18/10/2025
শোনো আমি সব সময় চেয়েছিলাম তোমার পাশে থাকতে, তোমার হাসির কারণ হতে, তোমার কাঁধে মাথা রেখে নির্ভার হতে... কিন্তু সময়, পরিস্থিতি আর বাস্তবতা- সব কিছুই কেমন যেন আমাদের মাঝখানে দেয়াল তুলে দিলো।
তুমি ভাবো আমি দূরে চলে গেছি, কিন্তু জানো? আমি এখনো তোমার প্রতিটা স্মৃতিতে বেঁচে আছি, আমি কোনোদিনই কাউকে তোমার জায়গায় বসাইনি, তোমার মতো করে কেউ আর আসেওনি। আমার কিছু কথা না বলা থেকে গেছে, তুমি শুনলে হয়তো কেঁদে ফেলবে...তবুও আজ এতদিন পর বলি-আমি এখনো তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি... নিঃশব্দে, নিঃশর্তে, নিঃসন্দেহে...