21/09/2025
Confession No: 200 💌
From: tahiya
To:maruf
আসসালামুআলাইকুম।কেমন আছো?? আশা করি ভালো আছো।ভালো থাকার কথা, কারন আমি তোমার জন্য সবসময় দোয়া 🤲করি। জানিনা কি বলে শুরু করবো এবং আমি জানি ও না কিভাবে Crush and Confession দেয়।আমি সত্যিই জানি না তোমার প্রিয় কোনো মানুষ আছে কিনা, থাকলে আমার কিছু করার নাই। জানি না কিভাবে তোমার সামনে গিয়ে বলবো অই সাহস আমার নাই তাই এইখানে বলতেছি।আর কিভাবে কথা গুছিয়ে বলতে হয় এইটা আমি পারি না।
তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার হয়ে থাকবে। তোমার প্রতি আমার ভালোবাসা তোমাকে প্রতিদিন আরও ভাল করে তুলবে। তোমার হাসি, তোমার কথা, সবকিছু আমার হৃদয়ে গভীরভাবে বসে আছে।তুমি আমার জীবনের আলো। আমি তোমাকে খুব ভালোবাসি এবং সবসময় তোমার পাশে থাকতে চাই। তুমি আমার স্বপ্ন, আমার বাস্তবতা।তুমি আমার বেঁচে থাকার অন্ন্যতম কারণ। তুমি আমার সেই ভালোবাসা হয়েছো, যেই ভালোবাসা আমাকে বেঁচে থাকতে সাহায্য করে,সপ্ন দেখাতে সাহায্য করে।তুমি আমার দুনিয়া আর তুমি হইতেছো মায়াবী, তাই তোমার নাম দিয়েছি দুনিয়াবি।তোমার প্রতি আমার ভালোবাসা কখনও কমবে না। প্রতিদিন আমি তোমাকে নতুনভাবে ভালোবাসতে শিখি। তোমার সান্নিধ্যে আমার জীবন পূর্ণ।তুমি আমার হৃদয়ের সমস্ত সুখ। আমি তোমাকে সর্বদা ভালোবাসি এবং এই ভালোবাসা কখনও শেষ হবে না।তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান ব্যক্তি।আমি তোমাকে সবসময় ভালোবাসি আর ভালোবেসেই যাবো 😇😇
তাহিয়া
খুঁজে নিও।
#রামগঞ্জ ゚ fans