MD NIZAM UDDIN 1.3

MD NIZAM UDDIN 1.3 ভালোবাসা হলো একটি অফুরন্ত রহস্য।

নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দী করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভো...
31/05/2025

নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দী করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিল। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁড়া জুতা দিয়ে পিটিয়ে যখন অপমান করা হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল! মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন, এই জাতি দুইশত বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ওভাবেই।

একটি মজার তথ্য দেই। লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন, নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুঁড়ত তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো। আরো চমকপ্রদ তথ্য হচ্ছে, প্রায় ১০ হাজার অশ্বারোহী, ৩০ হাজার পদাতিক এবং অসংখ্য কামান, গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা । কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্যসংখ্যা ছিলো মাত্র ৩ হাজার, যার মধ্যে ৯ শত জনই ছিল হাতেপায়ে ধরে নিয়ে আসা সৌখিন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না, এরা কোনোদিন যুদ্ধও করেনি।

এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন। কারণ, তিনি খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তিস্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই, বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দাগার মতো। যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায়, তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন? এছাড়াও, মীরজাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে, সিরাজকে পরাজিত করার পর এই বদমাশটি সহ বাকিগুলোর পরিণতিও তাদের নবাবের মতোই হবে এবং হয়েছেও তাই। ইতিহাস সাক্ষ্য দেয়, মীরজাফর, উমিচাঁদ, রায়বল্লভ, ঘষেটি বেগম সহ প্রত্যেকটি বেইমানের করুণ মৃত্যু হয়েছে।

রবার্ট ক্লাইভ মীরজাফরের বেঈমানির উপর ভরসা করে যুদ্ধ করতে আসেননি। তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে। তিনি জানতেন, যুদ্ধশেষে জনসম্মুখে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদনে দাঁত কেলাবে কিংবা হা করে চেয়ে চেয়ে দেখবে। তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয়াই যায়, বাঙালি জাতির মানসিকতা

25/05/2025

রাংগাবালী।

03/05/2025

চিৎ তৌৎ গং এই আরাকানি শব্দ থেকে চিটাগাং। এর মানে হলো "আর যুদ্ধ নয়।" সাতানব্বই বিলিয়ন বৈদেশিক ঋণ আর একুশ বিলিয়নের রিজার্ভ - যা দিয়ে বড়জোড় তিনমাস চলা যাবে - সব্জি কেনা যাবে - এই জমা খরচ নিয়ে যুদ্ধের প্রস্তুতি বহুদুরে - জীবনযুদ্ধেও ধরা খেতে হবে। গনি মিয়া একজন কৃষক। তার জমি চাষের গরু নাই কিন্তু ধার নিয়ে সে মেয়ের বিবাহ দেয়। তারপর সে দেউলিয়া হয়ে যায়। টেরাম টেরাম যুদ্ধ হবে - ছোটবেলায় একটা নাটকে দেখেছিলাম। এতো বছর পরে এসে কিছু লোক আবার টেরাম টেরাম যুদ্ধের ঢোল বাজায় - শত শত গনি মিয়া চারদিকে। মুরগির গিলা কলিজা লটপটি খাওয়া লোকজন সকাল বিকাল মুরগির গলা নিয়ে লডর ফডর গল্প করে। সেলিম আল দীনের নিমজ্জন নাটকের মতো তিন নদীর মোহনায় দাড়িয়ে দেখি এই শহর মৃতের শহর হতে চলেছে।
মিয়ানমার আমাদের একমাত্র এক্জিট রুট বাকি পৃথিবীর সাথে স্থলপথে। সেখানে যুদ্ধ হলে আমরা নিজেরাই ল‍্যান্ডলকড হয়ে যাবো। চট্টগ্রাম বন্দর নিরাপদ থাকবে না। আমাদের রপ্তানি বিপর্যস্ত হবে। গনিমিয়া আবার গনিমিয়া হয়ে যাবে।

বাউফল, দশমিনা, গলাচিপা,ও রাঙ্গাবালী - মানুষের আজ ২ মে, শোকের দিন!!! "" সালাউদ্দিন-২ লঞ্চ ডুবি ট্রাজেডি ""২০০২ সালের আজকে...
03/05/2025

বাউফল, দশমিনা, গলাচিপা,ও রাঙ্গাবালী - মানুষের
আজ ২ মে, শোকের দিন!!!

"" সালাউদ্দিন-২ লঞ্চ ডুবি ট্রাজেডি ""

২০০২ সালের আজকের এই দিনে দশমিনা,,গলাচিপা ও রাঙাবালী মানুষের ভিতর নেমে এসেছিল এক শোকের ছায়া। অনেক পরিবারের সদস্যদের প্রাণ কেড়ে নিয়েছিল লঞ্চ ডুবিতে।।

!! আপনাদের আপজন নিহতদের স্মরণে!!
( বিনম্র শ্রদ্ধা )...

16/04/2025

চিকিৎসা সেবায় বরিশালবাসী সর্বাধিক বঞ্চিত। চায়না ফ্রেন্ডশিপ হাসপাতালের সর্বোচ্চ দাবিদার বরিশাল।

05/04/2025

আলো

24/01/2024
💓❤
26/12/2023

💓❤

11/12/2023

ভালোবাসা কাকে বলে প্রশ্ন করো না যদি একটি মানুষ তার কর্মের মাধ্যমে বিশ্বের সব মানুষের মন জয় করতে পারে তাহলে আমি মনে করি সেটাই ভালোবাসা❤❤❤

N.M...💓💖
09/04/2023

N.M...💓💖

সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
21/02/2023

সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

Address

Rangabali

Telephone

+8801793582755

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD NIZAM UDDIN 1.3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share