সাবিক্কুন- Sabikun

সাবিক্কুন- Sabikun অগ্রগামীরা তো অগ্রগামীই- وَٱلسَّـٰبِقُونَ ٱلسَّـٰبِقُونَ

26/06/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিছু উল্লেখযোগ্য ভালো বৈশিষ্ট্য বা পজিটিভ দিক, যা সমর্থক ও বিশ্লেষকরা অন্য ইসলামি দলের তুলনায় তুলনামূলকভাবে আলাদা ও শক্তিশালী বলে বিবেচনা করে, তা নিচে তুলে ধরা হলোঃ
---

✅ ১. প্রাতিষ্ঠানিক সংগঠন কাঠামোঃ

জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ও স্তরভিত্তিক (কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত) সংগঠন কাঠামো আছে।

দলটি সদস্য, কর্মী ও সমর্থকদের মাঝে নিয়মিত প্রশিক্ষণ ও আদর্শচর্চার ব্যবস্থা রাখে।

✅ ২. দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ধৈর্যশীল রাজনীতিঃ

তাৎক্ষণিক আবেগী আন্দোলনের পরিবর্তে দলটি দীর্ঘমেয়াদী রাজনীতিতে বিশ্বাসী।

আদর্শিক ভিত্তিতে ধাপে ধাপে সমাজ পরিবর্তনের পরিকল্পনা করে চলে।

✅ ৩. শিক্ষিত ও আদর্শভিত্তিক নেতৃত্বঃ

জামায়াতের নেতৃত্বে সাধারণত শিক্ষিত, পরিচ্ছন্ন জীবনযাপনকারী ও আদর্শবান লোকজন থাকে।

বেশিরভাগ নেতাই মেধাবী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষিত।

✅ ৪. দাওয়াত ও আদর্শ প্রচারের ওপর গুরুত্বঃ

দলটি রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি ইসলামের দাওয়াত (আদর্শ প্রচার) কাজকে গুরুত্ব দেয়।

নিয়মিত তালিম, তরবিয়ত, সাহিত্য বিতরণ, এবং ধর্মীয় কর্মসূচির মাধ্যমে সমাজে প্রভাব বিস্তার করে।

✅ ৫. সামাজিক ও দানমূলক কার্যক্রমঃ

জামায়াত ও তার অঙ্গসংগঠনসমূহ সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে থাকে।

প্রাকৃতিক দুর্যোগে সাহায্য, দুঃস্থদের সহায়তা, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা এসব ক্ষেত্রে দলটি সক্রিয় ভূমিকা রাখে।

✅ ৬. সংযমী ও শালীন রাজনৈতিক ভাষাঃ

সাধারণত দলটির ভাষা ও কৌশল তুলনামূলকভাবে শালীন, সরাসরি সহিংসতার আহ্বান থাকে না।

✅ ৭. আন্তর্জাতিক ইসলামী আন্দোলনের সঙ্গে সংযুক্তিঃ

জামায়াত আন্তর্জাতিক ইসলামী সংগঠন যেমন: ইখওয়ানুল মুসলিমিন ও অন্যান্য ইসলামী আন্দোলনের সঙ্গে আদর্শিক মিল রাখে, ফলে একধরনের বিশ্বজুড়ে আদর্শিক সংহতি তৈরি হয়।

11/08/2024
"সেভেন সিস্টার্স" হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে বোঝানোর জন্য ব্যবহৃত একটি পরিচিত নাম। এই সাতটি রাজ্য হল:1....
11/08/2024

"সেভেন সিস্টার্স" হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে বোঝানোর জন্য ব্যবহৃত একটি পরিচিত নাম। এই সাতটি রাজ্য হল:

1. **অসম (Assam)**
2. **অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)**
3. **মণিপুর (Manipur)**
4. **মেঘালয় (Meghalaya)**
5. **মিজোরাম (Mizoram)**
6. **নাগাল্যান্ড (Nagaland)**
7. **ত্রিপুরা (Tripura)**

এই সাতটি রাজ্য পারস্পরিকভাবে সংযুক্ত এবং আবহাওয়া, জলবায়ু, সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে গভীর সম্পর্কযুক্ত। তারা মিলিতভাবে ভারতের "সেভেন সিস্টার্স" নামে পরিচিত

10/08/2024

ভিন্ন ধর্মাবলম্বীদের জানমাল, উপাসনালয় ও ঘরবাড়ি রক্ষার আহ্বান
-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা ৭ আগস্ট আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরশাসকের পতন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন এই জাতিকে জুলুম ও নির্যাতনের কবল থেকে উদ্ধার করেছেন। সেজন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই- আলহামদুলিল্লাহ। এখন দেশ গড়ার কাজ শুরু করতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই পরিস্থিতিতে দুষ্কৃতিকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। ছাত্র-জনতা ও আপামর দেশবাসীর প্রতি আমরা বারবার আহ্বান জানিয়ে আসছি কোনো দুষ্কৃতিকারী যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের হামলা যাতে না হয়, সেবিষয়ে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং সকল রাজনৈতিক দলসহ জনগণকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। ইতোমধ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির দেশের বিভিন্ন স্থানে ভিন্ন ধর্মাবলম্বীদের জানমাল, উপাসনালয় ও ঘরবাড়ি রক্ষায় পাহারা দিচ্ছে। এই পাহারা আরও জোরদার করতে হবে।

অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশের প্রশাসনিক কার্যক্রম শুরু করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। কোনো ধরনের উস্কানিতে পা না দিতে আমরা সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রীয় সম্পদ দেশের জনগণের সম্পদ। এ সম্পদের ক্ষয়ক্ষতি যেন কেউ করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, জনাব হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, জনাব মতিউর রহমান আকন্দ ও অধ্যক্ষ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন ও জনাব আবদুর রব।।

10/08/2024

প্রতিটা বাংলাদেশীর আকাশ সমান প্রত্যাশা পূরণের বিশাল এক চ্যালেঞ্জ নিয়ে আসছে অন্তর্বতী কালীন সরকার, এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়ে তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন এই সরকার এটাই কামনা।

05/06/2023

আল্লাহর পরিচয়

আল্লাহ ওই সত্তাকে বলা হয়, যিনি সর্বদা, সদা বিরাজমান। পূর্ণতা ও মহত্ত্বের যত গুণ হতে পারে, তিনি সেসব গুণের অধিকারী।

আল্লাহ এক-অদ্বিতীয়। তাঁর কোনো শরিক নেই।

ইমাম আবু মানসুর আল মাতুরিদি (রহ.)-এর মতে, আল্লাহর সত্তাসূচক গুণ আটটি। যথা—হায়াত, ইলম, ইচ্ছা, কুদরত, শ্রবণ, দৃষ্টি, কালাম ও তাকভিন।

হায়াত আল্লাহর একটি গুণ। যার অর্থ—চিরন্তন, চিরঞ্জীব। তিনি সব সময় আছেন ও থাকবেন। তাঁর অস্তিত্ব অবশ্যম্ভাবী। তিনিই সবাইকে জীবন দান করেন।

ইলম মানে জ্ঞান।
আল্লাহ সর্বজ্ঞানী। সর্ববিষয়ে তাঁর জ্ঞান সমভাবে পরিব্যাপ্ত। তাঁর কাছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের কোনো পার্থক্য নেই। তাঁর জ্ঞানে ত্রুটি-বিচ্যুতির কোনো সম্ভাবনা নেই। প্রকাশ্য বা গোপন, অতীত বা ভবিষ্যৎ, ইহকাল বা পরকাল—সব কিছুই তাঁর কাছে সমান।
পৃথিবীর কোনো কিছু তাঁর পর্যবেক্ষণের বাইরে নয়।
এ বিশাল পৃথিবী আল্লাহ স্বীয় ইচ্ছায় সৃষ্টি করেছেন। যখন যা সৃষ্টি করতে চেয়েছেন, সৃষ্টি করেছেন। তিনি কোনো কাজে বাধ্য নন। যত সৃষ্ট বস্তু রয়েছে এগুলোর গতি-প্রকৃতি, বৈশিষ্ট্য, অবস্থা সব কিছুই তাঁর ইচ্ছায় নির্ধারিত হয়।

কুদরত মানে শক্তি। এ বিশ্ব, এর গতি ও স্থিতি সবই আল্লাহ তাআলার অসীম কুদরত। বস্তুর মধ্যে যে শক্তি নিহিত রয়েছে তার উৎস বস্তু নয়; বরং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত।

মানুষ যে কথাবার্তা বলে, আলোচনা করে, তিনি তা শোনেন। এমনকি গহিন সমুদ্রের তলদেশে বসেও যদি কেউ কথা বলে, তাও তিনি শুনতে পান।
মহান আল্লাহ, সৃষ্টির সব কিছুই তিনি দেখেন। সব সৃষ্টি তাঁর দৃষ্টির অধীন। এমন কোনো বস্তু নেই যা তাঁর দৃষ্টির অগোচরে। যত গভীর অন্ধকারই হোক না কেন, সেখানেও তাঁর দৃষ্টি পৌঁছে যায়।

কালাম মানে কথা। এ বিশ্ব ব্যবস্থাপনায় সৃষ্টিকুলের পরিচালনার জন্য আল্লাহ আদেশ-নিষেধ, হুকুম-আহকাম জারি করেছেন—এর সব কিছু কালামের মাধ্যমেই হয়েছে। পবিত্র কোরআন আল্লাহর কালাম।

তাকভিন মানে সৃষ্টিকরণ। আসমান-জমিন, আরশ-কুরসি, লৌহ-কলম, জীবজন্তু, বৃক্ষতলা সব কিছুই আল্লাহর সৃষ্টি। দৃশ্য-অদৃশ্য সব কিছুর স্রষ্টা তিনিই। সৃষ্টি করার ক্ষেত্রে তাঁর কোনো নমুনার প্রয়োজন হয় না। সমগ্র সৃষ্টজগৎ ধ্বংস করে তিনি পুনরায় সৃষ্টি করতে সক্ষম।

ঈমানের মূল কথা.........
02/03/2023

ঈমানের মূল কথা.........

18/10/2022

তালীমুল কোরআন

Address

Tejgaon

Telephone

+8801788649886

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাবিক্কুন- Sabikun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share