Mukul Kanti Tripura

Mukul Kanti Tripura I'm Mukul Kanti Tripura . I'm from Bangladesh.

Hambai TSF. Bosongni imotoi hamya jorago bakha karak khayoi kok sakalaimani bagoi. Ayuk lokthong TSF.
02/10/2024

Hambai TSF. Bosongni imotoi hamya jorago bakha karak khayoi kok sakalaimani bagoi. Ayuk lokthong TSF.

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এক ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষণ ও আদিবাসীদের উপর সন্ত্রাসী হামলা, দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

গতকাল (০১/১০/২০২৪ খি. মঙ্গলবার) খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর একজন ত্রিপুরা শিক্ষার্থী অত্র কলেজের সিভিল কন্সট্রাকশন এন্ড সেফটির বিভাগীয় প্রধান ও বিল্ডিং মেইনটেন্যান্স বিভাগের ইনস্ট্রাক্টর (শিক্ষক) আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা কর্তৃক ধর্ষণের শিকার হয়। শিক্ষার্থী প্রতিদিনের মতো গতকাল সকাল সাতটায় স্কুলে আসলে ধর্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা তাকে তার কোয়ার্টারের সামনে আসতে বলেন। শিক্ষার্থী সেখানে পৌঁছলে তাকে নিজ কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে কলেজে এই ঘটনা জানাজানি হলে তার সহপাঠীরা কলেজের সিনিয়র শিক্ষার্থীদের বিষয়টি জানালে তারা কলেজের অধ্যক্ষকে বিষয়টি অবগত করেন এবং তাকে (ভিকটিম) উদ্ধারের জন্য অনুরোধ করেন। প্রথমদিকে শিক্ষার্থীকে ধর্ষণকারী শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা নিজ কক্ষে তালা মেরে লুকিয়ে রেখে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে প্রায় ২ ঘন্টার পর শিক্ষক, অভিভাবক, সংবাদকর্মী ও শিক্ষার্থীদের সমন্বয়ে ১০ জনের একটি কমিটি গঠন করে মেয়েটিকে ধর্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানার রুম থেকে উদ্ধার করা হয়। এরপর কলেজের বিক্ষুব্ধ ছাত্র জনতা ধর্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে গণপিটুনি দেয়। পরে গণপিটুনিতে আহত ধর্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পুলিশের হাতে সোপর্দ করে। পরবর্তীতে তাকে খাগড়াছড়ির আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার, মহাজনপাড়া ও উপালি পাড়া এলাকায় দূস্কৃতকারী সেটলার বাঙালিরা দেশীয় অস্ত্র দিয়ে স্থানীয় আদিবাসীদের উপর হামলা আদিবাসীদের দোকানপাট, হোটেল ও ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করেন। এই ঘটনায় ৫ জন আদিবাসী আহত হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য বিকাল ৩ টা থেকে অনির্দিষ্টকালের জন্য সদর উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। কিন্তু তারপরেও সন্ধ্যায় সেটলার বাঙালিরা ১৪৪ ধারা ভঙ্গ করে পানখাইয়া পাড়া রোডস্থ চাইলাউ পাড়া এলাকায় স্থানীয় আদিবাসীদের দোকানপাট ভাঙচুর, লুটপাট, বৌদ্ধমুর্তি ভাঙচুর ও অগ্নি সংযোগ করে।

এই ঘটনায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সাথে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি করছে।

প্রশাসনের নিকট আমাদের দাবী:
১. ধর্ষণের শিকার শিক্ষার্থী (ভিকটিম) ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২. আদিবাসীদের ওপর হামলা ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহন করতে হবে।
৩. হামলায় আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
৪. হামলায় ক্ষতিগ্রস্ত স্থানীয় আদিবাসীদের দোকানপাট ও হোটেল মালিকদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
৫. সকল শিক্ষা প্রতিষ্ঠানে আদিবাসী শিক্ষার্থী/ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বার্তা প্রেরক
স্বাক্ষরিত
শেমন ত্রিপুরা
দপ্তর সম্পাদক
ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ

প্রিয় রাঙ্গামাটি...
16/11/2023

প্রিয় রাঙ্গামাটি...

অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা  মাননীয় চেয়ারম্যান মহোদয়। শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সুন্দর সময় প্রদানের জন্য।  আমাদের সাহিত্য-...
04/07/2023

অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় চেয়ারম্যান মহোদয়। শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সুন্দর সময় প্রদানের জন্য। আমাদের সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে আপনার অবদান অপরিসীম। আপনিই আমাদের অনুপ্রেরণা ও সাহসের প্রতীক। শুভকামনা সবসময় স্যার।

27/06/2023

প্রয়াত সংগীতজ্ঞ সুরেন্দ্র লাল ত্রিপুরার আরেকটি জনপ্রিয় গান 'হানি মাচাং চানি হা, চানি হতৈ করৈ খা' । গেয়েছে শান্তু ত্রিপুরা ও ইম্ফল ত্রিপুরা।

27/06/2023

'বাংলাদেশ এক রক্তিম সূর্যের নাম' প্রয়াত সুরেন্দ্র লাল ত্রিপুরার আরেকটি গান। নতুন করে সুর দিয়েছিলেন শ্রদ্ধেয় সংগীতজ্ঞ মনোজ বাহাদুর গুর্খা।

বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পী ও লেখক প্রয়াত সুরেন্দ্র লাল ত্রিপুরাকে উৎসর্গ করা একটি সংকলনের নাম রঁ-দে-ভূ( Ren-Dez-Vou...
26/06/2023

বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পী ও লেখক প্রয়াত সুরেন্দ্র লাল ত্রিপুরাকে উৎসর্গ করা একটি সংকলনের নাম রঁ-দে-ভূ( Ren-Dez-Vous)। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'রঁ-দে-ভু' এর তৃতীয় সংকলন। প্রধান সম্পাদক ছিলেন বাবু নন্দ কিশোর চাকমা, সম্পাদনায় বাবু রিপন চাকমা আর সহ- সম্পাদনায় ছিলেন পার্থ দেওয়ান, বাবু কাঞ্চন চাকমা, বাবু রিকো খীসা, বাবু সুজশ চাকমা। প্রকাশকাল- ২৩ আগস্ট, ২০০২ ইং। সংকলনটি পাহাড়ের সাহিত্যের আকাশে একটি অনন্য তারকা।

26/06/2023

প্রয়াত সুরেন্দ্র লাল ত্রিপুরার বিখ্যাত কবিতা 'একটি বিস্মৃত ইতিহাস'। আবৃত্তি করছেন পূর্ণা চাকমা।

26/06/2023

প্রয়াত সংগীতজ্ঞ সুরেন্দ্র লাল ত্রিপুরার একটি দেশাত্মবোধক গান 'লাল সূর্যের দেশ'। তাঁর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমবেত কন্ঠে একটি চমৎকারপরিবেশনা।

25/06/2023

প্রয়াত লেখক, গীতিকার, সুরকার ও সঙ্গীতজ্ঞ শ্রদ্ধেয় জেঠু সুরেন্দ্র লাল ত্রিপুরার গান 'তুনুই তামা সাল বুজিমানলিয়া' আজও জীবন্ত। তাঁর ৮৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গানটি শ্রুতিমধুর কন্ঠে গাইলেন তাঁরই সুযোগ্য নাতনী প্রেরণা রোয়াজা।



25/06/2023

পার্বত্য চট্টগ্রামের বরেণ্য ব্যক্তিত্ব প্রয়াত শ্রদ্ধেয় সুরেন্দ্র লাল ত্রিপুরার ত্রিপুরা ভাষায় লেখা 'হান্দুগিরি' কবিতাটি আবৃত্তি করছেন জিমি ত্রিপুরা। বিনম্র শ্রদ্ধা প্রয়াত লেখক।

"হারিয়ে যেতে যেতে যদিস্বপ্নগুলো ইশারা দেয় আজি,ছুটে এসো আমার আঙ্গিনায়, রেখে দেবো হৃদয়ের মণিকোথায়....-মুকুল
23/06/2023

"হারিয়ে যেতে যেতে যদি
স্বপ্নগুলো ইশারা দেয় আজি,
ছুটে এসো আমার আঙ্গিনায়,
রেখে দেবো হৃদয়ের মণিকোথায়....
-মুকুল

Address

Rangamati

Alerts

Be the first to know and let us send you an email when Mukul Kanti Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mukul Kanti Tripura:

Share