POEM VEIN

POEM VEIN International Online POETRY Magazine (Coming Soon)

শুভ জন্মদিন🍁কবি ও কথাশিল্পী আবু জাফর খানKhan M A Zaforকবি ও কথাশিল্পী আবু জাফর খান পেশায় সরকারি চিকিৎসক। জন্ম: ৩১ জানুয়া...
31/01/2025

শুভ জন্মদিন
🍁
কবি ও কথাশিল্পী আবু জাফর খান
Khan M A Zafor

কবি ও কথাশিল্পী আবু জাফর খান পেশায় সরকারি চিকিৎসক। জন্ম: ৩১ জানুয়ারি, পাবনা জেলার সুজানগর উপজেলার সৈয়দপুর প্রামে। বাবা: আলহাজ্ব দারবার আলী খান ছিলেন সাহিত্যানুরাগী। তাঁর যৌবনের দীর্ঘ সময় কাটিয়েছেন কলকাতায়। পেশায় ছিলেন ব্যবসায়ী। মা: আনোয়ারা বেগম (গৃহিণী)। তিন ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট।

তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং ঢাকা থেকে কমিউনিটি মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা হিসাবে বর্তমানে তিনি স্বাস্থ্য বিভাগে ডেপুটি সিভিল সার্জন পদে কর্মরত।

তাঁর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে বেশ কটি উপন্যাস এবং কাব্যগ্রন্থ দেশে এবং দেশের বাইরে ভারত, যুক্তরাজ্য এবং আমেরিকায় বাংলাভাষী পাঠকদের মাঝে বিপুল সারা জাগায়; দেশে এবং দেশের বাইরে বিভিন্ন পত্রিকায় আলোচিত ও প্রশংসিত হয়।

ছাত্রজীবন থেকেই তাঁর লেখালেখির শুরু। এ পর্যন্ত এককভাবে তরাঁ ১৮টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ৮টি উপন্যাস, ৮টি কাব্যগ্রন্থ ও ২টি গল্পগ্রন্থ। যৌথভাবে দুই বাংলার কবিদের সঙ্গে ৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

বর্তমানে তিনি পোয়েম ভেইন-এর সম্পাদক মণ্ডলীর সভাপতি ও ‘বাংলাদেশ কবিতা মঞ্চ’-এর প্রতিষ্ঠিতা সভাপতি।

বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ ইতোমধ্যে তিনি ‘বাংলাদেশ কবিতা সংসদ’ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা পদক, রবীন্দ্র স্মারক সম্মাননা, আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন উপলক্ষে কথা সাহিত্যে (বাংলাদেশ) বাংলা সাহিত্য পদক, কলকাতা থেকে ড. বিআর আম্বেদকর সাহিত্য সম্মাননা, কলকাতা থেকে প্রকাশিত চোখ পত্রিকার পক্ষ থেকে চোখ সাহিত্য পদক, কবি জসীমউদ্দীন পরিষদ কর্তৃক পল্লীকবি জসীমউদ্দীন স্বর্ণ পদক, পশ্চিমবঙ্গ, ভারত থেকে নজরুল সাহিত্য স্মৃতি স্বর্ণ পদক, মাইকেল মধুসূদন অ্যাকাদেমি, কলকাতা থেকে মাইকেল মধুসূদন স্মৃতি সম্মাননা এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে সম্মাননা পদক-১৪২৫ অর্জন করেন।

আত্মপ্রচার বিমুখ এই সাহিত্য প্রতিভা নীরবে নিভৃতে নিরন্তর সাহিত্য চর্চা করে যাচ্ছেন।

প্রতিকৃতি: শিল্পী অলোকেষ ঘোষ

Khan M A Zafor

ফরহাদ মজহারের সাক্ষাৎকার‘উপর থেকে ‘কমিশন’ বসিয়ে কোনো সংবিধান লেখা যায় না’সাক্ষাৎকার গ্রহণ:গিরীশ গৈরিককামরুল আহসান
31/10/2024

ফরহাদ মজহারের সাক্ষাৎকার
‘উপর থেকে ‘কমিশন’ বসিয়ে কোনো সংবিধান লেখা যায় না’

সাক্ষাৎকার গ্রহণ:
গিরীশ গৈরিক
কামরুল আহসান

নোবেল বিজয়ী জেমস রবিনসনের সাক্ষাৎকার‘তুমি নোবেল পুরস্কার পেয়েছো, উঠো তাড়াতাড়ি’নোবেল পুরস্কার ঘোষণার পর পুরস্কারপ্রাপ্ত ব...
20/10/2024

নোবেল বিজয়ী
জেমস রবিনসনের সাক্ষাৎকার

‘তুমি নোবেল পুরস্কার পেয়েছো, উঠো তাড়াতাড়ি’

নোবেল পুরস্কার ঘোষণার পর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে নোবেল কমিটি থেকে ফোন করা হয়। এর মাধ্যমে জানা যায় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির প্রথম প্রতিক্রিয়া। নোবেল কমিটির ওয়েব সাইট থেকে এই সাক্ষাৎকারগুলো বাংলা ভাষান্তরসহ প্রকাশিত হচ্ছে ‘ভিউজ বাংলাদেশ’-এর পাঠকদের জন্য। ২০২৪ সালে অর্থনীতিতে নোবেলে পেয়েছেন তিন অধ্যাপক। পুরস্কার বিজয়ী তিনজন হলেন তুর্কি-আমেরিকান ড্যারন আসেমোগ্লু, ব্রিটিশ-আমেরিকান সাইমন জনসন ও জেমস এ রবিনসন। আজ প্রকাশিত হলো জেমস রবিনসনের প্রথম প্রতিক্রিয়া।

নোবেল পুরস্কার ঘোষণার পর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে নোবেল কমিটি থেকে ফোন করা হয়। এর মাধ্যমে জানা যায় পুরস্কারপ্রাপ্ত ব্যক...
19/10/2024

নোবেল পুরস্কার ঘোষণার পর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে নোবেল কমিটি থেকে ফোন করা হয়। এর মাধ্যমে জানা যায় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির প্রথম প্রতিক্রিয়া। নোবেল কমিটির ওয়েবসাইট থেকে ২০২৪ সালে বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কারপ্রাপ্ত বিজয়ীদের সাক্ষাৎকারগুলো বাংলা ভাষান্তরসহ প্রকাশিত হচ্ছে ‘ভিউজ বাংলাদেশ’-এর পাঠকদের উদ্দেশে।
২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত হান ক্যাং সিউলের বাসায় মাত্র রাতের খাবার সেরেছেন, এমন সময় খবর এলো তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রথম নোবেল লরিয়েট হিসেবে তিনি এই সাক্ষাৎকারে কথা বলেছেন। লেখককরা কীভাবে তাকে প্রভাবিত করেছেন, সেসব কথা বলেছেন। তিনি বলেছেন, তাদের সমস্ত চেষ্টা আর শক্তিই তার অনুপ্রেরণা। তার ‘ভেজিটারিয়ান’ উপন্যাসটি অন্তর্জাতিকভাবে সমাদৃত। সেটি কীভাবে লিখেছেন, তা নিয়েও কথা বলেছেন। কথা বলেছেন তার নতুন উপন্যাস ‘উই ডু নট পার্ট ফর এনিওয়ান’ নিয়েও।

লিঙ্ক: কমেন্ট বক্সে

TED
19/10/2024

TED

The talk describes the story of youths. Mr.Paudyal is an Assistant Professor at the Central Department of English, Tribhuvan University. Also known as a crit...

নোবেল পুরস্কার ঘোষণার পর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে নোবেল কমিটি থেকে ফোন করা হয়। এর মাধ্যমে জানা যায় পুরস্কারপ্রাপ্ত ব্যক...
17/10/2024

নোবেল পুরস্কার ঘোষণার পর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে নোবেল কমিটি থেকে ফোন করা হয়। এর মাধ্যমে জানা যায় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির প্রথম প্রতিক্রিয়া। নোবেল কমিটির ওয়েব সাইট থেকে এই সাক্ষাৎকারগুলো বাংলায় ভাষান্তরসহ প্রকাশিত হচ্ছে ‘ভিউজ বাংলাদেশ’-এর পাঠকদের জন্য। ২০২৪ সালে রসায়নে নোবেলে পেয়েছেন তিন মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন জাম্পার। আজ প্রকাশিত হলো ভেভিড বেকার এর প্রথম প্রতিক্রিয়া।
-
লিঙ্ক কমেন্টবক্সে

নৈতিকতার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।  কারণ যেসব দেশে ধার্মিকের সংখ্যা যত বেশি সেসব দেশে  নৈতিকতার স্খলন তত বেশি। উদাহ...
09/07/2024

নৈতিকতার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। কারণ যেসব দেশে ধার্মিকের সংখ্যা যত বেশি সেসব দেশে নৈতিকতার স্খলন তত বেশি। উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশ ও ভারতের নাম নিতে পারি। আর যেসব দেশে ধর্ম নিয়ে কোনো বালাই নেই, সেসব দেশে নৈতিকতায়পূর্ণ মানুষের সংখ্যা বেশি। উদাহরণ হিসেবে আমরা জাপান ও নেদারল্যান্ডের নাম নিতে পারি।

ছবি ১: বিসিএসের প্রশ্ন ফাঁসকারি আবেদ আলী
ছবি ২: ধর্ষক গুরমিত রাম রহিম সিং

কীভাবে কবিতা লিখতেন বিনয় মজুমদার? সদ‍্য হাতে পাওয়া ১৯৬২ সালের একটা ডায়েরিতে দেখছি অনেক সময়ই অঙ্ক করতে করতে কবিতা লিখছেন।...
16/06/2024

কীভাবে কবিতা লিখতেন বিনয় মজুমদার? সদ‍্য হাতে পাওয়া ১৯৬২ সালের একটা ডায়েরিতে দেখছি অনেক সময়ই অঙ্ক করতে করতে কবিতা লিখছেন। ১৯৬২ সালে বিনয় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট প্রজেক্টে কাজ করছেন। সেই সময়ের অঙ্ক নিশ্চয়ই প্রজেক্ট সংক্রান্তই হবে। কিন্তু বেশিরভাগ অঙ্কের সঙ্গেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষ যোগ নেই। তাহলে কি আপন মনে কোনো অন্য কিছুর সমাধান খুঁজতেন? প্রতি কবিতার নীচে তারিখ দেওয়া ছিল বিনয়ের অভ‍্যেস। থাকত অজস্র কাটাকাটি।তারপর সেগুলো আবার কপি করতেন অন্য কোন ডায়েরিতে। কোন পত্রিকায় দিচছেন সেটাও লিখে রাখতেন। ডায়েরির পাতা থেকে বিনয়ের একটা বিখ‍্যাত কবিতার খসরা দিলাম। কখনো এগুলো নিয়ে বড় লেখা লিখব।সঙ্গের ছবিটি কোনো প্রিন্ট মিডিয়ায় ব‍্যবহারের আগে আমার লিখিত অনুমতি প্রয়োজন

Post: Poet Prabal Kumar Basu

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বংশধর লিয়েন্ডার পেজ।
15/06/2024

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বংশধর লিয়েন্ডার পেজ।

05/03/2024
আমার কলকাতার কবিবন্ধু দম্পতির বই একুশের বইমেলায়-সৈকত ঘোষ ও প্রত্যূষা সরকার একঘরে যাপন করেন কবিজীবন। দুজনই ওপার বাংলার ম...
29/02/2024

আমার কলকাতার কবিবন্ধু দম্পতির বই একুশের বইমেলায়
-
সৈকত ঘোষ ও প্রত্যূষা সরকার একঘরে যাপন করেন কবিজীবন। দুজনই ওপার বাংলার মানুষ; কিন্তু দুজনের দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে অমর একুশের বইমেলায়। সৈকত ঘোষের কবিতার বই ‘রাংতায় মোড়া উৎসব’ প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ এবং প্রত্যূষা সরকারের কবিতার বই ‘আজকাল সহবত শিখছি’ প্রকাশ করেছে ‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’।

কবি হলেও প্রত্যুষা সরকার একটি গল্পগ্রন্থ ও একটি উপন্যাসও লিখেছেন। তার কবিতার বই ৫টি। ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে জন্ম তার। বর্তমানে স্বামীর সঙ্গে বাস করছেন নৈহাটিতে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর এবং ব্যাচেলর অব এডুকেশন ডিগ্রি নিয়ে ছবি আঁকা, আবৃত্তি জগতে তার বিচরণ। যদিও তিনি বলেন, হঠাৎ করেই তার লেখালেখিতে আসা; কিন্তু তার লেখালেখির অনুপ্রেরণা তার বাবা। লেখালেখি, ছবি আঁকা, ছবি তোলা, ঘুরে বেড়ানো, শখের রান্নাবান্না, প্রিয়জনের সঙ্গে আড্ডা সব মিলিয়ে তিনি সব সময় এক শৈল্পিক জীবনযাপন করেন।

‘আজকাল সহবত শিখছি’ কবিতাগ্রন্থে কবিতা আছে ৫৬টি। গদ্য ঢঙে লেখা কবিতাগুলোর বচনের মতোই প্রত্যূষার বচন হয়ে উঠেছে।
সৈকত ঘোষ পুরোদস্তর কবি। তার প্রথম কবিতার বই প্রকাশিত হয় ২০১২ সালে। তারপর থেকে প্রতি বছরই তার একটি করে কবিতার বই বেরিয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়েও আগাগোড়া কবি। বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। সিনেমার চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। গীতিকার হিসেবেও তিনি পরিচিত। নেশা- বইপড়া, সিনেমা দেখা, ফিল্ম মেকিং। প্রেম- সমুদ্র, কালো কফি আর প্রত্যূষা।

আশ্চর্য ব্যাপার হচ্ছে, ‘রাংতায় মোড়া উৎসব’ কবিতা বইয়েও কবিতা আছে ৫৬টি। হয়তো স্বামী-স্ত্রী মিলে পরিকল্পনা করেই এটা করেছেন। উভয়ের কবিতার বইয়ে সমানসংখ্যক কবিতা। সৈকত ঘোষের কবিতাগুলোও গদ্যরূপে। জীবনযাপনের নানা অনুষঙ্গ, স্বপ্ন, বাস্তবতা, কুহক, আলো, আয়না, শূন্য ইত্যাদি ভাব-উপলব্ধি তিনি তুলে এনেছেন কবিতায়।

কবি নির্মলেন্দু গুণ এর ভাষ্যে ‘ফেসবুকে দেখি চাঁদ’-ফেসবুকে দেখি চাঁদ। কবিতার বই। এই কাব্যগ্রন্থের রচয়িতা কবি রাশেদ মেহেদী...
20/02/2024

কবি নির্মলেন্দু গুণ এর ভাষ্যে ‘ফেসবুকে দেখি চাঁদ’
-
ফেসবুকে দেখি চাঁদ। কবিতার বই। এই কাব্যগ্রন্থের রচয়িতা কবি রাশেদ মেহেদী। এটি কবির প্রথম কাব্যগ্রন্থ। ফেসবুকের বাংলা করেছি আমি মুখপঞ্জি। মোবাইল ফোনের বাংলা করেছিলাম মুঠোফোন। ইন্টারনেটের বাংলা করেছিলাম অন্তর্জাল। মুঠোফোন এবং অন্তর্জাল পরিচিতি লাভ করলেও মুখপঞ্জি নামটা ফেসবুকের বাংলা হিসেবে গৃহীত হয়নি।

ফেসবুক কথাটা বাংলায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে। চেয়ার-টেবিলের মতোই ফেসবুক শব্দটাও বাংলা অভিধানে স্থান করে নেবে বলেই মনে হয়। কবি রাশেদ মেহেদী তার প্রথম কাব্যগ্রন্থের নাম নির্বাচনের মধ্য দিয়ে ফেসবুক শব্দটিকে ব্যবহার করে, আমি মনে করি ভালোই করেছেন।

প্রযুক্তিবান্ধব কবি হিসেবে আমার কিছু সুখ্যাতি আছে। আমি গত দুই দশক ধরে ফেসবুকেই আমার সব লেখাই লিখি। পড়িও। দেখিও; কিন্তু আমি ফেসবুকে খুব বিশেষ করে চাঁদ দেখিনি কখনো। কবি রাশেদ মেহেদীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই ফেসবুকে চাঁদকে বিশেষভাবে দেখার জন্য।

ফেসবুকে দেখা চাঁদ, আর আকাশে দেখা চাঁদ যে এক নয়, রাশেদ মেহেদী আমাদের সেকথা বিশেষভাবে স্মরণ করিয়ে দিয়ে একই সঙ্গে ফেসবুক এবং চাঁদের একটা আলাদা জগৎ নির্মাণ করেছেন। অনিবার্যভাবেই সেই নবজগৎ প্রেমের জগৎকেই উদ্ভাসিত করে। কাব্যের শিল্পবোধকে করে প্রজ্বলিত। কবিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বিশ্বাস করি, কবির এই কাব্যগ্রন্থটি পাঠকপ্রিয়তা লাভ করবে।

নিত্য শুভার্থী
নির্মলেন্দু গুণ
১০ ফেব্রুয়ারি ২০২৪

Address

Ramna

Alerts

Be the first to know and let us send you an email when POEM VEIN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share