
31/03/2025
মায়ের আবদার রক্ষায় হবু পাত্রের সাথে প্রথমবার একা মিট করতে উত্তরার এক ওপেন এয়ার রেস্টুরেন্টে এসেছিলাম গতকাল ইফতারের পর। আলাপচারিতার এক পর্যায়ে পাত্র জানতে চাইলো আমি পাত্রের কাছে কত মোহর আশা করি।
আমি বললাম “আমার বান্ধবীর ১৫ লাখে বিয়ে হয়েছে। আমার এর কমে হলে ভালো দেখায়না”। পাত্র কোন উত্তর দেয়নি৷ মাথা নাড়িয়ে সায় দিয়েছে। আমরা একে অপরের ব্যাপারে অনেক কিছু জেনে নিই। একসময় আমরা একে অপরের থেকে বিদায় নেই।
আজকে সকালে মায়ের থেকে জানতে পারি পাত্রপক্ষ বিয়েতে অপারগতা প্রকাশ করেছে। আমার একটু অপমান লাগে ব্যাপারটা। রিজেক্ট করার অধিকার শুধু আমিই রাখতে চেয়েছিলাম। আমি পাত্রকে কল দিয়ে কারন জানতে চাই। পাত্র স্বভাবসুলভ বিনয়ের সাথে উত্তর দেয়, তার বন্ধুর নাকি প্রাইভেট ভার্সিটির এর সেরা সুন্দরীর সাথে বিয়ে হয়েছে।
এখন এমন সুন্দরী মেয়ের সাথে বিয়ে না হলে নাকি তার সমাজে মুখ থাকবেনা। তাই সে বিয়েতে অসম্মতি জানিয়েছে। আমার এবার আরো বেশি অ’পমানিত বোধ করলাম। আমি সুন্দরি নই ?
কোনোভাবে কি এই ছেলের বিরদ্ধে কোণ ব্যবস্থা নেওয়া যাবে ?
অভিজ্ঞদের পরামর্শ চাই।
( নাম প্রকাশে অনিচ্ছুক )