71 News Tv

71 News Tv এটি TV নিউজ, বিনোদনের একটি চ্যানেল।
(2)

লালন শিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ।সকলের কাছে দোয়া চাই—একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি কণ্ঠশি...
06/07/2025

লালন শিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ।
সকলের কাছে দোয়া চাই—একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের সুস্থতার জন্য।

বাংলা সংগীতের অন্যতম শ্রেষ্ঠ সাধকস্বরূপ কণ্ঠশিল্পী ফরিদা পারভীন শারীরিকভাবে গুরুতর অসুস্থ। এই দুঃসময়ে আমরা তাঁর ভক্ত, অনুরাগী এবং দেশের সকল সংগীতপ্রেমীদের প্রতি বিনীত আহ্বান জানাই—আপনারা সবাই এই গুণি শিল্পীর জন্য দোয়া করুন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া উপজেলার শাঁওল গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। তাঁর পিতা ছিলেন চিকিৎসক দেলোয়ার হোসেন এবং মাতা রৌফা বেগম।

সঙ্গীতের প্রতি তার নিবেদন শুরু হয় নজরুলগীতির মাধ্যমে। ১৯৬৮ সালে তিনি রাজশাহী বেতারে নজরুলসংগীত শিল্পী হিসেবে নির্বাচিত হন। দেশাত্মবোধক গানে তিনি জনপ্রিয়তা লাভ করেন ১৯৭৩ সালের দিকে।

তবে মূলত তিনি পরিচিত পল্লীগীতি, বিশেষ করে লালনগীতির অমর কণ্ঠস্বর হিসেবে। সাধক মোকসেদ আলী শাহর নিকট থেকে লালনসংগীতে তালিম নিয়ে তিনি এই ধারাকে পৌঁছে দিয়েছেন এক অনন্য উচ্চতায়।

১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সরকারের একুশে পদক লাভ করেন সংগীতে বিশেষ অবদানের জন্য। ১৯৯৩ সালে শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০০৮ সালে জাপান সরকার তাকে সম্মানিত করে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার অ্যাওয়ার্ড’ প্রদান করে। এছাড়াও তিনি পেয়েছেন সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস, অনন্যা শীর্ষ দশ পুরস্কারসহ বহু সম্মাননা।

সন্তানদের মধ্যে লালনচেতনার বীজ বপনের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘অচিন পাখি স্কুল’, যেখানে শিশুদের শেখানো হয় লালনগীতি।

এই মহীয়সী শিল্পীর সুস্থতা কামনায় আমরা সকলে আল্লাহ্‌র দরবারে প্রার্থনা করি—

🤲 “হে আল্লাহ, আমাদের প্রিয় শিল্পী ফরিদা পারভীনকে দ্রুত সুস্থ করে দিন এবং তাঁকে দীর্ঘ, সম্মানিত ও স্বাভাবিক জীবন দান করুন।” 🤲
আমিন।

বগুড়ায় ভু'*য়া পুলিশ আটক!! শুক্রবার (৪ জুন) বগুড়া শহরতলীর চারমাথা এলাকা থেকে কুদ্দুস নামে  ভু'*য়া পুলিশকে স্থানীয় জনত...
04/07/2025

বগুড়ায় ভু'*য়া পুলিশ আটক!!

শুক্রবার (৪ জুন) বগুড়া শহরতলীর চারমাথা এলাকা থেকে কুদ্দুস নামে ভু'*য়া পুলিশকে স্থানীয় জনতা আটক করেছে।

03/07/2025

আদরের রাম/ছাগল ঢা'কা'র হাতির'ঝিলে'র রা'স্তা'*য় গা*ড়ি চা'*পা খে'য়ে মা'*রা গে'ল!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যাত্রী আশ্রয়কেন্দ্রের কোণে একটি রিকশা দাঁড়িয়ে ছিল। অনেকেই ভেবেছিলেন চালক হয়তো বিশ্রাম নিচ্...
02/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যাত্রী আশ্রয়কেন্দ্রের কোণে একটি রিকশা দাঁড়িয়ে ছিল। অনেকেই ভেবেছিলেন চালক হয়তো বিশ্রাম নিচ্ছেন। সারাদিনের ক্লান্তি কম ছিল না!

এক পথচারী দুপুরে তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়েছিল। কয়েক ঘন্টা পর, যখন সে আবার একই পথ ধরে হাঁটছিল, তখনও সে একই অবস্থানে বসে ছিল। কিন্তু এবার তার হৃদয় কেঁপে উঠল। তার শরীরে হাত রাখার সাথে সাথেই সে বুঝতে পারল যে সে ঘুমাচ্ছে না।

সে রিকশায়ই মারা গেল। নীরবে, একা। হয়তো সে স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কোন শব্দ ছিল না, কোন কান্না ছিল না, শুধু একটি নীরব বিদায়।

পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এসে লাশের দায়িত্ব নেয়। তার পরিচয় এখনও জানা যায়নি।

মানুষের জীবন কতটা ক্ষণস্থায়ী, কতটা অনিশ্চিত! হয়তো সে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে চেয়েছিল। কিন্তু ভাগ্য তাকে চিরস্থায়ী বিশ্রামের দেশে পাঠিয়েছে।

আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। আমিন।

দয়া করে এই পোস্টটি শেয়ার করুন, হয়তো খবরটি তার আত্মীয়স্বজনদের কাছে পৌঁছাবে...

゚ ゚

30/06/2025

বৃক্ষরাজী সমৃদ্ধ হাতিরঝিল, ঢাকা শহরে মনোরম একটি পরিবেশ!
.
.

নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার।
30/06/2025

নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার।

যে দিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সে দিনেই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পরে...
29/06/2025

যে দিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সে দিনেই আমার ছেলেটির জন্ম হয়।

জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পরে যাই। সারাক্ষন তার পেছনে লেগে থাকতে হত। একদিন দেখি গাছটি পানির অভাবে মরে যাচ্ছে আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনি ছেলেটির কান্নার আওয়াজ কানে চলে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে বাছার মুখে দুধের বোতল তুলে দেই। আসলে গাছটির উপর বড় অবিচার করে ছিলাম সে দিন। সে ও সব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোরা নারকেল দুইশত টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই। কিন্তু আদরের দুলালের কাছে বিশটি পয়সা চাওয়ার সুযোগও পাই না। যখন কথা গুলো মনে পরে চোঁখের পানি এমনিতেই বেরিয়ে আসে। তখন গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নেই। গাছটিকে জরিয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলি.... নে আজ তোকে বড় মুল্যবান জল দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে।

28/06/2025

হিরো আলম সুস্থ হয়েছেন। ভক্ত কুলের সবাই খুশিl


কিশোরগঞ্জের সেই গোরখোদক মনু মিয়া মারা গেছেনবিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বাসিন্দা গোরখোদ...
28/06/2025

কিশোরগঞ্জের সেই গোরখোদক
মনু মিয়া মারা গেছেন

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বাসিন্দা গোরখোদক মনু মিয়া মারা গেছেন।
আজ শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মনু মিয়া তার জীবদ্দশায় প্রায় সাড়ে তিন হাজারের মতো কবর খনন করেছেন। কবর খুঁড়তে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তিনি ঘোড়া ব্যবহার করতেন। কিছুদিন আগে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। এই সুযোগে রহস্যজনক কারণে দুর্বৃত্তরা মনু মিয়ার ঘোড়াটিকে হত্যা করে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে চারদিকে সমালোচনার ঝড় উঠে। তবে শারীরিক দিক বিবেচনায় তখন মনু মিয়াকে তার ঘোড়ার মৃত্যুর কথা জানানো হয়নি।

এরপর কিছুটা সুস্থ হলে তাকে ঘোড়াটির মৃত্যুর খবর জানানো হয়। ঢাকায় চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে নিজ বাড়িতে যান মনু মিয়া। আজ শনিবার সকালে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Shout out to my newest followers! Excited to have you onboard! Saidul Islam, Akbar Akbar, Md Hakim, Md Shohel Mollah
28/06/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Saidul Islam, Akbar Akbar, Md Hakim, Md Shohel Mollah

27/06/2025

বন্ধুর বাড়িতে ঘু'মের ব'ড়ি খেয়ে হাস'পাতা'লে হিরো আলম!!


Address

Konika Studio, 21/A Topkhana Road, Mahbub Plaza
Ramna
1000

Alerts

Be the first to know and let us send you an email when 71 News Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 71 News Tv:

Share