06/04/2025
প্রতিদিন যখন আমরা ঘুম থেকে জেগে উঠে জীবনের ছোট ছোট সুখ খুঁজি, তখন পৃথিবীর এক প্রান্তে এক জাতি রক্তে ডুবে যাচ্ছে—শিশুর কান্না চাপা পড়ে যাচ্ছে বোমার আওয়াজে, মায়ের বুক খালি হচ্ছে একের পর এক।
ফিলিস্তিন আজ শুধু একটি ভূখণ্ডের নাম নয়—এটি প্রতিরোধের, কষ্টের, হার না মানার এক প্রতীক।
শহীদ হয়ে যাচ্ছে শত শত নিরীহ মানুষ, যারা আমাদের মতোই পরিবার চায়, শান্তি চায়, স্বপ্ন দেখতে চায়।
কিন্তু তাদের কপালে জুটছে শুধু ধ্বংস, লাঞ্ছনা ও মৃত্যু।
“অবশ্যই আল্লাহ জালেম জাতিকে হেদায়েত করেন না।”
(সূরা আল-মুমিন, ৪০:৬১)
“আর যারা অন্যায় করে, তারা যেন মনে না করে যে আমি তাদেরকে ভালো করছি; আমি তো শুধু তাদেরকে ঢিলে দিচ্ছি, যাতে তারা পাপ বৃদ্ধি করতে পারে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।”
(সূরা আলে ইমরান, ৩:১৭৮)
“জালেমদের প্রতি কোনো প্রকার ঝুঁকে পড়ো না, তা হলে আগুন তোমাদের স্পর্শ করবে।”
(সূরা হুদ, ১১:১১৩)
এই মানবিক ট্র্যাজেডিতে আমরা কেবল দর্শক হয়ে থাকতে পারি না।
আমরা যারা বেঁচে আছি, দায়িত্ব আমাদেরই—স্বরে, কলমে, প্রার্থনায় তাদের পাশে দাঁড়ানোর।
আসুন, মানবতার পক্ষে দাঁড়াই।
আসুন, নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে থাকি।
আসুন, শান্তির জন্য আওয়াজ তুলি।