
31/08/2024
মহিউদ্দিন আহমদ।এর নতুন বই
প্রথম প্রকাশ আগস্ট ২০২৪.
১.জামায়াতে ইসলামী
উত্থান বিপর্যয় পূর্ণত্থান
মহিউদ্দিন আহমদ।
মুদিত মূল্য ৭৫০ টাকা
৩০% ছারে ৫২৫ টাকা দাম পরবে
জামায়াতে ইসলামী হিন্দ জামায়েতে ইসলামী পাকিস্তান জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং শেষমেশ বাংলাদেশ
জামায়াতে ইসলামী -১৯৪১ সালে জন্ম নেওয়ার রাজনৈতিক দলটির এই পরিক্রমা প্রায় সাড়ে আট দশকের দলের নাম অদলবদল হলেও দর্শন ও দৃষ্টিভঙ্গি থেকে গেছে অভিন্ন।নিজেদেরকে একটি ইসলামী আন্দোলন বললেও এটি পুরোদস্তুুর একটি রাজনৈতিক দল। দেশে ডজন ডজন ইসলামী দল আছে। তাদের মধ্যে শুধু জামায়াতে ইসলামিই গুরুত্বের সঙ্গে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির চর্চা করে। ভোটের হিসেবে জামায়েত খুব ছোট নয় ১৯৭০ সালে এটি দ্বিতীয় স্থানে ছিল আওয়ামী লীগ ও বিএনপি এই দুই প্রধান দলের বাইরে তারাই সবচেয়ে বেশি ভোট পায় এই দিক দিয়ে বিচার করলে দেখা যায় জনগণের কাছে জামাইয়ের একটি অপশন।
১৯৭১. সালে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানীরা ও ধর্মভিত্তিক রাজনৈতিক করার কারণে দলটি নিষিদ্ধ হয়
পরে সংবিধানে পরিবর্তন এলে জামায়েত আবার হাজির হয় দৃশ্যপটে একের পর এক নির্বাচন করে তারা রাজনৈতিক বৈধতা পেয়ে যায় এক সময় তারা একটি জোট সরকারের অংশ হয়ে সরকাকার পরিচালনা করে
২০ বছর আগে যা কল্পনা করা যেত না তাদের এই
পুনর্বাসন সম্বব হয় প্রধান দুই দলের প্রশ্রয় পেয়ে
রাজনৈতিক সমীকরণে একসময় জামায়েত আবারও
খাদের কিনারায় চলে যায় যুদ্ধপরাধীদের অভিযোগ
দলের শীর্ষ নেতাদের বিচার হয় বিচারে কারো ফাঁসি হয়
কারও হয় আজীবন কারাবাস দলটি প্রায় দলটি প্রায়
নেতৃত্বশূন্য হয়ে পড়ে
জামায়েতে ইসলামীর সুলুক সন্ধান করা হয়েছে এ বইয়ে
রাজনীতি বড়ই বিচিত্র খালি চোখে সবটা ধরা পরে না
আড়ালে থেকে যায় অনেক কিছু এ বইয়ে সে সব ছেকে তোলার চেষ্টা হয়েছে একই সঙ্গে ওঠে এসেছে এ সময়ের একটি ছবি
বিস্তারিত বইয়ে ধন্যবাদ
গণহত্যা চালিয়েছিল ওই সময় জামায়েত সহ কয়েকটি
দল পাকিস্তানি সামরিক সরকারের পক্ষ নিয়েছিল দেশমুক্ত হলে দলটি বিপাকে পরে স্বাধীনতাবিরোধী