প্রিয় পাঠক,
“গ্রামের খবর পৌঁছে দেবার স্বপ্ন নিয়ে” শ্লোগান নিয়ে এগিয়ে চলেছে - অনলাইন ভিত্তিক সংবাদ সংস্থা “বাংলাদেশের খবর”। বাংলাদেশের সংবাদ মাধ্যমের ইতিহাসে এই প্রথম -প্রতিটি উপজেলার প্রতিনিধিদের মাধ্যমে তুলে আনা হচ্ছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের খবর, আর খবরের পেছনের খবর। প্রথম ধাপে আমাদের সংবাদ সংগ্রহ উপজেলা প্রতিনিধি পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও, অদূর ভবিষ্যতে আমরা ইউনিয়ন ও গ্রাম পর্যায় হতে
সংবাদ নিয়ে আপনাদের কাছে হাজির হব।
আমাদের সবার কাছে জাতীয় সংবাদ যতখানি গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আমাদের নিজ গ্রামের সংবাদ। আপনার নগরকেন্দ্রিক জীবনের আড়ালে ঢাকা পড়ে যাওয়া আপনার এলাকার তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষা, হাসি-কান্না, সমস্যা-সম্ভাবনার আবেদন আপনার জীবনে কতখানি তা আমরা উপলব্ধি করতে পারি। সেই কারণেই সকাল সন্ধ্যায় তাদের খবর পৌঁছে দেবার প্রত্যয়ে আমাদের সকল আয়োজন।
এখানে খবরের আশায় অনলাইনে বসে আছেন এক ঝাঁক তরুণ উদ্যমী উপ-সম্পাদক। খবর আসা মাত্রই তারা প্রয়োজনীয় সম্পাদনা সম্পন্ন করে খবরটি প্রকাশ করেন। তারপর ফেসবুক, টুইটার, ব্লগ সহ অসংখ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে সবার কাছে।
আপনাদের মঙ্গল কামনায়।
ধন্যবাদান্তে
সুফি ফারুক ইবনে আবুবকর
সম্পাদক ও প্রকাশক
(বিজনেস ইনোভেশন এন্ড ইনকিউবেশন সেন্টার লিমিটেড এর পক্ষে)