Shohag Vlog

Shohag Vlog I love Allah
blood group (O+)
my YouTube chanel :https://youtube.com/?si=xAxWIWPmGpcda_2V

Eid mubarak 🌟🌟⭐🌠
07/06/2025

Eid mubarak 🌟🌟⭐🌠

05/06/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

----মধ্যবিত্ত ছেলেদের নিয়ে কিছু বাস্তব কথা-----1. “আমি একাই সব কিছু সামলাতে শিখেছি, তবুও কখনও শেষ হয় না কষ্ট।”2. “কখনও ...
01/06/2025

----মধ্যবিত্ত ছেলেদের নিয়ে কিছু বাস্তব কথা-----

1. “আমি একাই সব কিছু সামলাতে শিখেছি, তবুও কখনও শেষ হয় না কষ্ট।”
2. “কখনও কখনও মনে হয়, আমি শুধু বাঁচতে শিখেছি, জীবিত থাকতে পারি না।”
3. “মধ্যবিত্ত ছেলেরা কখনো শান্তিতে থাকে না, কারণ তার স্বপ্নগুলোর দাম বেশি।”
4. “সবচেয়ে বড় কষ্ট হচ্ছে, যেটা চেয়েছিলাম, সেটা আমি কখনো পেতে পারব না।”
5. “এত কষ্ট সহ্য করেও হাসি, কারণ কখনো কেউ জানবে না।”
6. “বড় হয়ে বুঝলাম, ভালোবাসা নয়, দায়িত্ব বড় হয়।”
7. “একদিন নিজের জন্য কিছু করতে পারব, কিন্তু আজও সেই দিন আসে না।”
8. “আমি বড় ছেলে, কিন্তু কষ্টটা অনেক বড়।”
9. “মধ্যবিত্ত জীবনে স্বপ্ন পূরণ কঠিন, কিন্তু ত্যাগ করতে হয় না।”
10. “অল্পতেই খুশি হওয়ার চেষ্টা করি, কিন্তু মন শান্ত থাকে না।”
11. “আমার জীবনে শান্তির ঘুম নেই, সব সময় চিন্তা মাথায়।”
12. “এখন বুঝি, সবচেয়ে বড় কষ্ট কখনো দেখা যায় না।”
13. “সব কিছু ত্যাগ করেও জীবন চলেই যায়, তবে মনে এক দুঃখ রয়ে যায়।”
14. “সেই পুরনো দিনগুলো মনে পড়ে, যখন কষ্ট থাকলেও স্বপ্ন ছিল।”
15. “যতটা লড়াই করি, ততটা কষ্ট বাড়ে, কিন্তু থামি না।”
16. “আমার পক্ষে কখনও জীবন সহজ ছিল না, কিন্তু আমি কখনো হারি না।”
17. “যারা বলে, ‘সবকিছু ঠিক হয়ে যাবে’, তাদের জন্য সব কিছু সহজ থাকে।”
18. “মধ্যবিত্ত জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, তুমি কখনো সব কিছু নিয়ে খুশি থাকতে পারবে না।”
19. “বিশ্বাস ছিল একসময়, এখন শুধু চেষ্টা করছি।”
20. “কষ্টের পর কষ্ট, কিন্তু আমি জানি, একদিন এটা শেষ হবে।”
21. “মাঝে মাঝে মনে হয়, আমি শুধু বাঁচি, জীবিত নেই।”
22. “বড় হয়ে দেখি, কিছু পাওয়ার জন্য সবকিছু দিতে হয়।”
23. “মধ্যবিত্ত ছেলেরা কখনো নিজের জন্য কিছু করতে পারে না।”
24. “এখন বুঝি, স্বপ্ন নয়, দায়িত্ব বড়।”
25. “জীবন কখনো সহজ ছিল না, তবুও এগিয়ে চলেছি।”
26. “আমার কষ্ট কেউ বুঝবে না, তাই চুপ থাকি।”
27. “কষ্টের মাঝে হাসি, কারণ অন্যদের সামনে দুর্বল হতে চাই না।”
28. “মাঝে মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলি, কিন্তু থামি না।”
29. “স্বপ্নগুলো হারিয়ে যায়, কিন্তু জীবন চলতে থাকে।”
30. “আমার জীবনের একমাত্র লক্ষ্য, পরিবারের মুখে হাসি ফোটানো।”
31. “যত বড় স্বপ্ন দেখি, তত বড় কষ্ট পাই।”
32. “মাঝে মাঝে মনে হয়, জীবনে কিছুই ঠিক হয়নি, কিন্তু কিছুই ছেড়ে দিতে পারি না।”
33. “মধ্যবিত্ত জীবনের কঠিনতা জানে শুধু যারা এই পথ চলেছে।”
34. “কখনো কখনো মনে হয়, আমি কখনও কিছু হতে পারব না।”
35. “কষ্ট যত বাড়ে, তত চেষ্টা করি হাসি মুখে সবার সামনে দাঁড়িয়ে থাকতে।”
36. “বড় হয়ে সবকিছু সহজ মনে হতো, কিন্তু বাস্তবে সব কিছুই কঠিন।”
37. “সবকিছু গুছিয়ে রাখতে হয়, তারপরেও কিছু ফাঁকা থাকে।”
38. “মধ্যবিত্ত ছেলেদের জীবনের কষ্ট অনেক গভীর, যেটা কেউ বুঝতে চায় না।”
39. “জীবন এত কষ্টকর, তবুও চলতে থাকে।”
40. “এমন জীবন কবে শেষ হবে, যখন নিজের স্বপ্নকে অক্ষত রাখতে পারব?”
41. “কখনো নিজেকে ক্ষমা করি না, কারণ জীবনের সব কিছু কখনো সহজ ছিল না।”
42. “বড় ছেলে হয়ে এত কষ্ট সহ্য করতে হয়, কিন্তু কেউ জানে না।”
43. “কষ্টের মাঝে আমি একা, কিন্তু জীবনের প্রতি বিশ্বাস রেখে চলেছি।”
44. “সব কষ্ট একদিন শেষ হবে, কিন্তু তারপরেও কিছু থাকবে না।”
45. “স্বপ্নের পথে চলতে চলতে, মাঝেমাঝে হারিয়ে যাই।”
46. “অন্তর থেকে কখনো শান্তি পাব না, কারণ আমার দায়িত্ব শেষ হয় না।”
47. “কষ্টগুলো আমাকে শক্তিশালী করেছে, কিন্তু আমি কখনো থামব না।”
48. “যত বড় দায়িত্ব, তত বড় কষ্ট, কিন্তু আমি থামব না।”
49. “কষ্টের পরে নতুন করে শুরু করার চেষ্টা করি, কিন্তু পুরানো স্মৃতিগুলো ছুটে আসে।”
50. “বড় হয়ে কখনো নিজের জন্য কিছু করার সুযোগ পাইনি।”
51. “জীবনের প্রতি বিশ্বাস ছিল, কিন্তু বাস্তবতা সব কিছু ভুলিয়ে দেয়।”
52. “কখনো কখনো, কষ্টের মাঝে একটুকু শান্তি খুঁজে পাই।”
53. “আমার স্বপ্নগুলো যতটা বড়, কষ্টগুলো ততটা গভীর।”
54. “বড় ছেলে হওয়ার কারণে আমার জীবন অন্যদের চাইতে আরও কঠিন।”
55. “জীবনের চলার পথে অনেক বাধা আসে, কিন্তু থামি না।”
56. “স্বপ্নের সঙ্গে বাস্তবতার লড়াই চলতেই থাকে, থামতে নেই।”
57. “জীবনের কষ্টগুলো আমাকে দৃঢ় করেছে, কিন্তু কখনো একলা থাকতে পারি না।”
58. “মধ্যবিত্ত ছেলেরা সবসময় নিজেকে গুটিয়ে রাখে, কারণ তারা জানে, কেউ তাদের কষ্ট বুঝবে না।”
59. “যতটা শক্তিশালী হই, ততটা কষ্ট বাড়ে।”
60. “এত কিছু করার পরেও মনে হয়, আমি কিছুই করতে পারিনি।”
61. “আমি কি কখনো ভালো থাকতে পারব, নাকি কষ্ট নিয়েই বাঁচতে হবে?”
62. “বড় ছেলে হয়ে জীবনে অনেক কিছু হারাতে হয়েছে, কিন্তু থামিনি।”
63. “কষ্টগুলো আমাকে শক্তি দেয়, কিন্তু কখনো শান্তি দেয় না।”
64. “জীবনের কষ্টগুলো শুধু আমি জানি, কিন্তু কাউকে বলি না।”
65. “কখনো কখনো কষ্টগুলো এত গভীর হয় যে, মনে হয় আর পারব না।”
66. “তারা বলে, ‘সব ঠিক হয়ে যাবে’। কিন্তু আমি জানি, সবকিছু কখনও ঠিক হয় না।”
67. “বড় হওয়ার পর, যেটা বুঝলাম, সেটা হলো দায়িত্বের বোঝা।”
68. “আমি মাঝেমাঝে সব কিছু ছেড়ে চলে যেতে চাই, কিন্তু থামতে পারি না।”
69. “কষ্টের মাঝে নিজেকে খুঁজে পেতে চেষ্টা করি, তবে কখনো পূর্ণতা আসে না।”
70. “জীবন কখনো সহজ ছিল না, কিন্তু আমি থামি না।”
71. “সব কিছু ত্যাগ করেও থামি না, কারণ আমার জীবনে স্বপ্ন আছে।”
72. “আমার কষ্টের গল্প কেউ শুনবে না, তাই চুপ থাকি।”
73. “এত কষ্ট সহ্য করেও, জীবনের জন্য একটুও হাল ছাড়ি না।”
74. “কখনো কখনো জীবন এতো কঠিন হয়ে পড়ে যে, বিশ্বাস হারাতে হয়।”
75. “মধ্যবিত্ত জীবনকে ভালোবাসি, কিন্তু কিছু কিছু দুঃখ থেকে যায়।”
76. “প্রত্যেকটা কষ্টের মধ্যেও একটা শিক্ষা লুকিয়ে থাকে, সেটা বুঝতে হয়।”
77. “বড় ছেলে হওয়ার কারণে সব কিছু কঠিন হয়ে যায়, কিন্তু আমাকে এটা মেনে নিতে হয়।”
78. “আমার কষ্টগুলো যে শুধু আমার, এটা আমি জানি।”
79. “এত কষ্টের পরেও কিছু না কিছু শিখতে হয়।”
80. “জীবনের সবচে বড় কষ্ট হলো, কিছু কখনো সহজে পাওয়া যায় না।”
81. “সব কষ্ট সহ্য করেও থামি না, কারণ কিছু স্বপ্ন পূরণের জন্য আমাকে এগিয়ে যেতে হবে।”
82. “কষ্টের সাথে লড়াই করতে করতে, একদিন আমি জয়ী হব।”
83. “সব কষ্টের মাঝেও আমি নিজের পরিচয় ধরে রাখি।”
84. “বড় ছেলের জীবনে কোনদিন শান্তি ছিল না, কিন্তু তবুও লড়াই করে চলেছি।”
85. “জীবনের সব কষ্টের পরও, কিছু না কিছু ভালো হবে, এই আশায় এগিয়ে চলি।”
86. “কষ্টের পথেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে থাকে।”
87. “বড় ছেলে হয়ে জীবন এত কঠিন মনে হয়, কিন্তু আশা ছেড়ে দিতে পারি না।”
88. “সবার কাছে আমি শক্তিশালী, কিন্তু ভিতরে আমি ভেঙে পড়ি।”
89. “আমার জীবনের কষ্টের গল্প কেউ জানে না, কারণআমি কখনও বলতে পারি না।
90. “জীবনের কষ্টের সাথে লড়াই চালিয়ে যাচ্ছি, কিন্তু কখনো থামি না।”
91. “স্বপ্ন ছিল অনেক, কিন্তু জীবন দিয়েছে কষ্টের পাহাড়।”
92. “মধ্যবিত্ত জীবনে স্বপ্নের জন্য সংগ্রাম করতে হয়, আর কষ্ট সহ্য করতে হয়।”
93. “এত কষ্টের মাঝে একটুকু শান্তি কিভাবে পাবে, তা কেউ জানে না।”
94. “বড় ছেলে হওয়ার কারণে কষ্টের পাহাড় চাপানো হয়।”
95. “মধ্যবিত্ত ছেলেদের কষ্ট কাউকে দেখা যায় না, কিন্তু জীবনে অনেক কিছু সহ্য করতে হয়।”
96. “জীবনে অনেক কষ্টের মাঝে একটুকু হাসি জাগাতে হয়।”
97. “কখনো কখনো জীবন এত কঠিন হয়ে পড়ে যে, কষ্টগুলো সহ্য করা কঠিন হয়ে যায়।”
98. “এত কষ্ট সহ্য করেও, কখনও নিজের মাথা উঁচু করে চলতে চেষ্টা করি।”
99. “বড় হয়ে, কিছু কিছু কষ্ট বুঝতে হয়, কিন্তু কিছু কিছু কিছুই বোঝা যায় না।”
100. “কষ্টের মাঝে, একদিন আমার স্বপ্ন পূর্ণ হবে, এই বিশ্বাসে এগিয়ে চলি।”
゚viralfbreelsfypシ゚viral

------মধ্যবিত্ত ছেলেদের জীবন কাহিনী ----আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে..............মধ্যবিত্ত পরিবার। যখন বুঝতে শিখেছি তখন ...
01/06/2025

------মধ্যবিত্ত ছেলেদের জীবন কাহিনী ----
আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে..............
মধ্যবিত্ত পরিবার। যখন বুঝতে শিখেছি তখন থেকে আমার পরিবারটা আমার কাছে যেমন ছিল এখনো তেমনই আছে। মানে মধ্যবিত্তই আছে। একধাপ উপরে অথবা একধাপ নিচে যায়নি।
সবসময়ই কোনরকমে চলে যায়। বিলাসিতা কি জিনিস সেটা কখনো চোখে দেখিনি মানে উপভোগ করতে পারিনি। দশটা চাওয়া-পাওয়ার মধ্যে চারটা পূরণ হয় আর বাকি ছয়টা ভাবতে ভাবতে হাওয়ার সাথে মিলিয়ে যায় কল্পনার রাজ্যে। পূরণ হওয়ার সময় কই?

স্বপ্ন দেখতে খুব খুব ভালো লাগে কিন্তু স্বপ্নটা পূরণ হবে এটা ভাবতে গেলে ভয় করে। কারণ পূরণ হওয়ার মত স্বপ্ন যে খুব কমই দেখি।
কল্পনা? এটাকে তো নিজের মনের মত করে সাজানো যায়। তাই যখন কল্পনার রাজ্যে হারিয়ে যাই তখন মনের মাধুরী মিশিয়ে, হাজারো রঙে রাঙিয়ে তুলি কল্পনার রাজ্যের সবকিছুকেই। উফ ভাবতেই তো মনের ভিতরটা আরও রঙিন হয়ে উঠে।
কল্পনা রাজ্যের সবকিছুই হয় বিনা পয়সায়। তাই আভিজাত্যের মোহে হারিয়ে গেলেও টাকা কোথা থেকে আসছে সেই চিন্তা থাকে না।
কিন্তু যখন বাস্তবতায় থাকি বিলাসিতা দূরে থাক ছোট খাট কোন কিছু চাইতেই যেন হাজারটা চিন্তা মাথায় আসে। আব্বু কি দিতে পারবে? এটা ব্যবহার করা কি আমার মত পরিবারের ছেলের জন্য মানানসই হবে?
কিন্তু যখন কোন বন্ধুদের দামী দামী মোবাইল, ল্যাপটপ, ট্যাব ব্যবহার করতে দেখি তখন ক্ষণিকের জন্য সব চিন্তা উবে গিয়ে ঐসব দামী দামী মোবাইল, ল্যাপটপ, ট্যাব ব্যবহার করতে ইচ্ছে করে। খুব ইচ্ছে করে। তখন নিজের উপর খুব রাগ হয়। সত্যি বলতে আব্বুর উপরও তখন খুব রাগ হয় দিতে পারেনা কেন এই জন্য। তবে সেটা ক্ষণিকের জন্য। যখন মনটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারি তখন কারো উপরেই রাগ হয় না। শুধুমাত্র প্রবল ইচ্ছা জাগে একদিন সব হবে। আমার অনেক টাকা থাকবে। যা খুশি তাই ব্যবহার করতে পারবো।

বাজের নতুন কোন মোবাইল আসলে নেটে গিয়ে মোবাইলের আপডেট সব ফিচার দেখেই সন্তুষ্ট থাকি। দেখতেই ভালো লাগে। সহজে কেনার স্বাদ জাগে না। খুব বেশি ভালো লাগলে ভয়ে ভয়ে আম্মুর কাছে বলি। জানি কিনে দিতে পারবে না তারপরেও বলি যদি কাজ হয়ে যায়।

এতকিছুর মধ্যেও কিছু ব্যপার আছে যেগুলা আমার জীবনে অক্সিজেন হিসেবে কাজে করে। আব্বু-আম্মুর ভালোবাসা, ভাই-বোনের দুষ্টমি মাখা কিছু মুহূর্ত সবকিছুকেই যেন ছাড়িয়ে যায়।

আব্বু বাসায় আসার সময় কোন কিছু কিনে নিয়ে আসলে সেটা সবাই একসাথে বসে খাওয়া, পিচ্চিটার চোখ ফাকি দিয়ে একটু বেশি খাওয়ার চেষ্টায় ধরা পরে যাওয়া তারপর জরিমানা স্বরুপ নিজের ভাগ থেকে কিছুটা দিয়ে দেওয়া। অসম্ভব ভালো লাগে তখন।

প্রায়ই আম্মুর প্লেট থেকে ভাত খাইয়ে দিতে বলি। আম্মু যখন খাইয়ে দিতে আসে তখন আমি টিভির দিকে তাকিয়ে ছোট করে হা করি আর আম্মু বলে আগে খাওয়া শেষ কর তারপর টিভি দেখ। একটু বড় করে হা কর।

যখন রাগ করে থাকি তখন আব্বু এসে বার বার খাওয়ার কথা বলে আর আমিও ভাব নিয়ে বলি ক্ষুদা নেই খাবো না। একটা পর্যায়ে আমাকে খেতেই হয়। কতটা ভালোবাসা পেলে এমনটা হয় ভাবতেই যেন আনন্দে মনটা ভরে উঠে।

মধ্যবিত্ত পরিবার বলে যে কেবলমাত্র আমার চাওয়া-পাওয়া ঠিকমত পূরণ হয় না ব্যপারটা এমন না। আব্বু-আম্মুরও কোন শখ পূরণ হয় না। ঈদ আসলে আমরা নতুন কাপড় ঠিকই নেই কিন্তু আব্বুকে কখনো একটা পাঞ্জাবী পর্যন্ত কিনতে দেখিনা। পুরনো পাঞ্জাবী গায়ে দিয়েই ঈদের নামাজ পড়তে যান। তারপরেও আমাদেরটা ঠিক রাখেন।

এতকিছুর পরেও আমার মধ্যবিত্ত অবস্থাটাকেই ভালো লাগে। এখানে চাওয়া-পাওয়ার হিসেব না মিললেও ভালোবাসা ঠিকই পাওয়া যায়। আর এই ভালোবাসাটাই আমার কাছে সবচাইতে বড়। এই ভালোবাসাটাই আমার জীবনের চালিকা শক্তি। যে ভালোবাসা পাওয়ার জন্য কোন কষ্ট করতে হয় না।

আবেগ থেকে ভালোবাসার সৃষ্টি। আর সেই ভালোবাসা থেকে এই পৃথিবীতে মানুষের উত্পত্তি। আর এই ভালোবাসার কারণেই মানুষ আজও প্রিয়জনদের

সাথে গভীর এক মায়া ডোরে আবদ্ধ হয়ে আছে।

゚viralfbreelsfypシ゚viral

Address

Ramna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shohag Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share