11/10/2025
সীরাত-এ গাউছে পাক (..رحمت لله)
@১ম পর্ব@
আবদুল কাদের জিলানী ছিলেন একজন সুন্নি মুসলিম ধর্মপ্রচারক, তপস্বী এবং মরমী। তিনি ৪৭০ হিজরিতে (১০৭৫ খ্রিস্টাব্দ) রমজান মাসে জন্মগ্রহণ করেন এবং হাম্বলী মাযহাবের একজন প্রখ্যাত ধর্মতত্ত্ববিদ ছিলেন। তিনি "গাউসুল আযম" এবং "বড়পীর" নামে পরিচিত এবং ইসলামের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত।
#নামঃ
আবু মুহাম্মদ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী।
#উপাধিঃ
গাউসে পাক, বড় পীর, মহিউস সুন্নাহ, কুতুবে রব্বানী, কুতুবে সামদানী, মাহবুব সুবহানী, ইমামুল আউলিয়া, সৈয়দ,মীর, পীর, কামিউল বিদআত,নূরে হাক্কানী, পিরানে পীর, জিলানী।
[সীরাতে গাউসুস সাকালাঈন: পৃ;৫৮]
#পিতা-মাতাঃ
আবু সালেহ মুছা জঙ্গী ও সাইয়েদা উম্মুল খায়ের ফাতেমা
#বংশঃ
জন্মঃ আব্দুল কাদের হিজরি ৪৭০ সনের রমজান মাসের ১ তারিখে ইরানের জিলান জেলার কাসপিয়ান সমুদ্র উপকূল নাইদ নামক স্থানে জন্ম গ্রহণ করেন। তিনি (রঃ) ইমাম হাসান (রাদ্বিঃ) এঁর ১১তম নাতি।
[ বাহজাতুল আসরার: পৃ;১৭১]
#প্রাথমিক শিক্ষাঃ
অতি ছোটকালে পিতা হারিয়ে নানার বাড়িতেই বেড়ে ওঠা ও বাল্যশিক্ষা লাভ করেন।
পরবর্তীতে, ৪৮৮ হিজরী ১৮ বছরের যুবক আব্দুল কাদির উচ্চ শিক্ষার জন্য বাগদাদ গমন করেন।
#শিক্ষকঃ
ক) হেফজঃ
হাফেজ আবু তালেব বিন ইউসুফ (রঃ)'র তত্ত্বাবধানে কোরআন হেফজের শুনানী করেন।
খ) ইলমে ফিকহঃ
শায়খ আবু সাঈদ ইবনে মোবারক মাখজুমী, আবুল ওয়াফা আলী ইবনে আকিল ও আবু মোহাম্মদ ইবনে হুসাইন ইবনে মুহাম্মদ (রঃ) নিকট ফিকহ শিক্ষা গ্রহণ।
গ) ইলমে হাদিসঃ
আবু সাঈদ ইবনে আব্দুল করিম, আবুল গানায়েম মোহাম্মদ ইবনে আলী ইবনে মুহাম্মদ (রঃ) ইলমে হাদিসের জ্ঞান অর্জন করেন।
ঘ) উচ্চতর সাহিত্যঃ
আবু জাকারিয়া তাবরেজী (র) নিকট আরবি সাহিত্যের উচ্চতর জ্ঞান লাভ করেন।
ঙ) আধ্যাত্মিকতাঃ
বাহ্যিক ও আধ্যাত্মিক জ্ঞান অর্জনে প্রথম দিকে শিক্ষা নেন শায়খ হাম্মাদ বিন মুসলিম দাব্বাস (র)'র নিকট। তারপর মুরিদ হন যুগশ্রেষ্ঠ সাধক ও শায়েখ আবু সাঈদ মোবারক মাখযুমী (প্রথমে শিক্ষা নেন শায়খ হাম্মাদ বিন মুসলিম দাব্বাস (র)। তারপর মুরিদ হন যুগশ্রেষ্ঠ সাধক ও শায়েখ আবু সাঈদ মোবারক মাখযুমী (প্রথমে শিক্ষা নেন শায়খ হাম্মাদ বিন মুসলিম দাব্বাস (র)। তারপর মুরিদ হন যুগশ্রেষ্ঠ সাধক ও শায়েখ আবু সাঈদ মোবারক মাখযুমী (রঃ)'র নিকট।
কঠিন তপস্যা কঠোর পরিশ্রম রিয়াজত, মুজাহাদা -মোশাহাদার মাধ্যমে কাটিয়ে দেন দীর্ঘ ২৫ বছর।
পীর ও শায়েখ মাখজুমী (রঃ) নিজ মাদ্রাসার দায়িত্ব মুরিদ গাউছে পাক (রঃ) এ৺র উপর অর্পণ করে অবসরে যান।
#ইলমের গভীরতা:
শায়খ আব্দুল ওয়াহাব শারানী, শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী, আল্লামা মোহাম্মদ বিন ইয়াহিয়া হালাবি (রঃ) লিখেন, তিনি (রঃ) বিভিন্ন জগৎ বিখ্যাত শায়েখের নিকট থেকে ইলমে কেরাত, তাফসির, হাদিস,আকাইদ, ইলমে কালাম, ইলমে ফিরাসাত (মনোবিদ্যা), ইলমে আনসাব (বংশ বিদ্যা), তারিখ (ইতিহাস বিদ্যা), ইলমুন নাহু, ইলমে আদব (সাহিত্য), ইলমে লুগাত, ইলমে উরূজ (ছন্দবিদ্যা), ইলমে মোনাজিরা (তর্ক শাস্ত্র) সহ মোট ১৩টি শাখায় পান্ডিত্য অর্জন করেন।
[আখবারুল আখইয়ার: পৃ;১১]
এভাবে সুদীর্ঘ ৫০ বছর শরীয়ত ও তরিকতের জ্ঞান অর্জনে নিজেকে আত্ম নিয়োগ করেন।
মহান আল্লাহ এমন প্রিয় বান্দাদেরকে উদ্দেশ্য করেই বলেন,
صِبۡغَۃَ اللّٰهِ ۚ وَ مَنۡ اَحۡسَنُ مِنَ اللّٰهِ صِبۡغَۃً ۫ وَّ نَحۡنُ لَهٗ عٰبِدُوۡنَ
(বল,) আমরা আল্লাহর রং গ্রহণ করলাম। আর রং এর দিক দিয়ে আল্লাহর চেয়ে কে অধিক সুন্দর?
[বাকারা:১৩৮]
অর্থাৎ, সার্থক হয় রিয়াজত পূর্ণতা পায় কঠোর সাধনা।
চলবে....