রামগঞ্জ বার্তা

রামগঞ্জ বার্তা বাংলার গনমানুষের কণ্ঠস্বর।
01843214770, 01724924137
E-mail:- [email protected]

আলহামদুলিল্লাহ, রামগঞ্জ বেড়িবাজার ডাগ্গাতলি সড়কের ১১ কিলোমিটার নির্মাণ কাজ এ বছরের জুলাই আগষ্টের মধ্যে শুরু হতে পারে। এছ...
26/05/2025

আলহামদুলিল্লাহ,
রামগঞ্জ বেড়িবাজার ডাগ্গাতলি সড়কের ১১ কিলোমিটার নির্মাণ কাজ এ বছরের জুলাই আগষ্টের মধ্যে শুরু হতে পারে।
এছাড়া পানপাড়া বাজার থেকে শ্যামপুর-মিয়ারহাঁট-করপাড়া পর্যন্ত সড়কটির ৭ কিলোমিটার নির্মাণ করা হবে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এ সংক্রান্ত দুইটি ফাইল অনুমোদন দিয়েছে।

ধন্যবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে...

রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালুপুর পোল এর গোড়া সংলগ্ন এবায়েদুল্লাহ কারী সাহেবের বাড়ির আব্দুল মন্নানের স্ত্রী রাজি...
13/05/2025

রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালুপুর পোল এর গোড়া সংলগ্ন এবায়েদুল্লাহ কারী সাহেবের বাড়ির আব্দুল মন্নানের স্ত্রী রাজিয়া বেগম নামের ৬৫ বছর বয়স্ক মহিলাকে দুর্বিত্তরা রাত ৮ টায় ডা'কাতি করতে এসে জ*বা*ই করে হ*ত্যা করেছেন। সরাসরি ঘটনাস্থল থেকে....

রামগঞ্জে যুবলীগের দুই নেতাসহ আটক -৩নিউজ ডেস্ক. লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সম্রাট মাহমুদ (৩২)...
12/05/2025

রামগঞ্জে যুবলীগের দুই নেতাসহ আটক -৩

নিউজ ডেস্ক.
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সম্রাট মাহমুদ (৩২) ও যুবলীগ নেতা সুজন মাহমুদ (৩৬)কে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।
সোমবার ভোর রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের আফসার উদ্দিন মুন্সী বাড়ীর (খাইল্লা বাড়ী) সামনের রাস্তা থেকে সাবেক ছাত্রলীগ নেতা সম্রাটকে আটক করা হয়।
অভিযানে একই বাড়ির ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মাহমুদকে আটক করে রামগঞ্জ থানা পুলিশ। সম্রাট মাহমুদ রামগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছুর ছোট ভাই এবং সুজন মাহমুদ একই বাড়ীর ভাদুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের ছোট ছেলে। এছাড়া যৌতুক বিরোধী আইনে আবদুর রহিম (৫০) নামের একজনকে আটক করে পুলিশ।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, সম্রাট ও সুজন মাহমুদের বিরুদ্ধে রামগঞ্জ থানা ও আদালতে একাধীক মামলা রয়েছে।

অবশেষে অনেক নাটকীয়তার পর পাক-ভারত যুদ্ধ শুরু হলো। ভারত পাকিস্তানে আক্রমণের ৫ মিনিটের মধ্যেই পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু...
07/05/2025

অবশেষে অনেক নাটকীয়তার পর পাক-ভারত যুদ্ধ শুরু হলো। ভারত পাকিস্তানে আক্রমণের ৫ মিনিটের মধ্যেই পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু করে। এটি যুদ্ধের ইতিহাস এক বিরল ঘটন!
হামলা পাল্টা হামলার পরপর উভয় দেশের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ভারত হামলা করে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে কি যে ভুল করেছে। ভারত অতিদ্রুত প্রতিআক্রমণের শিকার হবে, তা আশা করেনি।
১. মিডিয়ার তথ্যানুযায়ী পাক বাহিনী ভারতের দুটি যুদ্ধবিমান, ১টি হেলিকপ্টার, ৪টি নজরদারী ড্রোন ধ্বংস করেছে। ২২ ভারতীয় সেনা মারা গেছে। তবে পাকিস্তান ব্লুমবার্গকে জানিয়েছে যে, তারা ৫টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং কিছু ভারতীয় সেনাকে গ্রেফতার করেছে।
২. ভারত পাকিস্তানের ১টি এফ১৬ যুদ্ধ বিমান ধ্বংস করেছে। ৭ পাক সেনা ও এক শিশু মারা গেছে।
৩. ভারত হামলা চালিয়েছে তিন জায়গায় ৯ বার, পাকিস্থান হামলা চালিয়েছে ৫ জায়গায় ১৫ বার।
৪. ভারত শহীদ করেছে একটি মসজিদ। পাকিস্তান ধ্বংস করে শ্রীনগরের ভারতীয় এক এয়ারবেইজ।
৫. ভারত ৯টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, পাকিস্তান ক্রুজ ও ব্যালিস্টিক ১৫টি ছুড়েছে।
৬. ভারত পাকিস্তানের একটি বাড়ি ধ্বংস করেছে, পাকিস্তান ৪টি ভারতীয় সেনা ছাউনি ধ্বংস করেছে।
বর্তমান অবস্থা: ভারতীয়রা পাক সীমান্তের অভ্যন্তরে ঢুকতে পারেনি। তবে দেড় শতাধিক পাক সেনা জম্মুর ভিতরে প্রবেশ করে স্থালাভিযান শুরু করেছে।
তথ্যসূত্র: আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া

আজিজুল হক ভাইয়ের ওয়াল থেকে

আজ সোমবার রামগঞ্জ পৌরস্থ মোহাম্মদী হোটেল এন্ড চাইনিজে এক বিদায় সংবর্ধনায় নেতাকর্মীদের ভালোবাসা ও ফুলের শুভেচ্ছায় বিদা...
28/04/2025

আজ সোমবার রামগঞ্জ পৌরস্থ মোহাম্মদী হোটেল এন্ড চাইনিজে এক বিদায় সংবর্ধনায় নেতাকর্মীদের ভালোবাসা ও ফুলের শুভেচ্ছায় বিদায় নেন এই যুবদল নেতা।
তিনি রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক জেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিএনপির রাজনীতিতে পা রাখবেন বলে জানান।

25/04/2025

এই দেখুন বাংলাদেশের বিমান সিন্ডিকেটের কান্ড..!
বিমান এর টিকেট পাওয়া যায় না দাম বেশি।
৭০০ যাত্রী র মধ্যে মাত্র ৪৬ যাত্রী বাকি সব সিট খালি....!

রামগঞ্জ মাছ ও কাঁচা বাজার নিয়ন্ত্রন  নিতে সিন্ডিকেটের অপতৎপরতা অব্যহতনিজস্ব প্রতিবেদকঃ রামগঞ্জ পৌর মাছ ও কাঁচা বাজার নিয়...
24/04/2025

রামগঞ্জ মাছ ও কাঁচা বাজার নিয়ন্ত্রন নিতে সিন্ডিকেটের অপতৎপরতা অব্যহত

নিজস্ব প্রতিবেদকঃ
রামগঞ্জ পৌর মাছ ও কাঁচা বাজার নিয়ন্ত্রনে রাখতে মাছ ও কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি নামে নজির আহম্মদ নামের এক মাছ ব্যবসায়ীর নেতৃত্বে একটি সিন্ডিকেট চক্র নানাভাবে বিভ্রান্তি চড়িয়ে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন৷ তাঁরা পৌরসভা কর্তৃক বিধি মোতাবেক দেওয়া ইজারা ডাকের (ইজিপিতে) বিরুদ্ধে ব্যবসায়ীদের ভুল বুজিয়ে ও প্রভাব বিস্তার করে মানববন্ধন কর্মসূচী পালন ও বিভিন্ন দপ্তরে চিঠি প্রদান করেন৷ এ ব্যাপারে সাধারন জনগনকে ব্যাপক ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়৷
পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভা বিধিতে রয়েছে৷ যেখানে বাজার বসবে সেখানে ইজারা(টোল) প্রদান করতে হবে৷ পৌর মাছ ও কাঁচা বাজার বিগত ত্রিশ বছর যাবত ইজারা ডাক দিয়ে আসছেন৷ এতে সরকারি রাজস্ব আদায় হয়ে থাকে ৷
মাছ ও কাঁচা বাজার ব্যবসায়ীদের দাবী, মাছ ও কাঁচা বাজার সরকারি সম্পত্তি৷ এই সম্পত্তি উদ্ধারে তারা সমিতির পক্ষ থেকে আর্থিকসহ নানাভাবে সহযোগিতা করেছেন৷ এজন্য তারাই শুধু এ বাজার ইজারা ও দোকান বরাদ্ধ পাওয়ার দাবীদার এবং তাদেরকে দিতে হবে৷ এ জন্যই তারা কর্মসুচী পালন করে আসছেন৷
পৌরসভার কয়েকজন বাসিন্দা বলেন, সরকারি যে কোন রাস্তাঘাট,ব্রীজ-কালভার্ট ও সম্মত্তি রক্ষা করা দেশের যে কোন নাগরিকের নৈতিক দায়িত্ব৷ এতে ওই ব্যক্তি সরকারি সম্মত্তি বিধি বর্হিভূতভাবে নিজের দাবী বা নিজের আয়ত্তে নিতে পারে না৷ অথবা বিধি বর্হিভূত ইজারা পাওয়ার দাবীদার না৷ সরকারই একমাত্র বিধি অনুযায়ী উক্ত সম্পত্তি হস্তান্তর অথবা ইজারা দানের ব্যবস্থা করবেন৷ এতে কারো হস্তক্ষেপ বে-আইনী৷
এ ছাড়াও রামগঞ্জ মাছ ও কাঁচা বাজার ব্যবসায়ী নজির আহম্মদ তার ভাই কাশেম, ব্যবসায়ী বাকীসহ একটি সিন্ডিকেট চক্র দীর্ঘ দুই যুগ ধরে পৌর মাছ ও কাঁচা বাজার নিয়ন্ত্রন করে আসছেন৷ এতে জিম্মি হয়ে পড়ছে ক্রেতারা৷ সিন্ডিকেট চক্রটি তাদের ইচ্ছামত দাম নির্ধারস করে থাকে৷ ফলে মাছ, তরকারিসহ কাঁচা মালের দাম পাশ্ববর্তী উপজেলার চেয়ে অনেক বেশী হয়ে থাকে৷ এতে জিম্মি হয়ে পড়ছে ক্রেতারা৷ সাধারন ক্রেতারা অধিক দামে বাধ্য হয়ে কিনতে হচ্ছে৷ চলতি বছর পৌর কর্তৃপক্ষ ইজিপিতে ইজারা ডাক আহবান করায়, নজিরসহ ওই সিন্ডিকেটের হাতছাড়া হওয়ার আশংকায় তারা মানবন্ধন কর্মসূচীসহ নানা অপতৎপরতা শুরু করছেন৷ প্রশাসন বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে এই সিন্ডকেট চক্র থেকে সাধারন মানুষকে রক্ষা করার দাবী করেন তাঁরা৷

রামগঞ্জ পৌরসভায় চলতি বছরের হাঁট বাজার ও স্ট্যান্ড ইজারা বাবত রাজস্ব আদায়ে ব্যাপক ধস নেমেছে৷ গত বছরের তুলনায়  চলতি বছর প্...
15/04/2025

রামগঞ্জ পৌরসভায় চলতি বছরের হাঁট বাজার ও স্ট্যান্ড ইজারা বাবত রাজস্ব আদায়ে ব্যাপক ধস নেমেছে৷ গত বছরের তুলনায় চলতি বছর প্রায় ১ কোটি আদায় কম হয়েছে৷ এতে হতাশ পৌরসভা সচেতন মহল৷

রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহাফুজ আলমের বাবার উপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা সাগর হোসেন শুক্কুর ও যুবদল নেতা কাদের গ্রেফতার....
10/04/2025

রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহাফুজ আলমের বাবার উপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা সাগর হোসেন শুক্কুর ও যুবদল নেতা কাদের গ্রেফতার..!

06/04/2025

লক্ষীপুর -১ রামগঞ্জের রাজনীতি
এখন মর্ডান থেকে স্মার্ট এর
দিকে...
চলছে আলোচনা -সমালোচনার ঝড়.!

দ্বিধাবিভক্ত আন্দোলনের পর " রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পৃথক পৃথক ইফতার মাহফিলনিজস্ব প্রতিবেদক:-সরকারের পদত্যাগ ও নির্দ...
26/03/2025

দ্বিধাবিভক্ত আন্দোলনের পর " রামগঞ্জ উপজেলা ও পৌর
বিএনপির পৃথক পৃথক ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক:-
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি সারাদেশে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তবে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে দলীয় কোন্দল ও সিনিয়র নেতাদের নেতৃত্বের দ্বন্দ্বের কারণে একই ব্যানারে আলাদা কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে উপজেলা ও পৌর বিএনপিকে।

দলীয় অভ্যন্তরীণ বিভক্তির কারণে অতীতে বিএনপির ঘোষিত আন্দোলনেও রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি একত্রে অংশ না নিয়ে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। এতে করে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। এমনকি জুলাইয়ে ছাত্রজনতার আন্দোলনে গণ-অভ্যুত্থানের পরও স্থানীয় বিএনপি নেতারা এক হতে পারেননি।

গতকাল ২৫ মার্চ রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির একাংশ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। তবে আজ ২৬ মার্চ একই স্থানে বিএনপির অন্য অংশ পৃথকভাবে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। এতে করে সাধারণ নেতা-কর্মীরা বিভ্রান্তির মধ্যে পড়ছেন এবং তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

দলীয় নেতা-কর্মীদের অনেকেই মনে করেন, নির্বাচনী কার্যক্রম সফল করতে হলে ঐক্য ছাড়া বিকল্প নেই। কিন্তু স্থানীয় নেতাদের বিভক্তি তৃণমূলকে দুর্বল করে দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, "আমরা মাঠে আন্দোলন করছি, কিন্তু সিনিয়র নেতাদের মধ্যে ঐক্য নেই। এতে আমাদের মনোবল ভেঙে যাচ্ছে।"

দলীয় বিভক্তির জন্য দুই পক্ষ একে অপরকে দায়ী করছে। এক পক্ষের দাবি, সিনিয়র নেতাদের একগুঁয়েমি ও ব্যক্তিস্বার্থ দলীয় ঐক্যে ফাটল ধরিয়েছে। অন্যদিকে, প্রতিপক্ষের অভিযোগ, নতুন কিছু নেতা একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন, যা এই বিভাজনের মূল কারণ।

তৃণমূল নেতা-কর্মীরা মনে করছেন, কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত হস্তক্ষেপ না করলে আগামী নির্বাচনে বিএনপির অবস্থান দুর্বল হয়ে পড়বে। তারা রামগঞ্জে সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত করতে কেন্দ্রীয় নেতাদের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির আন্দোলন ও নির্বাচনী কার্যক্রম কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে।

রামগঞ্জে নামে কয় বিএনপি, কাম করে এলডিপির" এটা কোনো বিএনপির আদর্শ নয়...! এরা সুবিধাবাদী..!                            ......
18/03/2025

রামগঞ্জে নামে কয় বিএনপি, কাম করে এলডিপির"
এটা কোনো বিএনপির আদর্শ নয়...! এরা সুবিধাবাদী..!
.... মোহাম্মদ ইব্রাহিম মিয়া
,সাধারন সম্পাদক,দরবেশপুর ইউনিয়ন বিএনপি৷

Address

Ramganj
3720

Alerts

Be the first to know and let us send you an email when রামগঞ্জ বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রামগঞ্জ বার্তা:

Share