01/06/2025
প্রিয় প্রকৌশলী,
আইইবি’র ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার শেষ তারিখ ৩০ জুন, ২০২৫। উক্ত সময়ের মধ্যে আপনার বকেয়া চাঁদা অনলাইন (www.iebbd.org) অথবা আইইবি সদর দফতরের হিসাব শাখায় জমা দিয়ে মেম্বারশীপ হালনাগাদ করার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে।
অধ্যাপক ড প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান
সম্মানী সাধারণ সম্পাদক,আইইবি