Knowledge Tv Bd

Knowledge Tv Bd . Welcome to Our Page. knowledge tv bd is your destination for news, informational videos, statistics, and live trends!
সংবাদ, তথ্যমূলক ভিডিও,

knowledge tv bd is a youtube based media. All domestic and foreign news is published from our channel. Besides comedy, sports, songs, reports, movies, social viral any subject our channel publishes. knowledge tv bd is your destination for news, informational videos, statistics, and live trends. There are many online channels in Bangladesh,
But everyone is afraid to reveal the truth. In that case

we are responsible to publish the true news. The question is to whom are we responsible? We are accountable to the country, we are accountable to the people of our country, basically, we are accountable to ourselves to publish the truth. We hope you will stay with us as we move forward. Many thanks to everyone on our channel.

06/08/2025

‘আমাদের নিয়ে আসছে মামুন ভাই, মোরগ পোলাও খাওয়াইছে, টাকাও দিবে’ BNP

06/08/2025

শেখ হাসিনা একবার নয় তিনবার দেশ ছেড়ে পালিয়েছেন- মাহমুদুর রহমান - mahmudur rahman -

আফসোস এতো জেল বন্দীর মধ্যে একজনও শেখ পরিবারের নেই। সবাই এস আলমের টাকায় বিদেশে ভালো আছে।
06/08/2025

আফসোস এতো জেল বন্দীর মধ্যে একজনও শেখ পরিবারের নেই। সবাই এস আলমের টাকায় বিদেশে ভালো আছে।

25/07/2025

(ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা) ছাত্রদল নেতা জয় বাংলা বলে বক্তব্য শেষ করতে চাইলেন পরক্ষণেই মনে হল এটা জাতীয়তাবাদী দলের প্রগ্রাম। পুরাতন অভ্যাস ছাড়তে পারেনি এখনও

02/07/2025

শহীদি লাশ, বোনের কান্না, মায়ের আর্তনাদ, বাবার পাথর শোকে পেয়েছি কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ।
আত্মত্যাগ-প্রতিরোধের গল্পগুলো বারবার জীবন্ত করে তুলে জুলাইকে

ভিসি-কে পদত্যাগ করাতে ঢাবি ক্যাম্পাসে এরা কারা!
15/05/2025

ভিসি-কে পদত্যাগ করাতে ঢাবি ক্যাম্পাসে এরা কারা!

???? ভারতপ্রীতি ????
28/04/2025

???? ভারতপ্রীতি ????

17/04/2025

#ওরে_বাটপার -tulip siddiq-টিউলিপ সিদ্দিক-শেখ রেহানা...

সুপ্রভাত বাংলাদেশ। এই পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় বাঘের মোটিফ বানিয়েছিলেন শিল্পী মানবেন্দ্র ঘোষ। তার নামে গুজব ছড়ানো...
16/04/2025

সুপ্রভাত বাংলাদেশ।
এই পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় বাঘের মোটিফ বানিয়েছিলেন শিল্পী মানবেন্দ্র ঘোষ। তার নামে গুজব ছড়ানো হয়, ফ্যাসিস্টের প্রতিমূর্তি তিনি বানিয়েছেন। তার বিরুদ্ধে অনলাইন অ্যাটাক শুরু হয়। তিনি থানায় জিডি করেন। এরপরও তার শেষরক্ষা হয়নাই। গতকাল রাতে তার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। পুলিশ তারে নিরাপত্তা দিতে পারেনাই।
আপনারা জানি দুশমনকে ছাড় দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন।, পুরান দুশমনকে ভুলে কামড়াকামড়ি করছেন। কিন্তু তারা কিন্তু আপনাদের কাউকে ভোলেনাই। আপনারা শত্রুমিত্র চিনতে ভুল করেন, আপনার শত্রু কিন্তু ভুল করেনাই। সে তার প্রায়োরিটি জানে, সে তার প্রতিশোধ নিতে জানে। নতুন ফ্যাসিস্ট আবিষ্কার করার মিশনে নেমে গুজবের পিছে দৌড়াইতে গিয়ে আদি ও আসল ফ্যাসিস্টকে ছাড় দিলে এমনই হবে।

"তোমরা কিছুই জানো না। তোমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব আছে। আমরা কমপক্ষে চল্লিশ বছর ধরে এই সেবায় আছি।"আওয়ামী আওয়ামী লী...
21/03/2025

"তোমরা কিছুই জানো না। তোমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব আছে। আমরা কমপক্ষে চল্লিশ বছর ধরে এই সেবায় আছি।"আওয়ামী আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না.. Army Chief-General Waker-Uz-Zaman.

আওয়ামী লীগ ৫ই আগস্টেই নিষিদ্ধ হয়ে গেছে। উত্তর পাড়া(Army) ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই-Hasnat Abdullah


18/03/2025

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্য শুনে অবাক হওয়ার কিছু নেই। ওদের হাতের (ইন্টেরিম সরকারের) কোন সংস্কার আমরা মেনে নিবো না, সংস্কার করলেও আমরা ক্ষমতায় এসে চেঞ্জ করে ফেলবো"- মির্জা আব্বাসের এই দাম্ভিক বক্তব্য নতুন কিছু নয়। ইতিহাসের ধারাবাহিকতা মাত্র! নব্বইয়ের স্বৈরাচার পতনের পর ১৯৯১ সালের শাহাবুদ্দীন সরকার ২৯টি সংস্কার কমিটি গঠন করে। ৯১ এ বিএনপি ক্ষমতায় এসে ২৯টি সংস্কার কমিটির প্রস্তাবিত তেমন কোন সুপারিশই বাস্তবায়ন করেনি। এমনকি এরশাদ পতনের পর তিন দলীয় যে রূপরেখা হয়েছিল, ১৯৯৪ সালের মাগুরার উপ ইলেকশনে বিএনপিই সেই রূপরেখা প্রথম ভায়ালেট করে। তারপর নির্বাচন ঘনিয়ে আসলে তৎকালীন বিরোধী দলগুলোর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আওতায় নিরপেক্ষ নির্বাচনের দাবি করে। সেটি অগ্রাহ্য করে বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নিজেদের অধীনেই নির্বাচন করে। তখন জামাত, আওয়ামী লীগ সহ অন্যান্য বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে আন্দোলন শুরু করে। গঠিত হয় জনতার মঞ্চ। আন্দোলনের তোপে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচন দিতে বাধ্য হয় বিএনপি। তারপর বিএনপি আবার ক্ষমতায় আসে ২০০১ সালে। ২০০১ সালের লতিফুর সরকারের সময়ে টিআইবি কে দিয়ে ১৬টি সংস্কার কমিটির সুপারিশ করা হয়। বিএনপি সেগুলোও অনুসরণ করেনি। তারপর ২০০৪ সালে আসন্ন জাতীয় নির্বাচনকে টার্গেট করে সংবিধানের বিতর্কিত চতুর্দশ সংশোধনীর মাধ্যমে বিএনপি সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স বৃদ্ধি করে নেয়। যাতে করে নিজেদের লোক তত্বাবধায়ক সরকারে বসাতে পারে। এই বিতর্কিত সংশোধনীকে কেন্দ্র করেই লগি-বৈঠা আন্দোলন শুরু হয়। আওয়ামী লীগ লাশের উপর নৃত্য করার সুযোগ পায়। পরবর্তীতে এক এগারো সরকার আসে। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় টিকে থাকার এই অতীত ইতিহাস সম্পর্কে এই প্রজন্ম ভালো করেই জানে। সংস্কার মানি না, সংস্কার চেঞ্জ করে ফেলবো এসব নতুন ইতিহাস নয়। আগেও হয়েছে। তাই ওদের হাতের সংস্কার আমরা মেনে নিবো না বলে মির্জা আব্বাস যে বক্তব্য দিসে, সেটা তাদের দলেরই ঐতিহাসিক রূপকে প্রতিফলিত করে। জুলাই রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন সংস্কার কমিশন গঠিত হয়েছে। সেই কমিশন নির্বাচন নিয়ে তাদের প্রস্তাবনাও অলরেডি প্রধান উপদেষ্টার কাছে সাবমিট করেছে। বিএনপি পন্থী নির্বাচন কমিশনার নাকি গতকাল জানিয়ে দিয়েছে নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনা তারা অপোজ করে। এই হচ্ছে সংস্কারের হালচাল। হুমকি দিয়ে এভাবে সংস্কার অপোজ করলে ৯১ এর বিএনপি, ২০০১ এর বিএনপি, আর ২০২৪ এর বিএনপির মধ্যে তো তেমন কোন উল্লেখযোগ্য তফাৎ রইলো না! জুলাই যদি ব্যর্থ হয়, সংস্কারকে যদি রাজনৈতিক দলগুলো অপোজ করে তাহলে মনে রাইখেন ইতিহাস সচেতন এই প্রজন্ম আর কাউকে ছেড়ে দিবে না! ২৪ এর প্রজন্মকে নব্বইয়ে ফিরে যেতে বাধ্য করিয়েন না!-Muhammad Miraj Mia

07/03/2025

ছাত্রদের ওপর গুলি করতে নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা।
১৯ জুলাই গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণ-ঘাতি অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গু-লির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। সূত্র: গার্ডিয়ান কাউন্সিল।

Address

Ramna
1217

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Knowledge Tv Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Knowledge Tv Bd:

Share

Category