16/08/2025
বিশ্ব শান্তি কামনায় উৎসবমুখর পরিবেশে রামগড়ে সনাতনী ধর্মাবলম্বীরা পালন করলেন শুভ জন্মাষ্টমী। শনিবার (১৬ আগস্ট) সকালে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে রামগড় শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপি সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপি সভাপতি মো. বাহার উদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সদস্যরা।
শোভাযাত্রাটি কেন্দ্রীয় কালীমন্দির থেকে বের হয়ে পৌর শহরের মাস্টারপাড়ার অধৈতধাম আশ্রম, গর্জনতলির লোকনাথ মন্দির, সুকেন্দ্রাইপাড়ার রামকৃষ্ণ মিশন, আবাসিক এলাকার শিদলা মন্দির প্রদক্ষিণ শেষে পুনরায় কালীমন্দিরে গিয়ে শেষ হয়।
এসময় কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো সনাতনী ভক্তবৃন্দ শোভাযাত্রায় অংশ নেন।
কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়—
মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি গীতা পাঠ ও প্রতিযোগিতা, সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ১০টায় শ্রীকৃষ্ণ পূজা এবং পরদিন বিকেলে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের আয়োজন রয়েছে।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এই মহোৎসবে বিভিন্ন মঠ, মন্দিরের পুরোহিত ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ভক্তদের বিপুল উপস্থিতির জন্য জন্মাষ্টমী উদযাপন পরিষদ কৃতজ্ঞতা প্রকাশ করে।
উল্লেখ্য, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, অন্যায় ও অশুভ শক্তি যখন সমাজকে গ্রাস করতে উদ্যত হয়, তখন মানবজাতির কল্যাণে ন্যায় প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন।