05/02/2025
*রমাদান মাসের জন্য রুটিন ! চাইলে আপনারা এখনো থেকে ইন শা আল্লাহ করতে পারেন!*
১) যা ইবাদত করবেন যেমন জিকির, নামাজ, কুরআন এক কথায় যা পড়বেন বা আমল করবেন অব্যশই মনোযোগ সহকারে অর্থ বুঝে করার চেষ্টা করবেন ইন শা আল্লাহ্!
২) দৈনিক ৫বার আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন ইন শা আল্লাহ্ আযান ও ইকামতের মাঝখানে দোয়া কবুল হয় তাই দোয়া করবেন বেশি বেশি !
৩) সারাদিন কাজের ফাঁকে ফাঁকে জিকির করবেন , ইস্তেগফার, দরুদ ইত্যাদি পড়তে থাকবেন (চাইলে গ্রুপে যেগুলি সারাদিনের জিকির দেওয়া হয় এইগুলি পড়তে পারেন ইন শা আল্লাহ্)
৪) হারাম , গীবত, পরনিন্দা , হিংসা, শিরক এইগুলি থেকে অব্যশই বিরত থাকার চেষ্টা করবেন ইন শা আল্লাহ্ এর কম কথা বলার চেষ্টা করবেন
৫) সামর্থ্য অনুযায়ী দান সদকা করা রমজান মাসে বেশি বেশি দান সদকা করার অব্যশই চেষ্টা করবেন
৬)অব্যশই অব্যশই নিজেকে পর্দার আড়ালে রাখার চেষ্টা করবেন .. কঠোর ভাবে নিজেকে পর্দায় আবৃত রাখার চেষ্টা করবেন
৭) অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় এক্টিভ থাকা থেকে বিরত থাকুন .. হ্যাঁ এইটা দ্বীনের দাওয়াতে অব্যশই কাজে আসে তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না!
৮) রমাদানের আগেই না কাজ আছে সব শেষ করে ফেলেন কারণ রমজান মাশ হলো ইবাদতের মাশ তাই চেষ্টা করবেন নিজেকে ইবাদতের মধ্য মশগুল রাখতে
৯)৫ ওয়াক্তের সালাত আদায় করার চেষ্টা করবেন একদম সঠিক টাইমে.. আযান দেওয়ার আগে আপনি নিজে আল্লাহর কাছে উপস্থিত হয়ে যান !!
১০) পরিবারের সবার সাথে ইফতার ,সেহেরী করা !
______________________________________
আল্লাহ্ আমাদের সবাইকে এই আমল গুলো করার তৌফিক দান করুক সুস্থতা এবং কল্যাণের সাথে ! _আমিন🌸_