শানে রেসালাত

শানে রেসালাত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শানে রেসালাত, Digital creator, Rangamati.

15/10/2025

মদের বোতলের গায়ে "হালাল মদ" লিখলে
মদ যেমন হালাল হয় না
তেমনি যে কোনো দলের নামের সামনে পিছনে ইসলাম লাগালেই,
ইসলামী দল হয় না।

সীরাত-এ গাউছে পাক (..رحمت لله)@১ম পর্ব@আবদুল কাদের জিলানী ছিলেন একজন সুন্নি মুসলিম ধর্মপ্রচারক, তপস্বী এবং মরমী। তিনি ৪৭...
11/10/2025

সীরাত-এ গাউছে পাক (..رحمت لله)
@১ম পর্ব@
আবদুল কাদের জিলানী ছিলেন একজন সুন্নি মুসলিম ধর্মপ্রচারক, তপস্বী এবং মরমী। তিনি ৪৭০ হিজরিতে (১০৭৫ খ্রিস্টাব্দ) রমজান মাসে জন্মগ্রহণ করেন এবং হাম্বলী মাযহাবের একজন প্রখ্যাত ধর্মতত্ত্ববিদ ছিলেন। তিনি "গাউসুল আযম" এবং "বড়পীর" নামে পরিচিত এবং ইসলামের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত।
#নামঃ
আবু মুহাম্মদ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী।

#উপাধিঃ
গাউসে পাক, বড় পীর, মহিউস সুন্নাহ, কুতুবে রব্বানী, কুতুবে সামদানী, মাহবুব সুবহানী, ইমামুল আউলিয়া, সৈয়দ,মীর, পীর, কামিউল বিদআত,নূরে হাক্কানী, পিরানে পীর, জিলানী।

[সীরাতে গাউসুস সাকালাঈন: পৃ;৫৮]

#পিতা-মাতাঃ
আবু সালেহ মুছা জঙ্গী ও সাইয়েদা উম্মুল খায়ের ফাতেমা
#বংশঃ
জন্মঃ আব্দুল কাদের হিজরি ৪৭০ সনের রমজান মাসের ১ তারিখে ইরানের জিলান জেলার কাসপিয়ান সমুদ্র উপকূল নাইদ নামক স্থানে জন্ম গ্রহণ করেন। তিনি (রঃ) ইমাম হাসান (রাদ্বিঃ) এঁর ১১তম নাতি।
[ বাহজাতুল আসরার: পৃ;১৭১]

#প্রাথমিক শিক্ষাঃ
অতি ছোটকালে পিতা হারিয়ে নানার বাড়িতেই বেড়ে ওঠা ও বাল্যশিক্ষা লাভ করেন।
পরবর্তীতে, ৪৮৮ হিজরী ১৮ বছরের যুবক আব্দুল কাদির উচ্চ শিক্ষার জন্য বাগদাদ গমন করেন।
#শিক্ষকঃ
ক) হেফজঃ
হাফেজ আবু তালেব বিন ইউসুফ (রঃ)'র তত্ত্বাবধানে কোরআন হেফজের শুনানী করেন।

খ) ইলমে ফিকহঃ
শায়খ আবু সাঈদ ইবনে মোবারক মাখজুমী, আবুল ওয়াফা আলী ইবনে আকিল ও আবু মোহাম্মদ ইবনে হুসাইন ইবনে মুহাম্মদ (রঃ) নিকট ফিকহ শিক্ষা গ্রহণ।

গ) ইলমে হাদিসঃ
আবু সাঈদ ইবনে আব্দুল করিম, আবুল গানায়েম মোহাম্মদ ইবনে আলী ইবনে মুহাম্মদ (রঃ) ইলমে হাদিসের জ্ঞান অর্জন করেন।

ঘ) উচ্চতর সাহিত্যঃ
আবু জাকারিয়া তাবরেজী (র) নিকট আরবি সাহিত্যের উচ্চতর জ্ঞান লাভ করেন।

ঙ) আধ্যাত্মিকতাঃ
বাহ্যিক ও আধ্যাত্মিক জ্ঞান অর্জনে প্রথম দিকে শিক্ষা নেন শায়খ হাম্মাদ বিন মুসলিম দাব্বাস (র)'র নিকট। তারপর মুরিদ হন যুগশ্রেষ্ঠ সাধক ও শায়েখ আবু সাঈদ মোবারক মাখযুমী (প্রথমে শিক্ষা নেন শায়খ হাম্মাদ বিন মুসলিম দাব্বাস (র)। তারপর মুরিদ হন যুগশ্রেষ্ঠ সাধক ও শায়েখ আবু সাঈদ মোবারক মাখযুমী (প্রথমে শিক্ষা নেন শায়খ হাম্মাদ বিন মুসলিম দাব্বাস (র)। তারপর মুরিদ হন যুগশ্রেষ্ঠ সাধক ও শায়েখ আবু সাঈদ মোবারক মাখযুমী (রঃ)'র নিকট।
কঠিন তপস্যা কঠোর পরিশ্রম রিয়াজত, মুজাহাদা -মোশাহাদার মাধ্যমে কাটিয়ে দেন দীর্ঘ ২৫ বছর।

পীর ও শায়েখ মাখজুমী (রঃ) নিজ মাদ্রাসার দায়িত্ব মুরিদ গাউছে পাক (রঃ) এ৺র উপর অর্পণ করে অবসরে যান।

#ইলমের গভীরতা:
শায়খ আব্দুল ওয়াহাব শারানী, শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী, আল্লামা মোহাম্মদ বিন ইয়াহিয়া হালাবি (রঃ) লিখেন, তিনি (রঃ) বিভিন্ন জগৎ বিখ্যাত শায়েখের নিকট থেকে ইলমে কেরাত, তাফসির, হাদিস,আকাইদ, ইলমে কালাম, ইলমে ফিরাসাত (মনোবিদ্যা), ইলমে আনসাব (বংশ বিদ্যা), তারিখ (ইতিহাস বিদ্যা), ইলমুন নাহু, ইলমে আদব (সাহিত্য), ইলমে লুগাত, ইলমে উরূজ (ছন্দবিদ্যা), ইলমে মোনাজিরা (তর্ক শাস্ত্র) সহ মোট ১৩টি শাখায় পান্ডিত্য অর্জন করেন।
[আখবারুল আখইয়ার: পৃ;১১]

এভাবে সুদীর্ঘ ৫০ বছর শরীয়ত ও তরিকতের জ্ঞান অর্জনে নিজেকে আত্ম নিয়োগ করেন।

মহান আল্লাহ এমন প্রিয় বান্দাদেরকে উদ্দেশ্য করেই বলেন,
صِبۡغَۃَ اللّٰهِ ۚ وَ مَنۡ اَحۡسَنُ مِنَ اللّٰهِ صِبۡغَۃً ۫ وَّ نَحۡنُ لَهٗ عٰبِدُوۡنَ
(বল,) আমরা আল্লাহর রং গ্রহণ করলাম। আর রং এর দিক দিয়ে আল্লাহর চেয়ে কে অধিক সুন্দর?
[বাকারা:১৩৮]

অর্থাৎ, সার্থক হয় রিয়াজত পূর্ণতা পায় কঠোর সাধনা।
চলবে....

💚🥰💚..........  সম্পর্কে দশটি অজানা তথ্য১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: BMW , বায়েরিশে মটোরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখে, জ...
11/10/2025

💚🥰💚.......... সম্পর্কে দশটি অজানা তথ্য১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: BMW , বায়েরিশে মটোরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখে, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।৭. টেকসই অনুশীলন: বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।৯। ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মালিক, বিভিন্ন ধরণের অটোমোটিভ স্বাদ এবং বিলাসবহুল সেগম

আসলেই বুঝতাম না🥲
10/10/2025

আসলেই বুঝতাম না🥲

10/10/2025
মৌলভীর কোরআনিক কোনো জ্ঞানই নেই!যদি সামান্যতম জ্ঞানও থাকতো, তাহলে নবীজী ﷺ-কে “সাংবাদিক” বলার দুঃসাহস কখনো দেখাতো না!📖 আল্...
09/10/2025

মৌলভীর কোরআনিক কোনো জ্ঞানই নেই!
যদি সামান্যতম জ্ঞানও থাকতো, তাহলে নবীজী ﷺ-কে “সাংবাদিক” বলার দুঃসাহস কখনো দেখাতো না!

📖 আল্লাহ তাআলা বলেন:

> “তোমরা রাসূলের আহ্বানকে নিজেদের মধ্যে একে অপরের আহ্বানের মতো করো না…”
সূরা নূর (২৪:৬৩)
لَا تَجْعَلُوا دُعَاءَ الرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَاءِ بَعْضِكُم بَعْضًا...

🕌 ব্যাখ্যা:
মুফাসসিরগণ বলেন—
রাসূল ﷺ-কে তাঁর মর্যাদা অনুযায়ী ডাকতে হবে;
নাম ধরে, সাধারণভাবে বা অসম্মানজনকভাবে ডাকা কঠোরভাবে নিষিদ্ধ।
বরং বলা উচিত —
“ইয়া রাসূলাল্লাহ ﷺ”, “ইয়া নবিয়াল্লাহ ﷺ” —
এটাই আদব, এটাই সুন্নাহ, এটাই ঈমানের শুদ্ধতার নিদর্শন।

💬 নবীজী ﷺ সম্পর্কে কটুক্তি মানে শুধু অজ্ঞতা নয়,
বরং অন্তরের রোগের প্রকাশ!

কইব কি তাঁর প্রেমের কথা কইতে না জুড়াই।অমূল্য ধন, গুরুর চরণ, কাঙ্গালে লয়ে খেলায়।রাজা বাদশা পায় না তারে, সামান্য ধনের বিকা...
07/10/2025

কইব কি তাঁর প্রেমের কথা কইতে না জুড়াই।
অমূল্য ধন, গুরুর চরণ, কাঙ্গালে লয়ে খেলায়।

রাজা বাদশা পায় না তারে, সামান্য ধনের বিকারে,
কাঙ্গাল সে ধন তুচ্ছ ক'রে, সদানন্দে দিন কাঁটায়।

পাইতে শুধু আনন্দ, জগৎ ভরে এত দ্বন্দ্ব,
দ্বীনের কাছে সে ধন বন্ধ, পায় না তারে দালান কোঠায়।

মণি মুক্তা যতই বল, শান্তি বিনা সব বিফল,
সব ছেড়ে দে' হরি বল, শান্তি ফল পাবে তায়।

কুড়ে ঘর কি গাছের তলা, বাসা করে রও নিরালা,
একলা মনে নামের মালা, জপ যে'য়ে সর্বদা

যে ধন না পায় জগৎ মূল্যে, সে ধন পাবে অবহেলে,
কয় মনোমোহন দীন কাঙ্গালে, এমনি ভাবে দিন যেন যায়।

আতায়ে রাসূল, খাজা গরিবে নেওয়াজ, সুলতান-উল-হিন্দ, হযরত খাজা মূঈনুদ্দিন চিশতী (রহঃ)-এর শানে অবমাননাকর বক্তব্য কোনোভাবেই ...
26/03/2025

আতায়ে রাসূল, খাজা গরিবে নেওয়াজ, সুলতান-উল-হিন্দ, হযরত খাজা মূঈনুদ্দিন চিশতী (রহঃ)-এর শানে অবমাননাকর বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না!

জাহেল বক্তা মুস্তাকুন্নবী কাসেমীর এহেন কটূক্তির বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে!

📢 আসুন, সকল আশিকানে খাজা ঐক্যবদ্ধ হই এবং এই অপবক্তার বিরুদ্ধে রুখে দাঁড়াই!

#প্রতিবাদ_জানাই
#আশিকানে_খাজা

23/03/2025

এটা আসলেই খুব দুঃখজনক ঘটনা! এই রিপোর্টারের প্রশ্নের ধরন সম্পূর্ণভাবে অবিবেচনাপ্রসূত এবং মানুষের অনুভূতির প্রতি অবহেলাপূর্ণ ছিল।

শপিংয়ের বাজেট নিয়ে এমন একটি প্রশ্ন একজন সাধারণ মানুষের আত্মসম্মানকে আঘাত করতে পারে, সেটা কেন রিপোর্টার বুঝলেন না? একদিকে আমরা কথা বলছি মানবিকতার, সহানুভূতির, আর অন্যদিকে এমন প্রশ্ন আমাদের সমাজে যে শ্রেণীগত বৈষম্য এবং অমানবিকতা বাড়িয়ে তোলে, তা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ।

সাংবাদিকতা বা রিপোর্টিং শুধুমাত্র তথ্য সংগ্রহের কাজ নয়, এটা দায়িত্বের বিষয়। একজন রিপোর্টারকে বুঝতে হবে কবে প্রশ্ন করা উচিত এবং কখন থামা উচিত। প্রশ্নের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া নয়, বরং সচেতনতা সৃষ্টি করা উচিত।

এই ধরনের অবমাননাকর আচরণের তীব্র প্রতিবাদ জানাই। মানবিক অনুভূতি এবং সম্মান সবাইকে দেওয়ার আগে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে।

#মানবিকতা #অবিবেচনাপ্রসূতপ্রশ্ন #বিবেক #সাংবাদিকতাদায়িত্ব

সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরী হিসেবে জেগে উঠার সময় হয়ে গেছে
21/03/2025

সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরী হিসেবে জেগে উঠার সময় হয়ে গেছে

21/03/2025

মার্কিন রণতরীর পর এবার ই_স_রা_ই_লের বিমানবন্দরে ক্ষে_প_ণা_স্ত্র

ফিলিস্তিন এক পরিবার,,,,🥲😥
20/03/2025

ফিলিস্তিন এক পরিবার,,,,🥲😥

Address

Rangamati

Telephone

+8801622420139

Website

Alerts

Be the first to know and let us send you an email when শানে রেসালাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শানে রেসালাত:

Share