স্বপ্ন যখন বিসিএস

স্বপ্ন যখন বিসিএস A helpful page for Success your Dream Most Help helpfull page For All Students

07/07/2025
ম্যাডম্যান থিওরি ম্যাডম্যান থিওরি আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে ব্যবহৃত একটি কৌশলগত ধারণা। এর কোনো সুস্পষ্ট উৎস সাধারন...
06/07/2025

ম্যাডম্যান থিওরি

ম্যাডম্যান থিওরি আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে ব্যবহৃত একটি কৌশলগত ধারণা। এর কোনো সুস্পষ্ট উৎস সাধারনত খুঁজে পাওয়া যায় না। তবে, লিখিত দলিলপত্রে সর্বপ্রথম প্রায় কাছাকাছি একটি তত্ত্ব নিকোলো মাকিয়াভেলির ' দ্যা প্রিন্স ' গ্রন্থে পাওয়া যায়। ম্যাডম্যান থিওরির আধুনিক প্রয়োগ সর্বপ্রথম যুক্তরাষ্টের প্রাক্তন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রশাসনে দৃশ্যত হয়। তিনি এবং সমসাময়িক সোভিয়েত ইউনিয়নের প্রিমিয়ার নিকিতা ক্রুশ্চেভ স্নায়ুযুদ্ধের অন্যতম কৌশল হিসেবে এটি ব্যবহার করেন। তত্ত্বটির মূল ভাষ্য অনুযায়ী, জাতিরাষ্ট বা অন্য প্রভাবশ্রেণি কখনো কখনো ভীতি প্রদর্শন করে স্বস্বার্থ হাসিল করার চেষ্টা করেন। এক্ষেত্রে কিউবান মিসাইল ক্রাইসিস, ভিয়েতনামে কার্পেট বোম্বিং, সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদা ও আইসিসের আত্মঘাতী বোমা হামলা, এবং সাপ্রতিক সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন হুশিয়ারি, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পূর্ব ইউরোপে দখলদারিত্বের চেষ্টা ইত্যাদি উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য। তবে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকগণ এই তত্ত্বের সফলতার মূল্যায়নে বিভক্ত মতামত প্রদান করেছেন।
সূত্র: foreignpolicy.co
belfercenter.org

The Belfer Center is the hub of Harvard Kennedy School's research and training in international security and diplomacy, environmental and resource issues, and science and technology policy.

👉 চীনের নদী পাহাড়া দিচ্ছে AI মাছভাবুন তো, নদীর পানির নিচে সাঁতরে বেড়াচ্ছে ছোট ছোট মাছ। কিন্তু ওগুলো আসলে মাছ নয়—রোবট! ...
06/07/2025

👉 চীনের নদী পাহাড়া দিচ্ছে AI মাছ
ভাবুন তো, নদীর পানির নিচে সাঁতরে বেড়াচ্ছে ছোট ছোট মাছ। কিন্তু ওগুলো আসলে মাছ নয়—রোবট! চীনে শুরু হয়েছে এক প্রযুক্তিগত বিপ্লব যেখানে বায়োনিক মাছ ব্যবহার করে বিশুদ্ধ করা হচ্ছে নদীর দূষিত পানি।

এই ছোট রোবট মাছগুলো দেখতে একদম আসল মাছের মতো। এগুলো বানিয়েছে চীনের উহান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। দৈর্ঘ্যে প্রায় ৫৩ সেন্টিমিটার, মাথা ও লেজে রয়েছে দুটি চলনক্ষম জয়েন্ট। এদের চলাফেরা, সাঁতার কাটা একেবারে জীবন্ত মাছের মতো। কিন্তু সবচেয়ে বিস্ময়কর দিক হলো, এরা কাজ করছে চীনের দীর্ঘতম নদী Yangtze River-এ পানির মান বিশ্লেষণ এবং দূষণ নিয়ন্ত্রণে।

এই বায়োনিক মাছগুলোর ভিতরে আছে স্মার্ট সেন্সর, LED আলো এবং AI সিস্টেম। তারা পানির pH, তাপমাত্রা, দ্রবীভূত অক্সিজেন, এমনকি রাসায়নিক দূষণের উপস্থিতি শনাক্ত করতে পারে। তারা পানির গভীরে গিয়ে নিজে থেকেই খুঁজে বের করে কোথায় দূষণ বেশি, কোথায় পানির মান খারাপ। তারপর সেই তথ্য পাঠিয়ে দেয় রিয়েল টাইমে গবেষকদের কাছে, যেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়।

#কপিপোস্ট

আমার ৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা:সালাম দিয়ে ভেতরে প্রবেশ করার পর বসতে বললেন।চেঃ আপনার নাম উল্লাস পাল?➤আমিঃ জ্বি স্যার।চেঃ...
02/07/2025

আমার ৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা:

সালাম দিয়ে ভেতরে প্রবেশ করার পর বসতে বললেন।
চেঃ আপনার নাম উল্লাস পাল?
➤আমিঃ জ্বি স্যার।
চেঃ স্কুল, কলেজ, ভার্সিটি কোথায় কী পড়েছি জিজ্ঞেস করলেন
➤আমিঃ ডিটেইলস বললাম।
চেঃ আবার জিজ্ঞেস করলেন অনার্স, মাস্টার্স কোথা থেকে করেছেন?
➤আমিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বললাম। এরপর বললেন গুড।
()এক্স ১ঃ আচ্ছা আপনিতো ম্যানেজমেন্টের। অফিস ম্যানেজমেন্টের কয়েকটা টুলস বলেন।
➤আমিঃ কয়েকটা বলার পর আর মনে আসছিলোনা দেখে সরি স্যার বললাম। এখন আর মনে পড়ছে না।
()এক্স ১ঃ আপনার প্রথম পছন্দ কী?
➤আমিঃ স্যার বিসিএস প্রশাসন ক্যাডার।
()এক্স ১ঃ আচ্ছা কেনো এখানে আসতে চান বলেন।
➤আমিঃ স্যার কারণগুলি আমি ২ ভাগে ভাগ করেছি।
এক) ব্যক্তিগত কারণ,
দুই) সাবজেক্ট রিলেটেড কারণ।
এরপর দুই ধরনের কারণ ব্যাখ্যা করলাম। স্যার শুনলেন এবং খুশি হলেন।
()এক্স ১ঃ প্রশাসনের নিচ থেকে উপরের পদসোপানগুলো বলেন।
➤আমিঃ মাঠ আর কেন্দ্রীয় আলাদাভাবে উত্তর দিলাম।
[]এক্স ২ঃ আপনার শারীরিক সমস্যাটা জন্মগতভাবে হয়েছে?
➤আমিঃ জ্বি স্যার।
[]এক্স ২ঃ আপনি কী বলতে পারবেন কারণগুলো?
➤আমিঃ বুঝিয়ে বললাম।
[]এক্স ২ঃ আচ্ছা এর আগে আপনি বললেন আপনার মধ্যে ম্যানেজারিয়াল ও লিডারশিপ কোয়ালিটি আছে। বলেন লিডার ও ম্যানেজারের মধ্যে পার্থক্য কী?
➤আমিঃ উত্তর দিলাম।
[]এক্স ২ঃ বর্তমানে একজন সেরা বিজ্ঞানীর নাম বলেন যার শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে।
➤আমিঃ স্টিফেন হকিংয়ের নাম বলে বললাম উনি মৃত্যুবরণ করেছেন।
[]এক্স ২ঃ আপনি এমবিএ করেছেন। ফুল ফর্ম কী?
➤আমিঃ হঠাৎ চমকিত হয়ে যেয়ে প্রথমবার ভুল উত্তর দিয়ে পরেরবার সঠিকভাবে বললাম।

চেঃ আপনি এখন কোথায় চাকরি করছেন?
➤আমিঃ স্যার প্রবাসী কল্যাণ ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে আছি।
চেঃ ব্যাংক থেকে কিভাবে লোন দেই, কত টাকা, প্রবাসী ছাড়া আর কাউকে দেই কিনা লোন, ডিফল্টার কত শতাংশ এসব অনেককিছু জিজ্ঞেস করলেন।
➤আমিঃ সবগুলোর উত্তর দিলাম।
চেঃ বর্তমানে প্রবাসীরা অনেকরকম সমস্যার সম্মুখীন। কারণগুলি বলেন।
➤আমিঃ ব্যাংকে আছি তাই ইন্টারনাল কারণগুলি বললাম। স্যার পরে মাথা নেড়ে বললেন ঠিক বলেছেন। এটাই আসল কারণ। কয়েকবার মাথা ঝাঁকালো।
➤এছাড়াও আরও কয়েকটা প্রশ্ন ছিলো ওভারঅল।
➤এরপর আমাকে উইশ ইউ অল দ্যা বেস্ট বলে কাগজপত্র নিয়ে যেতে বললেন স্যার। সালাম দিয়ে বের হলাম।

উল্লাস পাল
সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

Address

Ramna

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ন যখন বিসিএস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্ন যখন বিসিএস:

Share

Category