Book Investigator

Book Investigator বই রিভিউ, কবিতা আবৃত্তি, সাহিত্য ইতিহাস ও সঙ্গীত নিয়ে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে হবে উন্মুক্ত আলোচনা

31/08/2024

*বিজয়ীদের জন্য
—ইব্রাহীম নিরব|৫ই, আগস্ট, ২০২৪

একটি বিপ্লব ঘটেছে—
যা পূর্বের ইতিহাসে দেখা যায়নি!
সুতরাং,
তোমাদের মনে রাখা উচিত—
সন্তান হারানো শোকার্ত মাকে—
যার আর্তচিৎকারের সুরে ভেসে যাচ্ছে আকাশ
পৃথিবীতে তার একটাই সম্বল!

তারপর,
তোমাদের মনে রাখা উচিত—
স্বামী হারানো সেই বধুয়াকে—
যার মুখ প্রথমত দেখেছিলো সবাই মিডিয়াতে
স্বামীর মৃত্যুর আহাজারিতে!

অতঃপর,
তোমাদের মনে রাখা উচিত—
গুম হয়ে যাওয়া লক্ষ ভাইদের—
যার স্বর মিলিয়ে গেছে আয়নাঘরের বাতাসে
তন্নতন্ন করে খুঁজছে পরিবার!

পরিবর্তীতে,
তোমাদের মনে রাখা উচিত—
সেইসব কোমল অগ্নিকন্যাদের—
যাদের সম্ভ্রমের দিকে হাত বাড়িয়েছিল শকুনী
কার সাধ্য গণবিপ্লব ঠেকানো?

▪️কেন্দ্রীয় জেলখানা, কেরাণীগঞ্জ, ঢাকা
▪️কাব্যগ্রন্থ: ভয়তন্ত্র (প্রকাশিতব্য)

'মিস করি তোমাকে সিনট্যাক্সের বাইরে' বৈভব থেকে ২০২২ সালের নভেম্বরে  প্রকাশিত কবি রুম্মানা জান্নাতের এই কাব্যগ্রন্থটি কলকা...
09/01/2024

'মিস করি তোমাকে সিনট্যাক্সের বাইরে' বৈভব থেকে ২০২২ সালের নভেম্বরে প্রকাশিত কবি রুম্মানা জান্নাতের এই কাব্যগ্রন্থটি কলকাতা থেকে "আদম সম্মাননা-২০২৩" পুরস্কার প্রাপ্ত। আলোচিত এই বইটা কিনেছি ২ বছর হয়ে গেছে কিন্তু এখনো পুরোটা পড়ে শেষ করতে পারিনি। কবিতাগুলো এত গভীর অর্থবহ যে আমি পুরো এলোমেলো হয়ে যাই। ছবিটাও ২ বছর আগে তোলা, আজকে গ্যালারিতে খুঁজে পেলাম।

02/01/2024

"Book Investigator" সাহিত্য রিলেটেড একটি ইউটিউব চ্যানেল। সাহিত্য অনুসন্ধানের এই যাত্রায় বেছে নিয়েছি চারটি ক্যাটাগরি। বই রিভিউ, কবিতা আবৃত্তি, সাহিত্যের ইতিহাস ও সঙ্গীত নিয়ে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে হবে উন্মুক্ত আলোচনা। এই চ্যানেলের লক্ষ্য হল সাহিত্যের প্রতি আগ্রহী দর্শকদের জন্য একটি তথ্যবহুল ও বিনোদনমূলক প্ল্যাটফর্ম তৈরি করা।

চ্যানেলে যে ধরনের ভিডিও রাখার চেষ্টা করবো সেগুলো অবশ্যই সাহিত্য রিলেটেড থাকবে। তবে মাঝেমধ্যে আলোচনার সুবিধার্থে অন্যান্য ক্যাটাগরিতেও ডাইভার্ট হবে। এখানে থাকবে বই পর্যালোচনা; সাহিত্যের নতুন-পুরাতন ওবং জনপ্রিয় বইগুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা। বিভিন্ন সাহিত্যিকদের জীবন ও কর্মের উপর গভীর আলোচনা। সাহিত্যের ইতিহাসে থাকবে সাহিত্যের বিভিন্ন যুগ ও ধারা সম্পর্কে আলোচনা। এছাড়াও থাকবে বিভিন্ন ভাষার বিখ্যাত কবিদের কবিতা আবৃত্তি এবং বোনাস হিসেবে বিভিন্ন বিষয় নিয়ে গান।

চ্যানেলটি পরিচালনা করছেন ইব্রাহীম নিরব, যিনি একজন সাহিত্যপ্রেমী ও অনুসন্ধানকারী। বিশ্বের বিভিন্ন ভাষার সাহিত্য সম্পর্কে ব্যাপক আগ্রহের দরুন এই চ্যানেলটির সৃষ্টি।

আশাবাদী যে, "Book Investigator" চ্যানেলটি সকল সাহিত্যপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় ও তথ্যবহুল প্ল্যাটফর্ম হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাহিত্যের জগতে নতুন কিছু আবিষ্কার করুন।

#সাহিত্য #বই #রিভিউ #ইতিহাস #কবিতা #আবৃত্তি #সঙ্গীত

31/12/2023

পেজটা নতুনভাবে শুরু করবো ভাবছি🌺

'ভয়তন্ত্র' আসবে.....বই পড়তে পড়তে খায়েস জাগলো একটু প্রচারণা করা উচিত, কিন্তু কীভাবে করবো খুঁজে পাচ্ছিলাম না। তারপর মোবাইল...
05/12/2023

'ভয়তন্ত্র' আসবে.....

বই পড়তে পড়তে খায়েস জাগলো একটু প্রচারণা করা উচিত, কিন্তু কীভাবে করবো খুঁজে পাচ্ছিলাম না। তারপর মোবাইল নিয়ে ফেসবুক স্ক্রলিং করতে গিয়ে Porag Wahid ভাইয়ের বইপ্রচ্ছদ চোখে পড়লো। ব্যস খুঁজে পেলাম আইডিয়া। মোবাইল ডিজাইনের কাজ টুকিটাকি জানা ছিল। Pixellab, Infinite Painter ও Lightroom সফটওয়্যার দিয়ে ২ ঘন্টা সর্বাত্মক চেষ্টা চালিয়ে একটা প্রচ্ছদ করলাম।

03/11/2023

উইশলিস্টের ১০ টি বই—

১: মহাকাল- দিবাকর দাস
২: লুন্ঠিত ভবিষ্যৎ- Md. Ismail Ali
৩: গল্পগুলো সিরিয়ার- Mozammel Hossain Toha
৪: ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য- মোহাইমিন পাটোয়ারী
৫: দি আর্ট অব ডেথ-ডেভিড ফেনল (অনুবাদ- Jawad Ul Alam )
৬: ড্রাকুলা-ব্রাম স্টোকার (অনুবাদ- Lutful Kaiser)
৭: দ্য কুইনস থিফ সিরিজ- মেগান হোয়েলেব টার্নার (অনুবাদ-ঝিলম বিশ্বাস)
৮: আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর-আবুল মনসুর আহমেদ
৯: বাঙালির মিডিওক্রিটির সন্ধানে- Faham Abdus Salam
১০: আমরা তোমার শান্তিপ্রিয় সাত ছেলে- Kishor Pasha Imon

22/10/2023

* মৃত্যুর সঙ্গীত

ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে এক আশ্চর্য সঙ্গীত;
গ্রেনেড বয়ে পুড়ে যায় হাসপাতাল, শরনার্থী ক্যাম্প—
রকেট-বোমা-বুলেট যেন পাঁজরে পাঁজরে বাজাচ্ছে

আগ্রাসনের নোটেশন—

ছুটে যাচ্ছে স্ক্লেরোফিলাস বিস্তৃত পাতার বন জুড়ে
স্থবির হয়ে পড়ে রক্তের স্রোতে জর্জরিত নদীর ধারে,
গাজা থেকে জেরুজালেম হয়ে পশ্চীম তীর ছাড়িয়ে

সুরগুলো গড়িয়ে যাচ্ছে—

জলপাইপাতায় অঙ্কিত 'অশান্তি' জাতিসংঘের দিকে,
স্বাধীনতার কাছে এসেও— প্রতিবার যন্ত্রণায় ছটফট
আকাশের পানে চেয়ে তুমুল কান্নারা তোলপাড় তুলে

প্রাণে ফিলিস্তিন সিম্ফনি—

বাতাসের কোলে ভেসে বেড়ায় কোমল শিশুর মৃতদেহ,
চূর্ণবিচূর্ণ— ভূমি জুড়ে হাহাকার করে উঠে আলোচনা
কনিফার-জঙ্গলে উড়ে আলবাট্রস সীমান্ত ছুঁয়ে দিতে—

এই আওয়াজ দুর্দশার—

কথা বলতে শেখায় উর্বর জলপাইকুঞ্জ ফিরিয়ে নিতে
মরতে শেখায় পুনরুদ্ধারের দাবিতে বেঁচে থাকার জন্য
যা ভেঙে দেয় মৃত্যুর স্তব্ধ শিকল, ওখানেই সমস্ত স্মৃতি—

© Ibrahim Nirob

প্রেমাস্পর্শে মেতে উঠার দিন আজ নহেধব্বংসের বার্তা এসে গেছে দুয়ারের চৌকাঠে৷ শ্বসল সংগ্রামে করো সর্বতঃত্রাহেলড়াইয়ের ইতিহাস...
24/06/2023

প্রেমাস্পর্শে মেতে উঠার দিন আজ নহে
ধব্বংসের বার্তা এসে গেছে দুয়ারের চৌকাঠে৷
শ্বসল সংগ্রামে করো সর্বতঃত্রাহে
লড়াইয়ের ইতিহাস পুনরায় যাক রটে৷

কবিতাংশ: বিলাসের দিন আজ নহে

"দ্য বাস্টার্ড উন্নয়ন" আমার লেখা প্রথম কাব্যগ্রন্থ। এটা নিয়ে আমার স্বপ্ন অনেক ছিল। কিন্তু সাহিত্যচর্চা প্রকাশনীর বাটপারির কারণে বইটা এখনো ঠিকভাবে মার্কেটিং হচ্ছে না। বইটা কেউ রকমারি বা অন্যান্য অনলাইন সাইটে পাচ্ছে না শুধুমাত্র প্রকাশনীর কারণে।

এই প্রথম আমার কাব্যগ্রন্থের প্রচ্ছদ অংকন করলো, আমি খুশিতে নাচতেছি।
ধন্যবাদ আ নি কা এত্ত সুন্দর করে আর্ট করার জন্য। অনেক প্যারা দিছি আপনাকে। কিছু মনে করিয়েন না।

14/06/2023

Address

Ramganj

Telephone

+8801872125701

Website

Alerts

Be the first to know and let us send you an email when Book Investigator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Book Investigator:

Share

About Myself

নাম: ইব্রাহীম হোসেন [নিরব]

ঠিকানা: লালবাগ, ঢাকা

নিবাস: কলমা, লৌহজং, মুন্সীগঞ্জ [বিক্রমপুর]

উচ্চতা: ৫'৮"