আমার নজরুল, Amar Nazrul, GOLN

আমার নজরুল, Amar Nazrul, GOLN Life & Works of Kazi Nazrul Islam His poetry, imbued with themes of love, freedom, and defiance, continues to resonate with audiences worldwide.

Amar Nazrul, GOLN: Celebrating the Life and Works of Kazi Nazrul Islam

In the rich tapestry of Bengali literature and music, few figures shine as brightly as Kazi Nazrul Islam. Renowned as the National Poet of Bangladesh, Nazrul was not just a poet; he was a revolutionary, a musician, and an advocate for social justice. Today, we are excited to introduce Amar Nazrul, GOLN, an initiative dedicated

to exploring and celebrating the life, works, and enduring legacy of this extraordinary figure. A Multifaceted Legacy
===============
Kazi Nazrul Islam, often referred to as the "Rebel Poet," used his pen as a weapon to fight against oppression and injustice. He composed over 4,000 songs, many of which are iconic in Bengali culture. Nazrul's work transcends genres, blending classical music with folk elements to create a unique sound that reflects the spirit of his times. Amar Nazrul, GOLN aims to illuminate the depths of Nazrul's contributions through a comprehensive approach that includes:
===================

Website (https://amarnazrul.com/): Our website serves as a digital archive where you can find in-depth articles, analyses of his poetry, song lyrics, and insights into his life and the socio-political context in which he wrote. We also feature resources for educators and enthusiasts interested in exploring Nazrul's works further. YouTube Video Channel: Our YouTube channel will bring Nazrul's poetry and music to life through engaging video content. Expect a mix of performances, educational videos, and discussions that delve into his artistic philosophies and the relevance of his work today. We aim to create a vibrant community where fans can share their interpretations and experiences with Nazrul's art. page: Our page will serve as a dynamic platform for interaction, allowing fans and followers to connect, share their thoughts, and participate in discussions about Nazrul's impact on literature and music. We will also post updates on new content, events, and initiatives related to our mission of promoting Nazrul's legacy. Why Amar Nazrul, GOLN?
=================
The initiative's name, "Amar Nazrul," translates to "My Nazrul," reflecting our belief that his work belongs to everyone who seeks inspiration and empowerment through art. We recognize the need to keep his spirit alive and relevant in today's world, encouraging new generations to engage with his messages of resistance, equality, and love. At Amar Nazrul, GOLN, we are passionate about nurturing an appreciation for Kazi Nazrul Islam's artistry and ideology. Through our various platforms, we hope to create a space for discussion, learning, and creativity, allowing his works to inspire and uplift. Join Us on This Journey
================
We invite you to join us on this exciting journey of exploration and celebration of Kazi Nazrul Islam. Follow our website, subscribe to our YouTube channel, and engage with us on our page. Together, let’s ensure that the flame of Nazrul's creativity continues to burn brightly, touching the hearts of many. Thank you for being part of Amar Nazrul, GOLN—where we honor the past while inspiring the future!

17/05/2025

কত যুগ যেন দেখিনি তোমারে দেখি নাই কতদিন।
তুমি যে জীবন, তোমার না হেরি', হয়েছিনু প্রাণহীন॥
তুমি যেন বায়ু, বায়ু যবে নাহি বয়
আমি ঢুলে পড়ি আয়ু মোর নাহি রয়,
তুমি যেন জল, বাঁচিতে পারি না জল বিনা আমি মীন॥
তুমি জান নাগো তব আশ্রয় বিনা আমি কত অসহায়,
তুমি না ধরিলে আমার এ তনু বাতাসে মিশায়ে যায়।
তাই মোর দেহ পাগলের প্রায়
তোমার অঙ্গ জড়াইতে চায়,
তাই উপবাসী তনু মোর হের দিনে দিনে হয় ক্ষীণ॥

15/05/2025

কাজী নজরুল ইসলাম: রাজনীতি ও নির্বাচন (বিস্তারিত কমেন্টে)

15/05/2025

কাজী নজরুল ইসলাম ১৯২৬ সালের আইনসভা নির্বাচনে হারার প্রধানতম কারণ ছিল তার বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া।

15/05/2025

যুগের কবি নজরুল: সময়ের মধ্যে, সময়কে অতিক্রম করে (বিস্তারিত কমেন্টে)

15/05/2025

ইহারা ধর্ম-মাতাল।
ইহারা সত্যের আলো পান করে নাই, শাস্ত্রের এলকোহল পান করিয়াছে।

15/05/2025

মুসলমান সমাজ আমাকে আঘাতের পর আঘাত দিয়েছে নির্মমভাবে। তবুও আমি দুঃখ করিনি বা নিরাশ হইনি। তার কারণ বাংলার অশিক্ষিত মুসলমানরা গোঁড়া এবং শিক্ষিত মুসলমানরা ঈর্ষাপরায়ণ।

- নজরুল

15/05/2025

হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন্ জন?
কাণ্ডারী! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র!"

প্রমীলা নজরুল: বিদ্রোহী কবির “দুলী”র প্রতি শ্রদ্ধাঞ্জলিবাংলা সাহিত্যের অগ্নিস্ফুলিঙ্গ, মহান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলা...
15/05/2025

প্রমীলা নজরুল: বিদ্রোহী কবির “দুলী”র প্রতি শ্রদ্ধাঞ্জলি

বাংলা সাহিত্যের অগ্নিস্ফুলিঙ্গ, মহান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনে যিনি শুধু ভালোবাসারই প্রতীক ছিলেন না, বরং হয়ে উঠেছিলেন তাঁর সৃজনশীলতার অনুপ্রেরণা, তিনি প্রমীলা নজরুল। ঐতিহ্যবাহী এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া এই সাহসিনী নারীর প্রকৃত নাম ছিল আশালতা সেনগুপ্তা। পরিবার-পরিজনের কাছে ছিলেন দোলনা, আর স্নেহনামে ‘দুলী’। কবি নজরুল যাঁকে ‘প্রমীলা’ নামে অভিহিত করেন—ভালোবাসা ও মমতার সেই নামটি ছিল তাঁর নিজের দেয়া।

১৩১৫ বঙ্গাব্দের ২৭ বৈশাখ (১০ মে ১৯০৮), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা গ্রামে জন্মগ্রহণ করেন আশালতা। পিতা বসন্ত কুমার সেনগুপ্ত ও মাতা গিরিবালা সেনগুপ্তার কন্যা দুলী ছোটবেলা থেকেই ছিলেন প্রগলভ, প্রাণবন্ত এবং রঙিন স্বভাবের। কৈশোরে তাঁর গাত্রবর্ণ ছিল চাঁপাকলির মতো কোমল—হয়তো সেই স্মৃতিই কবিকে অনুপ্রাণিত করেছিল ‘দোলনচাঁপা’ কাব্যগ্রন্থটি উৎসর্গ করতে।

পিতার অকাল মৃত্যুর পর জীবনে নেমে আসে অভাব ও সংগ্রামের ছায়া। এরপর মা গিরিবালার সঙ্গে কুমিল্লায় কাকার বাড়িতে চলে যান ছোট্ট দুলী। এখানেই প্রথম দেখা হয় তাঁর সঙ্গে কবি নজরুল ইসলামের। কুমিল্লার কান্দিরপাড়ে ইন্দ্রকুমার সেনগুপ্তের বাড়িতে এক সন্ধ্যায় নজরুলের দৃষ্টিতে ধরা পড়েন কৈশোরের প্রমীলা। সে সাক্ষাৎ শুধু দুজনের জীবনকেই বদলে দেয়নি, জন্ম দিয়েছিল এক অমর প্রেমকাহিনির।

১৯২১ সালে নজরুলের কুমিল্লা আগমন—আলী আকবর খানের আমন্ত্রণে—কেবল একটি সাহিত্যিক সফর ছিল না; ভাগ্যের লেখায় তা হয়ে ওঠে এক প্রেমের সূচনা। ধীরে ধীরে প্রমীলা হয়ে উঠলেন নজরুলের জীবনের অনিবার্য অংশ, তাঁর কবিতার, গানের, প্রবন্ধের নীরব অনুপ্রেরণা।

তবে তাঁদের প্রেম ও বৈবাহিক জীবন ছিল না শুধুই সুখের। নানাবিধ দুঃখ, দারিদ্র্য, নিঃসঙ্গতা ও কবির শারীরিক অসুস্থতা—সবকিছুর ভার সমানভাবে কাঁধে তুলে নিয়েছিলেন প্রমীলা। জীবনের শেষ দিন পর্যন্ত নজরুলের পাশে থেকে প্রমাণ করেছেন, নিঃস্বতা ও যন্ত্রণার মধ্যেও ভালোবাসা কীভাবে রয়ে যায় বিশুদ্ধ ও অবিচল।

১৯৬২ সালের ৩০ জুন, কলকাতার নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রমীলা নজরুল। রেখে যান এক নিঃসঙ্গ ইতিহাস, বিস্মৃত কিছু স্মৃতি এবং বিদ্রোহী কবির জীবনে এক অবিচল ভালোবাসার চিহ্ন।

আজ প্রমীলা নজরুলের জন্মদিনে, তাঁর প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসার শ্রদ্ধাঞ্জলি।

প্রিয় দুলী, তুমি চিরস্মরণীয়।

#আশালতা #দুলী #নজরুল

তুমি ভাব বুঝিতব ব্যথা কেউ বোঝে না,তোমার ব্যথার তুমিই দরদী একাকী,পথে ফেরে যারা পথ-হারা,কোন গৃহবাসী তারে খোঁজে না,বুকে ক্ষ...
26/03/2025

তুমি ভাব বুঝি
তব ব্যথা কেউ বোঝে না,
তোমার ব্যথার তুমিই দরদী একাকী,
পথে ফেরে যারা পথ-হারা,
কোন গৃহবাসী তারে খোঁজে না,
বুকে ক্ষত হ’য়ে জাগে আজো সেই ব্যথা-লেখা কি?
দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধূ-ধূ মাঠে পথিকে?
এ যে মিছে অভিমান পরবাসী! দেখে ঘর-বাসীদের ক্ষতিকে!
তবে জান কি তোমার বিদায়- কথায়
কত বুক-ভাঙা গোপন ব্যথায়
আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়-
পথিক! ওগো অভিমানী দূর পথিক!
কেহ ভালোবাসিল না ভেবে যেন আজো
মিছে ব্যথা পেয়ে যেয়ো না,
ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেয়ো না।।

#সন্‌জীদা_খাতুন #সংস্কৃতি_অগ্রদূত #বাংলা_সংস্কৃতি #ছায়ানট #সংগীতজ্ঞ #বাংলার_আত্মা #সংস্কৃতি_আন্দোলন #রবীন্দ্রসংগীত #নজরুলসংগীত #বাংলার_অভিমান #সংস্কৃতির_প্রহরী #শ্রদ্ধাঞ্জলি #বাংলার_গৌরব #শিক্ষা_ও_সংস্কৃতি #বাংলার_প্রেরণা

বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই :(একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আজ সকা...
12/12/2024

বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই :(

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকাল আটটায় তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।

বিগত কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। গত মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে তেজগাঁওয়ের আরেকটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী ও দুই সন্তান রেখে গেছেন।

পাপিয়া সারোয়ারের জীবন ও কর্ম:
=====================
১৯৫২ সালের ২১ নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন পাপিয়া সারোয়ার। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের গানে গভীর অনুরাগী ছিলেন। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন তিনি ছায়ানটে ভর্তি হন। পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমিতে গান শেখার যাত্রা শুরু করেন।

১৯৬৭ সাল থেকে বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গাইতে শুরু করেন পাপিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি পেয়ে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে স্নাতক ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনিই প্রথম ব্যক্তি, যিনি এই বৃত্তি পেয়ে স্নাতক সম্পন্ন করেন।

পাপিয়া সারোয়ারের প্রথম অডিও অ্যালবাম ‘পাপিয়া সারোয়ার’ প্রকাশিত হয় ১৯৮২ সালে। তাঁর গানের ভুবন জুড়ে রবীন্দ্রসংগীতের পাশাপাশি আধুনিক গানেও তিনি ছিলেন সফল। জনপ্রিয় গান ‘নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম’ তাঁকে শ্রোতাদের কাছে আলাদা জায়গা করে দেয়। তাঁর সর্বশেষ অ্যালবাম ‘আকাশপানে হাত বাড়ালাম’ প্রকাশিত হয় ২০১৩ সালে।

পাপিয়া সারোয়ারের কিছু অর্জন ও অবদান
==========================
• ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার।
• ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ।
• ২০২১ সালে একুশে পদক।

পাপিয়া সারোয়ার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ পরিষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ১৯৯৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন গানের দল ‘গীতসুধা’।

গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের “আর্ট এন্ড কালচার গুরুকুল” এর প্রতিটি উদ্যোগের পক্ষ থেকে শ্রদ্ধা।

বিদায়, প্রিয় শিল্পী পাপিয়া সারওয়ার।

#পাপিয়া_সারোয়ার #রবীন্দ্রসংগীত #বাংলারগর্ব #সংগীতশিল্পী #বাংলাসংস্কৃতি #একুশেপদক #শ্রদ্ধাঞ্জলি

15/02/2024

Address

86/1 New Eskaton Road A3, Level 3
Ramna
1000

Website

https://en.amarnazrul.com/

Alerts

Be the first to know and let us send you an email when আমার নজরুল, Amar Nazrul, GOLN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমার নজরুল, Amar Nazrul, GOLN:

Share

Category