
25/03/2022
আপনি কাজ শিখেও মার্কেটপ্লেস এ কাজ পাচ্ছেন না? হতাশা হওয়ার কোন কারণ নেই। আমরা এনে দিচ্ছি বায়ার।
# রিভিউ_কেন_দরকার ?
এখন প্রতিযোগিতার সময়ে দক্ষ হওয়া সত্তেও আগেরমত একাউন্ট খুলেই কাজ পাওয়া যায়না, কেননা একজন দক্ষ ও ভাল রিভিউ পাওয়া সেলার থাকতে, নতুন সেলারকে সাধারণত কেউ অর্ডার করবেনা।
তাই নিজেকে কিছুটা দক্ষ প্রমান সহ নিম্ন কিছু কারনে কয়েকটা রিভিউ থাকা অত্যান্ত জরুরী।
➤রিভিউ এর সুবিধা-
আপনার গিগ এর ইম্প্রেশন ও ক্লিক বাড়বে।
ভাল রিভিউ দেখে রিয়েল বায়ার আপনাকে দক্ষ মনে করবে এবং মেসেজ ও অর্ডার করবে।
নতুন সেলার অর্ডার পেলে ফাইভার তাকে রিকমান্ড করে এবং র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে।
আমরা বিভিন্ন দেশের ভেরিফাইড বায়ার একাউন্ট হতে রিভিউ সেল করে থাকি।
অর্ডার পদ্ধতি-
লিংক হতে অর্ডার।
ট্যাগ সার্চের মাধ্যমে অর্ডার।
কাস্টম অর্ডার।
অসংখ্য বায়ার একাউন্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন একাউন্ট থেকে অর্ডার করা হবে। Inbox Us for any info.
ফোনঃ ০১৭৯০৯৯৫০৮৬