The untold chapter

The untold chapter শূন্যের শূন্যতায় শূন্যস্হান শূন্য

23/08/2025

দুনিয়ায় মানুষ খালি হাতে আসে। তারপর দুনিয়ার সবকিছু পেতে চায়। যতই পায় ততই কম পড়ে যায়। ভাগ্যের প্রতি অভিযোগ জন্মায়।

আমার কেনো এটা নাই, সেটা নাই, আজীবন আফসোস করে যায়। তারপর একদিন সবকিছু ছেড়ে, খালি হাতে দুনিয়া থেকে চলে যায়।

আহারে মানুষ, আহারে দুনিয়া, আহারে জীবন।

20/08/2025

সাময়িক শোক বাদে মৃতের জন্য এই পৃথিবীর না আছে আক্ষেপ না আছে অপেক্ষা!

19/08/2025

একটু মানসিক শান্তির খোঁজে কত ছোটাছুটি করেছি। যখন ভেবেছি এখানে শান্তি আছে আর কিছুর দিকে তাকাইনি। কিন্তু একটা সময় পর বুঝি ভাবনা ভুল।

ঠোকর খেতে খেতে এমন প্রান্তে এসে পৌঁছে গেছি যেখানে মানসিক অশান্তির কারখানা! অতঃপর একটু যত্ন স্নেহ মানসিক শান্তির লোভে পথভ্রষ্ট দিশেহারা হয়েছি।

মানসিক শান্তিটা আসলে কোথাও গিয়ে খুঁজে পাওয়া যায়না। মানসিক শান্তি নিজের কাছেই থাকে কিন্তু আমরা অবগত থাকিনা। আমরা বুঝতে পারিনা।

যখন কারো থেকে কোনো প্রত্যাশা থাকেনা। যখন কেউ অন্যায় করলে প্র'তি`শোধ নেওয়ার ইচ্ছা জাগে না। যখন এমন মনোভাব তৈরী হয় যেনো আমার কোনো কিছুতেই কিছু যায় আসেনা! তখন মানসিক শান্তির আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় থাকেনা।

19/08/2025

খোদা আমারে এমন এক পাথর বানাইলেন ভিতরে মায়া দিলেন,
আর পৃথিবীরে জানাইলেন আমার কোনো ঋদয় নাই!

18/08/2025

নিজেকে একটা নির্জীব, স্তম্ভিত বস্তু মনে হয়, হয়তো একটা চেয়ার আমি। খুব অসময়ে মানুষ মুসাফিরের মতো আমার কাছে আসে, ক্লান্তি দূর হলেই ফিরে যায় যে যার নীড়ের কাছে। আমি কারো স্থায়ী ঠিকানা না, আমি শুধু কাউকে নিজের ভাবার অলীক স্বপ্ন দেখার দুঃসাহসই করতে পারি।

তাও খোদা যে জীবন দিলেন, তা নিয়ে আফসোস করার সুযোগ নাই। এর থেকে ছন্নছাড়া কতো প্রাণের সমাচার চারদিকে। তাই নিজেকে সুখীদের দলেই ভাবি।

13/12/2024

এই মহাশূন্যে এমন একটা মানুষ থাকুক বিধ্বস্ত হয়ে, ভেঙে পড়ে, হতাশার চরমে ডুবে গিয়ে যাকে একটাবার জড়িয়ে ধরে কাঁদতে পারলে মনের ভিতর প্রশান্তি অনুভব হবে।
একটা মানুষ থাকুক যার কাছে সবটা বলা যাবে অবলীলায়।

একটা মানুষ থাকুক বিধ্বস্ত পৃথিবীর এক টুকরো জমিনে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে আমাকে পাওয়ার তীব্র আকুতি জানাক। একজোড়া হাত আমার জন্য প্রার্থনারত থাকুক। আমাকে পাওয়ার আনন্দে অশ্রুসিক্ত হোক একজোড়া পবিত্র চোখ।
শুধু ভালোবাসা নয় কেউ একজন থাকুক যে পুরো আমিটার মায়ায় পড়বে। যে শেষ পর্যন্তু আমার সাথে থেকে যাবে 🖤

16/11/2024

Big Respect to you brother ❤️🥹

Address

Ramganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when The untold chapter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share