Abrarul Ahmed

Abrarul Ahmed When you want something, all the universe conspires in helping you to achieve it ...

ইতিহাসের ছায়ায় এক মুহূর্ত...আহসান মঞ্জিল — শুধু একটি প্রাসাদ নয়, বরং পুরান ঢাকার ঐতিহ্য, শান-শওকত আর স্মৃতির গাথা।এই স্থ...
05/05/2025

ইতিহাসের ছায়ায় এক মুহূর্ত...
আহসান মঞ্জিল — শুধু একটি প্রাসাদ নয়, বরং পুরান ঢাকার ঐতিহ্য, শান-শওকত আর স্মৃতির গাথা।
এই স্থাপনাটির প্রতিটি ইট যেন অতীত দিনের গল্প বলে...
একবার ঘুরে দেখলে বোঝা যায়, সময় কীভাবে ইতিহাস হয়ে দাঁড়িয়ে থাকে!

আরও ব্যক্তিগত বা কাব্যিক স্টাইলে চাইলে জানাবেন — ঠিক করে দিচ্ছি।

একটি পতাকা, একটি কণ্ঠস্বর, একটি দাবি—প্যালেস্টাইন হবে মুক্ত!ঢাকার রাজপথে হাজারো হৃদয়ের ধ্বনি গর্জে উঠেছে নির্যাতিত মানুষ...
12/04/2025

একটি পতাকা, একটি কণ্ঠস্বর, একটি দাবি—প্যালেস্টাইন হবে মুক্ত!
ঢাকার রাজপথে হাজারো হৃদয়ের ধ্বনি গর্জে উঠেছে নির্যাতিত মানুষের পাশে।
আমরা আছি, থাকবো, প্রতিবাদের এই আগুন নেভার নয়।

প্রতিদিন যখন আমরা ঘুম থেকে জেগে উঠে জীবনের ছোট ছোট সুখ খুঁজি, তখন পৃথিবীর এক প্রান্তে এক জাতি রক্তে ডুবে যাচ্ছে—শিশুর কা...
06/04/2025

প্রতিদিন যখন আমরা ঘুম থেকে জেগে উঠে জীবনের ছোট ছোট সুখ খুঁজি, তখন পৃথিবীর এক প্রান্তে এক জাতি রক্তে ডুবে যাচ্ছে—শিশুর কান্না চাপা পড়ে যাচ্ছে বোমার আওয়াজে, মায়ের বুক খালি হচ্ছে একের পর এক।

ফিলিস্তিন আজ শুধু একটি ভূখণ্ডের নাম নয়—এটি প্রতিরোধের, কষ্টের, হার না মানার এক প্রতীক।
শহীদ হয়ে যাচ্ছে শত শত নিরীহ মানুষ, যারা আমাদের মতোই পরিবার চায়, শান্তি চায়, স্বপ্ন দেখতে চায়।
কিন্তু তাদের কপালে জুটছে শুধু ধ্বংস, লাঞ্ছনা ও মৃত্যু।

“অবশ্যই আল্লাহ জালেম জাতিকে হেদায়েত করেন না।”
(সূরা আল-মুমিন, ৪০:৬১)

“আর যারা অন্যায় করে, তারা যেন মনে না করে যে আমি তাদেরকে ভালো করছি; আমি তো শুধু তাদেরকে ঢিলে দিচ্ছি, যাতে তারা পাপ বৃদ্ধি করতে পারে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।”
(সূরা আলে ইমরান, ৩:১৭৮)

“জালেমদের প্রতি কোনো প্রকার ঝুঁকে পড়ো না, তা হলে আগুন তোমাদের স্পর্শ করবে।”
(সূরা হুদ, ১১:১১৩)

এই মানবিক ট্র্যাজেডিতে আমরা কেবল দর্শক হয়ে থাকতে পারি না।
আমরা যারা বেঁচে আছি, দায়িত্ব আমাদেরই—স্বরে, কলমে, প্রার্থনায় তাদের পাশে দাঁড়ানোর।

আসুন, মানবতার পক্ষে দাঁড়াই।
আসুন, নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে থাকি।
আসুন, শান্তির জন্য আওয়াজ তুলি।




রক্তে ভিজে আছে জমিন, কিন্তু মাথা নত নয়। ফিলিস্তিনের শহিদ ভাইয়েরা চলে গেলেন, রেখে গেলেন সাহস, ত্যাগ আর ঈমানের আলোকিত ইতিহ...
05/04/2025

রক্তে ভিজে আছে জমিন, কিন্তু মাথা নত নয়। ফিলিস্তিনের শহিদ ভাইয়েরা চলে গেলেন, রেখে গেলেন সাহস, ত্যাগ আর ঈমানের আলোকিত ইতিহাস।

পৃথিবী ব্যস্ত, কেউ দেখে না মায়ের আহাজারি, শিশুর নিথর চোখ… শহিদের রক্তের প্রতিধ্বনি হয়তো পৌঁছায় আকাশ পর্যন্ত, কিন্তু জমিনে নীরবতা।

হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো এই নির্যাতনের, তুমি ফিরিয়ে দাও আমাদের হারানো ভাইদের রক্তের প্রতিদান।

আজকের এই অন্ধকার সময়ে, ফিলিস্তিন আমাদের মনে করিয়ে দেয়—
ইমান হারায়নি এখনো, আত্মত্যাগ থেমে যায়নি।
তারা জানে, শাহাদাত মানে পরাজয় নয়, বরং শ্রেষ্ঠ বিজয়।

যারা নিঃশব্দে সব হারিয়ে ফেলছে, তারা আমাদের কাছে কেবল সংখ্যা নয়— তারা প্রতিটি হৃদয়ে জ্বলন্ত প্রতিজ্ঞা।
দোয়া করি, এই জুলুমের রাত্রি যেন আর বেশি দীর্ঘ না হয়।
হে আল্লাহ, তুমি শান্তি দাও নিঃস্বদের, মুক্তি দাও বন্দিদের, এবং শক্তি দাও বাকি উম্মাহকে।

আমরা চাই শান্তি, নিরাপত্তা ও স্বাধীনতা। আল-আকসা যেন আবার হয় শান্তির প্রতীক।আজকের বাস্তবতা হৃদয়বিদারক — নিরীহ মুসল্লিদের ...
05/04/2025

আমরা চাই শান্তি, নিরাপত্তা ও স্বাধীনতা। আল-আকসা যেন আবার হয় শান্তির প্রতীক।

আজকের বাস্তবতা হৃদয়বিদারক — নিরীহ মুসল্লিদের ওপর হামলা, পবিত্র ভূমির অপমান আর দখলের চেষ্টা চলছে বারবার। দোয়া করি—আল্লাহ যেন পবিত্র আল-আকসাকে হেফাজত করেন এবং নির্যাতিত মানুষদের পাশে থাকেন।

30/03/2025

ঈদ মোবারক! ✨🌙

পরিবার-প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগির এই দিনে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক। ঈদের খুশি সবার ঘরে পৌঁছাক, ভালোবাসায় ভরে উঠুক হৃদয়।

্দ

21/03/2025

হে আল্লাহ, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের রক্ষা করুন!

হে আল্লাহ, যেভাবে আপনি নমরুদ, ফিরাউন ও আবু জাহলকে ধ্বংস করেছেন, সেভাবে দখলদার ইসরাইলকে ধ্বংস করুন! যারা নিষ্পাপ শিশু ও নিরীহ মানুষদের হত্যা করছে, তাদের উপর আপনার গজব নাজিল করুন!

ফিলিস্তিনের জন্য আমাদের হৃদয় কাঁদে, আমাদের চোখ অশ্রুসিক্ত—হে আল্লাহ, অবিচারের এই রাত শেষ করে দিন। হে আল্লাহ, হে আরোশের মালিক আপনি তাদের বিজয় দান করুন, আপনি তাদের স্বাধীনতা ফিরিয়ে দিন। যারা জুলুম করছে, তাদেরকে কঠোর শাস্তি দিন।

আমিন!

07/02/2025

বরিশাল মানে হৃদয়ের স্পন্দন, সাহসের প্রতীক! আজকের জয়ে প্রমাণ হলো, আমরা শুধু স্বপ্ন দেখি না, তা বাস্তবায়ন করতেও জানি! গর্জে উঠুক বরিশাল, উড়ে যাক বিজয়ের পতাকা!
#বিজয়ীর_গর্ব

কুষ্টিয়া পৌর জাদুঘরকুষ্টিয়া পৌর জাদুঘর কুষ্টিয়া শহরে অবস্থিত একটি জাদুঘর। ১৯৯৭ সালের ২৪ ডিসেম্বর জাদুঘরটি যাত্রা শুরু...
08/12/2024

কুষ্টিয়া পৌর জাদুঘর

কুষ্টিয়া পৌর জাদুঘর কুষ্টিয়া শহরে অবস্থিত একটি জাদুঘর। ১৯৯৭ সালের ২৪ ডিসেম্বর জাদুঘরটি যাত্রা শুরু করে। কলকাতা পৌরসংস্থার তৎকালীন মেয়র প্রসন্ত চ্যাটার্জী জাদুঘরটি উদ্ভোধন করেন। পূর্বে জাদুঘরটি কুষ্টিয়ার জমিদার সতীশ সাহার কাছারি ঘর ছিল।

জাদুঘরটি পূর্বে সতীশ সাহার কাছারি ঘর ছিল। তিনি তার জমিদারির কার্যক্রম এখানে পরিচালনা করতেন। ভবনটি ব্রিটিশ আমলে নির্মিত কিন্তু সঠিক নির্মাণ সাল জানা যায় না। ভবনটি ১৯৬৬-১৯৯৭ পর্যন্ত কুষ্টিয়া পৌরসভার কার্যালয় হিসেবে ব্যবহার হতো। ১৯৯৭ সালের ২৪ ডিসেম্বর ভবনটিতে জাদুঘরটি প্রতিষ্ঠিত করা হয়।
জাদুঘর ভবনটি একতলা বিশিষ্ট। ভবনটি ইউরোপীয় স্থাপত্য-নকশায় নির্মিত। তবে ভবনটির পেডিমেন্টের উপরের মুকুট ও প্যারাপেটের নকশা ভারতীয় রীতিতে নির্মিত।
জাদুঘরে ১৫টি দেশের কাগজের মুদ্রা, ভারতবর্ষের ব্রিটিশ আমল, মুঘল ও সুলতানি আমলের ধাতব মুদ্রা রয়েছে ।

আলী আমজাদের ঘড়িসিলেট শহরের একটি দৃষ্টিনন্দন স্থাপনাআলী আমজাদের ঘড়ি নামে পরিচিত বাংলাদেশের সিলেট শহরে অবস্থিত ঊনবিংশ শত...
08/12/2024

আলী আমজাদের ঘড়ি
সিলেট শহরের একটি দৃষ্টিনন্দন স্থাপনা

আলী আমজাদের ঘড়ি নামে পরিচিত বাংলাদেশের সিলেট শহরে অবস্থিত ঊনবিংশ শতকের একটি স্থাপনা, যা মূলত একটি বিরাটাকার ঘড়ি, একটি ঘরের চূড়ায় স্থাপিত।
সুরমা নদীর তীর ঘেঁষে সিলেট সদর উপজেলায় অবস্থিত এই ঘড়ির ডায়ামিটার আড়াই ফুট এবং ঘড়ির কাঁটা দুই ফুট লম্বা। যখন ঘড়ির অবাধ প্রচলন ছিল না, সেসময় অর্থাৎ ১৮৭৪ খ্রিষ্টাব্দে সিলেট মহানগরীর প্রবেশদ্বার (উত্তর সুরমা) কীন ব্রিজের ডানপার্শ্বে সুরমা নদীর তীরে এই ঐতিহাসিক ঘড়িঘরটি নির্মাণ করেন। সিলেটের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার আলী আহমদ খান, তার ছেলে আলী আমজাদের নামকরণে। লোহার খুঁটির উপর ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বুজ আকৃতির স্থাপত্যশৈলীর ঘড়িঘরটি তখন থেকেই আলী আমজদের ঘড়িঘর নামে পরিচিতি লাভ করে।

এই ঘড়িকে কেন্দ্র করে একটি স্থানীয় প্রবাদ চালু ছিল এরকম:
“ চাঁদনী ঘাটের সিড়ি, আলী আমজদের ঘড়ি, জিতু মিয়ার বাড়ী, বঙ্কু বাবুর দাড়ি। ”

Address

Ramna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abrarul Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abrarul Ahmed:

Share