03/12/2023
৫০০ টাকা রিক্সা ভাড়া!!!
হযরত মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহঃ) লালবাগের কোন এক ব্যক্তির বাসায় দোয়ার প্রোগ্রামে গিয়েছিলেন।
প্রোগ্রাম শেষ হওয়ার পর দাওয়াতকারী হাফেজ্জী হুজুর (রহঃ) কে ৫০০ টাকা হাদিয়া দিলেন।
হযরত জিজ্ঞেস করলেন এতো টাকা কেন দিলেন?
দাওয়াতকারী বললেন, হযরত এটা আপনার রিক্সা ভাড়া।হযরত বাসা থেকে নেমে লালবাগ থেকে কিল্লার মোড় হযরতের নিজ বাসা পর্যন্ত রিক্সা করে আসলেন।
এবার রিক্সা থেকে নেমে ৫০০ টাকার নোটটি রিক্সাওয়ালাকে দিলেন।
রিক্সাওয়ালা বলল,হযরত আমার নিকট এতো বড় নোটের তো ভাংতি নেই।হযরত বললেন এ টাকা তোমার। তুমি রেখে দাও।
রিক্সাওয়ালা বলল, হযরত আপনি ভুল করছেন না তো।হযরত বললেন, না আমি ভুল করছি না।আমি যে বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম, সে বাড়িওয়ালা টাকাটা তোমার জন্য দিয়েছে।
রিক্সাওয়ালা হযরতের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে।
হযরত হাফেজ্জী হুজুর (রহঃ) বললেন, টাকাটা তুমি নিয়ে যাও।বাড়িওয়ালা বলেছে এটা আপনার রিক্সা ভাড়া।
আমি তোমার রিক্সায় আসলাম, তাই এটা তোমারই প্রাপ্য।
আল্লাহু আকবার, ইনারাই আমাদের আকাবির ইনারাই আমাদের মুরুব্বী, আল্লাহ তা আলা হাফেজ্জী হুজুর (রহঃ) জান্নাতুল ফেরদৌসের উচু মাকাম নসিব করেন
আমিন।
—কারামাতে হাফেজ্জী হুজুর (রহঃ) গ্রন্থ থেকে সংগৃহীত
সজিব