31/08/2024
*বিজয়ীদের জন্য
—ইব্রাহীম নিরব|৫ই, আগস্ট, ২০২৪
একটি বিপ্লব ঘটেছে—
যা পূর্বের ইতিহাসে দেখা যায়নি!
সুতরাং,
তোমাদের মনে রাখা উচিত—
সন্তান হারানো শোকার্ত মাকে—
যার আর্তচিৎকারের সুরে ভেসে যাচ্ছে আকাশ
পৃথিবীতে তার একটাই সম্বল!
তারপর,
তোমাদের মনে রাখা উচিত—
স্বামী হারানো সেই বধুয়াকে—
যার মুখ প্রথমত দেখেছিলো সবাই মিডিয়াতে
স্বামীর মৃত্যুর আহাজারিতে!
অতঃপর,
তোমাদের মনে রাখা উচিত—
গুম হয়ে যাওয়া লক্ষ ভাইদের—
যার স্বর মিলিয়ে গেছে আয়নাঘরের বাতাসে
তন্নতন্ন করে খুঁজছে পরিবার!
পরিবর্তীতে,
তোমাদের মনে রাখা উচিত—
সেইসব কোমল অগ্নিকন্যাদের—
যাদের সম্ভ্রমের দিকে হাত বাড়িয়েছিল শকুনী
কার সাধ্য গণবিপ্লব ঠেকানো?
▪️কেন্দ্রীয় জেলখানা, কেরাণীগঞ্জ, ঢাকা
▪️কাব্যগ্রন্থ: ভয়তন্ত্র (প্রকাশিতব্য)