
26/08/2022
প্রবাদমতে, সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা তার রাজ্যের নাম দিয়েছিলেন সিংহ শহর। কারণ তিনি নাকি দ্বীপে একটি সিংহ দেখেছিলেন এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে তিনি এটি দেখেছিলেন।
তবে প্রাণীবিজ্ঞানীদের বিশ্বাস, সিঙ্গাপুরে কখনও সিংহ ছিলো না। তিনি হয়তো বাঘ কিংবা বড় প্রজাতির বিড়াল দেখেছিলেন। তবে বাঘ দেখার সম্ভাবনা বেশি। কারন সিঙ্গাপুরে প্রতিবেশী ভূখণ্ড মালেশিয়ায় তখন প্রচুর বাঘ ছিলো।