তাইম্মা - TAMU

তাইম্মা - TAMU বেঁচে থাকার সংগ্রামে, জীবন ‘ভয়ংকর সুন্দর`

02/06/2025

ডার্বি ১০ টাকা।
স্টার ১২ টাকা। রয়েল এনফিল্ড ১০ টাকা। লাকি ১৪ টাকা। গোল্ডলীফ ১৬ টাকা। বেনসন ২২ টাকা।
কি খায়‍্যা বাঁচবো মাইনষ‍্যে🙂

12/04/2025

মুসয়াব বিন উমাইর কিংবা খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রওয়াহা কিংবা জাফর ত্বইত্যার, যায়েদ বিন হারেসাহ কিংবা আলি ইবনে আবি ত্বলিব জিহাদের মাঠে যারা কর্তিত হাতে পতাকা বহন করেছিলেন সেই শুভ্র ও কালো পতাকায় সুস্পষ্ট অক্ষরে লিখিত ছিল
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ "

আর সেই পতাকা স্বয়ং প্রিয় নাবি সাহাবিদের হাতে
তুলে দিয়েছিলেন অদম্য স্বাধীন ও অপ্রতিরোধ্য এক জাতিসত্ত্বার নিদর্শন হিসেবে। কোন পরাশক্তির সেবক জাতীয়তাবাদের নিদর্শন হিসেবে নয়!

অতএব কালিমার পতাকা নিয়ে যাদেরই এলার্জি তারা নেহায়েত জাহেল অথবা জালেম!

সোহরাওয়ার্দী উদ্যান অভিমূখে মার্চ ফর গাজায় আগতদের জন্য গেট ও রাস্তা ব্যবহারের নির্দেশনা:দুপুর ২টায় ৫টি পয়েন্ট থেকে মার্চ...
12/04/2025

সোহরাওয়ার্দী উদ্যান অভিমূখে মার্চ ফর গাজায় আগতদের জন্য গেট ও রাস্তা ব্যবহারের নির্দেশনা:

দুপুর ২টায় ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে গণ-জমায়েতের সময় বিকাল ৩টা।

'মার্চ ফর গাজা' এর পথ নির্দেশনাঃ

স্টার্টিং পয়েন্ট ১। বাংলামোটর
প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেইট (শাহবাগ হয়ে)

স্টার্টিং পয়েন্ট ২। কাকরাইল মোড়
প্রবেশপথঃ সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট (মৎস ভবন হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৩। জিরো পয়েন্ট
প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেইট (দোয়েল চত্বর হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৪। বখশীবাজার মোড়
প্রবেশপথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেইট (শহীদ মিনার হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৫। নীলক্ষেত মোড়
প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি এস সি গেইট (ভিসি চত্বর হয়ে)

বিশেষ নির্দেশনাসমূহ:

1. টিএসসি মেট্রো স্টেশন কাল বন্ধ থাকবে।
2. সকল পরীক্ষার্থীদের জন্য সকল রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে।পরীক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেয়ার অনুরোধ রইলো।

সাধারণ দিক নির্দেশনাঃ

১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন।
২. যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।
৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে।
৪. দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন।

Address

Ramganj

Alerts

Be the first to know and let us send you an email when তাইম্মা - TAMU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share