
31/01/2025
শুভ জন্মদিন
🍁
কবি ও কথাশিল্পী আবু জাফর খান
Khan M A Zafor
কবি ও কথাশিল্পী আবু জাফর খান পেশায় সরকারি চিকিৎসক। জন্ম: ৩১ জানুয়ারি, পাবনা জেলার সুজানগর উপজেলার সৈয়দপুর প্রামে। বাবা: আলহাজ্ব দারবার আলী খান ছিলেন সাহিত্যানুরাগী। তাঁর যৌবনের দীর্ঘ সময় কাটিয়েছেন কলকাতায়। পেশায় ছিলেন ব্যবসায়ী। মা: আনোয়ারা বেগম (গৃহিণী)। তিন ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট।
তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং ঢাকা থেকে কমিউনিটি মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা হিসাবে বর্তমানে তিনি স্বাস্থ্য বিভাগে ডেপুটি সিভিল সার্জন পদে কর্মরত।
তাঁর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে বেশ কটি উপন্যাস এবং কাব্যগ্রন্থ দেশে এবং দেশের বাইরে ভারত, যুক্তরাজ্য এবং আমেরিকায় বাংলাভাষী পাঠকদের মাঝে বিপুল সারা জাগায়; দেশে এবং দেশের বাইরে বিভিন্ন পত্রিকায় আলোচিত ও প্রশংসিত হয়।
ছাত্রজীবন থেকেই তাঁর লেখালেখির শুরু। এ পর্যন্ত এককভাবে তরাঁ ১৮টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ৮টি উপন্যাস, ৮টি কাব্যগ্রন্থ ও ২টি গল্পগ্রন্থ। যৌথভাবে দুই বাংলার কবিদের সঙ্গে ৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
বর্তমানে তিনি পোয়েম ভেইন-এর সম্পাদক মণ্ডলীর সভাপতি ও ‘বাংলাদেশ কবিতা মঞ্চ’-এর প্রতিষ্ঠিতা সভাপতি।
বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ ইতোমধ্যে তিনি ‘বাংলাদেশ কবিতা সংসদ’ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা পদক, রবীন্দ্র স্মারক সম্মাননা, আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন উপলক্ষে কথা সাহিত্যে (বাংলাদেশ) বাংলা সাহিত্য পদক, কলকাতা থেকে ড. বিআর আম্বেদকর সাহিত্য সম্মাননা, কলকাতা থেকে প্রকাশিত চোখ পত্রিকার পক্ষ থেকে চোখ সাহিত্য পদক, কবি জসীমউদ্দীন পরিষদ কর্তৃক পল্লীকবি জসীমউদ্দীন স্বর্ণ পদক, পশ্চিমবঙ্গ, ভারত থেকে নজরুল সাহিত্য স্মৃতি স্বর্ণ পদক, মাইকেল মধুসূদন অ্যাকাদেমি, কলকাতা থেকে মাইকেল মধুসূদন স্মৃতি সম্মাননা এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে সম্মাননা পদক-১৪২৫ অর্জন করেন।
আত্মপ্রচার বিমুখ এই সাহিত্য প্রতিভা নীরবে নিভৃতে নিরন্তর সাহিত্য চর্চা করে যাচ্ছেন।
প্রতিকৃতি: শিল্পী অলোকেষ ঘোষ
Khan M A Zafor