Nurse-Talk with Mahfuz.

Nurse-Talk with Mahfuz. Registered Nurse- Bangladesh
(1)

06/10/2025

✅ BPSC এর অধীনে সরকারি নার্স হিসেবে নিয়োগ পেতে আপনাকে যেসকল ধাপ অতিক্রম করতে হবে👇

05/10/2025

BPSC নার্স নিয়োগের প্রিলি কোর্সের বিস্তারিত!

04/10/2025

নার্সদের সরকারি চাকরির প্রিলিমিনারি কোর্স আসছে। ইনবক্সে শতশত মেসেজ। সকলের প্রতিক্ষার অবসান ঘটিয়ে সামনে সপ্তাহ থেকে বিপিএসসির প্রিলি কোর্স শুরু হতে যাচ্ছে। অনেকে এটাকে ৮২৬ বা ১০০০ জনের নিয়োগের প্রস্তুতি হিসেবে দেখছেন বিষয়টা তা না। বিপিএসসির কোর্স গুলো নির্দিষ্ট সার্কুলারের জন্য হয় না। বিপিএসসির পরিক্ষার সিলেবাস এবং মানবন্টন অভিন্ন। একটা কোর্স ভালো মত করলেন মানে তৈরি হয়ে গেলেন যে কোনো সময় যে কোনো বিপিএসসির পরিক্ষা দেবার জন্য।অতএব যারা সদ্য লাইসেন্স পরিক্ষায় পাশ করছ তোমাদের জন্য এই কোর্স খুব গুরুত্বপূর্ণ কারন সামনে সার্কুলার দিলে সেখানে আপনাদের বসতে হবে। প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন এখন থেকে। আর যারা অলরেডি আবেদন করে বসে আছেন তারা ত অবশ্যই করবেন। কোর্সটি পিজির কোর্সের মত হবে না। এটা ২মাসের একটা কোর্স হবে ক্লাস পরিক্ষা সবই থাকবে তবে পিজির কোর্সের মত ক্লাস উন্মুক্ত থাকবে না। থাকলেও ২০-৩০%।

কোর্সে জয়েন করতে চাইলে আজই নক করুন অথবা পূর্ণাঙ্গ কোর্স ডিটেইলস আসা পর্যন্ত পেজে চোখ রাখুন। আশা করি কাল পরশু চলে আসবে।আমাদের কোর্স বাজেট ফ্রেন্ডলি থাকে এবং থাকবে ইনশাআল্লাহ।আগের টা ১ মাসের কোর্স ছিলো এটা ২ মাসের তফাত এতটুকুই।

ধন্যবাদ

03/10/2025

ভাইবা প্রস্তুতির জন্য যে ০৫টি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে🎯

03/10/2025

আমাদের দেশের বেশিরভাগ ডাক্তাররা নিজেদের সেই গড লেভেলের মনে করে। অনেকে আবার স্যার/ম্যাডাম না শুনলে রাগ ও করেন। অনেককে ভাই/আপা ডাকলে তো আবার ঝগড়া ও লাগিয়ে দেন! আলাদা সম্মান মানুষ রাখে বলে অন্য পেশাজীবীদের চোখ ছোট করে দেখা ডাক্তারদের বয়কট করা উচিৎ।

সেসব ডাক্তার নিজেদের মহান ভাবে, তাদেরকে নবজাতক শিশুর ক্যানুলা করতে দিলে বেশিরভাগের মহান ভাব পিছন দিক দিয়ে বের হয়ে যাবে।

আমাদের দেশে ডাক্তার–নার্স সমমর্যাদা হওয়া উচিত কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে:

১. টিমওয়ার্ক ছাড়া চিকিৎসা সম্ভব নয়: ডাক্তার একা কখনোই চিকিৎসা সম্পূর্ণ করতে পারেন না। ওষুধ দেওয়া, রোগী পর্যবেক্ষণ, জরুরি সেবা, অপারেশন থিয়েটারের কাজ—সবকিছুতে নার্সদের ভূমিকা অপরিহার্য।

২. নার্স রোগীর সাথে বেশি সময় কাটান: ডাক্তার হয়তো রোগীকে কিছু সময়ের জন্য দেখেন, কিন্তু নার্স ২৪ ঘণ্টা রোগীর পাশে থেকে চিকিৎসার নির্দেশ বাস্তবায়ন করেন। রোগীর মানসিক সাপোর্ট দেওয়ার ক্ষেত্রেও তাঁদের অবদান সবচেয়ে বেশি।

৩. বিদেশে নার্সদের উচ্চ মর্যাদা

৪. সম্মান দিলে পেশাদারিত্ব বাড়ে

৫. রোগীর দৃষ্টিকোণ থেকে দুজনই সমান গুরুত্বপূর্ণ

সবচেয়ে বড়কথা সার্টিফিকেট এর ভ্যালু হিসেব করলে একজন বিএসসি নার্স আর একজন এমবিবিএস ডাক্তার সমমানের।

সব পেশার মর্যাদা সমান। সেটা ডাক্তার হোক, রিক্সা চালক, কুলি থেকে দিনমজুর, মেথর থেকে ইঞ্জিনিয়ার। যে যার দায়িত্ব সেটা পালন করবে। সমাজে সব বৈধ পেশাই মানুষের প্রয়োজন পূরণ করে এবং সমাজের উন্নতিতে অবদান রাখে। তাই মর্যাদা হিসেবে ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কৃষক, শ্রমিক—সবাই আসলে সমান গুরুত্বপূর্ণ।

তবে পার্থক্য আসে কাজের প্রকৃতি ও দায়িত্বের ভারে। ডাক্তাররা সরাসরি মানুষের জীবন বাঁচানোর সাথে যুক্ত থাকেন, তাই সমাজে তাঁদের আলাদা সম্মান থাকে।

আলাদা সম্মান যেটা করে ওটাকে যদি অধিকার মনে করে তাহলে অধঃপতন নিশ্চিত।

© ডা: ইমরান

আমাদের পেজ থেকে পরিচালিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্স নিয়োগে যারা ভাইবার জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের ন...
28/09/2025

আমাদের পেজ থেকে পরিচালিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্স নিয়োগে যারা ভাইবার জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ করা হল।আমাদের রেজিষ্ট্রেশন করা শিক্ষার্থী ছিলো ৫২০ জন তন্মধ্যে নিম্নোক্ত ক্যান্ডিডেটগন ভাইবার জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন।ইনশাআল্লাহ এই সাফল্য আমরা ধরে রাখার চেষ্টা করব।

(একটা বিভ্রান্তি দূর করি ভাইবার জন্য আমাদের কোনো পেইড ব্যাচ বা কোচিং নেই )

27/09/2025

আলহামদুলিল্লাহ BMU তে ৫২০ জনের মধ্যে ১৩৪ জন ভাইবার জন্য সুপারিশ প্রাপ্ত

All the very best Rifat Hossain. ইনশাআল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করছে।একাই সব ক্যারেক্টারে অভিনয় না করে আমাদেরও কাস্ট...
26/09/2025

All the very best Rifat Hossain. ইনশাআল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করছে।
একাই সব ক্যারেক্টারে অভিনয় না করে আমাদেরও কাস্ট করতে পারিস তো! অভিনয়ে আমি সেরা রেহ্! দর্জাল সুপারভাইজারের ক্যারেক্টার আমারে দিবি।

26/09/2025

আলহামদুলিল্লাহ আমাদের ৩৫৭ জনের একটা ব্যাচ থেকে ৫৪ জন পাশ করছে।আগামীকাল সব কয়টা ব্যাচ মিলিয়ে নাম রোল সহ প্রকাশ করব ইনশাআল্লাহ। আমাদের পেইড ব্যাচে কারা ছিলে?

26/09/2025

BMU এর নার্স নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে।

26/09/2025

BMU এর প্রশ্ন অনুযায়ী সময় পর্যাপ্ত দেয়নি।

26/09/2025

BMU এর পরিক্ষা কেমন হল? True/False দিয়ে সময় সংকুলানে ফেলছে। আমাদের পেইড ব্যাচকে আমরা বলেছিলাম True/False আকারে হতে পারে। আমাদের লাইভ ক্লাস কি হেল্পফুল ছিলো?প্রশ্ন পাইছেন আমাদের ক্লাস থেকে?আপনারাই বলেন।

Address

Eskaton
Ramna
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurse-Talk with Mahfuz. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nurse-Talk with Mahfuz.:

Share