
03/09/2025
সমাজ থেকে ধীরে ধীরে সকালের মক্তবের সেই সুন্দর পরিবেশ হারিয়ে যাচ্ছে।
তাই আমাদের ক্ষুদ্র উদ্যোগে ছোট ছোট বাচ্চাদের মাঝে টুপি ও হিজাব উপহার প্রদান করা হয়েছে—
যাতে তারা মক্তবে নিয়মিত আসতে অনুপ্রাণিত হয়।
আপনাদের দোয়া চাই, আল্লাহ যেন সর্বদা দেশ ও সমাজের কল্যাণময় কাজের সাথে যুক্ত রাখেন।
📌প্রিয় অভিভাবকবৃন্দ,
আপনাদের সন্তানের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান ও ইসলামী শিক্ষা। সকালের মক্তব শুধু অক্ষর শেখার স্থান নয়, বরং এখান থেকেই শুরু হয় তাদের নৈতিকতা, চরিত্র ও দ্বীনি জীবনের ভিত্তি।
তাই সন্তানের হাত ধরে মক্তবে নিয়ে আসুন, নিয়মিত পড়াশোনার পরিবেশ তৈরি করুন—
ইনশা আল্লাহ এটি হবে তাদের দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণের পথ।