TriShamim

TriShamim Allah is enough for us. Praise to Allah, who has removed all sorrow from us
(23)

29/06/2025

وحين تشعر أن الطرق جميعها مغلقة ، سيصل إليك لطف الله من الطريق المستحيل
When you feel that all roads are closed, Allah's kindness will come to you from the impossible path 🥀

15/11/2024

"আল্লাহ যদি আপনার ইবাদাত অনুপাতে আপনাকে রিযিক দিতেন, তবে এই জগতে এক ঢোক পানিও আপনার কপালে জুটতো না "😔
(শাইখ ড. রাতিব আন-নাবুলুসি)

01/09/2024

রাসূল (সা:) বলেছেন
যে ব্যাক্তি রাতে ঘুমানোর পূর্বে সূরা কাফিরূন পাঠ করবে, আল্লাহ তা'আলা সেই ব্যক্তিকে শির্ক থেকে রক্ষা করবেন 🥀
(জামে আত তিরমিজি: ৩৪০৩)

02/06/2024

রাসূল (সাঃ) বলেছেঃ তোমরা ইমানকে খাঁটি কর, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে।
(সহীহ মুসলিম: ২৬০৪)

19/05/2024

মাত্র ছয় দিনে আল্লাহ তা'আলা দুনিয়া সৃষ্টি করেছিলেন, তিনি আপনার অবস্থান ও এক সেকেন্ডে পরিবর্তন করতে পারেন!!
চোখের পানিকে হাসিতে পরিণত করার ক্ষমতা একমাত্র তারই আছে, সুতরাং আল্লাহর উপর ভরসা রাখুন ❤️🥀

18/05/2024

যখন দেখবেন বা বুঝতে পারবেন যে, আপনার কষ্টগুলো তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখন বুঝে নিবেন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য স্বস্তি অত্যন্ত নিকটে
"নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি "
-(সুরা ইনশিরাহ:৬)

18/05/2024

সকাল-সন্ধ্যার যিকির ৭ বার :

حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ : হাসবিয়াল্লা-হু, লা- ইলা-হা ইল্লা- হুয়া, 'আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল 'আরশিল 'আযীম

অর্থ : আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আমি তাঁরই উপর নির্ভর করেছি, তিনি মহান আরশের প্রভু।

(ইবনুস সুন্নী ৭১)

28/04/2024

© হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না"।

হযরত মুসা (আ.) সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন।

দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেলো।

হযরত মুসা (আ.) অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন-

আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা।

আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো-

- এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে, যে চল্লিশ বছর যাবত আমার নাফরমানী, আমার বিরোধীতা করছে, একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি। তাঁর কারনেই বৃষ্টি আসা বন্ধ আছে।

হযরত মুসা (আ.) জমায়েতের দিকে তাকিয়ে, সেই অচেনা, অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন।

সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যাই, তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো। আর যদি থাকি, তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে।

নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো "আল্লাহ, চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না। ক্ষমা চাচ্ছি"।

একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো।

হযরত মুসা (আ.) আবারো অবাক হয়ে জিজ্জাসা করলেন-
আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে?

আল্লাহ জবাব দিলেন-
- যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিলো, তাঁর কারনেই বৃষ্টি শুরু হলো। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।

চল্লিশ বছরের পাপ, দশ সেকেন্ডে ক্ষমা...

হযরত মুসা (আ.) জিজ্জাসা করলেন-
- লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না।

আল্লাহ বললেন-
- যখন পাপে ডুবে ছিলো, তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার।

অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন, প্রতিমুহূর্তে কারো না কারো নামে বদনাম / গীবত করতেই থাকি।

আল্লাহ আমাদের সকলের ছোট-বড় সকল পাপ মাফ করে দিন!
আমিন।
সংগৃহিত

24/04/2024

আল্লাহুম্মা সায়্যিবান নাফি'আন!
হে আল্লাহ্ মুষলধারায় উপকারী বৃষ্টি বর্ষন করুন! (সহিহ বুখারী)

23/04/2024

আমি আমার রবের প্রিয় হতে চাই , কিন্তু পরক্ষণেই অপ্রিয় হওয়ার কাজ করি 😔

21/04/2024

"আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে নিজের জন্য দোয়া করবে, কেননা ঐ সময়ের দোয়া প্রত্যাখ্যান করা হয় না"
(তিরমিযী, নং ৩৫৯৪; আবু দাউদ,নং ৫২৫ আহমাদ,নং ১২২০০)

20/04/2024

ভালো থাকার কয়েকটি উপায় :

১. সকল কাজের পূর্বে বিসমিল্লাহ বলুন।

২. আল্লাহকে ভয় করুন।

৩. দৈনিক ৫ ওয়াক্ত নামায আদায় করুন

৪. দিনে অন্তত একবার একটু কুরআন শরীফ তিলাওয়াত করুন।

৫. প্রতিদিন অন্তত একবার মৃত্যুর কথা স্মরণ করুন।

৬. দুনিয়ার সুখ, শান্তি ও স্থায়িত্ব কতদিন সেটা উপলব্ধির চেষ্টা করুন।

৭. নিজের কৃতকর্মের পর্যালোচনা করুন।

৮. নিজের পাপ পূণ্যের পরিমাণের পার্থক্য নিয়ে ভাবুন।

৯. অপরাধের শাস্তি কী হতে পারে তা অনুধাবনের চেষ্টা করুন।

১০. নিজের দায়িত্ব ও কর্তব্যের প্রতি সচেষ্ট হোন।

১১. ভালোদের সাথে নিজেকে তুলনা করুন।

১২. সাদা মনের আলোকিত মানুষ হওয়ার সদিচ্ছা লালন করুন।

১৩. অন্যের সমালোচনা পরিহার করে আত্মসমালোচনা করুন।

১৪. সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং বলুন আলহামদুলিল্লাহ।

হে আল্লাহ! আপনি আমাদের এসব মেনে চলার তৌফিক দিন...আমিন 🌼🥀 ©

Address

Ramganj

Alerts

Be the first to know and let us send you an email when TriShamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share