71 News Tv

71 News Tv এটি TV নিউজ, বিনোদনের একটি চ্যানেল।
(2)

আজ নায়ক রাজ রাজ্জাক স্যারের মৃত্যু দিবস!! এফডিসিতে-জাতীয় চলচ্চিত্র দিবসে''-গরমে ‍ Rally  তে ছোটাছুটি করে আমি প্রচন্ড ঘ...
21/08/2025

আজ নায়ক রাজ রাজ্জাক স্যারের মৃত্যু দিবস!! এফডিসিতে-জাতীয় চলচ্চিত্র দিবসে''-গরমে ‍ Rally তে ছোটাছুটি করে আমি প্রচন্ড ঘেমে গেছিলাম। সেদিনের অনুষ্ঠানে অনেকে আসে নাই।
এটা নিয়ে উনার মন খারাপ, ছবিতে লক্ষ্য করছেন। মহান আল্লাহ পাক উনাকে বেহেস্ত নসিব করুন, আমিন !
--Admin

আমার পাশে-- দুইজন গুণী শিল্পীর মধ্যে," ভালোবাসা ভালো নয়"-- গানের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া- তাবিজ ফারুক, ভাই গত ২ আগস্ট...
20/08/2025

আমার পাশে-- দুইজন গুণী শিল্পীর মধ্যে," ভালোবাসা ভালো নয়"-- গানের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া- তাবিজ ফারুক, ভাই গত ২ আগস্ট থেকে নি'খোঁ' জ!! গতকাল রাতে উনার স্ত্রী লাইভে কা'ন্না'কা''টি করলেন!! উনার মেয়ে বাবার শো''কে বি'ছা'না'য়!! ভিডিওটি পারলে সবাই শেয়ার করে দিন।
Admin Post

চট্টগ্রামের লোহাগাড়ার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া মোহাম্মদ নুরুল ইসলাম পারিবারিক আর্থিক সংকটে ১৯৬৮ সালে মাত্র ৬৭ টাকা প...
18/08/2025

চট্টগ্রামের লোহাগাড়ার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া মোহাম্মদ নুরুল ইসলাম পারিবারিক আর্থিক সংকটে ১৯৬৮ সালে মাত্র ৬৭ টাকা পকেটে নিয়ে ঢাকায় আসেন। শুরু হয় তাঁর সংগ্রামী জীবন। রাজধানীর খিলগাঁওয়ের একটি মেসে মাসিক ১৫ টাকা ভাড়ায় থাকতেন। ইসলামপুরে দোকানে দোকানে পণ্য বিক্রি করে মাসে কমিশনে আয় করতেন ৫ থেকে ১০ হাজার টাকা।

২. বিক্রয়কর্মী হিসেবে প্রথম কাজ
ঢাকায় এসে তিনি তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট তৈয়ব আশরাফ টেক্সটাইল মিলস–এর বিক্রয়কর্মী হিসেবে কাজ শুরু করেন। এই প্রতিষ্ঠানের অধীনে ছিল মরিয়ম টেক্সটাইল, আরটেক্স ফ্যাব্রিকস, নাজনীন ফ্যাব্রিকস—যেখানে ক্যারোলিন গেঞ্জি, মশারি, ওড়না ও পলিয়েস্টার কাপড় বিক্রি করতেন তিনি। পাশাপাশি নিজের পছন্দে পণ্য তৈরি করে বিক্রি করে মূলধন জমাতে থাকেন।

৩. মুক্তিযুদ্ধ ও নতুন শুরু
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ফিরে যান গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। সেখানেই তিনি বিয়ে করেন। যুদ্ধ শেষে ঢাকায় ফিরে এসে নতুন করে শুরু করেন জীবন। এ সময় আগের প্রতিষ্ঠানের আর্থিক দুরবস্থার কারণে কিছু কারখানা ভাড়ায় নিয়ে উৎপাদন শুরু করেন।

৪. উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ (১৯৭৬)
১৯৭৬ সালে পাওনা আদায়ে ব্যাংকগুলো মরিয়ম, আরটেক্স ও নাজনীন ফ্যাব্রিকস নিলামে তুললে তিনি সেগুলোর যন্ত্রপাতি কিনে নেন। প্রথমে আরটেক্স ফ্যাব্রিকসের ৪টি মেশিন কিনে বিনিয়োগ করেন ৮ লাখ টাকা। তখন কর্মী ছিলেন ২২ জন। সেখান থেকেই শুরু হয় তাঁর উদ্যোক্তা জীবন। ওই বছরেই জন্ম নেন তাঁর বড় ছেলে নোমান।

৫. নোমান গ্রুপের আত্মপ্রকাশ (১৯৮৭)
১৯৮৭ সালে বড় ছেলে এ এস এম রফিকুল ইসলাম নোমান–এর নামে প্রতিষ্ঠিত হয় নোমান গ্রুপ। মরিয়ম, আরটেক্স, নাজনীন ফ্যাব্রিকস–সহ বিভিন্ন প্রতিষ্ঠান একত্রিত করে গড়ে ওঠে বৃহৎ এই শিল্পগোষ্ঠী। বর্তমানে গ্রুপের অধীনে ৩২টি কারখানা রয়েছে, যার মধ্যে কিছু পরিবারের সদস্যদের নামেও প্রতিষ্ঠিত।

৬. ব্যাংকবিমুখ শুরু, আত্মনির্ভর নীতি
১৯৯০ সাল পর্যন্ত কোনো ব্যাংকঋণ না নিয়ে ব্যবসা পরিচালনা করেন নুরুল ইসলাম। নিজেই কাঁচামাল, রঙ, নকশা, বিক্রি—সব কিছু সামাল দিতেন। এখনো প্রতিদিন ১৮–২০ ঘণ্টা পরিশ্রমে তিনি কোম্পানির পরামর্শক হিসেবে যুক্ত আছেন।

৭. রপ্তানি যাত্রা ও জাবের অ্যান্ড জোবায়ের (২০০০)
২০০০ সালে শুরু হয় নোমান গ্রুপের রপ্তানি। জাবের ও জোবায়ের নামের দ্বিতীয় ও তৃতীয় ছেলের নামে প্রতিষ্ঠিত হয় জাবের অ্যান্ড জোবায়ের ফ্যাব্রিকস, যা হয় রপ্তানির মূল চালিকাশক্তি। প্রথম রপ্তানি হয় ৬৫ লাখ ডলারের বেডশিট। ২০১৮ সালে রপ্তানি দাঁড়ায় সাড়ে ১৬ কোটি ডলারে (প্রায় ১,৪০০ কোটি টাকা)।

৮. শীর্ষ রপ্তানিকারক হিসেবে স্বীকৃতি
এ পর্যন্ত নোমান গ্রুপ ৪৬টি জাতীয় রপ্তানি পদক পেয়েছে, যার মধ্যে ১১টি ছিল শীর্ষ রপ্তানিকারকের স্বীকৃতি। ২০১৬–১৭ অর্থবছরে শুধু জাবের অ্যান্ড জোবায়ের–ই পেয়েছে দুটি স্বর্ণপদক। গ্রুপের প্রত্যাশা, আগামী দুই বছরের মধ্যে তারা ৫০টি পদকের মাইলফলক স্পর্শ করবে।

৯. সংকটকাল: গ্যাস সংযোগ না পাওয়ার ধাক্কা
২০০৯ সালে গাজীপুরে সাতটি নতুন কারখানা গড়ে তোলে গ্রুপটি। কিন্তু গ্যাস–সংযোগ না পাওয়ায় ৭ বছর উৎপাদন বন্ধ থাকে। তাতে শুধু সুদেই গুনতে হয় ২ হাজার কোটি টাকা। কেউ কেউ বিক্রি করার পরামর্শ দিলেও তাঁরা তা করেননি। অবশেষে ২০১৫ সালে গ্যাস–সংযোগ পেয়ে কারখানাগুলো চালু হয়।

১০. তুলা সংকটে বড় ধাক্কা (২০১১)
২০১১ সালে বিশ্ববাজারে তুলার দামে অস্থিরতা দেখা দিলে গ্রুপটি ৮০০ কোটি টাকার লোকসানে পড়ে। তবুও ব্যাংকের চেয়ে নিজেদের অর্থে বিনিয়োগ নীতির কারণে তারা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়।

১১. ব্যবসার দর্শন: যা বুঝি না, তা করি না
নুরুল ইসলাম দৃঢ়ভাবে বলেন, "যে ব্যবসা বুঝি না, তা করি না। সন্তানদেরও বলেছি, না বুঝে ব্যবসা কোরো না।" তিনি আরও বলেন, "পণ্যের গুণগত মান, চাহিদা অনুযায়ী উৎপাদন এবং অপচয় হ্রাসে আমাদের গুরুত্ব বরাবরই বেশি।"

১২. ভবিষ্যৎ পরিকল্পনা ও পারিবারিক অংশগ্রহণ
বর্তমানে বড় ছেলে রফিকুল ইসলাম চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। অন্য তিন ছেলে ও একমাত্র মেয়ে (উপব্যবস্থাপনা পরিচালক নুর–ই–ইয়াসমিন ফাতেমা) সহ সকলে কোনো না কোনোভাবে গ্রুপে যুক্ত। ভবিষ্যতে সিনথেটিক ও পলিয়েস্টার ফ্যাব্রিকস–এ বড় বিনিয়োগ পরিকল্পনা রয়েছে। লক্ষ্য: নতুন পণ্য ও বাজার এবং শীর্ষ রপ্তানিকারকের ধারাবাহিকতা বজায় রাখা।

এই হলো বিক্রয়কর্মী থেকে শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার হয়ে ওঠার এক সাহসী ও প্রেরণামূলক যাত্রার গল্প—নুরুল ইসলাম ও তাঁর নোমান গ্রুপ।

15/08/2025

১৫ আগস্ট জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে-- ইসলামী সমাজ-- দলের লিফলেট বিতরণ কালে কিছু মুসুল্লি বিভিন্ন প্রশ্ন করে!!

  আজ আমার জন্মদিন! আমি সকলের নিকট কৃতজ্ঞ ও দোয়াপ্রার্থী। সকলের ভালোবাসা নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাই।
15/08/2025


আজ আমার জন্মদিন! আমি সকলের নিকট কৃতজ্ঞ ও দোয়াপ্রার্থী। সকলের ভালোবাসা নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাই।

২০১৭ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন Boss এর কোন একটা অনুষ্ঠানের--এই ছবিটি Dhaka জাতীয় প্রেসক্লাবে--কোন বিল্ডিং এর বারান...
13/08/2025

২০১৭ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন Boss এর কোন একটা অনুষ্ঠানের--এই ছবিটি Dhaka জাতীয় প্রেসক্লাবে--কোন বিল্ডিং এর বারান্দায় দাঁড়িয়ে ক্যামেরায় দূর থেকে তুলেছিলাম!! এখন প্রেস ক্লাব এমন নেই, --মেট্রোলের কারণে সবকিছু পরিবর্তন হয়ে গেছে !!

12/08/2025

এই বিড়াল বাচ্চাটা অটোর সাথে ধা''ক্কা খেয়ে একটু আগে মা/রা গেল।

09/08/2025
09/08/2025
নি/হ''ত সাংবাদিক, তুহিন- যে পত্রিকায় কাজ করতো-- সেটার অফিস, ঢাকা "জাতীয় প্রেসক্লাবের'-খুব কাছাকাছি!! আমি উক্ত অফিসে যা...
09/08/2025

নি/হ''ত সাংবাদিক, তুহিন- যে পত্রিকায় কাজ করতো-- সেটার অফিস, ঢাকা "জাতীয় প্রেসক্লাবের'-খুব কাছাকাছি!! আমি উক্ত অফিসে যাতায়াত করি ।

Address

Konika Studio, 21/A Topkhana Road, Mahbub Plaza
Ramna
1000

Alerts

Be the first to know and let us send you an email when 71 News Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 71 News Tv:

Share