03/06/2025
গ্রীষ্মের রেশ কাটতে না কাটতেই ক্যালেন্ডারে ঢুকে পড়েছে জুন। এ মাসের সূচনায়ই পবিত্র ঈদ-উল-আযহার প্রস্তুতি। কোরবানির হাট বসতে শুরু করেছে শহর থেকে গ্রাম—চারপাশে এখন গরুর ডাক, মানুষের ব্যস্ততা আর ঈদের আমেজ। ছোট্ট শিশুটির চোখে জ্বলজ্বল করে কোরবানির গরুর রঙিন দড়ি, আর তরুণের হাতে মোবাইল—তুলছে ছবি, করছে ভিডিও, ঘুরে দেখছে হাট।
এ মাস শুধু ঈদ নয়, বর্ষার আগমনী বার্তাও বয়ে আনছে। একদিকে গরমের তেজ এখনও হেলে পড়েনি, অন্যদিকে কখন যেন হঠাৎ মেঘ এসে নামে মাথার ওপরে—বৃষ্টি নামে, আবার থেমে যায়।
রাস্তাঘাটে কোরবানির পশুর হাটের কাঁদা আর যানজট যেন নগরজীবনের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই ঈদে শুধু গবাদিপশু নয়, কুরবানি হোক নিজের ভেতর তৈরি হওয়া পশুটিও। স্রষ্টা যেভাবে বৃষ্টি দিয়ে গবাদিপশুর রক্ত ধুয়ে দেন, একইভাবে যেন ধুয়ে দেন আমাদের গুনাহগুলোকে।
প্রিয় পাঠক,
ঈদের খুশির মাঝে যদি আপনার হৃদয়ে জমে থাকে কোনো অনুভূতির রেশ, কোনো স্মৃতি, কোনো গল্প, কবিতা, ভ্রমণ কিংবা পাঠ-অভিজ্ঞতা—তা হলে লিখে পাঠাতে পারেন আমাদের অনলাইন সাহিত্যপত্র প্যাপাইরাস–এর জুন সংখ্যার জন্য।
প্যাপাইরাসের পরবর্তী প্রকাশনা প্রকাশিত হবে ১৯ জুন, ২০২৫। চাইলে ঘুরে দেখে আসতে পারেন পত্রিকার পূর্ববর্তী প্রকাশনা থেকে :
লিংক : https://www.thepapyrus.org
লিখা পাঠানোর ঠিকানা-
মেইল : [email protected]
লিখা পাঠানোর শেষ সময় : ১৩জুন,২০২৫(রাত ১২টা)
The Papyrus - আমরা একদল শিক্ষার্থী – বর্তমান ও প্রাক্তন। প্রাক্তনদের মধ্যে কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ গবেষক, কেউ ব.....