JT Jisan

JT Jisan নিজেকে সবসময় ভালো কাজে নিয়োজিত রাখুন।
পেইজটাকে লাইক ও ফ্লো দিয়ে পাশে থাকবেন।

☸️শ্রাবণী পূর্ণিমার তাৎপর্য ☸️শ্রাবণী পূর্ণিমা বৌদ্ধ ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। বৌদ্ধ সাহিত্যে এদি...
08/08/2025

☸️শ্রাবণী পূর্ণিমার তাৎপর্য ☸️

শ্রাবণী পূর্ণিমা বৌদ্ধ ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। বৌদ্ধ সাহিত্যে এদিনের সাথে বিজড়িত রয়েছে নানা ঘটনাবলী। আজ সে বিষয়ে এখানে সংক্ষেপে আলোকপাত করব।

১) থেরবাদী বৌদ্ধ পরম্পরায় দু’প্রকার বর্ষাবাসের প্রচলন রয়েছে। একটিকে বলা হয় প্রথম বর্ষাবাস (পুরিমা বস্সা) এবং অন্যটিকে বলা হয় দ্বিতীয় বর্ষাবাস (পচ্ছিম বস্সা)। প্রথম বর্ষাবাস শুরু হয় আষাঢ়ী পূর্ণিমায় এবং দ্বিতীয় বর্ষাবাস শুরু হয় শ্রাবণী পূর্ণিমায়। অর্থাৎ আজ হতে দ্বিতীয় বর্ষাবাস প্রারম্ভ হয়। প্রথম বর্ষাবাসিক ভিক্ষু-ভিক্ষুণীরা বর্ষাবাস সমাপ্ত করবেন আশ্বিনী পূর্ণিমায় এবং দ্বিতীয় বর্ষাবাসিক ভিক্ষু-ভিক্ষুণীরা বর্ষাবাস শেষ করবেন কার্তিকী পূর্ণিমায়। তবে কঠিন চীবর লাভ করবেন কেবল প্রথম বর্ষাবাসিক ভিক্ষু-ভিক্ষুণীগণ। দ্বিতীয় বর্ষাবাসিক ভিক্ষু-ভিক্ষুণীগণ কঠিন চীবর লাভের অযোগ্য হন। কারণ আশ্বিনী পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত যে একমাস কঠিন চীবর দানের সময় সীমা নির্ধারণ করা রয়েছে সেসময় দ্বিতীয় বর্ষাবাসিক ভিক্ষু-ভিক্ষুণীগণ বর্ষাবাসেই থাকবেন। কার্তিক পূর্ণিমায় বর্ষাবাস যখন শেষ করবেন তখন কঠিন চীবর দানের সময় সীমাই সমাপ্ত হয়ে যাবে।

২) আজকের দিনে ভগবান বুদ্ধ করণীয় মৈত্রীসূত্র শিক্ষা দিয়েছিলেন।

খুদ্দক পাঠ অর্থকথা পরমার্থ জোতিকায় উল্লিখিত হয়েছে যে, আষাঢ়ী পূর্ণিমায় পাঁচশত ভিক্ষু ভগবানের নিকট হতে ধ্যানের কর্মস্থান গ্রহণ করে শ্রাবস্তীর সন্নিকটে অরণ্যে চলে গিয়েছিলেন সেখানে তিনমাস বর্ষাবাস উদযাপন করার জন্য। অরণ্যে তাঁরা এক প্রাচীন বড় বৃক্ষের নীচে বর্ষাবাস অধিষ্ঠান করে অবস্থান করছিলেন। যে বৃক্ষের নীচে তাঁরা বর্ষাবাস অধিষ্ঠান করেছেন সে বৃক্ষে বসবাস করছিল কিছু বৃক্ষদেবতা। তাঁরা ভিক্ষুদেরকে নীচে রেখে নিজেরা উপরে অবস্থান করা অশোভন হবে মনে করে সবাই নিজেদের দিব্য বিমান ছেড়ে নীচে চলে আসলেন। প্রথমে তাঁরা মনে করেছিলেন ভিক্ষুরা হয়তো কোথাও যাত্রা পথে এখানে বিশ্রাম নিয়ে আবার গন্তব্যে চলে যাবেন। কিন্তু কয়েকদিন অপেক্ষা করার পরও সেখানে ভিক্ষুরা অবস্থান করছেন দেখে বুঝতে পারলেন যে, ভিক্ষুরা সেখানে বর্ষাবাস শেষ অবধি থাকবেন। সেরকম হলে তাঁদের জন্য অসুবিধার কারণ হবে। কেননা তাঁদেরকে ইতিমধ্যেই আবাস চ্যুত হয়ে নীচে আসতে হয়েছে। এজন্য ভিক্ষুগণ যাতে সে স্থান হতে অন্যত্র চলে যান, তজ্জন্য তাঁরা ভিক্ষুদেরকে নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন করতে লাগলেন। ভয়ভীতি প্রদর্শনেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত তাঁরা সেখানে ভীষণ দুর্গন্ধ প্রবাহিত করতে লাগলেন। পঁচা ভীষণ দুর্গন্ধে ভিক্ষুগণ অসুস্থ হয়ে পড়লেন। তখন তাঁরা সিদ্ধান্ত নিলেন সে স্থান ত্যাগ করার জন্য। অবশেষে তাঁরা সকলে শ্রাবস্তীতে বুদ্ধের কাছেই ফিরে আসলেন।

বনবাসী ভিক্ষুদের আসতে দেখে ভগবান বললেন-‘ন ভিক্খবে অন্তোবস্সং চারিকং চরিতব্বন্তি মযা সিক্খাপদং পঞ্ঞাপেতং। কিস্স তুম্হে চারিকং চরথাতি?’

অর্থাৎ ‘হে ভিক্ষুগণ! বর্ষাবাসের মধ্যে দেশ ভ্রমণে যেওনা’- আমার দ্বারা এ শিক্ষাপদ প্রজ্ঞাপণ করা হয়েছে। এ সময়ে তোমরা দেশ ভ্রমণ করছ কেন?’ অতঃপর ভিক্ষুগণ আদ্যোপান্ত সমস্ত ঘটনা ভগবান সমীপে ব্যক্ত করলেন। তখন বুদ্ধ আজকের দিনে ‘করণীয় মেত্তা সূত্র’ শিক্ষা দিয়ে ভিক্ষুদেরকে আবার সেখানে পাঠালেন এবং মৈত্রী অনুশীলন করে মৈত্রী বিহারী হয়ে দ্বিতীয় বর্ষাব্রত অধিষ্ঠান করতে উপদেশ দিয়েছিলেন। ভগবানের নির্দেশে ভিক্ষুরা সেখানে গিয়ে আজকের দিনে অর্থাৎ শ্রাবণী পূর্ণিমা তিথিতে দ্বিতীয় বর্ষাব্রত অধিষ্ঠান করে মৈত্রী চিত্তে বিহার করলে দেবগণ তাঁদের সহায় হয়েছিলেন। সুতরাং আজকের দিনে ভগবান বুদ্ধ ভিক্ষুদেরকে করণীয় মৈত্রী সূত্র দেশনা করেছিলেন এবং সাথে সাথে দ্বিতীয় বর্ষাবাসের নির্দেশও দিয়েছিলেন।

৩) আজকের দিনে ভগবানের একান্ত সেবক ও শ্রুতিধর তথা ধম্মভাণ্ডাগারিক ভদন্ত আনন্দ স্থবির অরহত্ব ফল লাভ করেছিলেন। অরহত্ব মার্গফল অধিগত করেই তিনি প্রথম ধর্ম সঙ্গীতিতে যোগদান করেছিলেন।

৪) আজকের দিনেই রাজগীরের বেভার পর্বতে সপ্তপর্ণী গুহায় প্রথম ধর্ম সঙ্গীতি বা সঙ্গায়ন আরম্ভ হয়েছিল। যে বছর ভগবানের মহাপরিনির্বাণ হয়েছিল সে বছর ছিল অধিমাস বা মল মাস। সেজন্য বর্ষাবাস একমাস পিছিয়ে উদযাপন হওয়ায় আষাঢ়ী পূর্ণিমার স্থলে শ্রাবণী পূর্ণিমায় বর্ষাবাস শুরু হলে সেদিনই প্রারম্ভ হয়েছিল প্রথম বৌদ্ধ ধর্ম সঙ্গীতি। যা তিনমাস ব্যাপী চলমান ছিল। সে সঙ্গীতিতে কেবল ধর্ম-বিনয়ের সঙ্গায়ন বা আবৃতি হয়েছিল। ধূতাঙ্গ শ্রেষ্ঠ ভদন্ত মহাকাশ্যপ স্থবিরের পৌরহিত্যে অনুষ্ঠিত এ সঙ্গীতিতে বিনয়ধর উপালি স্থবির বিনয় সঙ্গায়ন করে এবং ধম্মভাণ্ডাগারিক ভদন্ত আনন্দ স্থবির ধর্ম আবৃতি করে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ ধর্ম সঙ্গীতিতে সর্বমোট পাঁচশত অরহত স্থবির যোগদান করেছিলেন।

৫) আজকের দিনেই অর্থাৎ শ্রাবণী পূর্ণিমার দিনেই মহাকারুণিক ভগবান বুদ্ধ ঋদ্ধি প্রভাবে ভয়ানক নর হত্যাকারী অঙ্গুলিমালকে জালিবনে দীক্ষা দিয়েছিলেন।

এগুলি ছাড়াও বৌদ্ধ সাহিত্য চর্চা করলে দেখা যায় প্রাচীন ভারতে শ্রাবণ শব্দটি শ্রবণ শব্দ হতে এসেছে। এ মাসে অধিকতর ধর্ম শ্রবণ করা হত বলে শ্রবণ হতে শ্রাবণ মাসের অস্থিত্ব এসেছে। সেজন্য বৌদ্ধ পরম্পরায় এ মাস এবং এ পূর্ণিমার রয়েছে তাৎপর্যপূর্ণ গুরুত্ব।

পরম পূজনীয় গুণোত্তম মহান ভিক্ষু সংঘকে বিনম্র চিত্তে শ্রদ্ধা ও বন্দনা 🙏শুভসকাল 🌺দিনটি সবার মঙ্গলময় হোক🙏🥰
08/07/2025

পরম পূজনীয় গুণোত্তম মহান ভিক্ষু সংঘকে বিনম্র চিত্তে শ্রদ্ধা ও বন্দনা 🙏
শুভসকাল 🌺
দিনটি সবার মঙ্গলময় হোক🙏🥰

ধূমপানে হারিয়ে যায় জীবনের ছোঁয়া – বারগার্স ডিজিজের ভয়াবহতাএকটু ভাবুন...আজ সকালে আপনি দাঁড়িয়ে আছেন বারান্দায়। হাতে এক কাপ...
21/06/2025

ধূমপানে হারিয়ে যায় জীবনের ছোঁয়া – বারগার্স ডিজিজের ভয়াবহতা

একটু ভাবুন...
আজ সকালে আপনি দাঁড়িয়ে আছেন বারান্দায়। হাতে এক কাপ গরম চা, আরেক হাতে জ্বলছে সিগারেট বা বিড়ি। ধোঁয়ার কুণ্ডলী মিশে যাচ্ছে বাতাসে।
কিন্তু ঠিক সেই মুহূর্তে, আপনার শরীরের ভেতরে শুরু হয়ে গেছে এক নীরব মৃত্যুর যাত্রা...

বারগার্স ডিজিজ – অঙ্গ হারানোর নির্মম সত্য
এটি কোনো সাধারণ রোগ নয়।
এ এক নীরব ঘাতক, যা ধীরে ধীরে কেড়ে নেয় আপনার অঙ্গ, আপনার স্বাধীনতা, আপনার জীবনের আনন্দ।

🩸 প্রথমে আক্রান্ত হয় আঙুল
🩸 তারপর পা
🩸 শেষে চলাফেরার ক্ষমতা, স্পর্শের অনুভূতি – সব হারিয়ে যায়

কী ঘটে এই রোগে?
🔴 আঙুল কালো হয়ে যায় – দেখতে ভয়ঙ্কর
🔴 পায়ের তলা পচে যায় – ঘা শুকোয় না, বরং বাড়তে থাকে
🔴 একসময় ডাক্তার বলেন – “এই পা রাখা যাবে না, কেটে ফেলতে হবে”

কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে?
🚬 আপনি যদি ধূমপায়ী হন
😬 আপনি যদি ভাবেন, "আর কিছুদিন খাবো, তারপর ছেড়ে দেবো"
🪔 আপনি যদি তামাক চিবান বা নস্যি ব্যবহার করেন
👉 তাহলে আপনি চরম ঝুঁকিতে আছেন

ভাবুন... আপনার জীবনের কথা
👶 আপনার সন্তান যখন বলবে, “আব্বু, চলো খেলতে যাই!”
আপনি কি বলবেন – “বাবা, আমার তো পা নেই…”?

👩‍❤️‍👨 আপনার স্ত্রী খাবার দিলেন, কিন্তু আপনি নিজের হাতে তুলতেই পারলেন না...

🦽 আপনি বসে আছেন হুইলচেয়ারে – বুঝতে পারছেন, এই জীবনটা আপনি নিজেই ধ্বংস করেছেন…

একটা কঠিন প্রশ্ন:
একটা সিগারেটের দাম হয়তো ১৫ টাকা।
কিন্তু একটা কাটা পায়ের দাম কত?
আপনার জীবনের দাম কত?

সমাধান একটাই – আজই বন্ধ করুন তামাক
✅ আজই সিদ্ধান্ত নিন – “আর নয় ধূমপান”
✅ কোনো লক্ষণ দেখলে দেরি না করে চিকিৎসকের কাছে যান
✅ নিজে সচেতন হোন, অন্যদেরও সচেতন করুন

আপনার জীবন আপনার হাতে
এই কালো ধোঁয়ার ছায়া থেকে বেরিয়ে আসুন।
আপনার পরিবার, স্বপ্ন, ভবিষ্যৎ – এগুলোর দাম একটা সিগারেটের চেয়েও অনেক বেশি।

আজই শুরু করুন একটি নতুন জীবন।

📷 (ছবিটি দেখুন আরেকবার – এমন পরিণতি কি আপনি চান?)

যে নিজেকে ভালোবাসে, সে অপরকেও ভালোবাসে।🥰💗   ゚
21/06/2025

যে নিজেকে ভালোবাসে, সে অপরকেও ভালোবাসে।🥰💗

তোদের মিষ্টি  হাসিতেই আমি মুগ্ধ 🥰       ゚
21/06/2025

তোদের মিষ্টি হাসিতেই আমি মুগ্ধ 🥰

কি যে মিষ্টি হাসি 🥰💗 ゚
18/06/2025

কি যে মিষ্টি হাসি 🥰💗

কিছুটা শখ পূরণ 🥹😁
10/09/2024

কিছুটা শখ পূরণ 🥹😁

31/08/2024

উচিত কথা অনেকের তিতা লাগে। কথাগুলো 👌👌👌


জেনে রাখুন...........................! 🙏বুদ্ধের যত প্রতিবিম্ব আছে তাঁর হাতের মুদ্রার নানা ব্যাখ্যা। ☸️ ゚ Highlights
21/08/2024

জেনে রাখুন...........................! 🙏
বুদ্ধের যত প্রতিবিম্ব আছে তাঁর হাতের মুদ্রার নানা ব্যাখ্যা। ☸️



Highlights

হ্যালো বন্ধুগণ,,😋😋   hightlight
17/07/2024

হ্যালো বন্ধুগণ,,😋😋


hightlight

Good Morning Everyone 🥰Mourning breakfast 🌺☘️
16/07/2024

Good Morning Everyone 🥰

Mourning breakfast 🌺☘️

স্বামী/স্ত্রী কেউ একজন ভাবছেন আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। আবার কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য...
09/07/2024

স্বামী/স্ত্রী কেউ একজন ভাবছেন আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। আবার কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে দিনের পর দিন।

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা। কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! হিমেল হাওয়ায় কেউ অঘোরে ঘুমোচ্ছে।

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে।

কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?

আবার কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! ওরাই জীবনটা এখন গড়ে নিবে।

Address

Rangamati Chattagram
Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when JT Jisan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JT Jisan:

Share

Category