সময়ের রামগড় TV

সময়ের রামগড় TV সময়ের রামগড়- খবরের নির্ভরযোগ্য ঠিকানা।
whatapps 01820042000, +880 1820 731645

16/08/2025

বিশ্ব শান্তি কামনায় উৎসবমুখর পরিবেশে রামগড়ে সনাতনী ধর্মাবলম্বীরা পালন করলেন শুভ জন্মাষ্টমী। শনিবার (১৬ আগস্ট) সকালে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে রামগড় শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপি সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপি সভাপতি মো. বাহার উদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সদস্যরা।

শোভাযাত্রাটি কেন্দ্রীয় কালীমন্দির থেকে বের হয়ে পৌর শহরের মাস্টারপাড়ার অধৈতধাম আশ্রম, গর্জনতলির লোকনাথ মন্দির, সুকেন্দ্রাইপাড়ার রামকৃষ্ণ মিশন, আবাসিক এলাকার শিদলা মন্দির প্রদক্ষিণ শেষে পুনরায় কালীমন্দিরে গিয়ে শেষ হয়।

এসময় কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো সনাতনী ভক্তবৃন্দ শোভাযাত্রায় অংশ নেন।

কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়—
মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি গীতা পাঠ ও প্রতিযোগিতা, সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ১০টায় শ্রীকৃষ্ণ পূজা এবং পরদিন বিকেলে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের আয়োজন রয়েছে।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এই মহোৎসবে বিভিন্ন মঠ, মন্দিরের পুরোহিত ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ভক্তদের বিপুল উপস্থিতির জন্য জন্মাষ্টমী উদযাপন পরিষদ কৃতজ্ঞতা প্রকাশ করে।

উল্লেখ্য, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, অন্যায় ও অশুভ শক্তি যখন সমাজকে গ্রাস করতে উদ্যত হয়, তখন মানবজাতির কল্যাণে ন্যায় প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন।

15/08/2025

“ধর্মই আমাদের শক্তি, ঐক্যই আমাদের পরিচয়”— এই মর্মে আজ ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জননেতা ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে রামগড় উপজেলার পশ্চিম তৈচালা পাড়া জামে মসজিদে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সহায়তা প্রদানের সময় তিনি বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়— এটি আমাদের হৃদয়ের প্রশান্তি, সন্তানদের নৈতিক শিক্ষার কেন্দ্র এবং আল্লাহর রহমতের ছায়া। এই পবিত্র স্থানের উন্নয়নে সামান্য অবদান রাখতে পেরে আমরা ধন্য ও কৃতজ্ঞ আল্লাহর কাছে।”

🤲 ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া করা হয়— এই মসজিদ যেন যুগ যুগ ধরে ঈমান, ঐক্য ও শান্তির আলো ছড়ায় এবং যারা এই মহতী কাজে অংশ নিয়েছেন, আল্লাহ তাঁদের উত্তম প্রতিদান দান করুন।

15/08/2025

📢 রামগড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার (১৫ আগস্ট) দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

#বিএনপি #রামগড় #খালেদা_জিয়া ্মবার্ষিকী #মিলাদ_ও_দোয়া

14/08/2025

রামগড়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ প্রতিপাদ্যে খাগড়াছড়ির রামগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদযাপন করা হয়েছে।

14/08/2025

📢 জনস্বার্থে বিজ্ঞপ্তি

রামগড় পৌর এলাকায় টিসিবি পণ্য বিতরণের তারিখ

📅 ১৬/০৮/২০২৫ (শনিবার) – ১, ২, ৩ নং ওয়ার্ড
📅 ১৭/০৮/২০২৫ (রবিবার) – ৪, ৫, ৬ নং ওয়ার্ড
📅 ১৮/০৮/২০২৫ (সোমবার) – ৭, ৮, ৯ নং ওয়ার্ড

সন্মানিত টিসিবি কার্ডধারী গণকে নির্ধারিত তারিখে টিসিবি পণ্য সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
📌 আসার সময় অবশ্যই টিসিবি কার্ডের মূল কপি সঙ্গে আনবেন।

স্থান: হাই স্কুলের সামনে টিসিবি বিক্রয় কেন্দ্র
সময়: সকাল ৮:৩০ মিনিট থেকে রাত ৮:০০টা পর্যন্ত

তথ্যসূত্র: সুলতান আহম্মদ, টিসিবি ডিলার, রামগড়

12/08/2025

সেনাবাহিনী এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
📢 শুধুমাত্র এসএসসি পাস ছেলেদের জন্য

🗓 অনলাইনে আবেদন শুরুর তারিখ: ১৪ আগস্ট ২০২৫
⏳ আবেদন শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৫

📍 আবেদন করতে যোগাযোগ করুন:
নুসরাত কম্পিউটার
📞 01820042000

📢 রামগড়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন“প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে...
12/08/2025

📢 রামগড়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

“প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে রামগড়ে আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫।

সকাল ১০টায় রামগড় বিজিবি স্মৃতি থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের হয়ে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।

পরে উপজেলা মিলনায়তনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শপথ পাঠ, প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ এবং সফল আত্মকর্মীদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাং মিজানুর রহমান।
প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণরত শিক্ষার্থী, সাংবাদিক, বিএনপি ও জামায়াতের উপজেলা প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

09/08/2025

Dear Robi Support,
I am from Ramgarh Upazila. For the last few days, there has been no Robi mobile network in our area due to a tower problem. Please take the necessary steps to fix this issue as soon as possible.
Thank you.

রামগড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: জননী ফার্মেসীর মালিককে জরিমানা, স্থানীয়দের ক্ষোভসময়ের রামগড় ডেস্ক: ০৮/১০/২০২৫খাগড়াছ...
08/08/2025

রামগড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: জননী ফার্মেসীর মালিককে জরিমানা, স্থানীয়দের ক্ষোভ
সময়ের রামগড় ডেস্ক: ০৮/১০/২০২৫
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৮ নং ওয়ার্ড সোনাইপুল বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে জননী ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

জানা গেছে, এসব ওষুধের বেশিরভাগের মেয়াদ শেষ হয়েছে ২০২০, ২০২২ ও ২০২৩ সালে। তবে আরও চমকপ্রদ তথ্য হলো— অনেক ওষুধের মেয়াদ শেষ হয়েছে প্রায় ৭ বছর আগে, অর্থাৎ ২০১৮ সালে।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন ফার্মেসী মালিক যদি এত পুরনো মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে মজুদ রাখেন এবং বিক্রি করেন, তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? অভিযোগ উঠেছে, তিনি যদি স্থানীয় ব্যক্তি হয়ে থাকেন, তাহলে তো নিজের এলাকার মানুষের কাছে প্রকাশ্যে ‘বিষ’ বিক্রি করেছেন। বিষয়টি শুধু আইনগত নয়, সামাজিক ও নৈতিক অবক্ষয়েরও উদাহরণ।

স্থানীয়দের দাবি, মাত্র ৫০ হাজার টাকা জরিমানা যথেষ্ট নয়। এত বড় অপরাধের জন্য তার ব্যবসার লাইসেন্স আজীবনের জন্য বাতিল করা উচিত ছিল। তারা আরও বলেন, “৪ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে পাওয়া মানে কত অসুস্থ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে, আল্লাহই ভালো জানেন। মানুষ বিপদে পড়লে চিকিৎসার জন্য ফার্মেসীতে যায়, আর সেখানে যদি বিষ বিক্রি হয়—এটি মানবতার জন্য কলঙ্ক।”

📢 আপনার শিশুকে টিকা দিন!🎯 টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫📅 শুরু: ১লা সেপ্টেম্বর ২০২৫ (মোট ১৮ কর্মদিবস)👶 বয়স সীমা:৯ মাস ...
06/08/2025

📢 আপনার শিশুকে টিকা দিন!

🎯 টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫
📅 শুরু: ১লা সেপ্টেম্বর ২০২৫ (মোট ১৮ কর্মদিবস)

👶 বয়স সীমা:
৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত, ৯ম শ্রেণি/সমমান বা শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত সকল শিশু।

💉 টিকা:
TCV (Typhoid Conjugate Vaccine) – সম্পূর্ণ ফ্রি!

📍 যেখানে টিকা দেওয়া হবে:

স্থানীয় EPI কেন্দ্র

নির্ধারিত দিনে স্কুল/মাদ্রাসা/অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান

স্থায়ী কেন্দ্রসমূহে (ক্যাম্পেইনের সকল দিন)

📝 যা প্রয়োজন:
✅ শিশুর ১৭-ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ
✅ vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন

🔑 পূর্বে HPV টিকার জন্য রেজিস্ট্রেশন করে থাকলে নতুন রেজিস্ট্রেশন ছাড়াই লগইন করে অংশ নেওয়া যাবে।

📱 মোবাইল নম্বর ভুলে গেলে: “Forget mobile number” অপশন ব্যবহার করুন।

🧒 এছাড়াও, HPV টিকার জন্য ৫ম শ্রেণি বা সমমান এবং ১০ বছর বয়সী ছাত্রীদের ১ ডোজ টিকা দেওয়া হবে।

🎯 রামগড়বাসীর জন্য বিশেষ সহায়তা:
রেজিস্ট্রেশনে সহায়তার জন্য যোগাযোগ করুন –
📍 নুসরাত কম্পিউটার, অনলাইন ডেক্স
📞 মোবাইল: 01820042000 (অফিস)
📞 যোগাযোগ: 01518931796 (অমিয়)

🌐 সময়রের রামগড় এর পক্ষ থেকে শিশুদের টিকা নেওয়ার জন্য অভিভাবকদের আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।

🛡️ এখনই প্রস্তুতি নিন – আপনার শিশুকে টাইফয়েড ও জরায়ুমুখ ক্যানসার থেকে সুরক্ষিত রাখুন।

📢 ইমাম/খতিব আবশ্যিক 🕌খাগড়াবিল কেন্দ্রীয় জামে মসজিদেএকজন অভিজ্ঞ ও যোগ্য ইমাম/খতিব নিয়োগ দেওয়া হবে।📍 লোকেশন:খাগড়াবিল, ০৮নং...
06/08/2025

📢 ইমাম/খতিব আবশ্যিক 🕌
খাগড়াবিল কেন্দ্রীয় জামে মসজিদে
একজন অভিজ্ঞ ও যোগ্য ইমাম/খতিব নিয়োগ দেওয়া হবে।

📍 লোকেশন:
খাগড়াবিল, ০৮নং ওয়ার্ড, ১নং রামগড় ইউনিয়ন,
রামগড়, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

✅ যোগ্যতা:

হিফজ ও ক্বেরাত জানা

জুমার খুৎবা প্রদান ও ইমামতি করার বাস্তব অভিজ্ঞতা

সুন্নত মোতাবেক জীবনযাপন

💰 বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

📞 যোগাযোগ করুন:
মাওলানা নুরুল আমীন
সাধারণ সম্পাদক,
মসজিদ পরিচালনা কমিটি
📱 মোবাইল: 01766768663

🕋 আবেদন করতে আগ্রহীদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হলো।

05/08/2025

গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তিে রামগড় বিএনপির বিজয় মিছিল থেকে সরাসরি

Address

Ramgarh

Alerts

Be the first to know and let us send you an email when সময়ের রামগড় TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share