01/04/2024
জীবনের লক্ষ যতদূর পর্যন্ত দেখবেন, ততদূর পর্যন্ত এগোতে পারবেন 🎯
💥 আজকের এই কন্টেন্ট আমাদের হাজার হাজার বেকার ভাই - বোনদের জন্যে।
বাংলাদেশ কে আমরা গরীব দেশ ঠিকই বলি, কিন্তু খলিল ভাইয়ের দোকানে ঠিকই দিন প্রতি ১ থেকে ২ কোটি টাকার গরুর মাংস বিক্রি হয় 💁♂️
জানেন? আমরা কয়েক যুগ পিছিয়ে আছি কেনো? শতকরায় শুধু মাত্র ১০% মানুষ বাংলাদেশে শর্টকাট ছাড়া মেধাশ্রম দিয়ে নিজের কায়িক শ্রম কাজে লাগিয়ে স্বাবলম্বী হবার চেষ্টা করেন আর বাকি ৯০% মানুষ শর্ট কাট এর দিকে ছুটেন, শ্রম ছাড়া কিভাবে বড়লোক হওয়া যায় সেইদিকে বেশি ফোকাস করেন।
আর এই উছিলায় বিভিন্ন ফরেইন কোম্পানি প্রতি বছর হাজার কোটি টাকার Scam করে যাচ্ছেন। অনেকে বলে থাকেন Scam করার জন্যে সেরা জায়গা বাংলাদেশ 🇧🇩।
🚀 আমি আপনাদের ছোট একটা সুন্দর রোড ম্যাপ প্রদান করি 👉
যারা যারা একদম বেশি বেকার হয়ে বসে আছেন তাদের
কি কি ধরনের অপরচুনিটি রয়েছে বাংলাদেশে?
🔴 সর্বপ্রথম অবশ্যই ইংরেজি চর্চা রাখতে হবে আপনাকে যা আপনাকে অন্যেদের থেকে তীক্ষ্ন ও পারদর্শী করে তুলবে।
আমাদের দেশীয় Opportunities you can seek ⚡
👉 Real Estate এ brokery শিখুন, real estate বিষয়ে পড়াশুনা শুরু করুন। নিজের ব্র্যান্ডিং করুন যেন আপনি বিশ্বাসের আস্থা হয়ে deal close করতে পারেন।
👉 নিজের Cloud Kitchen শুরু করুন, একটি কোর্স করুন কিছু স্পেশাল আইটেম এর উপর তারপর সেইটাকে Display করে sell করা শুরু করুন অনলাইন এ।
👉 মোবাইল repairing সার্ভিস করা শিখুন অথবা ল্যাপটপ সার্ভিস করা শিখুন, না হয় গেমিং অ্যাক্সেসরিজ সার্ভিস করা শিখুন এবং আপনার সার্ভিস প্রোভাইড করুন অনলাইন এ পিক আপ ও ডেলিভারির মাধ্যমে। এবং সেকেন্ড হ্যান্ড মোবাইল রিসেল ও করতে পারেন এক্সট্রা আর্নিং এর জন্যে।
👉 অফলাইন লোকাল মার্কেটিং এর ব্যবসা করুন, আপনার আশে পাশের কোনো এক দোকানের সাথে ডিল করে আকষর্ণীয় pamphlet বানান তারপর সেইটা বিলি করা শুরু করুন + দোকানে টু বাসা হোম ডেলিভারি দেওয়ার বিজনেস শুরু করুন।
👉 গুলিস্থান অথবা নীলক্ষেত থেকে চাইনিজ প্রোডাক্ট এর পাইকারি দোকান হতে ইলেকট্রনিক হাই কোয়ালিটি জিনিস কিনুন এবং অনলাইন এ সেল করুন।
👉 যদি আপনি tour lover হন তাহলে Tour নিয়ে সুন্দর সুন্দর ব্লগ বানাবেন এবং যখন হালকা পরিচিতি লাভ পাওয়া শুরু করবেন তখন Tourist/Travelling অ্যাক্সেসরিজ বিক্রি শুরু করুন।
👉 বর্তমানে Loose Fitting men শার্ট / টি শার্ট এর চাহিদা ভালো আছে এবং ট্রেন্ডিং এও রয়েছে। চাইলে শুরু করতে পারেন।
👉 মোটরসাইকেল মাস্টার সার্ভিসিং দিতে পারেন TO HOME!
নিজের লোকাল area তে অনলাইন এর মাধ্যমে।
👉 গ্রুমিং অথবা ফেসিয়াল করা শিখুন নিজের ঘরোয়া ভাবে men অথবা women পার্লার hub দিন কম খরচের মধ্যে। অবশ্যই ভালো সাড়া পাবেন লোকাল area তে।
⚡ যেইটা ই করবেন সেইটা যেন Qualityful হয়, তাহলেই মার্কেট ধরতে পারবেন। আর অবশ্যই ব্র্যান্ড বিল্ডিং কে Core Focus দিতে হবে কেননা মনে রাখবেন এইটা এখন কম্পিটিশন যুগ আর এই কম্পিটিশন যুগে নিজেকে ভিন্ন করতে পারবেন শুধু মাত্র ব্র্যান্ডিং এর মাধ্যমে।
-
-
💥 এখন যদি আপনি Futuristic হন, বা আপনি যদি মুক্ত পেশা হিসেবে ফ্রিল্যান্সিং করতে চান, আপনার যদি অনলাইন এ কাজের প্রতি বেশি ঝোঁক থাকে তাহলে আপনার জন্যে নিম্নোক্ত অপরচুনিটি গুলো রয়েছে :-
👉 সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারেন যা কিনা ডিজিটাল মার্কেটিং এর অন্যতম এক বিশেষ অংশ। কেননা আপনি একটা মুদির দোকান দিলেও সেইখানে একজন লোক হায়ার করা লাগে ঠিক ভবিষ্যতেও SMM দের চাহিদা বাড়বে যখন মানুষ এর প্রয়োজনীয়তা টের পাবে।
👉 Amazon FBA শিখতে পারেন অথবা Dropshipping নিয়ে কাজ শুরু করতে পারেন।
👉 Product Management ভালো একটি ক্যারিয়ার অপশন যদি আপনি আয়ত্ব করে নিতে পারেন।
👉 Cyber Security ক্যারিয়ার চুজ করতে পারেন, কেননা ভবিষ্যতে বিজনেস বাড়বে আর বিজনেস যত বাড়বে তাদের সিউকিরিটি Ensure করার পরিমাণ ও বাড়বে, তাই এর চাহিদা এখন না থাকলেও ভবিষ্যতে রয়েছে।
👉 3D Animation অন্যতম বেস্ট ক্যারিয়ার। কারণ মানুষের time span সময়ের সাথে কমে যাচ্ছে আর মানুষের span ধরে রাখার জন্যে আপনাকে কিছু কৌশল ব্যবহার করতে হবে যার মধ্যে 3D animation দিয়ে মানুষের span ধরা অন্য কোনো ক্ষেত্রে থেকে অনেক সহজ হয়ে যাবে। তাই এই ক্যারিয়ার এর ভবিষ্যত ডিমান্ড রয়েছে।
👉 Web Development. জী সময় যত যাবে মানুষের ওয়েবসাইট বানানোর প্রবণতা তত বাড়বে, কমবে না। পাশাপাশি Ui ও Ux ডিজাইন ও শিখে নিবেন আর SEO মাস্ট আয়ত্ব তে রাখবেন। তাহলেই আপনি এই সেক্টর টা Dominate করতে পারবেন।
🔴 আমাদের দেশে মানুষের বেকার থাকতে হবেনা যদি একবার আপনারা ফান্ডামেন্টাল বুঝে উঠতে পারেন।
যেইদিন আপনি একদম বেকার ও আপনি টং এ বসে চা খাচ্ছেন আর আইডিয়া বের করলেন যে, বাংলাদেশে এই চা - বিড়ির টং দোকান কে ব্র্যান্ড বানিয়ে অফিসিয়াল লুক দিবেন সেইদিন থেকে বুঝবেন আপনার কনফিডেন্স ও আত্ববিশ্বাস ঐ লেভেল পর্যন্ত চলে গেছে 🔥
Credit: Fahad Alam