পৃথিবীর সব পেশায় পদোন্নতি হলে কাজ বারে।নার্সিং এ পদন্নোতি হলে কাজ কমে।সব কাজ জুনিয়র দের এটা একপ্রকার কামলাতন্ত্র।
16/07/2025
১/২ টা বই পড়েই কি নিয়োগ পরিক্ষায় ভালো করা সম্ভব?
16/07/2025
৩৫১২ জনের স্বাস্থ্য পরিক্ষা নিজ জেলার সিভিল সার্জন অফিসে হবে না। ঢাকায় নির্ধারিত হাসপাতাল গুলোতে রোল অনুসারে হবে। আগামী সপ্তাহে এ সক্রান্ত নুটিশ আসবে।
15/07/2025
নার্স নিয়োগের লিখিত পরিক্ষায় কিভাবে সময়মতো সব বিষয় শেষ করবেন।
11/07/2025
ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি সমমানের করার কাজ কতদূর?
11/07/2025
নিউরন প্রকাশনী কিভাবে নার্সিং কোচিং পরিচালনা করে?
08/07/2025
বিদেশে পড়তে যাওয়া বা কাজ করতে যাওয়া দুটোর রাস্তাই অনেক জটিল যারা জানেন এবং আমার ও অন্যদের ভিডিও বা পোস্ট দেখেন তারা জানেন। শুধু তাই নয় এনক্লেক্স পরিক্ষা দেয়া যতটা জটিল এবং ব্যায়বহুল!! বাংলাদেশ থেকে যারা এতদিনে এনক্লেক্স পাশ করেছেন তাদের কেউ এখোনও যাইতে পারে নাই সবাই প্রসেসিং এর মধ্যে আছে। এই পরিক্ষা দেয়ারই ধৈর্য অনেকের থাকবে না। এছাড়াও সময়ের একটা বড় হিসাব ত আছেই কাজের উদ্দেশ্য যেতে চাইলে ৪-৫ বছর লাগে আর পড়ার জন্য যেতে চাইলে মোটা অংকের টাকার বন্দোবস্ত থাকতে হবে। এসব অতিক্রম করে অনেকই যাচ্ছে এবং যাবে। তবে আপনি নিজে যাবেন কিনা সিদ্ধান্ত আপনার। দেশেও নার্স হিসেবে ভালো কিছু করা যায় পরিশ্রম করলে।
06/07/2025
নার্সিং স্টুডেন্ট থেকে রেজি:নার্স প্রত্যেকের নার্সিং রিলেটেড পেজ আছে কিন্তু ৮৫% পেজ নার্সদের জন্য পজিটিভ কিছু করছে না।প্রফেশনের ভাবমূর্তি বিনষ্ট করছে আরেকটা সমস্যা হল কেউ ভালো কিছু পোস্ট করলে সেটা তার অনুমতি ছাড়াই সবাই ব্যাবহার করে।এখান থেকে আরেকজনের টা ডাউনলোড করে ওখান থেকে আরেকটা স্কিনশন মেরে নিজের পেজে চালায়া দেয়া! এটা দুঃখজনক।
03/07/2025
Good news!!!
সাজ্জাদ ভাই আমাদের সাথে একটা অনলাইন ইন্টারভিউ দিবেন। ইনশাআল্লাহ শনিবার রাত ৮টায় প্রচার করা হবে আমাদের পেজে।আপনাদের বিদেশে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন।আমরা উত্তর নেয়ার চেষ্টা করব।
Be the first to know and let us send you an email when Nurse-Talk with Mahfuz. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.