Abu Sayad - Ebu

Abu Sayad - Ebu Hi, I'm Abu Sayad, a digital marketing specialist offering Social Media Management, Content Management, SEO, and WordPress Website Design.

Professional Digital Marketer & SEO Expert | Social Media Marketing Manager | Social Media Content Designer | Strategic Content Marketing Expert | Facebook Ad Campaign Expert | WordPress Website Designer | Graphics Content Designer | abusayadebu I create targeted social strategies, engaging content, and SEO-driven solutions to boost your brand’s online presence. My virtual social media services ke

ep your brand connected 24/7. Let’s collaborate to enhance your digital impact and drive growth. Reach out to discuss how I can support your business goals!

09/06/2024

Doctor's Booking Website.
CMS: Wordpress, Elementor and Crocoblock.

15/05/2024

Ad Budget দ্বিগুণ করলে কি সেলস দ্বিগুণ হবে?

ধরুন আপনার ডেইলি বাজেট 1000 টাকা সেখান থেকে 10 টা সেল আসছে। অর্থাৎ 100 টাকায় 1টা সেল।

এখন আপনি ভাবলেন যে আপনার ডেইলি বাজেট 2000 করে দিবেন তাহলে আপনার 20টা সেল আসবে। বিষয়টা এমন না।

এমন অবস্থায় আপনি কিভাবে অ্যাড স্কেলিং করবেন চলেন দেখে নিই।

আপনারা জানেন যে 2 ভাবে স্কেলিং করা যায়:
1. Vertical Scaling. (Budget Increasing)
2. Horizontal Scaling. (Audience Increasing)

এই 2টার ভিতর আপনি কোনটা করবেন?
এটা বোঝার জন্য আপনার অ্যাড এর Frequently চেক করতে হবে।

Frequency 2 এর কম হলে আপনি Vertucal Scaling অর্থাৎ বাজেট বাড়াতে পারেন। কিন্তু কতটুকু বাজেট বাড়াবেন? আপনার অ্যাড বাজেটের 10-25% বাড়াতে পারেন। অর্থাৎ 1000 টাকা বাজেট হলে 1100-1250 টাকা পর্যন্ত বাড়ানো ভালো। অ্যাড ভালো পারফর্ম করলে এই হারে বাজেট increase করতে পারেন।

Frequency 2-4 এর ভিতর হলে আপনি যদি Vertical Scaling করেন তাহলে হয়তোবা আপনার রেজাল্ট ভালো আসতে পারে কিন্তু Cost Per Result একটু বেশি হবে।

Frequency 4 এর উপরে হলে, আপনি যদি Vertical Scaling করেন তাহলে রেজাল্ট ভালো আসার সম্ভবনা অনেক কম। বরং আপনার Cost Per Result বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি Horizontal Scaling করবেন (Duplicate Your Ad set) অর্থাৎ আপনার লোকেশন+টার্গেটিং পরিবর্তন করে অডিয়েন্স আরো বড় করার চেস্টা করবেন।

আশা করি স্কেলিং এর বিষয়টা বুঝতে পারছেন। কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।
©

08/04/2024

Digital Marketing Solution Post

"Welcome to my page! 🚀 Discover the ultimate digital marketing solution tailored just for you.

Connect with me today and let's take your digital marketing efforts to new heights! "

Digital marketing agency
Online marketing solutions
SEO services
Social media management
PPC advertising
Content marketing strategy
Email marketing campaigns
Marketing automation software
Website optimization
Data-driven marketing
Mobile marketing solutions
Video marketing services
Influencer marketing platforms
E-commerce marketing
Digital branding services
Lead generation techniques
Conversion rate optimization
Search engine marketing (SEM)
Customer engagement strategies
Social media analytics tools
Targeted advertising solutions
Local SEO optimization
Digital PR services
Growth hacking strategies
Marketing funnel optimization
Reputation management services
AI-powered marketing solutions
Voice search optimization
Geo-targeted marketing campaigns
Omnichannel marketing approaches

01/04/2024

জীবনের লক্ষ যতদূর পর্যন্ত দেখবেন, ততদূর পর্যন্ত এগোতে পারবেন 🎯

💥 আজকের এই কন্টেন্ট আমাদের হাজার হাজার বেকার ভাই - বোনদের জন্যে।

বাংলাদেশ কে আমরা গরীব দেশ ঠিকই বলি, কিন্তু খলিল ভাইয়ের দোকানে ঠিকই দিন প্রতি ১ থেকে ২ কোটি টাকার গরুর মাংস বিক্রি হয় 💁‍♂️

জানেন? আমরা কয়েক যুগ পিছিয়ে আছি কেনো? শতকরায় শুধু মাত্র ১০% মানুষ বাংলাদেশে শর্টকাট ছাড়া মেধাশ্রম দিয়ে নিজের কায়িক শ্রম কাজে লাগিয়ে স্বাবলম্বী হবার চেষ্টা করেন আর বাকি ৯০% মানুষ শর্ট কাট এর দিকে ছুটেন, শ্রম ছাড়া কিভাবে বড়লোক হওয়া যায় সেইদিকে বেশি ফোকাস করেন।

আর এই উছিলায় বিভিন্ন ফরেইন কোম্পানি প্রতি বছর হাজার কোটি টাকার Scam করে যাচ্ছেন। অনেকে বলে থাকেন Scam করার জন্যে সেরা জায়গা বাংলাদেশ 🇧🇩।

🚀 আমি আপনাদের ছোট একটা সুন্দর রোড ম্যাপ প্রদান করি 👉

যারা যারা একদম বেশি বেকার হয়ে বসে আছেন তাদের
কি কি ধরনের অপরচুনিটি রয়েছে বাংলাদেশে?

🔴 সর্বপ্রথম অবশ্যই ইংরেজি চর্চা রাখতে হবে আপনাকে যা আপনাকে অন্যেদের থেকে তীক্ষ্ন ও পারদর্শী করে তুলবে।

আমাদের দেশীয় Opportunities you can seek ⚡

👉 Real Estate এ brokery শিখুন, real estate বিষয়ে পড়াশুনা শুরু করুন। নিজের ব্র্যান্ডিং করুন যেন আপনি বিশ্বাসের আস্থা হয়ে deal close করতে পারেন।

👉 নিজের Cloud Kitchen শুরু করুন, একটি কোর্স করুন কিছু স্পেশাল আইটেম এর উপর তারপর সেইটাকে Display করে sell করা শুরু করুন অনলাইন এ।

👉 মোবাইল repairing সার্ভিস করা শিখুন অথবা ল্যাপটপ সার্ভিস করা শিখুন, না হয় গেমিং অ্যাক্সেসরিজ সার্ভিস করা শিখুন এবং আপনার সার্ভিস প্রোভাইড করুন অনলাইন এ পিক আপ ও ডেলিভারির মাধ্যমে। এবং সেকেন্ড হ্যান্ড মোবাইল রিসেল ও করতে পারেন এক্সট্রা আর্নিং এর জন্যে।

👉 অফলাইন লোকাল মার্কেটিং এর ব্যবসা করুন, আপনার আশে পাশের কোনো এক দোকানের সাথে ডিল করে আকষর্ণীয় pamphlet বানান তারপর সেইটা বিলি করা শুরু করুন + দোকানে টু বাসা হোম ডেলিভারি দেওয়ার বিজনেস শুরু করুন।

👉 গুলিস্থান অথবা নীলক্ষেত থেকে চাইনিজ প্রোডাক্ট এর পাইকারি দোকান হতে ইলেকট্রনিক হাই কোয়ালিটি জিনিস কিনুন এবং অনলাইন এ সেল করুন।

👉 যদি আপনি tour lover হন তাহলে Tour নিয়ে সুন্দর সুন্দর ব্লগ বানাবেন এবং যখন হালকা পরিচিতি লাভ পাওয়া শুরু করবেন তখন Tourist/Travelling অ্যাক্সেসরিজ বিক্রি শুরু করুন।

👉 বর্তমানে Loose Fitting men শার্ট / টি শার্ট এর চাহিদা ভালো আছে এবং ট্রেন্ডিং এও রয়েছে। চাইলে শুরু করতে পারেন।

👉 মোটরসাইকেল মাস্টার সার্ভিসিং দিতে পারেন TO HOME!
নিজের লোকাল area তে অনলাইন এর মাধ্যমে।

👉 গ্রুমিং অথবা ফেসিয়াল করা শিখুন নিজের ঘরোয়া ভাবে men অথবা women পার্লার hub দিন কম খরচের মধ্যে। অবশ্যই ভালো সাড়া পাবেন লোকাল area তে।

⚡ যেইটা ই করবেন সেইটা যেন Qualityful হয়, তাহলেই মার্কেট ধরতে পারবেন। আর অবশ্যই ব্র্যান্ড বিল্ডিং কে Core Focus দিতে হবে কেননা মনে রাখবেন এইটা এখন কম্পিটিশন যুগ আর এই কম্পিটিশন যুগে নিজেকে ভিন্ন করতে পারবেন শুধু মাত্র ব্র্যান্ডিং এর মাধ্যমে।
-
-
💥 এখন যদি আপনি Futuristic হন, বা আপনি যদি মুক্ত পেশা হিসেবে ফ্রিল্যান্সিং করতে চান, আপনার যদি অনলাইন এ কাজের প্রতি বেশি ঝোঁক থাকে তাহলে আপনার জন্যে নিম্নোক্ত অপরচুনিটি গুলো রয়েছে :-

👉 সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারেন যা কিনা ডিজিটাল মার্কেটিং এর অন্যতম এক বিশেষ অংশ। কেননা আপনি একটা মুদির দোকান দিলেও সেইখানে একজন লোক হায়ার করা লাগে ঠিক ভবিষ্যতেও SMM দের চাহিদা বাড়বে যখন মানুষ এর প্রয়োজনীয়তা টের পাবে।

👉 Amazon FBA শিখতে পারেন অথবা Dropshipping নিয়ে কাজ শুরু করতে পারেন।

👉 Product Management ভালো একটি ক্যারিয়ার অপশন যদি আপনি আয়ত্ব করে নিতে পারেন।

👉 Cyber Security ক্যারিয়ার চুজ করতে পারেন, কেননা ভবিষ্যতে বিজনেস বাড়বে আর বিজনেস যত বাড়বে তাদের সিউকিরিটি Ensure করার পরিমাণ ও বাড়বে, তাই এর চাহিদা এখন না থাকলেও ভবিষ্যতে রয়েছে।

👉 3D Animation অন্যতম বেস্ট ক্যারিয়ার। কারণ মানুষের time span সময়ের সাথে কমে যাচ্ছে আর মানুষের span ধরে রাখার জন্যে আপনাকে কিছু কৌশল ব্যবহার করতে হবে যার মধ্যে 3D animation দিয়ে মানুষের span ধরা অন্য কোনো ক্ষেত্রে থেকে অনেক সহজ হয়ে যাবে। তাই এই ক্যারিয়ার এর ভবিষ্যত ডিমান্ড রয়েছে।

👉 Web Development. জী সময় যত যাবে মানুষের ওয়েবসাইট বানানোর প্রবণতা তত বাড়বে, কমবে না। পাশাপাশি Ui ও Ux ডিজাইন ও শিখে নিবেন আর SEO মাস্ট আয়ত্ব তে রাখবেন। তাহলেই আপনি এই সেক্টর টা Dominate করতে পারবেন।

🔴 আমাদের দেশে মানুষের বেকার থাকতে হবেনা যদি একবার আপনারা ফান্ডামেন্টাল বুঝে উঠতে পারেন।

যেইদিন আপনি একদম বেকার ও আপনি টং এ বসে চা খাচ্ছেন আর আইডিয়া বের করলেন যে, বাংলাদেশে এই চা - বিড়ির টং দোকান কে ব্র্যান্ড বানিয়ে অফিসিয়াল লুক দিবেন সেইদিন থেকে বুঝবেন আপনার কনফিডেন্স ও আত্ববিশ্বাস ঐ লেভেল পর্যন্ত চলে গেছে 🔥

Credit: Fahad Alam

15/03/2024

Hello Business Owners,
Good news for you all. I am giving opportunity for 3 business owners who have not website yet. I will creat website for them and It's totally free. Just send me message fast and confirm it. If 3 person done, then i will stol this free service in this month. Thank you all.

14/03/2024

Do you need a responsive Website? Need SEO for that? Do you have e-commerce business? Need marketing strategy expert? Need to set ad on facebook? Need your business promoting expert?
Just comment bellow or send me a message. I will help you with your requirments. I have 4 years+ experiences about Digital Marketing, SEO and wordpress web development. I have done many projects before. Just send a message for getting help from me. Thank you.

Simple Logistic Website project
13/02/2024

Simple Logistic Website project

09/02/2024

A warning: I have been working with Wordpress for a long time and I haven't seen as many hacked sites and attempts as I have seen this year. I don't know whether there is some new AI based technology involved.
You need to do two things to protect yourself. (these are not brute-force or firewall detectable attacks)

1. Make sure Wordpress, your theme and your plugins are up-to-date, that your them and all your plugins come from reputable sources. it seems there's a lot of probing of
2. Backup. In the event of an attack the first thing to do is to restore from before the hack. Bear in mind it's only a matter of time before the attacks become savvy enough to hang around for a while before activating, which will get around a backup policy. It's alway a good idea to have known, clean, stage backups for a worst case-scenario.

©

07/02/2024

Advance E-commerce Website Project.
04/02/2024

Advance E-commerce Website Project.

Digital Marketing Agency Website Project  Advanced.
04/02/2024

Digital Marketing Agency Website Project
Advanced.

Address

Dhaka

Telephone

+8801820015394

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Sayad - Ebu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abu Sayad - Ebu:

Share