Qawminews24.com

Qawminews24.com largest banagla online Qawmi news portal,,

অনেক সময় মিথ্যার আবর্তনে সত্য বিলীন হয়ে যায়।মিথ্যার ছড়াছড়িতে প্রকৃত সত্যকে খোঁজে পাওয়া যায় না।মিথ্যাটাকেই মানুষ সত্য মনে করে ।যেমনটা ঘটেছিল জঙ্গে জামাল ও জঙ্গে ছিপ্পিনে, সত্যের ভুল বুঝাবুঝির কারণে প্রান হারাতে হয়েছে ৭০হাজারের ও অধিক সাহাবিকে। তাই আল্লাহর অশেষ মেহেরবানিতে একটি পেইজ খোলা হয়েছে প্রকৃত সত্যকে উপলব্দি করার জন্য। আশা করি আপনারা সত্যের পাশেই থাকবেন।
وما اجري الا علي الله----কোরআন----
"এর বিনিময় আমি একমাত্র আল্লাহর কাছেই চাই"।নতুবা আমার এই কষ্টের কনো দাম নেই

কোরআনের হাফেজদের কত মর্যাদা দেখুন, আপনার সন্তান কে ইসলামি শিক্ষায় শিক্ষিত করুন, ইহকাল পরকাল দুনোটাতে শান্তি পাবেন।https:...
06/11/2018

কোরআনের হাফেজদের কত মর্যাদা দেখুন, আপনার সন্তান কে ইসলামি শিক্ষায় শিক্ষিত করুন, ইহকাল পরকাল দুনোটাতে শান্তি পাবেন।

https://bit.ly/2ySuGf1

He said, "I heard the Messenger of Allah (কে) saying," Whoever makes a way to the knowledge of Allah, Allah will make the path of Paradise easy. " And the an...

15/07/2018

মাদ্রাসা ছাত্রদের রক্ত ১০০% পিওর, আর ইংরেজি শিক্ষিত ছেলেদের রক্তে মদ গাজা পেন্সিডিল পাবেন, পরিক্ষা করে দেখতে পারেন, এবং যত জঙ্গি ধরা পড়েছে এবং মারা গেছে সবাই ইংরেজি শিক্ষিত, মাদ্রাসার কোন ছাত্র এইসবে নাই, তারা ইসলামী আদর্শ নিয়ে লিখাপড়া করে।

"‌যে কেউ আল্লাহ তায়ালার শোকর কর‌বে,তার শোকর তার নি‌জের জন্যই কল্যাণকর হ‌বে।" (সূরা লোকমান:১২)নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা হ...
24/04/2018

"‌যে কেউ আল্লাহ তায়ালার শোকর কর‌বে,তার শোকর তার নি‌জের জন্যই কল্যাণকর হ‌বে।" (সূরা লোকমান:১২)

নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা হারাম করেছেন নেশাদার দ্রব্য এবং হারাম করেছেন এর কেনাবেচা/ক্রয়বিক্রয় । (আবু দাউদ ৩৪৪৯)

"উহার (মৌমা‌ছির) উদর হ‌তে বের হয় নানা ব‌র্ণের পানীয় যার ম‌ধ্যে র‌য়েছে মানু‌ষের জন্য অা‌রোগ্য।" (সূরা আন নাহল:৬৯)

এ‌টি (কুরআন) এক‌টি কিতাব যা আ‌মি তোমার(মুহাম্মাদ সাঃ) প্র‌তি অবতীর্ণ ক‌রে‌ছি যা‌তে তু‌মি মানুষ‌কে অন্ধকার থে‌কে আ‌লোর ...
23/04/2018

এ‌টি (কুরআন) এক‌টি কিতাব যা আ‌মি তোমার(মুহাম্মাদ সাঃ) প্র‌তি অবতীর্ণ ক‌রে‌ছি যা‌তে তু‌মি মানুষ‌কে অন্ধকার থে‌কে আ‌লোর দি‌কে নি‌য়ে এ‌সো। (সূরা ইবরাহীম:১)

"সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে তবে আল্লাহ ভীরুরা ব্যাতীত " (যুখরুফ ৬৭)

তোমরা আমার ছেলের হত্যার প্রতিশোধ নিলে সহর ছেরে চলে যাবো,, এটাই তো ইসলামের শিক্ষা,,,,পশ্চিমবঙ্গের আসানসোলে সহিংসতার পর গত...
31/03/2018

তোমরা আমার ছেলের হত্যার প্রতিশোধ নিলে সহর ছেরে চলে যাবো,, এটাই তো ইসলামের শিক্ষা,,,,

পশ্চিমবঙ্গের আসানসোলে সহিংসতার পর গত মঙ্গলবার স্থানীয় একটি মসজিদের ইমাম ইমদাদুল্লাহ রশিদির ছেলে সিবতুল্লাহ রশিদিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, একদল দাঙ্গাবাজ তাকে তুলে নিয়ে যায়। পরের দিন রাতে তার মৃতদেহ পাওয়া যায়। হত্যার পর তার লাশ বিকৃত করে ফেলা হয়। বৃহস্পতিবার নিশ্চিত হওয়া যায় যে, এই মৃতদেহ সিবতুল্লাহ রশিদির।
সন্দেহ করা হচ্ছে, দশম শ্রেণির পরীক্ষার্থী সিবতুল্লাহ রশিদিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
৪৮ বছর বয়সী ইমাম রশিদি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, সে যখন বের হয় তখন বাইরে বিশৃঙ্খলা চলছিলো। একদল দুষ্কৃতিকারী তাকে তুলে নিয়ে যায়। আমার বড় ছেলে পুলিশকে বিষয়টি জানায়, কিন্তু তাকে থানায় দেরি করানো হয়। পরে আমরা জনাতে পারি যে, একটি লাশের সন্ধান পেয়েছে পুলিশ। সকালে তাকে সনাক্ত করা হয়।'
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ঈদগাহ ময়দানে তার জানাজায় কয়েক হাজার লোক জড়ো হয়। এই ঘটনার প্রতিশোধ নিতে নতুন করে সহিংসতায় জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।
তবে জানাজা শুরু আগে ইমাম রশিদি শান্তির ডাক দেন। তিনি বলেন, 'তোমরা যদি আমার সন্তানের হত্যার প্রতিশোধ নাও তাহলে আমি এই মসজিদ এবং এলাকা ছেড়ে চলে যাবো।'
তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'আমি জানাজায় উপস্থিত সবাইকে বলেছি, 'আপনারা যদি আমাকে ভালোবাসেন, তাহলে কেউ একটা আঙ্গুলও তুলবেন না।'
রশিদি বলেন, 'আমি শান্তি চাই। আমার ছেলে চলে গেছে। আমি চাই না আর কোনো পরিবার তাদের ভালোবাসার কাউকে হারাক। আমি চাই না আর কোনো ঘর পুড়ুক।'
আসানসোলের মানুষ এমন নয় এবং এটি একটি ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন ইমদাদুল রশিদি।
তিনি বলেন, 'আমি গত ৩০ বছর ধরে এখানকার ইমাম। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি মানুষকে সঠিক বার্তা দিবো- শান্তির বার্তা।'
আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, সিবতুল্লাহ রশিদির হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় মুসলমান যুবকরা উত্তেজিত ছিল। তাদেরকে শান্ত করতে ইমাম সাহেবের বার্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, 'আমরা ইমাম সাহেবকে নিয়ে গর্বিত। নিজের ছেলে হারানোর যন্ত্রণায় দগ্ধ হওয়া সত্ত্বেও, তিনি শান্তির ডাক দিয়েছেন।'
আসানসোলের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসিম আনসারী বলেন, 'এটি পুরো দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। ইমাম রশিদি এই এলাকায় জনপ্রিয়। তিনি যদি শান্তি ডাক না দিতেন, তাহলে আসানসোলে আগুণ জ্বলতো।'
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইমাম মুহাম্মদ ইমদাদুল্লাহ হাসপাতালে গিয়ে নিজের ছেলের ক্ষত-বিক্ষত লাশ সনাক্ত করেন। নখ উপড়ে নেয়া হয়েছে। ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ। লাশটি আধপোড়া, মনে হচ্ছে কেউ পুড়িয়ে দেয়ার চেষ্টা করেছে।
ক্ষত-বিক্ষত লাশটি যখন মহল্লায় আনা হলো, পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে উঠলো।
মহল্লার বাসিন্দা মুহম্মদ ফারহাদ মালিক বলেন, 'ইমাম সাহেবের ছেলের মৃত্যুর ঘটনাটা শুনে প্রথমে সবারই মাথায় রক্ত চড়ে গিয়েছিল। এটা তো রক্ত গরম করে দেওয়ার মতোই ঘটনা।'
আসানসোলের চাঁদমারি আর কুরেশী মহল্লা মূলত মুসলমান প্রধান এলাকা। শুক্রবার জুম্মার নামাজ শেষে এলাকার মানুষ এখানে সেখানে জটলা করছিলো। ভীড় ছিল মসজিদের সামনেও। পরিস্থাতি খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা দেখে ইমাম সাহেব বুঝতে পারলেন এখনই শান্ত করতে হবে সবাইকে। একটা মাইক হাতে বেরিয়ে পড়লেন তিনি।
বিবিসির কাছে পুত্র হারানোর কথা বলতে গিয়ে গলা ধরে গেল ইমামের। তবে তার মধ্যেও বলছিলেন, 'এই অবস্থাতেও আমি সবার কাছে আবেদন করতে রাস্তায় বেরিয়েছিলাম।'
ইমাম সাহেবের আবেদনে কাজ হলো। লোকজন ঘরে ফিরে গেল।
ইমদাদুল্লাহ রশিদি বলছিলেন, 'ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, একই সঙ্গে নানা জায়গায় কোরান পড়তেও যেত। বুধবার যখন অশান্তি শুরু হয়, তখন নেহাতই কৌতূহলবশে দেখতে গিয়েছিল। আমার বড় ছেলে খবর দেয় যে একদল লোক ওকে টেনে নিয়ে যায়। পরের দিন জানলাম একটা মৃতদেহ পাওয়া গেছে - ওটাই আমার ছেলের দেহ।'
'খুব যন্ত্রণা দিয়ে মেরে তো ফেলেইছে ছেলেটাকে, তারপরে দেহটা জ্বালিয়েও দিয়েছিল। এটা কেন করল ওরা!'
ওই মহুয়াডাঙ্গাল এলাকারই বাসিন্দা প্রমোদ বিশ্বকর্মা বলছিলেন, 'ইমাম সাহেবকে যে কী বলে ধন্যবাদ দেব! ছেলে হারানোর পরেও রাস্তায় মাইক নিয়ে বলে বেরিয়েছেন যে সবাই যেন শান্তি বজায় রাখে। তবে আমাদের এই পাড়াতে আমরা হিন্দু আর মুসলমান সবাই একসঙ্গেই থাকি বহু যুগ ধরে। পাড়ায় একটা মন্দির আছে প্রায় দেড়শা বছরের পুরনো, আবার মসজিদও আছে। বাইরে যা হয় হোক, আমাদের পাড়ায় কেউ ঝামেলা করতে পারে না।'
সোমবার থেকে আসানসোল-রানিগঞ্জ এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ তখন থেকেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। বুধবার পশ্চিম বঙ্গ সরকারের কাছ থেকে এ নিয়ে প্রতিবেদন চেয়েছে কেন্দ্রীয় সরকার।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

পশ্চিমবঙ্গের আসানসোলে সহিংসতার পর গত মঙ্গলবার স্থানীয় একটি মসজিদের ইমাম ই

অবশেষে সরে দাঁড়াচ্ছেন মায়ানমারের বহুল আলোচিত ডিফ্যাক্টো লিডার অং সান সু চি। তিনি যেকোনো মুহুর্তে অবসরে যেতে পারেন বলে গু...
26/03/2018

অবশেষে সরে দাঁড়াচ্ছেন মায়ানমারের বহুল আলোচিত ডিফ্যাক্টো লিডার অং সান সু চি। তিনি যেকোনো মুহুর্তে অবসরে যেতে পারেন বলে গুঞ্জন চলছে।

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএননাইপিদো: দিনে দিনে সময় গড়িয়ে যায়, কত ঘটনার পালা বদল হয়ে যায়। আর মানুষের রক্তে রঞ্জিত এক.....

চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
04/02/2018

চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিনিধিআরটিএনএনঢাকা: চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পু....

বাংলাদেশের পতাকার ডিজাইনে বিমানের পাপস #ব্যাংকক  #এয়ারপোর্ট  #বিমান
23/01/2018

বাংলাদেশের পতাকার ডিজাইনে বিমানের পাপস
#ব্যাংকক #এয়ারপোর্ট #বিমান

বাংলাদেশের পতাকার ডিজাইনে পায়ের পাপস বানিয়ে সমালোচনার মুখে পড়েছে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’। ব্যাংকক এয়ারপো....

17/12/2017

মাদ্রাসা ছাত্ররা জাতীয় সংগীত গায়না জন্য আপনি তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন। গান গাইয়ে আপনি মাদ্রাসা ছাত্রদে�...

23/11/2017

বাহরাইনে শায়েখ জুনায়েদ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের কিশোর হাফেজ সাইফুর রহমান ত্বকি ৫৪টি দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। প্রতিযোগিতায় অংশ নিতে ত্বকি গত শুক্রবার (১৭ নভেম্বর) দুবাই হয়ে বাহরাইন যান। :: BanglaNews24.com mobile

22/11/2017

সংবাদ টি এড়িয়ে না যাওয়ার অনুরোধ এবং সাধ্য অনুযায়ী ‘যাচাই করে’ প্রকাশনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আহবান। সূরা ইয়াসিন এর আটান্ন নাম্বার আয়াতে যোগ হয়েছে কিছু অতিরিক্ত কথা। মার্ক করা আয়াতে দেখুন —‘سلم’ এর পরে ”الم اعهد” অতিরিক্ত যোগ করা হয়েছে, আমরা যারা হাফেজ নন তাঁরা কিভাবে বুঝবে যে অতিরিক্ত ক...

পৃথিবীর সব নারীকে হিজাব পরার আহ্বান জানালেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট।
21/11/2017

পৃথিবীর সব নারীকে হিজাব পরার আহ্বান জানালেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক  পৃথিবীর সব নারীকে হিজাব পরার আহ্বান জানালেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট April 29, 2017 TDN Bangla 0 Comments All women, hijab, President of Austria, womens টিডিএন বাংলা ডেস্ক : একজন নারী কিভাবে নিজেকে সজ্জিত করবে তা কেবল ওই নারীরই ব্যপার। আর এ ব্যপারে হস্তক্ষেপ করা মোটেও উচিৎ নয় বলে মনে করেন...

19/11/2017

অনেকেই তার ডাক নামটা জানে কিন্তু আসল নামটা পুরো পৃথিবীর অনেকের কাছে অজানা। বিশেষ করে আমাদের দেশে হোন্ডা মানেই হল মোটর সাইকেল। যে কোম্পানির মোটর সাইকেল হোক না কেন সবই আমাদের কাছে হোন্ডা। আর এই হোন্ডার আসল নাম হল সইচিরো হোন্ডা। প্রথম যন্ত্রচালিত সাইকেল বাজারজাতকরী উদ্যোগতা। ছোট এক সাইকেল মেকানিক থেকে…

চট্টগ্রামে ৬ বৌদ্ধ ধর্মাবলম্বীর ইসলাম গ্রহণ
19/11/2017

চট্টগ্রামে ৬ বৌদ্ধ ধর্মাবলম্বীর ইসলাম গ্রহণ

চট্টগ্রামের বাশখালীর উপজেলার সামাজিক ও দ্বীনি সংগঠন ‘সরল দাওয়াতুন্নবী সা. সংস্থা’র দুইদিন ব্যাপী ১৭তম ইসলামী মহাসম্মেলনে ৬বৌদ্ধ ধর্মাবলম্বী স্বেচ্ছায় সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করার খবর পাওয়া গেছে। তারা সম্মেলনে এসে নিজ উদ্যোগে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ করলে তাদের কালেমা পাঠ ও ইসলামী নামকরণ এবং...

 #আলহামদুলিল্লাহ্‌!!বাঁশখালীর সরলে ৬ বৌদ্ধ ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহণ।----------------------------সরল দাওয়াতুন্নবী সা...
19/11/2017

#আলহামদুলিল্লাহ্‌!!
বাঁশখালীর সরলে ৬ বৌদ্ধ ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহণ।
----------------------------
সরল দাওয়াতুন্নবী সা. সংস্থার দুইদিন ব্যাপী ১৭তম ইসলামী মহাসম্মেলনে ৬ বৌদ্ধ ধর্মাবলম্বী স্বেচ্ছায় সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করার খবর পাওয়া গেছে।
তারা সম্মেলনে এসে নিজ উদ্যোগে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ করলে তাদেরকে কালেমা পাঠ ও ইসলামী নামকরণ এবং ইসলামের মৌলিক বিষয়ে সম্যক ধারণা দেয়া হয়।

জানা গেছে তারা মহেশখালীর অধিবাসী। বছরখানেক আগে থেকে তারা সরলে বাসা ভাড়া থেকে আসছিল। ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গত রমজানে রোজা পালন ও তারাবী নামাজ আদায় করেছে বলেও জানান তারা।

অত্র এলাকাবাসীর পক্ষ থেকে ছয় নওমুসলিম ভাই-বোনদের মোহাজির হিসেবে নগদ ২৩ হাজার ১’শ টাকা হাদিয়া তুলে দিয়েছে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার ইচ্ছে আছে জানান।

ইসলাম ধর্মগ্রহণকারীরা হলেন- মোহাম্মদ আবদুল্লাহ (স্বামী)- পূর্বনাম মনু বড়ুয়া; আমেনা বেগম (স্ত্রী) পূর্বনাম প্রমিতা বড়ুয়া; রহিমা বেগম পূর্বনাম পূজা বড়ুয়া; করিমা বেগম পূর্বনাম রিজা বড়ুয়া; ছালেহা বেগম পূর্বনাম রিমা বড়ুয়া; রাশেদা বেগম পূর্বনাম রিতাপর্ণা বড়ুয়া।

পোস্টটি শেয়ার করুন!

‘এই দেখ্। ওই যে সামনে বৃদ্ধ রিকশা চালিয়ে যাচ্ছেন তার রিকশার পেছনে ঝুলানো সাইনবোর্ডে কী লিখা আছে, ভালো করে তাকিয়ে...
16/11/2017

‘এই দেখ্। ওই যে সামনে বৃদ্ধ রিকশা চালিয়ে যাচ্ছেন তার রিকশার পেছনে ঝুলানো সাইনবোর্ডে কী লিখা আছে, ভালো করে তাকিয়ে...

13/11/2017

সোনার বাংলা অচিরেই বার্মায় পরিণত হবে রংপুরে মুসলিম হত্যার জাস্টিফিকেশনের কারণে
==
নেকড়ে আর মেষশাবকের গল্পটি আমরা সবাই জানি। মেষশাবককে খেতে যেভাবে নেকড়ের ছুতার দরকার হয়েছিল, ঠিক সেভাবেই মুসলিম হত্যা করতে কাফিরেরা নানারকম ছুতোর অবতারণা করে থাকে। ইরাকে হামলা করতে ‘ব্যাপক বিধ্বংসী অস্ত্র’ ছুতো, সিরিয়ায় ‘আইএস’ ছুতো, আর সম্প্রতি বার্মায় ‘আরসা’ ছুতোয় মুসলিম হত্যাকাণ্ডের বৈধতা দেয়া হয়েছে।

অর্থাৎ যদি কোনো ছুতানাতায় মুসলিম হত্যাকাণ্ডকে বৈধতা দেয়া যায়, তাহলেই সেই দেশকে সিরিয়া-আফগানিস্তানে পরিণত করার পথ উন্মুক্ত হয়। উল্লেখ্য, বর্তমানে এদেশে রংপুরে ৬ জন মুসলিম হত্যা করাটা সঠিক ছিল বলে অনলাইনে ব্যাপক প্রচার চালাচ্ছে নাস্তিক ও হিন্দু সম্প্রদায়। নাস্তিক আরিফুর রহমানের সহযোগী ব্রিটেনের অজন্তা দেব রায় নামক কট্টর হিন্দু বেশ্যাটি বারবার ইনিয়ে বিনিয়ে বলে যাচ্ছে, ”মুসলমানদের উপর গুলি না চালালে কি যে হয়ে যেতো! ভাগ্য ভালো যে মুসলমানদের উপর গুলি করা হয়েছে।”

এদের এই মিথ্যাচারের জবাব দেয়া কঠিন কিছু নয়। কারণ শুরুতেই মুসলমানরা রাস্তায় নামেনি, থানায় গিয়ে মামলা করেছে। যদি সত্যিই হিন্দুদের হামলা করার ইচ্ছা রংপুরের মুসলমানদের থাকত, তাহলে ২৮শে অক্টোবরেই তো তারা হামলা করতে পারত। পুলিশের উপর আস্থা রেখে ১০ দিন ধরে অপেক্ষা করার কী দরকার ছিল রংপুরবাসীর? কখনো শুনেছেন, হামলার আগে হামলাকারীকে পুলিশের কাছে বিচার চাইতে?

বর্তমান আওয়ামী লীগ আমলে হিন্দুরা ধরেই নিয়েছে যে, তারা ইসলাম নিয়ে কটূক্তির লাইফটাইম লাইসেন্স পেয়ে গিয়েছে। হিন্দুদের সেই রামরাজত্বে যদি কোন মুসলমান ধর্মীয় অনুভূতিতে আঘাত পায়, সেক্ষেত্রে আমেরিকার সমীরণ ভট্টাচার্যের মতে তাকে গুলি করে হত্যা করতে হবে। রংপুরে সেই মুসলিম হত্যার জাস্টিফিকেশনই রচিত হয়ে গেল। ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে যে, হিন্দুপাড়া থেকে বহু দূরে মুসল্লীরা রাজপথে প্রতিবাদ করছে, সেখানেই তাদের উপর গুলি চালানো হয়েছে হিন্দুপাড়ায় ‘হামলা’র আশঙ্কায়।

সে হিসেবে অদূর ভবিষ্যতে দেখা যাবে, হিন্দুপাড়া থেকে দশ মাইল দূরে কোন মসজিদে ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদ করা হয়েছে, সেখানেও পুলিশ ঢুকে মুসল্লীদের হত্যা করেছে। টেকনাফে কেউ ইসলাম অবমাননা করেছে, সেটার প্রতিবাদ তেঁতুলিয়া করলেও সেখানেও মুসল্লীদের হত্যা করা হয়েছে। এভাবেই সোনার বাংলা অচিরেই বার্মায় পরিণত হবে। বার্মার মংডু থেকে রংপুরের দুরত্ব খুব বেশি নয়, উভয় জায়গাতেই গ্রামগুলো মুসলিমশূন্য করা হয়েছে। এ অবস্থা থেকে মুসলমানদের উত্তরণের একমাত্র উপায় হলো, না পালিয়ে একত্রিত হয়ে রুখে দাঁড়ানো। এদেশের মুসলমানরা হিন্দুদের নাটকের শিকার হয়ে দিনাজপুরে পালিয়েছে, নাসিরনগরে পালিয়েছে, রংপুরে পালিয়েছে। তারা পালায় কেন, পালিয়ে তো রক্ষা পাওয়া যাবে না। তাদেরকে বুঝতে হবে যে, আওয়ামী দানবের জিয়নকাঠি-মরণকাঠি হলো হিন্দু সম্প্রদায়। জিয়নকাঠির পাখনা ছিঁড়ে যেখানে দানবকে বশীভূত করতে হয়, সেখানে হিন্দুর রক্ত দেখতে বাঙালি মুসলমান ভয় পায়।

সেক্ষেত্রে আওয়ামী লীগ কেন মুসলমানদের উপর আগ্রাসী হবে না? যেদিন বাংলার মুসলমানরা অসাম্প্রদায়িকতার শিকল ছিন্ন করে, সংখ্যাগরিষ্ঠ হিসেবে সংখ্যালঘুদের জীবন-মরণের এখতিয়ার নিজ হাতে নিতে পারবে, সেদিনই আওয়ামী দানবটি এদেশের মুসলমানদের সমীহ করতে শিখবে। অর্থাৎ রংপুরবাসী মুসলমানরা যদি নিরামিষ মানববন্ধনে লিপ্ত না থেকে শুরুতেই ৫০-১০০ হিন্দুর মরামুখ নিশ্চিত করতে পারত, আওয়ামী দানব আজ সংযত হয়ে যেত। সেই সুযোগ হয়তো রংপুরের কাপুরুষ মুসলমানদের ক্ষেত্রে হয়নি। তবে আমি আশাবাদী যে, মুসলমানদের ফাঁসাতে হিন্দুদের এই গৎবাধা নাটক নাসিরনগর, কর্নাই, রংপুরে মঞ্চায়িত হলেও এদেশের কোন না কোন জায়গায় মঞ্চের পর্দা ছিঁড়তে সক্ষম হবে মুসলমানরা। কোন না কোন জায়গায় ঠিকই হিন্দুদের চক্রান্ত বুমেরাং হবেই। সেই দিনটির জন্যই আমরা মুসলমানরা আজও এদেশে আশায় বুকে বেঁধে বেঁচে রয়েছি।

রাসূল (সাঃ) কে কটুক্তিকারী,,  #টিটুদের খুটির জোর কোথায়,,???কি আশ্চর্য এক দেশ। যেখানে ৯০% মুসলমানের দেশ অথচ মুসলীম হত্যা ...
12/11/2017

রাসূল (সাঃ) কে কটুক্তিকারী,, #টিটুদের খুটির জোর কোথায়,,???

কি আশ্চর্য এক দেশ। যেখানে ৯০% মুসলমানের দেশ অথচ মুসলীম হত্যা করলে কোন সারা-শব্দ নেই কিন্তু হিন্দুদের বাড়ি-ঘর বাঙ্গলেই মামলা-হামলা। মুসলমাদের কলিজা ুহাম্মদ_(সাঃ) কে কটুক্তি করলে কিছুই হয় না আবার তার প্রতিবাদ করলে গুলি উপহার।

এখন দেশে মুসলীম বলে কেউ আছে,, এটা সন্দেহের ব্যপার। না হলে হিন্দুদের জন্য মায়া কান্না করছে মিডায়া থেকে শুরু করে সবাই। অথচ ৬ জন মুসলীম গুলি খেয়ে মারা গেল,,তা নিয়ে কারো মাথা ব্যাথা নেই।

হয়ত দেয়ালে কদিন পরে গ্রাফতি হবে,,,,,মুসলমান তরা পালিয়ে যা,,,, সময় এখন তদের পক্ষে না।

মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার ঘটনায় অভিযুক্ত টিটু (৪০) নিজের নাম লি

Address

Ramna

Alerts

Be the first to know and let us send you an email when Qawminews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qawminews24.com:

Share