JT Jisan

JT Jisan নিজেকে সবসময় ভালো কাজে নিয়োজিত রাখুন।
পেইজটাকে লাইক ও ফ্লো দিয়ে পাশে থাকবেন।

পরম পূজনীয় গুণোত্তম মহান ভিক্ষু সংঘকে বিনম্র চিত্তে শ্রদ্ধা ও বন্দনা 🙏শুভসকাল 🌺দিনটি সবার মঙ্গলময় হোক🙏🥰
08/07/2025

পরম পূজনীয় গুণোত্তম মহান ভিক্ষু সংঘকে বিনম্র চিত্তে শ্রদ্ধা ও বন্দনা 🙏
শুভসকাল 🌺
দিনটি সবার মঙ্গলময় হোক🙏🥰

ধূমপানে হারিয়ে যায় জীবনের ছোঁয়া – বারগার্স ডিজিজের ভয়াবহতাএকটু ভাবুন...আজ সকালে আপনি দাঁড়িয়ে আছেন বারান্দায়। হাতে এক কাপ...
21/06/2025

ধূমপানে হারিয়ে যায় জীবনের ছোঁয়া – বারগার্স ডিজিজের ভয়াবহতা

একটু ভাবুন...
আজ সকালে আপনি দাঁড়িয়ে আছেন বারান্দায়। হাতে এক কাপ গরম চা, আরেক হাতে জ্বলছে সিগারেট বা বিড়ি। ধোঁয়ার কুণ্ডলী মিশে যাচ্ছে বাতাসে।
কিন্তু ঠিক সেই মুহূর্তে, আপনার শরীরের ভেতরে শুরু হয়ে গেছে এক নীরব মৃত্যুর যাত্রা...

বারগার্স ডিজিজ – অঙ্গ হারানোর নির্মম সত্য
এটি কোনো সাধারণ রোগ নয়।
এ এক নীরব ঘাতক, যা ধীরে ধীরে কেড়ে নেয় আপনার অঙ্গ, আপনার স্বাধীনতা, আপনার জীবনের আনন্দ।

🩸 প্রথমে আক্রান্ত হয় আঙুল
🩸 তারপর পা
🩸 শেষে চলাফেরার ক্ষমতা, স্পর্শের অনুভূতি – সব হারিয়ে যায়

কী ঘটে এই রোগে?
🔴 আঙুল কালো হয়ে যায় – দেখতে ভয়ঙ্কর
🔴 পায়ের তলা পচে যায় – ঘা শুকোয় না, বরং বাড়তে থাকে
🔴 একসময় ডাক্তার বলেন – “এই পা রাখা যাবে না, কেটে ফেলতে হবে”

কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে?
🚬 আপনি যদি ধূমপায়ী হন
😬 আপনি যদি ভাবেন, "আর কিছুদিন খাবো, তারপর ছেড়ে দেবো"
🪔 আপনি যদি তামাক চিবান বা নস্যি ব্যবহার করেন
👉 তাহলে আপনি চরম ঝুঁকিতে আছেন

ভাবুন... আপনার জীবনের কথা
👶 আপনার সন্তান যখন বলবে, “আব্বু, চলো খেলতে যাই!”
আপনি কি বলবেন – “বাবা, আমার তো পা নেই…”?

👩‍❤️‍👨 আপনার স্ত্রী খাবার দিলেন, কিন্তু আপনি নিজের হাতে তুলতেই পারলেন না...

🦽 আপনি বসে আছেন হুইলচেয়ারে – বুঝতে পারছেন, এই জীবনটা আপনি নিজেই ধ্বংস করেছেন…

একটা কঠিন প্রশ্ন:
একটা সিগারেটের দাম হয়তো ১৫ টাকা।
কিন্তু একটা কাটা পায়ের দাম কত?
আপনার জীবনের দাম কত?

সমাধান একটাই – আজই বন্ধ করুন তামাক
✅ আজই সিদ্ধান্ত নিন – “আর নয় ধূমপান”
✅ কোনো লক্ষণ দেখলে দেরি না করে চিকিৎসকের কাছে যান
✅ নিজে সচেতন হোন, অন্যদেরও সচেতন করুন

আপনার জীবন আপনার হাতে
এই কালো ধোঁয়ার ছায়া থেকে বেরিয়ে আসুন।
আপনার পরিবার, স্বপ্ন, ভবিষ্যৎ – এগুলোর দাম একটা সিগারেটের চেয়েও অনেক বেশি।

আজই শুরু করুন একটি নতুন জীবন।

📷 (ছবিটি দেখুন আরেকবার – এমন পরিণতি কি আপনি চান?)

যে নিজেকে ভালোবাসে, সে অপরকেও ভালোবাসে।🥰💗   ゚
21/06/2025

যে নিজেকে ভালোবাসে, সে অপরকেও ভালোবাসে।🥰💗

তোদের মিষ্টি  হাসিতেই আমি মুগ্ধ 🥰       ゚
21/06/2025

তোদের মিষ্টি হাসিতেই আমি মুগ্ধ 🥰

কি যে মিষ্টি হাসি 🥰💗 ゚
18/06/2025

কি যে মিষ্টি হাসি 🥰💗

কিছুটা শখ পূরণ 🥹😁
10/09/2024

কিছুটা শখ পূরণ 🥹😁

31/08/2024

উচিত কথা অনেকের তিতা লাগে। কথাগুলো 👌👌👌


জেনে রাখুন...........................! 🙏বুদ্ধের যত প্রতিবিম্ব আছে তাঁর হাতের মুদ্রার নানা ব্যাখ্যা। ☸️ ゚ Highlights
21/08/2024

জেনে রাখুন...........................! 🙏
বুদ্ধের যত প্রতিবিম্ব আছে তাঁর হাতের মুদ্রার নানা ব্যাখ্যা। ☸️



Highlights

হ্যালো বন্ধুগণ,,😋😋   hightlight
17/07/2024

হ্যালো বন্ধুগণ,,😋😋


hightlight

Good Morning Everyone 🥰Mourning breakfast 🌺☘️
16/07/2024

Good Morning Everyone 🥰

Mourning breakfast 🌺☘️

স্বামী/স্ত্রী কেউ একজন ভাবছেন আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। আবার কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য...
09/07/2024

স্বামী/স্ত্রী কেউ একজন ভাবছেন আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। আবার কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে দিনের পর দিন।

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা। কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! হিমেল হাওয়ায় কেউ অঘোরে ঘুমোচ্ছে।

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে।

কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?

আবার কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! ওরাই জীবনটা এখন গড়ে নিবে।

Address

Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when JT Jisan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JT Jisan:

Share

Category