Marketing Alumni Association-MAA, University of Dhaka

Marketing Alumni Association-MAA, University of Dhaka Honoring Legacy, Inspiring Future! | 50 Years of Excellence 🎉

This is the official page of MAA, DU

Welcome to the official page of the Marketing Alumni Association, University of Dhaka. The Marketing Alumni Association (MAA) was established in 1996 to connect and reconnect University of Dhaka graduates through diverse activities and experiences that foster and strengthen alumni support for the University. MAA assists alumni in fulfilling their role in enhancing the growth and developme

nt of the University. As integral members of the University community, alumni play roles as vital as those of faculty, students, and staff. A strong, dynamic Association provides a framework for engaging alumni talent and resources, supporting University objectives, representing alumni interests and concerns, and recognizing alumni contributions to the University community. With the motto of "Honoring Legacy, Inspiring Future! | 50 Years of Excellence 🎉" now we MAA family has initiated the Grand Celebration of the Golden Jubilee of the Department of Marketing. We are inviting all alumni, students, and well-wishers to join us in honoring five decades of legacy and inspiring the future.

📅 Golden Jubilee Celebration: December 7-13, 2024
🌐 Event Website: dumkt50.org

Stay connected for event updates, memories, and opportunities to connect with the Marketing community as we commemorate this milestone!

10 teams 💪Endless excitement. 🥳Get ready to cheer—𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 𝐅𝐨𝐨𝐭𝐛𝐚𝐥𝐥 𝐅𝐢𝐞𝐬𝐭𝐚 𝟐𝟎𝟐𝟓 ⚽️ is knocking! Stay tuned!
28/07/2025

10 teams 💪
Endless excitement. 🥳

Get ready to cheer—𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 𝐅𝐨𝐨𝐭𝐛𝐚𝐥𝐥 𝐅𝐢𝐞𝐬𝐭𝐚 𝟐𝟎𝟐𝟓 ⚽️ is knocking! Stay tuned!




01/07/2025

সম্মানিত এলামনাইবৃন্দ,

আপনারা যারা নিজ নিজ ঢাবি, মার্কেটিং বিভাগের ৫১ বছর পূর্তির ব্যাজ/ফটো কার্ড বানাতে চান, অনুগ্রহ করে এই লিংক এ প্রবেশ করুন:

https://dumkt50.org/member-list-new

এরপর নিজের নাম, ইমেইল, মোবাইল বা লাইফ মেম্বার নম্বর দিয়ে নিজের আইডি খুজে বের করে 𝐌𝐤𝐭𝟓𝟏 𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐃.𝐂𝐚𝐫𝐝 বাটন এ ক্লিক করে বানিয়ে নিন নিজ নিজ ফটো কার্ড।

ভিডিওতে আরও বিস্তারিত নির্দেশনা দেয়া আছে।

ধন্যবাদ ও শুভেচ্ছান্তে
MAA-DU Office

𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐧𝐠 𝟓𝟏 𝐘𝐞𝐚𝐫𝐬 𝐨𝐟 𝐋𝐞𝐠𝐚𝐜𝐲, 𝐁𝐨𝐧𝐝 & 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞!Proud to be a part of the glorious journey of the 𝐃𝐞𝐩𝐚𝐫𝐭𝐦𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠,...
30/06/2025

𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐧𝐠 𝟓𝟏 𝐘𝐞𝐚𝐫𝐬 𝐨𝐟 𝐋𝐞𝐠𝐚𝐜𝐲, 𝐁𝐨𝐧𝐝 & 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞!

Proud to be a part of the glorious journey of the 𝐃𝐞𝐩𝐚𝐫𝐭𝐦𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠, 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐃𝐡𝐚𝐤𝐚.

প্রিয় অ্যালামনাই, বন্ধু-পরিজন এবং শুভানুধ্যায়ীগণ,মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অনার্স ২০ ব্যাচ (১৯৯১–৯২) সেশনের...
17/06/2025

প্রিয় অ্যালামনাই, বন্ধু-পরিজন এবং শুভানুধ্যায়ীগণ,

মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অনার্স ২০ ব্যাচ (১৯৯১–৯২) সেশনের প্রাক্তন ছাত্র, সহ-সভাপতি, নির্বাহী কমিটি, মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাবি (MAA-DU), প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, টিম গ্রুপ এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি, বিজিএমইএ - আবদুল্লাহ হিল রাকিব (আগস্ট ২৬, ১৯৭১ – জুন ০৯, ২০২৫) - এর প্রয়াণ-স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভায় আপনাদের সবাইকে শরীক হওয়ার জন্য অনুরোধ করছি।

🗓️ তারিখ ও সময়: শনিবার, জুন ২১, ২০২৫ | বিকাল ৪টা
📍 স্থান: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA) ফ্লোর, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়

আসুন আমরা সবাই একসাথে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করি।

অনুরোধ ও আয়োজনে:
📌 মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
📌 মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাবি (MAA-DU)

হৃদয়ে সদা উজ্জ্বল আব্দুল্লাহ হিল রাকিব - জানাজা এবং শেষ শ্রদ্ধা জ্ঞাপনপ্রয়াত আব্দুল্লাহ হিল রাকিব ভাই – একজন আদর্শ করপো...
13/06/2025

হৃদয়ে সদা উজ্জ্বল আব্দুল্লাহ হিল রাকিব - জানাজা এবং শেষ শ্রদ্ধা জ্ঞাপন

প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিব ভাই – একজন আদর্শ করপোরেট লিডার, সাবেক সিনিয়র সহ-সভাপতি, বিজিএমইএ, এবং আমাদের অত্যন্ত সম্মানিত ভাইস-প্রেসিডেন্ট, Marketing Alumni Association-MAA, University of Dhaka (MAA-DU)।

তাঁর কর্ম, নেতৃত্ব ও মানবিকতাই তাঁকে সকলের মাঝে বেঁচে রাখবে।

আমরা রাকিব ভাইর পরিবার এবং MAA-DU পরিবারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি - আসুন আগামীকাল, শনিবার, জুন ১৪, ২০২৫ ইং তারিখে রাকিব ভাইর নামাজে জানাজায় অংশগ্রহণ করি এবং দোয়া করি আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন।

𝐀 𝐇𝐞𝐚𝐫𝐭𝐛𝐫𝐞𝐚𝐤𝐢𝐧𝐠 𝐋𝐨𝐬𝐬 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 𝐀𝐥𝐮𝐦𝐧𝐢 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲With deep grief and unbearable sorrow, the Marketing Alumni Assoc...
09/06/2025

𝐀 𝐇𝐞𝐚𝐫𝐭𝐛𝐫𝐞𝐚𝐤𝐢𝐧𝐠 𝐋𝐨𝐬𝐬 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 𝐀𝐥𝐮𝐦𝐧𝐢 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲

With deep grief and unbearable sorrow, the Marketing Alumni Association-MAA, University of Dhaka mourns the sudden and tragic demise of Abdullah Hil Rakib — Managing Director of Team Group, former Senior Vice President of BGMEA, and our beloved 𝐕𝐢𝐜𝐞 𝐏𝐫𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐭.

إنا لله وإنا إليه راجعون (𝐈𝐧𝐧𝐚 𝐋𝐢𝐥𝐥𝐚𝐡𝐢 𝐖𝐚 𝐈𝐧𝐧𝐚 𝐈𝐥𝐚𝐢𝐡𝐢 𝐑𝐚𝐳𝐢𝐮𝐧)

An alumnus of the 1991–92 session (Honours 20th Batch), Department of Marketing, University of Dhaka, Mr. Rakib was more than just a leader — he was a brother, a mentor, and an inspiration to countless peers and juniors.

On 𝟗 𝐉𝐮𝐧𝐞 𝟐𝟎𝟐𝟓, around 𝟑:𝟎𝟔 𝐏𝐌 local time in 𝐎𝐧𝐭𝐚𝐫𝐢𝐨, 𝐂𝐚𝐧𝐚𝐝𝐚, he lost his life in a tragic 𝐛𝐨𝐚𝐭𝐢𝐧𝐠 𝐚𝐜𝐜𝐢𝐝𝐞𝐧𝐭 at 𝐒𝐭𝐮𝐫𝐠𝐞𝐨𝐧 𝐋𝐚𝐤𝐞, alongside his friend, fellow traveler and pilot 𝐒𝐚𝐢𝐟𝐮𝐳𝐳𝐚𝐦𝐚𝐧. Their sudden passing has left us in deep shock and mourning.

Mr. Rakib’s contributions to the RMG sector of Bangladesh, his leadership at BGMEA, and his tireless work in uplifting people and institutions will be remembered forever. His humility, kindness, and visionary spirit touched everyone he met.

We are shattered by this irreplaceable loss. Our thoughts and prayers are with his family, colleagues, and loved ones.

𝐌𝐚𝐲 𝐭𝐡𝐞 𝐀𝐥𝐦𝐢𝐠𝐡𝐭𝐲 𝐠𝐫𝐚𝐧𝐭 𝐡𝐢𝐦 𝐉𝐚𝐧𝐧𝐚𝐭𝐮𝐥 𝐅𝐞𝐫𝐝𝐨𝐮𝐬 𝐚𝐧𝐝 𝐩𝐞𝐚𝐜𝐞 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐚𝐟𝐭𝐞𝐫𝐥𝐢𝐟𝐞.

𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 𝐟𝐫𝐨𝐦 𝐌𝐀𝐀-𝐃𝐔!On this sacred occasion of Eid-ul-Adha, the Marketing Alumni Association, University of Dhaka ex...
07/06/2025

𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 𝐟𝐫𝐨𝐦 𝐌𝐀𝐀-𝐃𝐔!

On this sacred occasion of Eid-ul-Adha, the Marketing Alumni Association, University of Dhaka extends heartfelt wishes of peace, prosperity, and togetherness to all our cherished alumni.
May the values of this holy day inspire unity, gratitude, and enduring connections within our vibrant MAA-DU family. 🌙✨

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং এলামনাই এসোসিয়েশনের ( MAA- DU) নতুন নির্বাহী কমিটির শপথগ্রহণ ২৫ এপ্রিল, ২০২৫: ঢাকা বিশ্বব...
26/04/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং এলামনাই এসোসিয়েশনের ( MAA- DU) নতুন নির্বাহী কমিটির শপথগ্রহণ

২৫ এপ্রিল, ২০২৫: ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং এলামনাই এসোসিয়েশনের ( MAA- DU) ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটির শপথগ্রহণ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে গত ১৮ এপ্রিল ২০২৫, মার্কেটিং এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২০২৭ মেয়াদের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী , সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার মো. রাফিক হাসান।

নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন -তিনি বর্তমান ও প্রাক্তন এলামনাই এবং বিভাগের ছাত্র-ছাত্রীদের মধ্যে মেলবন্ধন তৈরি করে এক শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে এবং মার্কেটিং বিভাগের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি আরো বলেন -নতুন নির্বাহী কমিটি এলামনাইদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা এবং মার্কেটিং পেশার অগ্রগতিতে অবদান রাখার লক্ষ্যে কাজ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ , মার্কেটিং এলামনাই এসোসিয়েশনের প্রাক্তন ও বর্তমান এলামনাই এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীবৃন্দ ।

উল্লেখ্য ,১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৬ সালে মার্কেটিং এলামনাই এসোসিয়েশন (MAA- DU) যাত্রা শুরু করে।






Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Marketing Alumni Association-MAA, University of Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Marketing Alumni Association-MAA, University of Dhaka:

Share