Tablig News24

Tablig News24 দাওয়াত ও তাবলীগ বিষয়ে উম্মাতে মুসল?

20/09/2025

দাওয়াত ও তবলীগের কর্ণধার ও বড় হযরতজী, হযরত মাওলানা ইলিয়াস সাহেব (রহঃ) তবলীগের মেহনত শুরু করা এবং এই মেহনতের পথ চলাটা পুরোপুরি উলামায়ে দেওবন্দের হাতে ধরেই করেছেন।

দেওবন্দের মুকিম হযরত পীর আব্দুল মালেক সিদ্দিকী সাহেব (রহঃ) হযরতজী মাওলানা ইলিয়াস (রহঃ) এর কাধে প্রথম বেডিং উঠিয়ে দেন।

- মাওলানা পীর যুলফিকার আহমেদ নকশবন্দী (দাঃবাঃ) এর জবানে।

তবলীগের একদম সূচনালগ্নে দাওয়াত তবলীগের মেহনত বৃদ্ধি পাচ্ছিল এবং ব‍্যাপক থেকে ব‍্যাপকতর হচ্ছিলো ততই নিজের ব‍্যাপারে এবং কাজের বিষয়ে হযরতজী মাওলানা ইলিয়াস রহ.-এর উদ্বেগ-উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছিল। তিনি বারবার উলামায়ে কেরামের কাছে নিবেদন করতেন, যাতে কাজের ব্যাপারে তাঁকে সুষ্ঠু পরামর্শ দিয়ে উপকৃত করা হয় এবং ভুল-ত্রুটি নজরে এলে সংশোধন করে দেওয়া হয়।

হযরতজী মাওলানা ইলিয়াস রহ. এক পত্রে শাইখুল হাদীস হযরত মাওলানা যাকারিয়া রহ. এব মাযাহেরুল উলুম সাহারানপুরের নাযেম হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব (রহঃ) কে সম্বোধন করে লেখেন-

'প্রিয় ও শ্রদ্ধেয় হযরত শাইখুল হাদীস এবং হযরত মুহতারাম জনাব নাযেম সাহেব (রহঃ) আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি

ওয়াবারাকাতুহু।

আশা করি কুশলেই আছেন। রমযানের আগের সময়গুলোতে অন্তরে একি বিষয়ে খুবই গুরুত্ব অনুভব করছিলাম। কিন্তু নিজের মানবীয় ও ঈমান দুর্বলতার কারণে তা একেবারেই ভুলে গিয়েছিলাম। সেটা এই যে, আল্লাহ অশেষ অনুগ্রহে বর্তমানে কাজের উত্তরোত্তর উন্নতি ও জনপ্রিয়তার এ ব্যাপকতা দেখে নিজের ব্যাপারে আমি খুবই শঙ্কাগ্রস্ত। কে জানে কখন এ দুষ্ট নফস অহংকার ও আত্মতুষ্টির শিকার হয়ে পড়ে।

সুতরাং আমি আপনাদের মতো হক্কানী আলেমের কঠোর শাসন ও নেগরানি ভীষণ মুখাপেক্ষী। আপনারাও আমাকে আপনাদের সার্বক্ষণিক নেগরানি মুহতাজ মনে করবেন। কাজের কল্যাণকর বিষয়ে দৃঢ় থাকার এ অকল্যাণকর বিষয় পরিহার করার জন্য আমাকে কঠোরভাবে তাকিদ করবেন। (২২ রমযান ১৩৬২ হি. মোতাবেক ২৩ সেপ্টেম্বর ১৯৪৩৯ -মাওলানা ইলিয়াস রহ. আওর উনকী দ্বীনী দাওয়াত ২১৭

এখানে লক্ষণীয় বিষয় হল, হযরত শাইখুল হাদীস যাকারিয়া সাহেব (রহঃ) এবং মাওলানা আব্দুল লতিফ সাহেব (রহঃ) সরাসরি আমলীভাবে এই কাজে শরিক ছিলেন না। সত্ত্বেও হযরতজী মাওলানা ইলিয়াস রহ. তাদের কাছে আবেদন করেছেন, যাতে কাজের মধ্যে অকল্যাণকর কোনো কিছু দেখলে সংশোধন করে দেন।

অথচ হযরতজী মাওলানা ইলিয়াস রহ. নিজেও ছিলেন কুরআন সুন্নাহর একজন বিজ্ঞ আলেম।

18/09/2025

মাইকে নামাজ পড়ানোর ব‍্যাপারে মাইক দিয়েই বললেন সুন্নতের খেলাফ হয়, তারপর আবার মৌলবীদের (আলেম-উলামাদের) কটাক্ষ করে বললেন যে ইনাদের সুন্নতের প্রতি অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে।

সাদ সাহেব দাওয়াত ও তবলীগের নামে, দাওয়াত ও তবলীগের মেম্বার ব‍্যবহার করে এমন বিকৃতি মাসয়ালা বয়ান করছেন।

অথচ আকাবিরীনে তবলীগ সহীহ মাসয়ালা বয়ান করতে তবলীগ মেম্বার থেকে সম্পূর্ণ নিষেধ করেছেন, এবং নিজে তারা সংযত রয়েছেন এগুলো থেকে।

অথচ তবলীগ নাম বিক্রি করে সাদ সাহেব তবলীগ বিরোধী কার্যক্রম তো করছেনই, আবার শরীয়তের ভুল মাসয়ালা গলত মাসয়ালা বয়ান করছেন।

এটো দ্বীনের ইলাহির সাথে খেলা করা ছাড়া আর কিছুই নয়।

ভিডিওর শেষে হযরত মুফতী তারিক মাসুদ সাহেব (দাঃবাঃ) এর ভিডিও দেওয়া আছে মাইকে নামাজ পড়ানোর ব‍্যাপারে।

বিঃদ্রঃ- সাদ সাহেব এই বয়ানের মাঝখানে নরম সুরে বলেছেন মাইক ছাড়া নামাজ সুন্নতের বেশি নিকটবর্তী তবে শেষে ঠিকই তার মনগড়া বাড়াবাড়ি মানসিকতার প্রকাশ করে মাইকে নামাজকে সুন্নতের খেলাফ বলেছেন।

17/09/2025

বাংলাদেশে সাদ সাহেব ও নিজামুদ্দীন মারকাযের অন্ধ অনুসারী অর্থাৎ সাদপন্থি সাদিয়ানী ফেরকার এক লোক সাদ সাহেব ও নিজামুদ্দীন মারকাযের ভালোবাসায় কবিতা পড়ছে আর সাদ সাহেবকে শ্রদ্ধা ও সালামের সাথে দিল ও দেমাগে স্মরণ করছে।

এবং যারা নিজামুদ্দীন যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছে তারা যেন তার সালাম তার প্রিয় (অটো) হযরতজীকে পোছায় দিতে। (নাউযুবিল্লাহ)

এই গোমরাহ ও বাতেল ফেরকায় ব‍্যক্তিই মূখ‍্য হলে এমন অবস্থা হয়।

তার কবিতায় যেই ভক্তি ও ভালোবাসা প্রকাশ পাচ্ছে এমন ভক্তি ও ভালোবাসা একজন মুসলমান প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি হয় যেমন ভালোবাসা ও ভক্তি প্রকাশ পায় কবিতা পড়লে তেমনই ভালোবাসা ও ভক্তি প্রকাশ পাচ্ছে এই সাদপন্থি সাদিয়ানি লোক তার (অটো) হযরতজীর জন‍্য কবিতায়।

আমরা এমন বাড়াবাড়ি আটরশি ও মাইজভান্ডারির মতো গোমরাহ ফেরকায় লক্ষ‍্য করেছি।

(গোমরাহ) ব‍্যক্তি সাদ সাহেবকে সাদপন্থি সাদিয়ানীরা কোন পর্যায়ে নিয়ে গেছে যে বাংলাদেশে বসে এক ভক্ত সাদ সাহেবের প্রতি তাহার সালাম নিজামুদ্দীন যানওয়ালাদের পৌছে দিতে বলছে।

একটি গোমরাহ ও বাতেল ফেরকার সব নিদর্শন সাদপন্থি সাদিয়ানী ফেরকায় ও তাহার নেতা সাদ সাহেবেয মধ্যে যাচ্ছে।

আল্লাহ তায়ালা উম্মতে মুসলিমাকে প্রত‍্যেক বাতেল ও গোমরাহ মতবাদ ও ফেরকা থেকে হেফাজত করুন

বিঃদ্রঃ - সাদপন্থিদের এই কবিতাটা বহু আগেও আমরা প্রচার করেছিলাম। তবে তখন কোন ব‍্যাকগ্রাউনড ও থামলাইন ছিল না।

গত ১৯ আগষ্ট শূরায়ি নেজামের মারকায মসজিদে আবারো উম্মতের শীর্ষ উলামায়ে কেরামের আগমন ও বয়ান করা।১৯ আগষ্ট ২০২৫ ভারতের তামিলন...
15/09/2025

গত ১৯ আগষ্ট শূরায়ি নেজামের মারকায মসজিদে আবারো উম্মতের শীর্ষ উলামায়ে কেরামের আগমন ও বয়ান করা।

১৯ আগষ্ট ২০২৫ ভারতের তামিলনাড়ু তবলীগি মারকায, আনসার মারকায মসজিদে গতকাল ভারতের শীর্ষ আকাবির উলামা হযরতগন তাশরীফ আনেন এবং বয়ান করেন।

মারকাযে বাদ মাগরীব বয়ান করেন, মাযাহের উলুম সাহারানপুর মাদ্রাসার নায়েবে মোহতামিম হযরত মুফতী সালেহ আহমাদ হোসানী সাহেব (দাঃবাঃ) যিনি দারুল উলুম দেওবন্দের রুকনে শূরাও।

আর মাগরিবের নামাজের ঈমামি ও বাদ বয়ান দোয়া করেন দাওয়াত তবলীগের আকাবির শূরা হযরত মাওলানা যুহাইরুল হাসান কান্ধালভী সাহেব (দাঃবাঃ) যিনি মাযাহের উলুম সাহারানপুর মাদ্রাসার রুকনে শূরা ও তবলীগের তৃতীয় ও শেষ আমীর হযরতজী মাওলানা এনয়ামুল হাসান (রহঃ) এর নাতি ও হযরত মাওলানা জুবাইরুল হাসান (রহঃ) এর ছেলে।

ছবির বাম দিকে সবুজ চিহ্ন দ্বারা মার্ক করা শাকসিয়াত হলেন হযরত মাওলানা মুফতী মাহমুদ হাসান গাঙ্গোহী (রহঃ) এর খলিফা ও ভারতের তামিলনাড়ুর জমিয়ত উলামা হিন্দ এর সভাপতি হযরত মুফতী সাবিল আহমদ কাসেমী সাহেব (দাঃবাঃ)

ছবির বাম দিকে লাল চিহ্ন দ্বারা মার্ক করা ব‍্যক্তিই হলেন উপরে আলোচিত হযরত মুফতী সালেহ আহমদ হোসাইনি সাহেব (দাঃবাঃ) উপরে উনার পরিচয় উল্লেখ আছে।

আর ছবির ডান দিকে লাল চিহ্ন দ্বারা মার্ক করা ব‍্যক্তি উচ্ছেন উপরে আলোচিত তবলীগের আকাবির শূরা হযরত মাওলানা যুহাইরুল হাসান সাহেব (দাঃবাঃ) উপরে উনার পরিচয় উল্লেখ আছে।

আরো অনেক আকাবির উলামায়ে উম্মত উপস্থিত ছিলেন, আল্লাহ তায়ালা উলামায়ে উম্মতকে নিজ কুদরতের দ্বারা হেফাজত করুন সব ধরনের খারাবি থেকে মাহফুয রাখুন, আমিন।

বিঃদ্রঃ- হযরতদের বয়ান ও দোয়া উভয়টাই আছে আলহামদুলিল্লাহ্ আমাদের কাছে কেউ শুনতে চাইলে ইনশাআল্লাহ দেওয়া যাবে।

14/09/2025

জামিয়া দারুল উলুম করাচি পাকিস্তান এর ফতোয়া সাদ সাহেবের একটি গোমরাহী আকিদার উপর।

সাদপন্থি সাদিয়ানী ফেরকার প্রতিষ্ঠাতা মাওলানা সাদ সাহেবের একটি গোমরাহীমূলক আকিদা হচ্ছে তবলীগের ছয় সীফত বা ছয় নম্বর এটা পরিপূর্ণ বা পুরো দ্বীন। তিনি এই আকীদায় এতোটা অন্ধ যে, যারা ছয় নম্বরকে পুরো দ্বীন মনে করেনা বা বলেনা তারা সাদ সাহেবেয দৃষ্টিতে বেকুব ও বোকা সে যেই হোক না কেন।

ভিডিওতে সাদ সাহেবের এই আকিদা স্পষ্ট শোনা যাচ্ছে।

এই বিষয়েই পাকিস্তানের প্রথম স্থানের দ্বীনি মাদারিস (মুফতী তকি উসমানি সাহেব (দাঃবাঃ) দের জামিয়া দারুল উলুম করাচির দারুল ইফতা থেকে একটি ফতোয়া প্রকাশিত হয়।

উক্ত ফতোয়ায় দারুল উলুম করাচির মুফতিয়ানে কেরাম স্পষ্ট বলেন যে তবলীগের ছয় নম্বর পুরা দ্বীন নহে, এটাকে পুরো দ্বীন মনে করা সহীহ ও ঠিক নহে।

উক্ত ফতোয়ায় দারুল ইফতার অফিসিয়াল সীলমোহর ও নায়েবে মুফতীরও সীলমোহর সহ স্বাক্ষর আছে।

বিঃদ্রঃ - এই ফতোয়াটা ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়।

12/09/2025

এমন বক্তব্য তো তারা দেয় যারা সেকুলা/-রিজম ও মর্ডা/-নিজম এর মতবাদ দ্বারা প্রভাবিত অথবা বর্তমান বিশ্বে সেকু/-লারিজম শক্তিকে খুশি করতে চায়।

বর্তমানে মুসলমানদের কঠিন অবস্থা এমনকি উনার নিজের রাষ্ট্র ভারতে মুসলমানদের উপর যেই জুলুম ও বর্বরতা দিন যাচ্ছে এহেন পরিস্থিতি সাদ সাহেবের এমন বক্তব্য কিসের লক্ষণ?

এমন বক্তব্য তাহাদের মুখে মানায় যারা বর্তমান বিশ্বে সেকুলার মতবাদের প্রভাবিত বা তাদের খুশি করা উদ্দেশ্য।

ইসলামের সাথে কুয়াতে কাহেরা, কুয়াতে নাফেযা ও অস্ত্রের শক্তির কি মজবুত সম্পর্ক তা কি সাদ সাহেব সীরতে পাননি? এবং ইসলামের আজীম মুজা/-হীদিনে উম্মতের বাণী পড়েন নি?

নাকি আল্লাহ না করুন সব পড়ে, সব শুনে, সব জেনেও ইচ্ছাপূর্বক কোন ইসলাম বিরোধী শক্তিকে খুশি করার লক্ষণ?

07/09/2025

মাশাআল্লাহ্ বাংলাদেশের তবলীগ জামাতের শূরার তত্ত্বাবধানে মেহনত করা এক জামাত কাবুল আফগানিস্তা সফরে আছে।

সাদপন্থি সাদিয়ানী ফেরকার ভায়েরা কতো বড় ধোকাবাজ, বাটপার ও মিথ‍্যুক হলে এমনটা করতে পারে।সাদপন্থিরা (গত বছরের শূরাওয়ালাদের ...
06/09/2025

সাদপন্থি সাদিয়ানী ফেরকার ভায়েরা কতো বড় ধোকাবাজ, বাটপার ও মিথ‍্যুক হলে এমনটা করতে পারে।

সাদপন্থিরা (গত বছরের শূরাওয়ালাদের জামাতের ভিডিও) গতকাল থেকে তাদের ফেসবুকে একটি প্রচার করছে, যেখানে মসজিদ থেকে জামাতের সাথিদের বেডিং ফেলে দেওয়া হচ্ছে অর্থাৎ জামাতকে বের করে দেওয়া হচ্ছে।

তারা বুঝাতে চাচ্ছে উলামায়ে কেরাম ও শূরা ওয়ালারা তাদের জামাত মসজিদ থেকে বের করে দিচ্ছে বেডিং ফেলে দিচ্ছে, তাদের সেই ভিডিওর কমেন্টে দেখলাম এতায়াতী সাদপন্থিরা উলামায়ে কেরাম ও শূরাওয়াদেরকে হেফাজতি, ওলামায়ে সু, জুবায়ের পন্থি আবু জেহেলের বংশ বলে গালই দিচ্ছে।

অথচ কতো বড় ধোকাবাজ এতায়াতী সাদপন্থিরা, তারা যেই ভিডিও চালাচ্ছে সেটা তবলীগের শূরাওয়ালাদের জামাত বের করে দেওয়ার ভিডিও, আর বের করে দিচ্ছে বেডিং ফেলে দিচ্ছে খোদ ভারতের সাদপন্থি সাদিয়ানীরা। অথচ অপবাদ দিচ্ছে উলামায়ে কেরাম ও শূরাওয়ালাদের উপর।

এই ভিডিও গত বছরের রমজান মাসের, অর্থাৎ ২০২৪ এর মার্চ মাসের। ভারতে শূরাওয়ালাদের একটি জামাত যারা সবাই রোজা অবস্থায় ছিল, এমন অবস্থায় তাদেরকে সাদপন্থি সাদিয়ানী সাদ সাহেবের কট্টর গুনডা বাহিনী ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়, শুধুমাত্র এজন্যই যে মারকায নিজামুদ্দীনের তত্ত্বাবধানে তারা কাজ করবে না তাই।

এই ভিডিওর ইউটিউব লিংকও আছে আমার নিকট, সে ভিডিওতে স্পষ্ট লেখা আছে ২০২৪ এর মার্চ মাসে ভিডিওটা প্রচার হয়েছে, আর ভিডিওর টাইটেল ও ডিসক্রিপশনেও লেখা আছে,

এক ব‍্যক্তির (সাদ সাহেবের) ভালোবাসায় আবারো দ্বীনের জামাতকে রোজার মোবারক মাসে রোজা অবস্থায় আবারো বের করে দেওয়া হলো। (কমেন্টে ভিডিওর স্ক্রিন শট দেওয়া আছে)

কেউ চাইলে সেই ভিডিওর লিংকও ইনশাআল্লাহ দেওয়া যাবে। ককতোটা নিচে নামছে সাদপন্থি সন্ত্রাসীরা। মিথ‍্যা ধোঁকা যেন প্রতিটা কদমে কদমে চলছে তাদের।

আল্লাহ মুসলমানদেরকে সাদপন্থি ও সাদ সাহেবের শা'র থেকে হেফাজত করুন... আমীন

27/08/2025

ভারতে সাদপন্থি ফেরকা ও সাদ সাহেবের সবচেয়ে বড় মাপেল সমর্থক এমনকি সাদপন্থিদের ইজতেমায় বয়ানও করেছেন, সালমাম নদভী উরফে সালমান রাফেযীর ব‍্যাপারে পাকিস্তানের প্রখ‍্যাত আলিমে দ্বীন হযরত মুফতী তারিক মাসুদ সাহেব (দাঃবাঃ) এর,

নিকট প্রশ্ন করা হলো যে সালমান নদভী হযরত আমীরে মোয়াবিয়া (‍রাদিঃ) এর ব‍্যাপারে বহুত উল্টা পাল্টা বলেন এমনকি কঠিন বেয়াদবী করেন,

উত্তরে হযরত মুফতী সাহেব (দাঃবাঃ) বললেন....

বিঃদ্রঃ - হযরত মুফতী তারিক মাসুদ সাহেব (দাঃবাঃ) গতকাল সকালে প্রথমবার বাংলাদেশ সফরে এসেছেন, আর আলহামদুলিল্লাহ্ এখনো বাংলাদেশেই আছেন, কয়েক জায়গায় বয়ান আছে হযরতের। হযরত প্রায় আরো সাত দিন বাংলাদেশেই থাকবেন ইনশাআল্লাহ।

তবে উক্ত প্রশ্নের উত্তর কোন এক বয়ানে পাকিস্তানেই করা।

20/08/2025

সাদপন্থিদের শীর্ষ নেতৃত্ব থেকে একেবারে নিচ পর্যন্ত সবার বুনিয়াদই হলো মিথ্যা, ধোকা, জালিয়াতি ও বাটপারি।

মাওলানা সাদ সাহেব নিজেও তার বয়ানে ও আমলে চরম পর্যায়ের মিথ্যা ও ধোকার আশ্রয় নেন।

এটার একটি ছোট্ট উদাহরণ হলো এই মিথ্যা। বর্তমানে দাওয়াত তবলীগের শীর্ষ মুরব্বি হযরত আকদাস মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব (দাঃবাঃ) সাদ সাহেব ও তাহার পালিত গুন্ডা বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপ ও মনগগড়া উসুল এবং গোমরাহী বাড়াবাড়ির কারণে নিজামুদ্দীন বাংলেওয়ালি মসজিদ ছেড়ে চলে আসেন দেওলা।

উনার চলে আসার পরবর্তী বছর মাওলানা সাদ সাহেব তাহার ছেলেসহ দেওলা গুজরাট যান হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব (দাঃবাঃ) এর সহিত আয়াদাত ও মোলাকাতের জন‍্য।

সেই মোলাকাত থেকে ফিরে আসা মাত্র সাদ সাহেবের অন্ধ অনুসারী সাদপন্থি ফেরকার লোকেরা সবার মাঝে স্পষ্ট মিথ‍্যা ছড়ানো শুরু করে যে সাদ সাহেব মাওলানা ইব্রাহিম সাহেবকে ফেরত আনার জন‍্য গিয়েছিলেন এবং ফেরাত আসার জন‍্য অনুরোধও করেছেন।

আশ্চর্যের বিষয় হলো, এটা সাদ সাহেব বরণ করবেন কি আর উনি (সাদ সাহেব) নিজে এক মজমায় এই মিথ‍্যা দাবী করে বসেন যে উনি মাওলানা ইব্রাহিম সাহেবকে ফেরত আসার জন‍্য অনুরোধ করেছেন।

অথচ সাদ সাহেব শুধুই মাত্র মোলাকাত ও হাল চাল জিজ্ঞেসের জন‍্য গিয়েছিলেন। ফেরত আসার ব‍্যাপারে বিন্দু পরিমান কোনই কথা হয়নি।

ফেরত আসার ব‍্যাপারে যে কোনই কথা হয়নি তা হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব (দাঃবাঃ) নিজে বলেছেন এবং উনার খাদেমে খাস মাওলানা আরশাদ সাহেবও তা স্পষ্ট ওযাহাত করেছিলেন।

যেহেতু সাদপন্থি ফেরকার প্রতিষ্ঠার বুনিয়াদ হলো মিথ্যা ও ধোকা তাই প্রধান নেতা সাদ সাহৃ থেকে সাধারণ অনুসারী পর্যন্ত সব মিথ‍্যার উপর টিকে আছে।

◆◆◆ ভিডিও তে যা যা আছে ,

সাদ সাহেবের সেই বয়ান যেটা উনি এই স্পষ্ট মিথ্যা দাবী করেন মজমায়।

মাওলানা ইব্রাহিম সাহৃব ও সাদ সাহেবের মোলাকাতের সেই ভিডিও ফুটেজ।

সাদপন্থিদের মিথ‍্যা সেই প্রচার প্রসারের ভিডিও রেকর্ডিং।

মাওলানা ইব্রাহিম সাহেবের ওযাহাতের কল রেকর্ডিং।

মাওলানা ইব্রাহিম সাহেবের খাদেমে খাস মাওলানা আরশাদ সাহেবেয ওযাহাতের ক্লিপ।

মাযাহের উলুম সাহারানপুর মাদ্রাসার শূরায় তবলীগের আলোমি শূরার হযরত।বামপাশে দেখা যাচ্ছে যেই মাদ্রাসা এটা হচ্ছে ভারতের মাযাহ...
19/08/2025

মাযাহের উলুম সাহারানপুর মাদ্রাসার শূরায় তবলীগের আলোমি শূরার হযরত।

বামপাশে দেখা যাচ্ছে যেই মাদ্রাসা এটা হচ্ছে ভারতের মাযাহের উলুম সাহারানপুর, ইউপি, ইন্ডিয়া। (এই মাদ্রাসারই মোহতামিম ছিলেন সাদ সাহেবের শ্বশুর হযরত মাওলানা সালমান মাযাহেরি রহঃ)

মাযাহেরুল উলুম সাহারানপুরকে উলামায়ে কেরাম ভারতের দারুল উলুম দেওবন্দ পর স্থান দিয়ে থাকেন। গতকাল উক্ত মাদ্রাসায় ভারতের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরামের মাশোয়ায়া হয়,

সেই মাসওয়ারায় ভারতের শীর্ষ উলামায়ে কেরাম অনেকগুলো ফয়সালা করেন তার মধ্যে মাযাহেরুল উলুম সাহারানপুরের শূরার খালি স্থানগুলো পূরন হয়,

মাদ্রাসার মোহতামিম ও নায়েবে মোহতামিম ফয়সালা হয় আরো কিছু ফয়সালা হয়।

যেই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি তা হলো, সেই মাসওয়ারাই ভারতের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম হযরতগন মাযাহেরুল উলুম সাহারানপুর মাদ্রাসার শূরায় দুই জন সদস্য বাড়ানো হয়।

তার মধ্যে একজন হলেন মাওলানা রহমাতুল্লাহ কাশ্মীরি ও আরেকজন হলেন দাওয়াত ও তবলীগের আকাবির আলোমি শূরার সদস্য হযরত মাওলানা যুহাইরুল হাসান সাহেব (দাঃবাঃ) যিনি হযরত মাওলানা যুবাইরুল হাসান (রহঃ) এর ছেলে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tablig News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tablig News24:

Share

Tablig News24 - দাওয়াত ও তাবলীগ বিষয়ক সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ

Tablig News24 - দাওয়াত ও তাবলীগ বিষয়ক সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা করাই এই গ্রুপের মুখ্য উদ্দেশ্য। দাওয়াত ও তাবলীগ বিষয়ে উম্মাতে মুসলিমার এই ফিৎনার জামানায় সঠিক দ্বীনি রাহবারি প্রাপ্তি আমাদের প্রত্যাশা।