It's Tania

It's Tania This page will create motivational videos and various types of entertainment content for you. I hope you will stay with my page. Thank's all.

জীবন নিয়ে কত কাহিনি,, অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই জীবনের গল্প শেষ...!😊
01/05/2025

জীবন নিয়ে কত কাহিনি,,
অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই জীবনের গল্প শেষ...!😊

আমার শখের গাছ🥰🥀
27/04/2025

আমার শখের গাছ🥰🥀

26/04/2025

#হেয়ার কেয়ার টিপস 🌿🥀

#চুল লম্বা, ঘন করতে ও চুলপড়া বন্ধ করতে এই রেমিডিটি ব্যবহার করুন, এটি ১০০% কার্যকারী রেমিডি।


26/04/2025

আমার ঘনিষ্ঠ মানুষ, অন্যের ঘনিষ্ঠ হলে, আমি যোগাযোগ কমিয়ে দেই!😊

ওরে মুভিতে নিচ্ছেনা কেনো এখনো? Sunehra Tasnim  🔥
25/04/2025

ওরে মুভিতে নিচ্ছেনা কেনো এখনো?
Sunehra Tasnim 🔥

19/04/2025

আমার প্রথম ব্লগ ভিডিও😜


একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তু...
21/11/2024

একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।

আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না।একটা আক্ষেপ জন্ম নিবে তোমার ভিতরে।

রাত গভীর হলে আমার ফেইসবুক ওয়াল ঘুরতে মন চাইবে।হয়তো সব বাঁধা ভেঙ্গে, মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে।হাসবে।রাগ করবে। কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না। এর চেয়ে আর বড় কি কষ্ট থাকতে পারে?

কোন এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙ্গে ফোন চেক করে দেখবে আমার কোন টেক্সট আছে কি না।আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল। আমি তো কোন অন্যায় করি নি।

এখন যার সাথে আছ তাকে নিয়ে যতই সুখে থাক, যতই ভাল থাক আমি জানি আমাকে তোমার মনে পড়বেই।কারন আমি তোমাকে ঠকাই নি।তার সাথে কাটানো প্রতিটি সুখময় মুহুর্তে আমি থাকবো তোমার মস্তিষ্কের একটা কোনায়।এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে?

আমাকে কষ্ট দেয়ার প্রতিটি পাপ তোমাকে ঘিরে ধরবে।একদিন তুমিও অসুখী হবে।একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাবে।কিন্তু চোখের পানি আর আসবে না।

এক শীতে সমুদ্র স্নান করতে যাবে।সাথে প্রিয় মানুষটা থাকবে।অথচ সেখানে আমার থাকার কথা ছিল।এক জোৎস্নার রাতে আকাশ দেখে তোমার চোখের কোনায় পানি জমবে।এত সুন্দর রুপালি জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে আর কষ্ট তোমাকে জাপ্টে ধরবে না তা হবে না।

একদিন আমাকে দেখার জন্য আকুল হবে।রাস্তায় খুঁজবে।পাবে না।সেদিন আঘাত লাগবে।সেদিন বুঝবে কি অন্যায় করেছ।একদিন বুঝবে ভাল একটা সম্পর্ক শেষ করে কেউ ভাল থাকে না।একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায়।সেদিন চাইলেও আর নিজেকে ভাল রাখতে পারবে না।

একদিন আমিও সুখী হব।কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজব না।তোমার দেয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে।কিন্তু আমি আর তোমাকে মনে করবো না।

পরিচয় টা হয়েছিলো ফেসবুক থেকে ফাস্ট সে আমাকে মেসেজ করে, আমি তাকে কয়েকদিন Ignore করি, তারপর সে আমাকে তাও মেসেজ দেয়া অফ...
20/11/2024

পরিচয় টা হয়েছিলো ফেসবুক থেকে ফাস্ট সে আমাকে মেসেজ করে, আমি তাকে কয়েকদিন Ignore করি, তারপর সে আমাকে তাও মেসেজ দেয়া অফ করেনি, তারপর তাকে আজে বাজে কথা বলতাম। এক সময় আমিও তার মায়ায় আটকায় যায় তার। আস্তে আস্তে আমাদের সম্পর্ক টা অনেক গভীরে যায় দিন গুলো ভালোই কাটতে ছিলো, পড়ে সে এক সময় আমাকে প্রপোজ করে , তারপর আমি না করে দেই,কারন এগুলা যে আমার অনেক ভয় লাগতো যদি ঠকে যাই, প্রায় ৫মাস পর আমি তার প্রপোজাল Acpt করি। সেইদিন সে অনেক টা খুশি হইছিলো, এমন কি Call দিয়ে সে মানে এতো টা Happy হইছিলো কান্না পর্যন্ত করে দিছিলো, আমার এখনো মনে আছে ওই দিনে মুহূর্ত টা🙂
পড়ে দিন যাচ্ছিলো তার ভালোবাসার আরো বেড়ে যাচ্ছিলো, আমার অনেক care করতো সে, এতো টা ভালোবাসতো কান্না কি জিনিস আসলেই ভুলে যেতাম, মন কি জিনিস ভুলে গেছিলাম আমি সত্যি, 🙂তারপর আমাদের দেখা ফাস্ট, সে আমারে দেইখা কি করবে না করবে ভাবে পাচ্ছিলো না, আর তার কান্ড দেইখা একটা কথায় বার বার মনে পড়তে ছিলো যদি আমাকে ছেড়ে দেয় এই মানুষ টা কেমনে থাকবো আমি, এতো টা ভালোবাসা প্রকাশ করিনি, কিন্তু মনে আমার তার থেকেও আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম, তার পড় আমারে দেইখা বলে তোমারে আজকেই বিয়ে করবো আমি, তোমারে আমি ছাড়ছি না আমার অনেক কান্না আসতে ছিলো এই ওর কথা শুনে, এভাবে আস্তে আস্তে কেটে যায় ৩বছর মানুষ তার ভালোবাসার ৩বছর ও কমেনি, এই ৩বছরে সে আমারে বুজতে দেয়নি কষ্ট কি জিনিস সবসময় হাসিখুশি রাখছে আমাকে। ৩ বছর ৩টা যুগ এর মতো ছিলো 🙂
কিন্তু দেখো আজকে ১বছর ২মাস৬দিন কথা হয়না আমাদের, তাকে দেখি না, সে রোজ কলা দেয় না, আমি আজো ঘুম থেকে উঠে মেসেজ চেক দেই,এই বুজি বললো যা হ্ইছে ভুলে যাও, আমি আসছি এই এই বুজি আমারে বুকে জড়িয়ে বলবে কান্না করো কেন আমি আছি তো 🙂
জানো এই কথা আর ওয়ে আমাকে বলে না। সে আমাকে আর ভালোবাসে না ভুলে গেছে, আমাকে ভালোবাসি বলতে বলতে সে আরেকটি নারী কে আর মনে জায়গা দিয়েছিলো। আমি জানতাম না সে আমাকে Busy বলে অন্য মেয়ের সাথে কথা বলতো, জানতাম না হঠাৎ সে চেন্জ, আমি ভাবতাম হয়তো আমি তাকে অনেক কষ্ট দি এই জন্য সে রাগ করতো। আমি ভাবতাম হয়তো কেনো ভুল করছি, কিন্তু এখন বুজলাম যে তার জীবনের আরেক নারী চলে আসছে, সে কথায় কথায় Blck করে দিতো আর আমি ভাবতাম কিভাবে তার Blck টা খুলাবো, সব জায়গায় Blck করে দিতো আমার শুধু একটাই কথা কেমনে ওর রাগ ভাঙাবো, একদিন হঠাৎ শুনি তার বিয়ে হয়ে গেছে। কিন্তু সে আমাকে বলছিলো তার এক বোনের বিয়েতে যাবে, এদিকে শুনি তার বিয়ে, সে তার শশুর বাড়িতে 🙂
আমি তাকে কল দিয়ে বলি তুমি জাস্ট দেখা করো আমার সাথে, নইলে আমি এখনি যাবো ওই মেয়ের বাসায়, পড়ে সে বলে আমি সন্ধায় তোমার সাথে দেখা করবো, পরে আসছিল আমি তাকে একটা কথায় বলছিলাম, কি দরকার ছিলো এতো টা মৃত্যু যন্ত্রনা দেওয়ার,আমার মধ্যে কি ছিলো না, যে তুমি আমার সব শেষ করে দিলা, তুমি না আমাকে ভালোবাসতা, সে তখন হেসে বলে সবাই করে এরকম এটা একটা Normal বিষয়, তখন পায়ের নিজে মাটি ছিলো না, আমি আমার মধ্যে ছিলাম না 🙂 তখন কিছু বলার ভাষা ছিলো না, তাকে বলতে না পারা কথা গুলো বুকের মাঝে আটকায় ছিলো, চোখ ভড়া পানি কথা বলতে পারতে ছিলাম না, তখন সে আমাকে বলে আমাকে মাফ করে দেও, আমার ভুল হয়ে গেছে। আমার কিছু করার ছিলো না, তুমি ভালো থাকোই সব সময়।🙂
মানুষ টা আমাকে জেন্ত কবর দিয়ে ভালো থাকতে বললো🙂 ভাবা যায় তখন আমি তাকে বললাম, আচ্ছা ভালো থাকবো, তুমি যেহেতু বলছো চেষ্টা করবো, সেইদিন তার পায়ের ধরছিলাম তাও সে আমাকে ফিরিয়ে দিয়ে ছিলো, কষ্ট কি জিনিস মন খারাপ কি জিনিস এক সময় সে আমাকে এতো টা ভালোবাসা দিয়েছিলো সব ভুলে গেছিলাম। এখন আগের সব কিছু ভুলে রোজ মন খারাপ থাকে, সে আর আমাকে হাসায় না, আমার মন খারাপ থাকলে সে বলে না চলো তোমাকে নিয়ে আজকে ঘুরবো। এখন সে অন্য কারো সে রোজ ভালোই থাকে, কিন্তু আমার আর ভালো থাকা হলো না 🙂
কষ্ট টা আমার এক কথায় লুকিয়ে আছে, তা মাঝ রাতে আমাকে কাটা দেয় মৃত্যু যন্ত্রনা দেয়, কিন্তু সে তার আরেক নারীকে তার বুকে নিয়ে শান্তির ঘুম ঘুমায়😅
এদিকে আমি মাজ রাতে ঘুম ভেঙ্গে দেখি বুকের ভেতর অনেক কাঁপতেছে, এই বুজি প্রান টা বের হয়ে যাবে 🙂

❝বিস্তারিত - ( এইটা আমার জীবনের সাথে কোনো মিল নেই, এইটা একটা আপুর কাহিনি)😓

সহজ সরল আমি টারে পাথর বানাইয়া ছাড়লা.!😊💔
14/11/2024

সহজ সরল আমি টারে পাথর বানাইয়া ছাড়লা.!😊💔

03/11/2024

তুমি বায়না করেছিলে ভালোবাসতেই হবে, আমি ভালোবাসলাম। যখন আমি বায়না করলাম থেকে যাও তখনি তুমি আকাশের মতো রং বদলালে😊

29/09/2024

থাক, চাকরী টা পেলে নিজের টাকায় পরিবারের মা, বাবার সব শখ মেটাবো!

হ্যাঁ, এই রকম মেয়েরাও ভাবে ❤️

Just click koren❤️
29/09/2024

Just click koren❤️

Address

Ramna

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Tania posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Tania:

Share

Category