Noor's lifestyle

Noor's lifestyle Keep smiling, because life is a beautiful thing and there's so much to smile about. Dhaka, Bangladesh
(4)

আমি কখনো ভাবিনি—ভালোবাসা দিয়ে, সময় দিয়ে, নিজের সবটুকু দিয়েও—একদিন এমন জায়গায় এসে দাঁড়াতে হবে, যেখানে আমার অস্তিত্বটাই মূ...
01/07/2025

আমি কখনো ভাবিনি—ভালোবাসা দিয়ে, সময় দিয়ে, নিজের সবটুকু দিয়েও—একদিন এমন জায়গায় এসে দাঁড়াতে হবে, যেখানে আমার অস্তিত্বটাই মূল্যহীন মনে হবে।

"জুতা আর মানুষ যদি তোমাকে কষ্ট দেয়,,"তাহলে বুঝে নিবে, সেটা তোমার সাইজের নয়।"
30/06/2025

"জুতা আর মানুষ যদি তোমাকে কষ্ট দেয়,,
"তাহলে বুঝে নিবে, সেটা তোমার সাইজের নয়।"

জ'ন্মে'র পর থেকেই আমরা একটু একটু করে হারাতে শিখি, কখনো মানুষ, কখনো স্বপ্ন, কখনো নিজের ইচ্ছা.! 💔
30/06/2025

জ'ন্মে'র পর থেকেই আমরা একটু একটু করে হারাতে শিখি, কখনো মানুষ, কখনো স্বপ্ন, কখনো নিজের ইচ্ছা.! 💔

পৃথিবীর সবচেয়ে বড় বেই'মান হলো নিজের মন, নিজের হয়ে অন্যের জন্য কাঁদে.!
30/06/2025

পৃথিবীর সবচেয়ে বড় বেই'মান হলো নিজের মন, নিজের হয়ে অন্যের জন্য কাঁদে.!

মনটা যে সম্ভবত আর কখনো ভেতর থেকে ভালো হবে না,এটা ভেবে আরো বেশি মন খারাপ লাগে!💔
30/06/2025

মনটা যে সম্ভবত আর কখনো
ভেতর থেকে ভালো হবে না,
এটা ভেবে আরো বেশি মন খারাপ লাগে!💔

30/06/2025

তিন বোন যখন একত্র হয়ে মাস্তি করি 🫣

ভালোবাসার মানুষ মানে—নিজের একান্ত সত্তা,, যার থেকে সামান্য দূরত্বও সহ্য হয় না, কিছু সময়ের জন্য হলেও না। যদি সত্যিকারে ভা...
29/06/2025

ভালোবাসার মানুষ মানে—নিজের একান্ত সত্তা,,
যার থেকে সামান্য দূরত্বও সহ্য হয় না, কিছু সময়ের জন্য হলেও না। যদি সত্যিকারে ভালোবাসেন, তাহলে তার অনুপস্থিতিতে শান্তিতে থাকা সম্ভবই নয়।
চোখে জল আসবে, ভেতরটা কাঁপবে, আপনি চাইলেও নিজেকে থামাতে পারবেন না।
বিশ্বাস করুন, পারবেন না—যদি সেই মানুষটিকে সত্যিকারের মন থেকে ভালোবেসে থাকেন।

বুকটা ভার হয়ে যাবে, নিঃশ্বাস নিতেও কষ্ট হবে।
সবকিছু ঠিকঠাক চললেও, একটা জায়গায় আপনি নিজেকে ভীষণ অসহায় মনে করবেন— কারণ শুধু সে নেই পাশে।আবার নিজেকেও দায়ী মনে হবে কোনো ওরে দূরে রাখতে হলো?কোনো কাছে রাখতে পারি নাই,এভাবেই লড়াই নিজের সাথে নিজের।

মাঝে মাঝে পুরনো ম্যাসেজ দেখি আর ভাবি; মানুষ কি বদলায়? নাকি প্রথম থেকেই মি'থ্যা বলতো.?
29/06/2025

মাঝে মাঝে পুরনো ম্যাসেজ দেখি আর ভাবি; মানুষ কি বদলায়? নাকি প্রথম থেকেই মি'থ্যা বলতো.?

আলো তো অদূরেই, আমারে কি আর আলোয় ধরতে পারে,যেখানে রয়েছে অন্ধকারের সাথে আমার প্রেম🖤
29/06/2025

আলো তো অদূরেই, আমারে কি আর আলোয় ধরতে পারে,যেখানে রয়েছে অন্ধকারের সাথে আমার প্রেম🖤

আমার নিজের ভাগ্য আর বিশ্বাসের প্রতি এক আকাশ সমান অভিযোগ..!🥺আমার মতো ছন্ন ছাড়া জীবন আর কারো না হোক..?💔
29/06/2025

আমার নিজের ভাগ্য আর বিশ্বাসের প্রতি এক আকাশ সমান অভিযোগ..!🥺

আমার মতো ছন্ন ছাড়া জীবন আর কারো না হোক..?💔

"যারা বলে ""ভালোবাসা সুন্দর আমি তাদেরকেই বলছি বৃষ্টি          দেখছো নিশ্চয়ই কিন্তু ঝড়ের কবলে পড়ো নাই "!!  একবার ঝড়ের...
29/06/2025

"যারা বলে "

"ভালোবাসা সুন্দর আমি তাদেরকেই বলছি বৃষ্টি দেখছো নিশ্চয়ই কিন্তু
ঝড়ের কবলে পড়ো নাই "!! একবার ঝড়ের কবলে পড়লে,, "বুঝবে ভালোবাসা কতটা ভয়ংকর "

কান্দিয়া আর বা'ন্ধিয়া কি মানুষ রাখা যায়, মানুষ থাকে মনের টানে, মানুষ থাকে আ'ত্মার মিলনে!
29/06/2025

কান্দিয়া আর বা'ন্ধিয়া কি মানুষ রাখা যায়, মানুষ থাকে মনের টানে, মানুষ থাকে আ'ত্মার মিলনে!

Address

Mohammodpur
Ramna
1207

Alerts

Be the first to know and let us send you an email when Noor's lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noor's lifestyle:

Share