BJC News

BJC News The bjcnews is a online news portal by Broadcast Journalist Center, Bangladesh(BJC). To learn more p

আমাদের প্রিয় আলমগীর ভাইয়ের জন্মদিন আগামীকাল। এই দিনেই শাহ আলমগীর এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ দেয়ার দিন নির্ধারণ করেছেন সম...
21/02/2024

আমাদের প্রিয় আলমগীর ভাইয়ের জন্মদিন আগামীকাল। এই দিনেই শাহ আলমগীর এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ দেয়ার দিন নির্ধারণ করেছেন সম্মানীত জুরি বোর্ড।সবাইকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার মধ্যে জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত থাকার বিনীত অনুরোধ করা হচ্ছে।

09/09/2023

সম্প্রচার সম্মেলন ২০২৩। বিজেসি অ্যাওয়ার্ড

09/09/2023

সম্প্রচার সম্মেলন ২০২৩। সাংস্কৃতিক অধিবেশন

09/09/2023

সম্প্রচার সম্মেলন ২০২৩। সাংবাদিকতার নীতি

09/09/2023

সম্প্রচার সম্মেলন ২০২৩ঃ সূচনা অধিবেশন

09/09/2023

সম্প্রচার সম্মেলন ২০২৩ সূচনা অধিবেশন

বিজেসি অ্যাওয়ার্ড - ২০২৩আবেদন জমার শেষ তারিখ: ২৮ আগস্ট’২৩আবেদনের নিয়মাবলী:> আবেদনকারীকে অবশ্যই বিজেসির নিয়মিত সদস্য হতে ...
28/08/2023

বিজেসি অ্যাওয়ার্ড - ২০২৩
আবেদন জমার শেষ তারিখ: ২৮ আগস্ট’২৩

আবেদনের নিয়মাবলী:
> আবেদনকারীকে অবশ্যই বিজেসির নিয়মিত সদস্য হতে হবে।
> ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন ও অনুষ্ঠানই কেবল এবারে পুরস্কারের জন্য বিবেচিত হবে। নিউজ প্রেজেন্টারের লিংকসহ প্রতিবেদন পেনড্রাইভ অথবা সোশ্যাল লিংকসহ জমা দিতে হবে। তবে দীর্ঘ প্রতিবেদন/অনুষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই তা পেনড্রাইভে জমা দিতে হবে।
> এছাড়া গুগল ড্রাইভে আপলোড করে [email protected] এই ই-মেইলেও লিংক পাঠানো যাবে। এক্ষেত্রে সাবজেক্টের ঘরে অবশ্যই অ্যাওয়ার্ড ক্যাটাগরি লিখতে হবে।
> আবেদনকারীকে অফিসিয়াল প্যাডে সংবাদ/অনুষ্ঠানটি প্রচারের তারিখ ও সময় উল্লেখসহ নিজ নিজ বিভাগীয় প্রধানের স্বাক্ষরসহ আবেদন স্ক্যান করে ই-মেইলে সংযুক্ত করতে হবে।
> আবেদনের ই-মেইলে নিজের এক কপি ছবি সংযুক্ত করতে হবে।
> প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট সবার(প্রতিবেদক, ক্যামেরাম্যান ও ভিডিও এডিটর) নাম, পদবী, ছবি ও যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।
> সিরিজ প্রতিবেদন ছাড়া একজন প্রতিবেদক একটি ক্যাটাগরিতে একাধিক রিপোর্ট জমা দিতে পারবেন না।
> প্রযোজকের ক্ষেত্রে যেকোনো একটি অনুষ্ঠানের সর্বোচ্চ এক(১) পর্ব জমা দিতে পারবেন।
> তথ্যগত ত্রুটি ও আবেদন অসম্পূর্ণ হলে তা বাতিল হবে।
> নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণযোগ্য হবে না।
> বিজেসি ট্রাস্টি বোর্ড ও অ্যাওয়ার্ড কমিটির সদস্যরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন না।

আবেদন জমার শেষ তারিখ: ২৮ আগস্ট ২০২৩
প্রয়োজনে যোগাযোগ: ওমর ফারুক (০১৭১১-২৩৪৭৮৫)

বিজেসি অ্যাওয়ার্ড - ২০২৩আবেদন জমার শেষ তারিখ: ২৮ আগস্ট’২৩আবেদনের নিয়মাবলী:> আবেদনকারীকে অবশ্যই বিজেসির নিয়মিত সদস্য হতে ...
27/08/2023

বিজেসি অ্যাওয়ার্ড - ২০২৩

আবেদন জমার শেষ তারিখ: ২৮ আগস্ট’২৩

আবেদনের নিয়মাবলী:
> আবেদনকারীকে অবশ্যই বিজেসির নিয়মিত সদস্য হতে হবে।
> ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন ও অনুষ্ঠানই কেবল এবারে পুরস্কারের জন্য বিবেচিত হবে। নিউজ প্রেজেন্টারের লিংকসহ প্রতিবেদন পেনড্রাইভ অথবা সোশ্যাল লিংকসহ জমা দিতে হবে। তবে দীর্ঘ প্রতিবেদন/অনুষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই তা পেনড্রাইভে জমা দিতে হবে।
> এছাড়া গুগল ড্রাইভে আপলোড করে [email protected] এই ই-মেইলেও লিংক পাঠানো যাবে। এক্ষেত্রে সাবজেক্টের ঘরে অবশ্যই অ্যাওয়ার্ড ক্যাটাগরি লিখতে হবে।
> আবেদনকারীকে অফিসিয়াল প্যাডে সংবাদ/অনুষ্ঠানটি প্রচারের তারিখ ও সময় উল্লেখসহ নিজ নিজ বিভাগীয় প্রধানের স্বাক্ষরসহ আবেদন স্ক্যান করে ই-মেইলে সংযুক্ত করতে হবে।
> আবেদনের ই-মেইলে নিজের এক কপি ছবি সংযুক্ত করতে হবে।
> প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট সবার(প্রতিবেদক, ক্যামেরাম্যান ও ভিডিও এডিটর) নাম, পদবী, ছবি ও যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।
> সিরিজ প্রতিবেদন ছাড়া একজন প্রতিবেদক একটি ক্যাটাগরিতে একাধিক রিপোর্ট জমা দিতে পারবেন না।
> প্রযোজকের ক্ষেত্রে যেকোনো একটি অনুষ্ঠানের সর্বোচ্চ এক(১) পর্ব জমা দিতে পারবেন।
> তথ্যগত ত্রুটি ও আবেদন অসম্পূর্ণ হলে তা বাতিল হবে।
> নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণযোগ্য হবে না।
> বিজেসি ট্রাস্টি বোর্ড ও অ্যাওয়ার্ড কমিটির সদস্যরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন না।

আবেদন জমার শেষ তারিখ: ২৮ আগস্ট ২০২৩
প্রয়োজনে যোগাযোগ: ওমর ফারুক (০১৭১১-২৩৪৭৮৫)

আমাদের সম্মেলন   #বিজেসিসম্মেলন২০২৩
23/08/2023

আমাদের সম্মেলন
#বিজেসিসম্মেলন২০২৩

সবাইকে আমন্ত্রণ।   #বিজেসিসম্মেলন২০২৩
23/08/2023

সবাইকে আমন্ত্রণ।
#বিজেসিসম্মেলন২০২৩

Address

Ramna

Alerts

Be the first to know and let us send you an email when BJC News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BJC News:

Share