31/07/2025
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি ১৫০০/-
বিগত বছরগুলিতে যোগান ও পরিচালন ব্যয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির প্রেক্ষিতে, বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারসমূহে দাখিলকৃত ভিসা আবেদনপত্রের প্রক্রিয়াকরণ ফি ১০.০৮.২০২৫ তারিখ হতে সংশোধিত হয়ে সর্বমোট ১,৫০০/- (এক হাজার পাঁচশত) বাংলাদেশি টাকা নির্ধারণ করা হয়েছে। উক্ত প্রক্রিয়াকরণ ফি শুধুমাত্র ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কর্তৃক প্রদত্ত সেবা চার্জ, যা ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনার জন্য প্রযোজ্য।
উল্লেখযোগ্য যে, ২০১৮ সালের পর এই প্রথম ভিসা প্রক্রিয়াকরণ ফি পুনর্বিন্যাস করা হয়েছে, যা সেবা ও পরিকাঠামোর মান বজায় রাখা ও উন্নয়ন নিশ্চিত করার জন্য অত্যাবশ্যকীয়।
**বর্তমান নীতিমালার আওতায়, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে কোনো ভিসা ফি গ্রহণ করে না এবং ভারতীয় ভিসা বাংলাদেশের সকল নাগরিকের জন্য পূর্বের ন্যায় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে**
আপনাদের সদয় সহানুভূতি ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
--আইভেক বাংলাদেশ
এই গ্রুপের Pin 📌 পোস্টে আমার মোবাইল নম্বর দেওয়া আছে। যুক্ত হোন 👉 https://www.facebook.com/share/g/15UhP8Fd6J/
🚫 সতর্কতাঃ ভারতীয় ভিসা করার সিন্ধান্ত নেওয়ার পূর্বে বুঝে শুনে ১০০% নিশ্চিত হয়ে আবেদন করবেন। কোন প্রতারনা বা আর্থিক লেনদেনের দায়-দায়িত্ব চ্যানেল কর্তৃপক্ষ বহন করবে না। ভারতীয় ভিসা প্রত্যাশিদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।