
02/09/2025
শুভমিতা আমরা আমাদের দেশটাকে হারিয়ে ফেলেছি!
রবীন আহসান
এই অবেলায় অন্ধকার নেমেছে শুভমিতা!
কোন কোন রাত রাতের চেয়েও অধিক!
কোন কোন রাত রাতের চেয়েও গভীর!
কোন কোন রাত ফুরোয় না!
বাংলাদেশের বুকের ভেতর এখন সেই রাত!
এখন সেই অন্ধকার! নদীতে বাড়ছে প্রতিদিন লাশ!
নদীতে ভাসছে প্রতিদিন লাশ!
প্রতিদিন মানুষ মরছে হই হই করে!
এরকম শিয়াল কুকুরও মারা হয়তো না আগে গ্রামে আমাদের!
হিন্দু বাড়িতে আগুন! মাজারে মসজিদে মন্দিরে আগুন!
কলকারখানা. মুদির. দোকানে আগুন!
শিশু কিশোরী যুবতী বৃদ্ধা সকলেই আক্রান্ত ক্রমাগত পত্রিকায় রিপোর্টিং হচ্ছে ধর্ষণের!
অসংখ্য পুলিশ পুড়িয়ে মারা হয়েছে!
আমাদের পুলিশ স্টেশনগুলোও নিরাপদ নয় আজ!
সবগুলি বিশ্ববিদ্যালয় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখন ছাত্র পড়ায় না!
ছাত্ররা এখন শিক্ষকদের পড়ায়!
আমাদের সবকিছু উলোটপালট হয়ে গেছে!
যারা একদিন সকাল আনবে বলে পুলিশের ব্যারিকেড ভাংল সেনাবাহিনীর ট্যাংকের সামনে দাঁড়ালো সাহস নিয়ে!
যারা বলেছিল বৈষম্যহীন এক সমাজের কথা!
আজ তারা মস্ত বড় চাঁদাবাজ!
আজ তারা কোটিপতি! কোটি কোটি টাকার মালিক!
আমাদের অন্ধকার আরো গভীর হচ্ছে!
গণতন্ত্রের সব সূত্র আমরা ভুলে গেছি!
আমরা ভুলে গেছি!
শুভমিতা! বাংলাদেশ এখন এক গভীর অন্ধকারের দেশ!
থৈ থৈ করা জলের মতো বাড়ছে দারিদ্র!
বন্ধ হচ্ছে শিশুদের স্কুলে যাওয়া!
আমাদের সব যোগ্য মানুষেরা পাড়ি জমাচ্ছেন বিদেশে!
চৌকস পুলিশ আর সেনাবাহিনী হয়ে গেছে ভেড়ার পাল!
আমাদের তরুণরা ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় শিল্পী নয় কবি নয় সকলেই হতে যাচ্ছে চাঁদাবাজ!
গ্রাম থেকে যে বাপ কৃষক ছেলেকে কিস্তির টাকায় যাকে
পড়তে পাঠিয়েছে তার চোখের সামনে জলজল করছে ব্যাগ ভর্তি নগদ টাকা!
আমাদের পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে মব!
শিক্ষক থেকে সাংবাদিক কবি কেরানি রিকশাচালক জুতা সেলাই করা গরিব মানুষটার ও রক্ষা নাই!
কেউ লাশ হয়ে ফিরছেন কারো ঠিকানা জেলখানায়!
শুভমিতা এই অন্ধকারে!
এই ভোর না হওয়া রাতের দেশে রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ দাশ ও নিষিদ্ধর তালিকায় যাবে হয়তো!
আমরা তখন কোন কবিতাটা পড়বো?
আমরা তখন কোন গানটা শুনবো?
আমরা এক নিস্তব্ধ অন্ধকার ঘুমের দেশে তলিয়ে যাচ্ছি!
যেখানে গান নেই কবিতা নেই সুর নেই ছন্দ নেই!
শুধু আগুন মানুষের পোড়া মাংস!
নদীতে ভাসা লাশস্রোতের মতো বেড়ে উঠছে বাংলাদেশে!
বাংলাদেশ বেড়ে উঠছে কবিতাহীন ছন্দহীন
গন্ধহীন সুরবিহীন গান ছাড়া এক কবরস্থান!
আমাদের সব ভবিষ্যৎ দৌড়াচ্ছে আকাশে মেঘের মধ্য দিয়ে নদীতে সমুদ্রে অন্য কোন দেশের বুকে!
শুভমিতা আমরা আমাদের দেশটাকে হারিয়ে ফেলেছি!
আমরা আমাদের দেশটাকে একটা অন্ধকার কুয়োর মধ্যে ছুড়ে ফেলে দিয়েছি!
লালনের রবীন্দ্রনাথের নজরুলের জীবনানন্দ দাশের জয়নুলের সুলতানের বঙ্গবন্ধুর
বাংলাদেশটা আমরা আবার ফিরে পাবো কবে?
৩১ আগস্ট ২০২৫
শুভমিতা আমরা আমাদের দেশটাকে হারিয়ে ফেলেছি ! রবীন আহসানএই অবেলায় অন্ধকার নেমেছে শুভমিতা!কোন কোন রাত রাতের চেয়ে...