20/11/2024
পরিচয় টা হয়েছিলো ফেসবুক থেকে ফাস্ট সে আমাকে মেসেজ করে, আমি তাকে কয়েকদিন Ignore করি, তারপর সে আমাকে তাও মেসেজ দেয়া অফ করেনি, তারপর তাকে আজে বাজে কথা বলতাম। এক সময় আমিও তার মায়ায় আটকায় যায় তার। আস্তে আস্তে আমাদের সম্পর্ক টা অনেক গভীরে যায় দিন গুলো ভালোই কাটতে ছিলো, পড়ে সে এক সময় আমাকে প্রপোজ করে , তারপর আমি না করে দেই,কারন এগুলা যে আমার অনেক ভয় লাগতো যদি ঠকে যাই, প্রায় ৫মাস পর আমি তার প্রপোজাল Acpt করি। সেইদিন সে অনেক টা খুশি হইছিলো, এমন কি Call দিয়ে সে মানে এতো টা Happy হইছিলো কান্না পর্যন্ত করে দিছিলো, আমার এখনো মনে আছে ওই দিনে মুহূর্ত টা🙂
পড়ে দিন যাচ্ছিলো তার ভালোবাসার আরো বেড়ে যাচ্ছিলো, আমার অনেক care করতো সে, এতো টা ভালোবাসতো কান্না কি জিনিস আসলেই ভুলে যেতাম, মন কি জিনিস ভুলে গেছিলাম আমি সত্যি, 🙂তারপর আমাদের দেখা ফাস্ট, সে আমারে দেইখা কি করবে না করবে ভাবে পাচ্ছিলো না, আর তার কান্ড দেইখা একটা কথায় বার বার মনে পড়তে ছিলো যদি আমাকে ছেড়ে দেয় এই মানুষ টা কেমনে থাকবো আমি, এতো টা ভালোবাসা প্রকাশ করিনি, কিন্তু মনে আমার তার থেকেও আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম, তার পড় আমারে দেইখা বলে তোমারে আজকেই বিয়ে করবো আমি, তোমারে আমি ছাড়ছি না আমার অনেক কান্না আসতে ছিলো এই ওর কথা শুনে, এভাবে আস্তে আস্তে কেটে যায় ৩বছর মানুষ তার ভালোবাসার ৩বছর ও কমেনি, এই ৩বছরে সে আমারে বুজতে দেয়নি কষ্ট কি জিনিস সবসময় হাসিখুশি রাখছে আমাকে। ৩ বছর ৩টা যুগ এর মতো ছিলো 🙂
কিন্তু দেখো আজকে ১বছর ২মাস৬দিন কথা হয়না আমাদের, তাকে দেখি না, সে রোজ কলা দেয় না, আমি আজো ঘুম থেকে উঠে মেসেজ চেক দেই,এই বুজি বললো যা হ্ইছে ভুলে যাও, আমি আসছি এই এই বুজি আমারে বুকে জড়িয়ে বলবে কান্না করো কেন আমি আছি তো 🙂
জানো এই কথা আর ওয়ে আমাকে বলে না। সে আমাকে আর ভালোবাসে না ভুলে গেছে, আমাকে ভালোবাসি বলতে বলতে সে আরেকটি নারী কে আর মনে জায়গা দিয়েছিলো। আমি জানতাম না সে আমাকে Busy বলে অন্য মেয়ের সাথে কথা বলতো, জানতাম না হঠাৎ সে চেন্জ, আমি ভাবতাম হয়তো আমি তাকে অনেক কষ্ট দি এই জন্য সে রাগ করতো। আমি ভাবতাম হয়তো কেনো ভুল করছি, কিন্তু এখন বুজলাম যে তার জীবনের আরেক নারী চলে আসছে, সে কথায় কথায় Blck করে দিতো আর আমি ভাবতাম কিভাবে তার Blck টা খুলাবো, সব জায়গায় Blck করে দিতো আমার শুধু একটাই কথা কেমনে ওর রাগ ভাঙাবো, একদিন হঠাৎ শুনি তার বিয়ে হয়ে গেছে। কিন্তু সে আমাকে বলছিলো তার এক বোনের বিয়েতে যাবে, এদিকে শুনি তার বিয়ে, সে তার শশুর বাড়িতে 🙂
আমি তাকে কল দিয়ে বলি তুমি জাস্ট দেখা করো আমার সাথে, নইলে আমি এখনি যাবো ওই মেয়ের বাসায়, পড়ে সে বলে আমি সন্ধায় তোমার সাথে দেখা করবো, পরে আসছিল আমি তাকে একটা কথায় বলছিলাম, কি দরকার ছিলো এতো টা মৃত্যু যন্ত্রনা দেওয়ার,আমার মধ্যে কি ছিলো না, যে তুমি আমার সব শেষ করে দিলা, তুমি না আমাকে ভালোবাসতা, সে তখন হেসে বলে সবাই করে এরকম এটা একটা Normal বিষয়, তখন পায়ের নিজে মাটি ছিলো না, আমি আমার মধ্যে ছিলাম না 🙂 তখন কিছু বলার ভাষা ছিলো না, তাকে বলতে না পারা কথা গুলো বুকের মাঝে আটকায় ছিলো, চোখ ভড়া পানি কথা বলতে পারতে ছিলাম না, তখন সে আমাকে বলে আমাকে মাফ করে দেও, আমার ভুল হয়ে গেছে। আমার কিছু করার ছিলো না, তুমি ভালো থাকোই সব সময়।🙂
মানুষ টা আমাকে জেন্ত কবর দিয়ে ভালো থাকতে বললো🙂 ভাবা যায় তখন আমি তাকে বললাম, আচ্ছা ভালো থাকবো, তুমি যেহেতু বলছো চেষ্টা করবো, সেইদিন তার পায়ের ধরছিলাম তাও সে আমাকে ফিরিয়ে দিয়ে ছিলো, কষ্ট কি জিনিস মন খারাপ কি জিনিস এক সময় সে আমাকে এতো টা ভালোবাসা দিয়েছিলো সব ভুলে গেছিলাম। এখন আগের সব কিছু ভুলে রোজ মন খারাপ থাকে, সে আর আমাকে হাসায় না, আমার মন খারাপ থাকলে সে বলে না চলো তোমাকে নিয়ে আজকে ঘুরবো। এখন সে অন্য কারো সে রোজ ভালোই থাকে, কিন্তু আমার আর ভালো থাকা হলো না 🙂
কষ্ট টা আমার এক কথায় লুকিয়ে আছে, তা মাঝ রাতে আমাকে কাটা দেয় মৃত্যু যন্ত্রনা দেয়, কিন্তু সে তার আরেক নারীকে তার বুকে নিয়ে শান্তির ঘুম ঘুমায়😅
এদিকে আমি মাজ রাতে ঘুম ভেঙ্গে দেখি বুকের ভেতর অনেক কাঁপতেছে, এই বুজি প্রান টা বের হয়ে যাবে 🙂
❝বিস্তারিত - ( এইটা আমার জীবনের সাথে কোনো মিল নেই, এইটা একটা আপুর কাহিনি)😓