02/10/2025
🏍️সকল বাইকাররা মতামত দিবেনঃ
ইদানীং অটো মামলা চালু হওয়ার পর থেকে সিসিটিভি ও ভিডিও দেখে ট্রাফিক মামলা দিচ্ছে নিসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। দুঃখের বিষয় হলো বেশিরভাগই এই মামলাগুলো বাইকের ক্ষেত্রে হচ্ছে। যেমন সিগনাল অমান্য, অতিরিক্ত গতি, রং সাইডে যাওয়া ও পার্কিং ইত্যাদি। এই মামলাগুলো ফুটেজ দেখে দেওয়া অবশ্যই শৃংখলা ফিরাতে ট্রাফিক পুলিশকে সাহায্য করে। তবে সেটা শুধু বাইকের ক্ষেত্রে কেন? অন্য বাস, ট্রাক, কার, সিএনজি, টেসলা ইত্যাদির বেলায় বাইকের মতো কঠোর না কেন। এর আগেও যখন ম্যানুয়াল মাললা দিতো তখনো শুধু বাইক সিগনাল দিয়ে বাইক দাঁড় করাতো। নিয়ম সবার জন্যই শুধু বাইকের জন্য না। তাই বাইকারদের উচিৎ প্রতিবাদ করা। কিভাবে প্রতিবাদ করা যায় কিছু বিষয় তুলে ধরি আপনারাও মতামত দিতে পারেন।
১. সব বাইকারদের পক্ষে একটা মানববন্ধন হতে পারে। কারন হাইওয়েতে বাস ট্রাক সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ ও অতিরিক্ত গতিতে চালায়।
২. যখনই কোন সিএনজি, বাস, ট্রাক, টেসলা ইত্যাদি অতিরিক্ত গতি বা উল্টো পথে দেখবেন ভিডিও করে ৯৯৯ এ কল করে ততক্ষনাৎ ব্যাবস্থা নিতে বলা।
৩. বাইকাররা সবাই উল্টো পথে না যাওয়া ও অতিরিক্ত গতি পরিহার করুন।
৪. যেখনে সেখানে পার্কিং করা থেকে বিরত থাকুন ও অন্যদের বিরত রাখুন। প্রয়োজনে ৯৯৯ এ কল করুন।
৫. রাইডার ও পিলিয়ন উভয়েই হেলমেট ব্যাবহার করুন। ছাপড়িদের জন্য ৯৯৯ এ কল করুন।
বিঃদ্রঃ কেউ বাজে মন্তব্য করবেন না। ভুল ত্রুটি হলে কারেকশন করে দিবেন। ধন্যবাদ।