
20/05/2025
এই বয়সেও রোনালদো গোল-স্কোরিং মেশিন’, বললেন ক্লাব বিশ্বকাপে জায়গা করে নেওয়া ব্রাজিলিয়ান দলটির কোচ।
ক্লাব বিশ্বকাপে খেলবেন ক্রিস্তিয়ানো রোনালদো? মার্কার খবরে তেমন কিছুরই আভাস। স্পেনের ক্রীড়া দৈনিকটি বলছে, ব্রাজিলিয়ান একটি ক্লাব থেকে আকর্ষণীয় প্রস্তাব পেয়েছেন পর্তুগিজ তারকা। কোন ক্লাব, সেটি অবশ্য নিশ্চিত নয়। তবে ক্লাব বিশ্বকাপে জায়গা করে নেওয়া ব্রাজিলিয়ান ক্লাব বতাফোগের কোচ হেনাতো পাইভা বলছেন, রোনালদোর মতো একজনকে দলে পাওয়ার সুযোগ মিললে লুফে নেবেন তারা।