Crush & Confession of Ramgonj

Crush & Confession of Ramgonj রামগঞ্জ এর ছেলে-মেয়ে'রা নিজের ক্রাশ এর কাছে মনের কথা জানাতে পেজ এ ম্যাসেজ দেও এবং পেজ টা ফলো করিও!❤️

Confession No: 200 💌From: tahiyaTo:marufআসসালামুআলাইকুম।কেমন আছো?? আশা করি ভালো আছো।ভালো থাকার কথা, কারন আমি তোমার জন্য ...
21/09/2025

Confession No: 200 💌
From: tahiya
To:maruf
আসসালামুআলাইকুম।কেমন আছো?? আশা করি ভালো আছো।ভালো থাকার কথা, কারন আমি তোমার জন্য সবসময় দোয়া 🤲করি। জানিনা কি বলে শুরু করবো এবং আমি জানি ও না কিভাবে Crush and Confession দেয়।আমি সত্যিই জানি না তোমার প্রিয় কোনো মানুষ আছে কিনা, থাকলে আমার কিছু করার নাই। জানি না কিভাবে তোমার সামনে গিয়ে বলবো অই সাহস আমার নাই তাই এইখানে বলতেছি।আর কিভাবে কথা গুছিয়ে বলতে হয় এইটা আমি পারি না।

তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার হয়ে থাকবে। তোমার প্রতি আমার ভালোবাসা তোমাকে প্রতিদিন আরও ভাল করে তুলবে। তোমার হাসি, তোমার কথা, সবকিছু আমার হৃদয়ে গভীরভাবে বসে আছে।তুমি আমার জীবনের আলো। আমি তোমাকে খুব ভালোবাসি এবং সবসময় তোমার পাশে থাকতে চাই। তুমি আমার স্বপ্ন, আমার বাস্তবতা।তুমি আমার বেঁচে থাকার অন্ন্যতম কারণ। তুমি আমার সেই ভালোবাসা হয়েছো, যেই ভালোবাসা আমাকে বেঁচে থাকতে সাহায্য করে,সপ্ন দেখাতে সাহায্য করে।তুমি আমার দুনিয়া আর তুমি হইতেছো মায়াবী, তাই তোমার নাম দিয়েছি দুনিয়াবি।তোমার প্রতি আমার ভালোবাসা কখনও কমবে না। প্রতিদিন আমি তোমাকে নতুনভাবে ভালোবাসতে শিখি। তোমার সান্নিধ্যে আমার জীবন পূর্ণ।তুমি আমার হৃদয়ের সমস্ত সুখ। আমি তোমাকে সর্বদা ভালোবাসি এবং এই ভালোবাসা কখনও শেষ হবে না।তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান ব্যক্তি।আমি তোমাকে সবসময় ভালোবাসি আর ভালোবেসেই যাবো 😇😇

তাহিয়া
খুঁজে নিও।

#রামগঞ্জ ゚ fans

hlw
21/09/2025

hlw

❤️
21/09/2025

❤️

  199 From:অপরিচিত কেউ TO:PRIYO Arif  🖤জানিনা আপনি আমাকে চিনেন কিনা।  প্রথম দেখায় ভালো লাগা  তারপর ভালোবাসা কি করে বুঝাব...
21/09/2025

199
From:অপরিচিত কেউ
TO:PRIYO Arif 🖤
জানিনা আপনি আমাকে চিনেন কিনা। প্রথম দেখায় ভালো লাগা তারপর ভালোবাসা কি করে বুঝাবো আপনাকে অনেক ভালোবাসি যে আপনাকে আপনার কথা বলা চলাফেরা ভদ্রতায় মুগ্ধ হয়ে ভালোবাসি আপনি খুব শান্ত মেজাজের যতটুক জেনেছি । আপনাকে অনেক ভালোবাসি নিজের থেকেও বেশি যা লেখে বুঝানোর মতো না । আমার সব টা জুড়ে শুধু আপনি আপনার সাথে সারাক্ষণ কথা বলতে মন চায় কিন্তু মেসেজ দেওয়ার অধিকার নাই সারাক্ষণ দেখতে ইচ্ছে করে কিন্তু কিভাবে দেখবো তা সম্ভব না জানি না আপনাকে পাবো কিনা কিন্তু আল্লাহর কাছে সবসময় চাই আপনি আমার ভাগ্যে আছেন কিনা তাও জানিনা তবুও অনেক ভালোবাসি সারাক্ষণ আপনার প্রোফাইলে ঘুরি আপনার মতো ভালো আমি কোনোদিনও কাউরে বাসি না 🥺আপনি আমার জীবনের প্রথম ভালোবাসা আপনাকে ছাড়া আর কখনো কাউকে ভালোবাসতে পারবো না জানও ভালোবাসি বলার সাহস নাই তাই লিখে প্রকাশ করলাম আমি জানি আপনার ব আছে তারপরও আমি আপনাকে ভালোবাসি আপনি শুধু একবার বলুন আপনি আমায় ভালোবাসেন আপনার বকে ঝাড়ু দিয়ে তাড়ানোর দায়িত্ব আমার রিকুয়েস্ট একসেপ্ট করে আপনাকে ভালোবাসার সুযোগ করে দিবেন😊
অনেক ভালোবাসি 💜
প্রিয় Arif ❤️

#রামগঞ্জ

বাংলাদেশের ট্রাফিক জ্যাম দেইখা অ*জ্ঞা*ন হয়ে গেছে হানিয়া আমির।
20/09/2025

বাংলাদেশের ট্রাফিক জ্যাম দেইখা অ*জ্ঞা*ন হয়ে গেছে হানিয়া আমির।

20/09/2025

198
From : Shampur
To : Mariya Mahi

প্রিয় মাহি !💌>>> (চন্দ্রতপা)

জানিনা এই নামে তোমাকে কখনো সরাসরি ডাকতে পারবো কিনা। কিন্তু যখন একা থাকি তখন বারবার তোমাকে এই নামে ডাকি। তোমার ছবির দিকে তাকিয়ে কখনো কখনো তো বলেই ফেলি চন্দ্রতপা শুধু আমার। আসলে তো চন্দ্রতপা আমারই। তুমি নাহয় আমার না হলে , কিন্তু তোমাকে দেওয়া নামটাতো আমার হয়েই থাকবে। তুমি কি জানো চন্দ্রতপা নামের মানে কি ? চন্দ্রতপা নামের আভিধানিক কোনো অর্থ নেই। কিন্তু আমার মতে চন্দ্রতপা হলো চন্দ্রের জোৎস্না । নাম টা যেমন আমার দেওয়া তেমনি এর অর্থও আমার দেওয়া। আমি তোমাকে সবসময় এই নামেই ডাকতে চাই। কিন্তু সামনাসামনি তোমাকে চন্দ্রতপা ডাকবার সাহস বা অধিকার কোনোটাই আমার নেই। আর তোমার সাথে আমার তেমন ভাবে দেখাও হয়না। এইযে দেখনা এত কাছাকাছি থাকা সত্ত্বেও একবার তোমার দেখা পাইনা। আচ্ছা কখনো যদি দেখা হয় আর আমি তোমার পিছনে থেকে চন্দ্রতপা বলে ডাক দেই তবে কি তুমি রাগ করবে , নাকি অবাক হয়ে একটা মিষ্টি হাসি দিবে। চন্দ্রতপা , তোমার ওই হাসি দেখি না কত দিন হয়ে গেলো।

আমি কখনো তোমাকে চন্দ্রতপা বলে ডাকতে পারবো কিনা জানিনা। আমি কখনো তোমাকে নিজের করে পাবো কিনা জানিনা। কিন্তু আমি এটা জানি যে এ-ই চন্দ্রতপা শুধুই আমার। ভীষণ ভালোবাসি আপনাকে , চন্দ্রতপা।

ইতি
No name! :')

#রামগঞ্জ

  197From: না বলাই ভালোTo: ভালোবাসি বলে তোমাকে বিভ্রান্ত করতে চাই না। তোমাকে প্রথম দেখেছিলাম ৪ই ফেব্রুয়ারি।সেদিন থেকেই ...
20/09/2025

197
From: না বলাই ভালো
To:
ভালোবাসি বলে তোমাকে বিভ্রান্ত করতে চাই না। তোমাকে প্রথম দেখেছিলাম ৪ই ফেব্রুয়ারি।সেদিন থেকেই তোমার জন্য এক আলাদা অনুভূতি কাজ করে।আবার কত দিন পর তোমাকে আজকে দেখলাম দূর থেকেই তোমাকে ব্যাক্তিত্বের প্রেমে পরে গিয়েছিলাম সেদিনই। 😊
কোথাও কোন উপায় না পেয়ে এখানে জানাতে বাধ্য হলাম।জানি তোমাকে পাবো না তাই
ভবিষ্যতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখার মতো সাহস আর করলাম না। তোমার সুস্থতা কামনা করছি।🤍
ভালো থাকবা 💫

19/09/2025

রামগঞ্জ ফেমাস হাসপাতালের সামনে তিনটি প্রচার গাড়ি ছয়টি মাইক বাজিয়ে চলছে। হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের জন্য এটি মারাত্মক ভোগান্তি।

প্রার্থীবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভোটের প্রচারণা জনগণের কাছে পৌঁছানোর অধিকার আপনাদের আছে, তবে এভাবে অতিরিক্ত শব্দ দূষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দয়া করে পুরো রামগঞ্জ জুড়ে এই শব্দ দূষণ কমান। এসব বালের রাজনীতি করে নিজেদের নু*নুর মত ছোটো হইয়েন না। #রামগঞ্জ

  196From: তোমার এক অচেনা To: Arafatআপনার চোখে আলাদা একটা শান্তি আছে...🫠❤️‍🩹শ্যামপুর স্কুলে আপনারে অনেকবার দেখছি।  ক্লাস...
19/09/2025

196
From: তোমার এক অচেনা
To: Arafat

আপনার চোখে আলাদা একটা শান্তি আছে...🫠❤️‍🩹
শ্যামপুর স্কুলে আপনারে অনেকবার দেখছি।
ক্লাস শেষের গেটের ভিড়ে, টিফিন পিরিয়ডে, বা মাঠের পাশে
আপনার সেই হালকা হাসিটা প্রথমবারেই মনে দাগ কেটেছিল।
তখন থেকেই কেমন যেনো অজানা একটা টান অনুভব করি।

আমি জানি না আপনি আমাকে কখনো দেখেছন কি না।
আমার নামটা জানেন কি না।
তবে আপনি আমার মন অনেক আগেই নিয়ে গেছেন

ভালোবাসা বলে কি একতরফা অনুভবকেই?🙃
জানি না…
তবুও বলছি — যদি কোনোদিন আপনার ফ্রেন্ডলিস্টে একটা ছোট্ট জায়গা পাই,
তবে হয়তো নিজের অস্তিত্বটা একটু বেশি বাস্তব মনে হবে।❤️‍🩹

ইতি,
তোমার প্রতি অচেনা এক আসক্তি।🙂❤️‍🩹

  195To: nam jana nai From:ramgonj girls school and ramgonj avasik elaka  প্রথম দেখাই তোমার প্রেমে পড়ে যাই। অনেকদিন ধরে...
18/09/2025

195

To: nam jana nai
From:ramgonj girls school and ramgonj avasik elaka


প্রথম দেখাই তোমার প্রেমে পড়ে যাই। অনেকদিন ধরেই মন চাইছে তোমাকে কিছু বলতে... কিন্তু এই পাগল মনটা থেমে গিয়েছিল কিন্তু এখন অনেক হয়েছে, এখন আর থেমে থাকতে পারছি না...। আমার মনে হয়, আমার মনের কথা বলার এখন সময় হয়েছে। আমি তোমাকে আমার মনের কথা বলার জন্য কয়েকবার চেষ্টা করছি, কিন্তু তোমার সামনে গিয়ে বলতে পারিনা, কারণ যখনি তোমায় কিছু বলতে চাই কেন জানি বুকের ভিতর ধুকবুক ধুকবুক করে। আমি জানি ভালোবাসার মানুষের চোখের দিকে তাকিয়ে আমি হয়তো আমার মনের কথা বলতে পারব না। তাই এই চিঠি লিখেছি। আমার ভালোবাসার বর্ণনা করার জন্য শব্দগুলি কম হতে পারে। তবুও আমি বলতে চাই, তুমি সূর্যের প্রথম রশ্মি, আমিই আকাশ, আমি সেই রশ্মি থেকে আলোকিত হই...। তুমি হাসলে আমার মন হাসে। প্রিয়তমা আর যদি কখনো তোমার মন খারাপ হয়... কখনো এটা ভেবনা না যে আমি মুখ ফিরিয়ে নেব। বরং তোমার ছায়া হয়ে অন্ধকারে তোমার পাশে থাকব। আর যদি কখনো হাঁটতে হাঁটতে ক্লান্ত হও, কোলে তুলে নেব। আমাদের ভালবাসা জন্য.. পৃথিবীর সাথে লড়তে হলেও...
আমি লড়ব...। কারন আমি তোমাকে অনেক ভালবাসি। আমি আমার বাকি জীবন তোমার সাথে কাটাতে চাই..। তোমার সাথে হাটতে চাই, যত চাই বহুদূর... মনের কথা গুলো বলতে চাই.. প্রতিটা মুহূর্ত তোমার সাথে কাটাতে চাই..।আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা হয়তো বলে বোঝানো খুব কঠিন। অনেক আশা নিয়ে আজ এই লাভ লেটারে আমার মনের কথা লিখে দিলাম। আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকব।

17/09/2025

রামগঞ্জ সরকারি কলেজ ❌
রামগঞ্জ পোস্টার কলেজ ✅

17/09/2025

রামগঞ্জের কিছু উঠতি বয়ষ্ক পোলাপাইন"🌚

Address

Ramgonj Street
Ramganj

Alerts

Be the first to know and let us send you an email when Crush & Confession of Ramgonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share