our page!
#ক্যাম্পাস_এখন_on_air