Value of islam

Value of islam Islamic content & videos

05/02/2025

*রমাদান মাসের জন্য রুটিন ! চাইলে আপনারা এখনো থেকে ইন শা আল্লাহ করতে পারেন!*

১) যা ইবাদত করবেন যেমন জিকির, নামাজ, কুরআন এক কথায় যা পড়বেন বা আমল করবেন অব্যশই মনোযোগ সহকারে অর্থ বুঝে করার চেষ্টা করবেন ইন শা আল্লাহ্!

২) দৈনিক ৫বার আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন ইন শা আল্লাহ্ আযান ও ইকামতের মাঝখানে দোয়া কবুল হয় তাই দোয়া করবেন বেশি বেশি !

৩) সারাদিন কাজের ফাঁকে ফাঁকে জিকির করবেন , ইস্তেগফার, দরুদ ইত্যাদি পড়তে থাকবেন (চাইলে গ্রুপে যেগুলি সারাদিনের জিকির দেওয়া হয় এইগুলি পড়তে পারেন ইন শা আল্লাহ্)

৪) হারাম , গীবত, পরনিন্দা , হিংসা, শিরক এইগুলি থেকে অব্যশই বিরত থাকার চেষ্টা করবেন ইন শা আল্লাহ্ এর কম কথা বলার চেষ্টা করবেন

৫) সামর্থ্য অনুযায়ী দান সদকা করা রমজান মাসে বেশি বেশি দান সদকা করার অব্যশই চেষ্টা করবেন

৬)অব্যশই অব্যশই নিজেকে পর্দার আড়ালে রাখার চেষ্টা করবেন .. কঠোর ভাবে নিজেকে পর্দায় আবৃত রাখার চেষ্টা করবেন

৭) অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় এক্টিভ থাকা থেকে বিরত থাকুন .. হ্যাঁ এইটা দ্বীনের দাওয়াতে অব্যশই কাজে আসে তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না!

৮) রমাদানের আগেই না কাজ আছে সব শেষ করে ফেলেন কারণ রমজান মাশ হলো ইবাদতের মাশ তাই চেষ্টা করবেন নিজেকে ইবাদতের মধ্য মশগুল রাখতে

৯)৫ ওয়াক্তের সালাত আদায় করার চেষ্টা করবেন একদম সঠিক টাইমে.. আযান দেওয়ার আগে আপনি নিজে আল্লাহর কাছে উপস্থিত হয়ে যান !!

১০) পরিবারের সবার সাথে ইফতার ,সেহেরী করা !

______________________________________

আল্লাহ্ আমাদের সবাইকে এই আমল গুলো করার তৌফিক দান করুক সুস্থতা এবং কল্যাণের সাথে ! _আমিন🌸_

26/01/2025

ফরজ নামাজের পর যেসব আমল করবেন🤲🤲

এক.
রাসুল (সা.) প্রত্যেক ফরজ নামাজ শেষে ৩ বার আসতাগফিরুল্লাহ্‌ বলতেন। (মুসলিম, হাদিস : ১২২২)

দুই.
তারপর ‘আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম’ – এটি পরতেন । (মুসলিম, হাদিস : ১২২১)
তিন.
সুবহানাল্লাহ [৩৩ বার], আলহাদুলিল্লাহ [৩৩ বার], আল্লাহু আকবার [৩৩ বার], [লা-ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু; লাহুল মুলকু; ওয়ালাহুল হামদু; ওয়াহুওয়া আলা- কুল্লি শাইয়িন ক্বাদির) (১ বার)। এগুলো পাঠে গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। (মুসলিম, হাদিস : ১২৪০)
চার.
রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাঁধা থাকবে না।’ (নাসায়ি, হাদিস : ৯৪৪৮; তাবারানি, হাদিস : ৭৮৩২)
পাঁচ.
‘আল্লাহুম্মা আজিরনী মিনান নার’ ৭ বার, ফজর ও মাগরিবের পর। সে দিন বা সে রাতে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। (আবু দাউদ, হাদিস : ৫০৮০)
ছয়.
সুরা ইখলাস, ফালাক্ব ও সুরা নাস, প্রত্যেকটি ৩ বার করে, ফজর ও মাগরিবের পর। রাসুল (সা.) বলেন, সকাল-সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না।
সাত.
দরুদ শরিফ ১০ বার, ফজর ও মাগরিবের পর। কেয়ামতের দিন রাসুল (সা.)-এর শাফাআত লাভ হবে।
আট.
রাদ্বিতু বিল্লাহি রাব্বা, ওয়াবিল ইসলামি দ্বীনাঁও, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা— এই দোয়াটি ৩ বার, ফজর ও মাগরিবের পর। এটা পড়লে রাসুল (সা.) হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন। (ইবনে আবি শাইবা, হাদিস : ০৬/৩৬)
নয়.
রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে,
«سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ» (সুব্‌হানাল্লা-হি ওয়াবিহামদিহি) তার পাপগুলো মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে। (বুখারি, হাদিস : ৬৪০৫; মুসলিম, হাদিস : ২৬৯১)

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত আমলগুলো যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। আমিন।

জুমার দিনের শ্রেষ্ঠ ফজিলত!!!!
22/11/2024

জুমার দিনের শ্রেষ্ঠ ফজিলত!!!!

সুবহানআল্লাহ ❤️
16/10/2024

সুবহানআল্লাহ ❤️

22/08/2024

وَقِیلَ یَـٰۤأَرۡضُ ٱبۡلَعِی مَاۤءَكِ وَیَـٰسَمَاۤءُ أَقۡلِعِی...
"আদেশ হল, হে জমীন তোমার পা‌নি গি‌লে ফেল, হে আকাশ, পা‌নি বর্ষণ বন্ধ ক‌রো!"
(সূরা হূদ : ৪৪)
-
হে আল্লাহ! আপ‌নি হযরত নূহ আ.-এর প‌ক্ষে আকাশ ও জমীন‌কে যেভা‌বে আদেশ ক‌রে‌ছেন, আমা‌দের প‌ক্ষেও সেরূপ রহম করুন!
আমিন।

যতদিন বাংলাদেশ থাকবে তোমাদের নাম ও থাকবে 🥰✌️আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দান করুক।🤲
05/08/2024

যতদিন বাংলাদেশ থাকবে তোমাদের নাম ও থাকবে 🥰✌️

আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দান করুক।🤲

04/08/2024

বদরের আগের রাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন আপনাদের মনে আছে?

রাত জেগে নামাজরত অবস্থায় ক্রন্দন,সেজদারত অবস্থায় ক্রন্দন,নিজের অসহায়ত্বকে প্রকাশ করে আল্লাহর সাহায্য চাওয়া। এমন চরম বিপদের দিনে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ পালিত হোক প্রতিটি মুমিনের ঘরে। এই রাত নিজেদের দুর্বলতা,অসহায়ত্বকে আল্লাহর কাছে প্রকাশ করার রাত,তাঁর কাছে সাহায্য চাওয়ার রাত। ইনশাআল্লাহ তিনি জালিমের বিরুদ্ধে তার দেওয়া ওয়াদাকে পূর্ণ করবেন।

"সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো না।
হে মুমিন গন! তোমরা ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চিতই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন।" ( সূরা বাকারা:১৫২-১৫৩)

"আমার বাবা নেই, ছোট একটা বোন আছে। কেউ দেখে রাইখেন"পাবনায় আজকে নিহত হওয়া রাফি এর শেষ কথা💔🥀পাবনার শহীদ!
04/08/2024

"আমার বাবা নেই, ছোট একটা বোন আছে। কেউ দেখে রাইখেন"
পাবনায় আজকে নিহত হওয়া রাফি এর শেষ কথা💔🥀
পাবনার শহীদ!

03/08/2024

ব্রেকিং নিউজ
বাংলাদেশ সেনাবাহিনী
ছাত্র-জনতার মুখোমুখি হতে অস্বীকৃতি জানিয়েছেন... !! আলহামদুলিল্লাহ্ 😊

03/08/2024

আর অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি, যখন তারা জুলুম করেছিল।
- সূরা ইউনুস, আয়াত :১৩

03/08/2024

আবু ত্বোহা মুহাম্মাদ আদনান তার একটি বক্তব্যে বলেন...
এর পর থেকে যারা মাঠে নামবেন,তারা আয়তুল কুরসি পড়ে নামবেন, মনে মনে কালিমা পড়বেন।গায়েবি ভাবে ৭০ হাজার ফেরেশতা আপনার সাথে লড়াই করবে।
মনে রাখবেন বদরের যুদ্ধে কিন্তু ফেরেশতারা সামিল হয়েছিল।
জয়ী হয়ে মায়ের সন্তান ঘরে ফিরবে ইনশাআল্লাহ 🤲🏻
©,,

02/08/2024

তারা সামান্য হেসে নিক, শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে।

(সূরা: আত-তাওবা :৮২)

Address

Mirpur, Dhaka
Ramna
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Value of islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Value of islam:

Share

Category