প্রযুক্তির সূর্য

প্রযুক্তির সূর্য প্রযুক্তির সূর্য | একুশ শতকের ভাবনা হোক প্রযুক্তির !

03/07/2025

আপনি কি জানেন?
বাংলাদেশে ডাটা রিকভারি সার্ভিসের পেছনে একটি নাম সবসময় থেকেই এসেছে – "ডাটা রিকভারি স্টেশন"। (মিরপুর, ঢাকা)

২০১৪/১৫ সাল থেকে মাল্টিপ্লান সেন্টারের লেভেল ৮–এ যে ডাটা রিকভারি সার্ভিস চালু ছিল, তার ব্যাকএন্ড টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে আসছি - নাম ছিল না, ব্র্যান্ড ছিল অন্য, কিন্তু কাজ ছিল আমাদের।

বাংলাদেশের বহু নামী-দামি আইটি ফার্ম ও ডাটা রিকভারি ব্যানারের পিছনে আমরা ছিলাম এবং আছি টেকনিক্যাল পার্টনার হিসেবে। বলার মতো গর্ব - "Data Recovery Station" ছাড়া দেশের ডাটা রিকভারি ইন্ডাস্ট্রি কখনোই পূর্ণতা পায়নি।

বছর পর বছর আমরা কাজ করে গেছি নীরবে। আর সেই পথচলার অন্যতম কারিগর ও পথপ্রদর্শক –

মোঃ মাহবুব হোসেন শাহী, যিনি বাংলাদেশের ডাটা রিকভারি জগতের পরিচিত এক মুখ।

মানুষ জানুক, সত্য প্রকাশ পাক।

ডাটা রিকভারি স্টেশন – ১৭ বছরের যাত্রা, ১৪,০০০+ সফল কেস, দেশের একমাত্র ISO 9001:2015 সার্টিফাইড ডাটা রিকভারি প্রতিষ্ঠান।

আজ খেকে ২৫ বছর আগে আমাদের দুঃসাহসিক কাজ ছিলো এটা
02/07/2025

আজ খেকে ২৫ বছর আগে আমাদের দুঃসাহসিক কাজ ছিলো এটা

https://www.youtube.com/watch?v=iZ4k5HdsooM
02/07/2025

https://www.youtube.com/watch?v=iZ4k5HdsooM

্টগ্রামের হালিশহরে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব। আটক করা হয়েছে চক্রের মূল হোত....

আজকের প্রজন্ম ফোরামের আয়োজনে ২০১৭ সালে ১৩ মার্চ সকালে প্রয়ুক্তির সূর্য পত্রিকার প্রকাশনার ১৭ বছর উপলক্ষে পাবনায় তথ্য প্র...
30/06/2025

আজকের প্রজন্ম ফোরামের আয়োজনে ২০১৭ সালে ১৩ মার্চ সকালে প্রয়ুক্তির সূর্য পত্রিকার প্রকাশনার ১৭ বছর উপলক্ষে পাবনায় তথ্য প্রযুক্তির উন্নয়নে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভায় প্রযুক্তির সূর্যের প্রতিষ্ঠাতা সাংবাদিক খালেদ হোসেন পরাগ বলেন, তথ্য প্রযুক্তিতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততাই পারে পাবনাকে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে নিতে। তথ্য প্রযুক্তির উন্নয়নে সব শ্রেণী পেশার মানুষকে সচতন করার উদ্যোগের ব্যাপারে বলেন, পাবনায় তথ্য প্রযুক্তির উন্নয়নে পর্যায়ক্রমে বিভিন্ন স্কুলে তথ্য প্রযুক্তি পরিচিতি ও সচেতনতামূলক সেমিনারের আয়োজন করার প্রয়োজন এবং প্রযুক্তির সূর্যের স্লোগান “একুশ শতকের ভাবনা হোক প্রযুক্তির” এর বাস্তবায়ন।

30/06/2025
আজকের প্রজন্ম ফোরামের আয়োজনে ২০১৭ সালে ১৩ মার্চ সকালে প্রয়ুক্তির সূর্য পত্রিকার প্রকাশনার ১৭ বছর উপলক্ষে পাবনায় তথ্য প্র...
30/06/2025

আজকের প্রজন্ম ফোরামের আয়োজনে ২০১৭ সালে ১৩ মার্চ সকালে প্রয়ুক্তির সূর্য পত্রিকার প্রকাশনার ১৭ বছর উপলক্ষে পাবনায় তথ্য প্রযুক্তির উন্নয়নে আমাদের করনীয় শীর্ষক আলোচনার পর ফটোসেশন

২০০০ সালে ৫মার্চ বিকালে প্রয়ুক্তির সূর্য পত্রিকার প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পত্রিকার প্রকাশক তানজিনা হোসেন ইমা।
30/06/2025

২০০০ সালে ৫মার্চ বিকালে প্রয়ুক্তির সূর্য পত্রিকার প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পত্রিকার প্রকাশক তানজিনা হোসেন ইমা।

সুহৃদ, আসছে ১৬ অক্টোবর ২০২৪ বুধবার আমাদের প্রাণপ্রিয় জেলা পাবনার ১৯৬তম জন্মদিন। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধ...
15/10/2024

সুহৃদ,
আসছে ১৬ অক্টোবর ২০২৪ বুধবার আমাদের প্রাণপ্রিয় জেলা পাবনার ১৯৬তম জন্মদিন। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বিকাল ৪টায় প্রতিবছরের ন্যায় এবারো পাবনা জেলার জন্মদিন উদ্যাপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এই উপলক্ষ্যে ফায়ার ড্যান্স এর আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের সহকারী অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, চেয়ারম্যান, আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানব কল্যান ট্রাষ্ট, পাবনা।
আনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন আজকের প্রজন্ম ফোরামের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক খালেদ হোসেন পরাগ।
আজকের প্রজন্ম ফোরাম, পাবনা।
ফোন: ০১৭১১০১৬০১৮

Address

Ramna

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801728518668

Alerts

Be the first to know and let us send you an email when প্রযুক্তির সূর্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রযুক্তির সূর্য:

Share