Firoz Alam

Firoz Alam দাড়ি টুপি আর পাঞ্জাবি দেখলেই পাগল হয়ে যাইয়েন না, সব দাড়ি টুপি আর পাঞ্জাবির ভিতরে ঈমান থাকে না। বাহ্যিক রূপে নয়, মানুষকে চিনুন তার আমল ও আচরণে।
(2)

10/08/2025

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য।

#গ্রামীণ_জীবন

এই মুহূর্তেৎ আমার  Firoz Alam Vlogs ইউটিউব চ্যানেলে লাইভ আছি।চাইলে আপনারাও সাথে যুক্ত হয়ে মুহূর্তগুলো উপভোগ করতে পারেন।
10/08/2025

এই মুহূর্তেৎ আমার Firoz Alam Vlogs ইউটিউব চ্যানেলে লাইভ আছি।
চাইলে আপনারাও সাথে যুক্ত হয়ে মুহূর্তগুলো উপভোগ করতে পারেন।

প্রকৃতির কোলে নতুন দিনের শুরু, হলুদ ফুলের হাসিতে ভরে উঠুক মন।   #গ্রামীণ_জীবন    #প্রকৃতি
10/08/2025

প্রকৃতির কোলে নতুন দিনের শুরু, হলুদ ফুলের হাসিতে ভরে উঠুক মন।

#গ্রামীণ_জীবন #প্রকৃতি

08/08/2025

ঘরে আনলাম নতুন অতিথি 🐦 বাজরিগার পাখি!

#বাজরিগার

আলহামদুলিল্লাহ 💚মহান রব আমাকে ভালো রেখেছেন, সুখে রেখেছেন — এর চাইতে বড় নেয়ামত আর কী হতে পারে?অগণিত শুকরিয়া সেই মহান র...
08/08/2025

আলহামদুলিল্লাহ 💚
মহান রব আমাকে ভালো রেখেছেন, সুখে রেখেছেন — এর চাইতে বড় নেয়ামত আর কী হতে পারে?
অগণিত শুকরিয়া সেই মহান রবের দরবারে, যিনি প্রতিটি মুহূর্তে রহমতের ছায়ায় ঢেকে রাখেন।
আলহামদুলিল্লাহ।

শৈশবের স্মৃতিবিজড়িত স্কুল —এই ছোট্ট শব্দগুলো শুনলেই যেন মনে ভেসে ওঠে হাজারো মধুর স্মৃতি।🏫 সেই পুরনো স্কুলঘর,📚 কাঠের বেঞ...
07/08/2025

শৈশবের স্মৃতিবিজড়িত স্কুল —
এই ছোট্ট শব্দগুলো শুনলেই যেন মনে ভেসে ওঠে হাজারো মধুর স্মৃতি।
🏫 সেই পুরনো স্কুলঘর,
📚 কাঠের বেঞ্চে বন্ধুদের সঙ্গে গা ঘেঁষে বসা,
🖊️ প্রথম হাতে কলম ধরা,
🥪 টিফিন পিরিয়ডে ২/৫ টাকার খাবার কিনে খাওয়া,
🌳 আর স্কুলের পেছনের গাছগুলোর আড়ালে গল্পের আসর—
এসব কিছুই মিশে আছে শৈশবের রঙিন ফ্রেমে।
⏳ সময়ের স্রোতে আমরা বড় হয়ে গেছি,
কিন্তু স্কুলের সেই দিনগুলো আজও মন ছুঁয়ে যায়...
আসলেই তো—
স্কুল শুধু একটা ভবন নয়,
এটা আমাদের জীবনের প্রথম পাঠশালা,
প্রথম বন্ধুত্ব, আর প্রথম স্বপ্ন দেখার স্থান।

শখ করে কিনে আনলাম এক জোড়া বাজিগার পাখি।ভিডিও লিংক কমেন্ট বক্সে
07/08/2025

শখ করে কিনে আনলাম এক জোড়া বাজিগার পাখি।
ভিডিও লিংক কমেন্ট বক্সে

05/08/2025

মালয়েশিয়া থেকে দেশে ফিরে বাবার সঙ্গে নেমে পড়লাম কৃষি কাজে।

#কৃষি #গ্রামীণ_জীবন

ভোরের প্রথম আলো ছুঁয়ে যায় সবুজ মাঠ,শান্ত নিস্তব্ধ পরিবেশ,এটা কেবল চোখে দেখার জন্য নয়, মন দিয়ে অনুভব করার মতো।আল্লাহর সৃষ...
04/08/2025

ভোরের প্রথম আলো ছুঁয়ে যায় সবুজ মাঠ,শান্ত নিস্তব্ধ পরিবেশ,এটা কেবল চোখে দেখার জন্য নয়, মন দিয়ে অনুভব করার মতো।
আল্লাহর সৃষ্টির অপূর্ব নিদর্শন!
📍 লোকেশন: শাহারাস্তি, চাঁদপুর

#সকালের_প্রকৃতি #চাঁদপুর #গ্রামীণ_জীবন

03/08/2025

ফি লি স্তি ন
গা জা 😢

মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর ভেবেছিলাম — এবার বুঝি কিছুটা স্বস্তি মিলবে, হয়তো একটু বিশ্রাম নেওয়ার সুযোগ হবে।কিন্তু ব...
02/08/2025

মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর ভেবেছিলাম — এবার বুঝি কিছুটা স্বস্তি মিলবে, হয়তো একটু বিশ্রাম নেওয়ার সুযোগ হবে।
কিন্তু বাস্তবতা হলো — দেশে ফিরেই ব্যস্ততা যেন আগের চেয়েও বহুগুণ বেড়ে গেছে!
প্রতিদিনের কাজের চাপে এতটাই ডুবে আছি যে,
চাইলেও নিজের জন্য একটু অবসর সময় বের করা যাচ্ছে না।
এই ব্যস্ততা সামলে উঠতে হয়তো আরও কিছুটা সময় লাগবে।
ইনশাআল্লাহ, তারপর আবার নিয়মিত ফিরে আসবো ফেসবুক ও ইউটিউবে —
নতুন কিছু নিয়ে, নতুন ভাবে, আপনাদের ভালোবাসায়।

আলহামদুলিল্লাহ 💚মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর এই প্রথম আব্বার সঙ্গে ফসলি মাঠে গিয়ে কৃষিকাজে অংশ নিলাম।এ এক অন্যরকম অনু...
01/08/2025

আলহামদুলিল্লাহ 💚
মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর এই প্রথম আব্বার সঙ্গে ফসলি মাঠে গিয়ে কৃষিকাজে অংশ নিলাম।
এ এক অন্যরকম অনুভূতি — মাটির গন্ধ, স্নিগ্ধ হাওয়া, আর বাবার পাশে থেকে কাজ শেখার শান্তি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না।
দুঃখের বিষয়, ঘরের ভেতর ইন্টারনেট সঠিকভাবে কাজ না করায় এতদিন ভিডিওটি আপলোড করতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ, কিছুটা সংযোগ পেয়ে ইউটিউবে ভিডিওটি আপলোড করেছি।
তবে ইনশা আল্লাহ, সময় সুযোগ করে আগামী দু-এক দিনের মধ্যে ভিডিওটি পেইজে প্রকাশ করার জন্য চেষ্টা করব।
আপাতত দেখতে চাইলে ইউটিউবের ভিডিও লিংক কমেন্টে দেওয় আছে।

Address

Ramgonj, Laxmipur
Ramganj
3720

Website

https://youtube.com/@firozalamvlogs?si=d03zWAoxcGxC8Z8Y

Alerts

Be the first to know and let us send you an email when Firoz Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category