Maruf Billah

Maruf Billah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maruf Billah, Social Media Agency, Gulshan Badda Link Road, Ramna.

ভালোবেসে ভুল মানুষ কে বিয়ে করার সিদ্ধান্ত ,কত্ত বড় ভুল পৃথিবীর মধ্যে  আর একটি নেই, না পারবেন কাউকে বলতে না পারবেন সহ্য...
15/04/2025

ভালোবেসে ভুল মানুষ কে বিয়ে করার সিদ্ধান্ত ,কত্ত বড় ভুল পৃথিবীর মধ্যে আর একটি নেই, না পারবেন কাউকে বলতে না পারবেন সহ্য করতে 🙂তার এমন এমন রুপ আপনি দেখতে পাবেন যে রুপ দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আপনি শুধু তাকে দেখবেন তার ব্যবহার দেখবেন আর মনে মনে আফসোস করবেন এইটা ভেবে,এই মানুষটা কি সেই যাকে আমি ভালোবেসেছিলাম? এই ব্যাপারটা আপনার বুক জ্বা-লা পালা করে দিবে শেষ করে দিবে ভেতরটা একেবারে ভেঙে দিবে।আমরা আসলে তখনই ফেসবুকে লিখি যখন আমরা আমাদের মনের কথা কাউকে বুঝাতে পারিনা বলতে পারিনা,কিছু যন্ত্র-ণা আসলে ভাষায় প্রকাশ করা যায়না💔🙂

আমরা আসলে ভালোবাসার কাঙাল,আমরা একটু সময় ছাড়া আর কি চায় তাদের থেকে? আপনি অপেক্ষায় থাকবেন কখন মানুষটা অনলাইনে আসবে আপনি মেসেজ করবেন আর সে অপেক্ষায় থাকবে আপনার মেসেজের উত্তর হিসেবে এটা বলতে “লাঞ্চ টাইমে লাঞ্চ করে রেস্ট করি, এই টাইমে ও কি শান্তি দিতে চাওনা?" আপনাকে এটা বুঝাবে আপনি তার সাথে কথা বলতে চান মানে তাকে অশান্তি দিতে চান, এই একটা কথায় যথেষ্ট আপনার মনটাকে ছাড়-খার করে দেওয়ার জন্য, আপনি শুধু এটা ভাববেন এই মানুষটা কি সেই যে আমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকতো?যে দিনের অর্ধেকটা সময় আমাকে দিতো? এর উত্তর আপনি খুজে পাবেন না! 😔

অতঃপর এটাই বুঝলাম, বেশি ভালোবাসার আশা করা গুরুত্বের আশা করা শুধুই বোকামি কারণ এসব আশা তখনই করা যায় যখন মানুষটা সত্যি আপনাকে ভালোবাসে! ভালোবাসা আর ভালোলাগা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য! সময় খুজে প্রিয় মানুষের সাথে যোগাযোগ করা আর সময় পেলে যোগাযোগ করা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য! এতোদিন শুধু মন আর আবেগকে গুরুত্ব দিয়েছি আর এখন শুধু বিবেককে গুরুত্ব দিব। এতোদিন আমি যা ফিল করতাম আজ থেকে তুমি তা ফিল করবা। এতোদিন আমি ভাবতাম আর এখন থেকে তুমি ভাববা “এই মানুষটা কি সেই যে আমাকে ভালোবাসতো? আমার অপেক্ষায় থাকতো? আমার জন্য পাগ-লামি করতো?”

অবশ্য মন এটাও বলে, তুই নাহয় ভালোবাসতি বলে তার শূন্যতা অনুভব করতি। সে তোর শূন্যতা কেনো অনুভব করবে? সে কি সত্যি তোকে ভালোবাসে? মানুষ আসলে পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সম্পর্কে ফা-টল ধরে যায়।এক জনের পক্ষে কখনো একটা সম্পর্ক আগানো সম্ভব না💔🥺🖤

~ শখের নারীকে জিজ্ঞাসা করেছিলাম তুমি ছেড়ে গেলে কেন? ~ সে বলেছিল তুমি ফ্রিডম দিতে পারো নাই🥺💔
14/04/2025

~ শখের নারীকে জিজ্ঞাসা করেছিলাম তুমি ছেড়ে গেলে কেন? ~ সে বলেছিল তুমি ফ্রিডম দিতে পারো নাই🥺💔

ছোট্ট জীবনে হারিয়েছি অনেক কিছুই। কিন্তু প্রাপ্তির খাতায় তেমন কিছু যোগ করতে পারি নি। বছর কিভাবে কেটে যাচ্ছে তা বুঝতে পার...
27/03/2025

ছোট্ট জীবনে হারিয়েছি অনেক কিছুই। কিন্তু প্রাপ্তির খাতায় তেমন কিছু যোগ করতে পারি নি। বছর কিভাবে কেটে যাচ্ছে তা বুঝতে পারার আগেই বড় হচ্ছি বহুগুণে। পাওয়া না পাওয়া নিয়েই যাচ্ছে দিন, জন্ম হয়ে পৃথিবীতে আসা ছাড়া আর কখনো স্পেশাল দিন আসে নি। নিতান্তই সাধারণ মানুষের মতই জীবন যাপন করছি। সব শেষে আমি যা বুঝলাম, আমি যেমন তেমনই যথেষ্ট। আমার জীবনের চলার পথে প্রতিটা কাজ, প্রতিটা ক্ষত, প্রতিটা অপূর্ণতা এ সব কিছুই আমার জীবনে গল্পের অংশ।"perfection" বলে আসলে কিছু হয় না।"I'm enough just the way I'm.!😌🖤

Contact me for facebook marketing and drop shipping shopify  jobs ⬇️⬇️
28/11/2024

Contact me for facebook marketing and drop shipping shopify jobs ⬇️⬇️

ইউরোপে স্যাটেল হওয়ার একটা পদ্ধতি বলে দেই!আপনি ইউরোপ আসবেন। আসার পর, ৩৫-৪৬ বছর বয়স্ক সিংগেল অথবা ডিভোর্সি মহিলাদের পটানোর...
06/10/2024

ইউরোপে স্যাটেল হওয়ার একটা পদ্ধতি বলে দেই!
আপনি ইউরোপ আসবেন।
আসার পর, ৩৫-৪৬ বছর বয়স্ক সিংগেল অথবা ডিভোর্সি মহিলাদের পটানোর চেষ্টা করবেন।
তবে মহিলার বাচ্চা না থাকলে ভাল হয়।
এই বয়সের মহিলাদের পেছনে কিছু দিন টাইম দিলে ওরা রাজি হয়ে যায়।
কারন ওরা চরম একাকিত্বে ভূগে।আবার অল্প বয়সি মেয়েরা পাত্তা দেয়না আমাদের।
এই বয়সের মহিলাদের সাধারণত নিজের বাড়ি,গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থাকে।
তারা চায় একজন স্টেবল সংগি।
আপনি এই সুযোগ টা নিতে পারেন।
অপরদিকে অল্প বয়সি মেয়েদের সাথে প্রেম করতে পারলেও বিয়া করাটা অনেক কঠিন কাজ।আর তারা টাকার পাগল।
অন্যদিকে মধ্য বয়স্ক মহিলারা আপনাকে ভালোবাসলে আপনার জন্য সবকিছু করবে।কিন্তু সেক্ষেত্রে নিজেকে সৎ হওয়া জরুরি বলে আমি মনে করি। এদের সাথে প্রতারণা করাটা কোন ভাবেই ঠিক না।
আর সব চেয়ে বড় কথা ইউরোপের ৪০ বছরের একজন মহিলা বাংলাদেশের ২৬ বছর এর একজন মেয়ে থেকে উত্তম।
আপনি যদি আমার কথা গুলো মেনে চলতে পারেন। তাহলে জিবনে, বাড়ি, গাড়ি,ব্যবসা, ডুকুমেন্ট, সুখ, সম্পত্তি সবি পাবেন।
তবে এর জন্য আপনাকে অবশ্যই একটু হ্যান্ডসাম ও সাস্থবান হতে হবে। হিরু ইঞ্চি চেহারায় প্রেম করা সহজ না। ইউরোপের খাবার ২ মাস পেটে ঠিক মত পড়লে সাস্থ হয়ে যাবে বলে আমি মনে করি।
আসুন আমরা একটি নতুন অভিজানে নামি।
ইউরোপে আমাদের বাংলাদেশের কমিউনিটি টাজে সব চেয়ে বড় এবং শক্তি শালী করে গড়ে তুলি।
তবে একটা রিকোয়েস্ট ভাই, যাই করেন্না কেন, ২ নাম্বারি কইরেন্না প্লিজ।

পোস্ট টা মজা করার জন্য করিনি। জিবনে কিছু করে নিজের পরিবার কে দেখান। ইউরোপ এত্ত সহজ না। সাপোর্ট না থাকলে নিজের বাল তো দুরের কথা ছাগলের বালও ছিরতে পারবেন্যা।তাই কিছু করেন।নিজের পরিবারের মানুষ গুলোকে সুখে রাখুন

সবার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা থাকলো।

Collected from Fly Today

- আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে........🙂- বাবার টাকার উপর 😊
14/04/2024

- আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে........🙂

- বাবার টাকার উপর 😊

- হে আল্লাহ এ রমজানে যারা ক্ষমা পেয়ে যাবে"🥰- তাদের কাতারে আমাকেও সামিল রাখিও"🤲🌺
06/04/2024

- হে আল্লাহ এ রমজানে যারা ক্ষমা পেয়ে যাবে"🥰

- তাদের কাতারে আমাকেও সামিল রাখিও"🤲🌺

নিজেকে এমন ভাবে বদলে নিতে শিখুনযাতে মানুষ আপনার পুরাতন রূপ দেখার জন্যে আফসোস করে🙂~ চন্দ্রনাথ বিজয়~ 🤗
02/04/2024

নিজেকে এমন ভাবে বদলে নিতে শিখুন

যাতে মানুষ আপনার পুরাতন রূপ দেখার জন্যে আফসোস করে🙂

~ চন্দ্রনাথ বিজয়~ 🤗

Delete যত তাড়াতাড়ি হয় Download তত তাড়াতাড়ি হয় না😇সেটা Application হোক বা সম্পর্ক❤
28/03/2024

Delete যত তাড়াতাড়ি হয় Download তত তাড়াতাড়ি হয় না😇

সেটা Application হোক বা সম্পর্ক❤

Address

Gulshan Badda Link Road
Ramna
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruf Billah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maruf Billah:

Share