Nazim Bin Azam

Nazim Bin Azam Hello! Dear Friends,
My name is Nazim Bin Azam . My all dear friend please hit the like button on this page.

31/12/2020
11/12/2020
৳12,800.00 In stockBrand: AHUJAModel: CMD-5200Origin: ChinaType: Conference MicrophoneWarranty: 6 Months Service Warrant...
01/12/2020

৳12,800.00
In stock
Brand: AHUJA
Model: CMD-5200
Origin: China
Type: Conference Microphone
Warranty: 6 Months Service Warranty

For buy Click the link: rb.gy/dl6i0f

27/11/2020
21/11/2020
17/11/2020

-ভাব ওয়ালাদের এরিয়ে চলুন!

16/11/2020

আজ পর্যন্ত কি কেউ কখনও শুনেছেন? বিশ্বের কোন মুসলিম খ্রিস্টানদের যীশুকে অবমাননা করেছে? কোন গালি দিয়েছে (নাউজুবিল্লাহ)। বা ব্যাঙ্গাত্বক কোন কার্টুন এঁকেছে?

না। কোন মুসলিমের পক্ষে কখনও এটা সম্ভব নয়। কারন মুসলমানরা তাদের ধর্ম বিশ্বাসের এক অবিচ্ছেদ্য ফরজ অংশ হিসেবেই তাদের অন্যতম নবী হযরত ঈসা (আঃ)-কে গভীরভাবে সম্মান করেন। কারন খ্রিস্টানদের যীশুই হচ্ছেন মুসলিমদের নবী হযরত ঈসা (আঃ)। ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআনে নাম ধরে উল্লেখ করা হয়েছে এমন নারী আছেন মাত্র একজন। তিনি হচ্ছেন হযরত মারইয়াম (আঃ)। আর তিনিই হচ্ছেন খ্রিস্টানদের “ঈশ্বরের মাতা” মেরি।

অন্যদিকে ইহুদিদের ‘মোশি’ হচ্ছেন মুসলিমদের সম্মানীত নবী হযরত মুসা (আঃ)। এভাবে আব্রাহাম হচ্ছেন মুসলিমদের জাতির পিতা হযরত ইবরাহিম (আঃ)। জোসেফ হচ্ছেন মুসলিমদের নবী হযরত ইউসুফ (আঃ)। জেকব হচ্ছেন মুসলিমদের নবী হযরত ইয়াকুব (আঃ)। ডেভিড হচ্ছেন মুসলিমদের নবী হযরত দাউদ (আঃ)। আইজেক হচ্ছেন মুসলিমদের নবী হযরত ইসহাক (আঃ)। নোয়াহ হচ্ছেন মুসলিমদের নবী হযরত নুহ (আঃ)। অ্যারন হচ্ছেন মুসলিমদের নবী হযরত হারুন (আঃ)। সলেমন হচ্ছেন মুসলিমদের নবী হযরত সোলায়মান (আঃ)। মাইকেল হচ্ছেন মুসলিমদের সম্মানিত একজন ফেরেশতা হযরত মীকাঈল (আঃ)।

আল্লাহর প্রেরিত এই মহাসম্মানীত নবীদের উপর বিশ্বাস রাখা মুসলিমদের ঈমানের এক অবিচ্ছেদ্য অংশ। তেমনিভাবে আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস রাখাটাও ঈমানের অংশ। তাই পৃথিবীর যে কোন প্রান্তেই হোক। কোন মুসলিমের পক্ষে খ্রিস্টানদের যীশুকে এবং ইহুদিদের মোশিকে কোনভাবেই অবমাননা, কটুক্তি বা ব্যাঙ্গাত্বক কার্টুন আঁকা একেবারেই অসম্ভব।

অন্যদিকে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআনে অন্যান্য সব পৌত্তলিক ধর্মের উপাস্য দেব-দেবীদের গালিগালাজ করতেও নিষিদ্ধ করা হয়েছে। তাই মুসলিমদের পক্ষে আল্লাহর এই আদেশ অমান্য করে দেব-দেবীদের গালিগালাজ করাও সম্ভবপর নয়।

অথচ ফ্রান্সের মত উন্নত একটি দেশ তাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর চরমতম অবমাননাকর ব্যাঙ্গাত্বক কার্টুন শহরের সুউচ্চ ভবনে টাঙিয়ে জোড় গলায় দাবী করছে, এটাই নাকি তাদের বাক স্বাধীনতা! এটাই নাকি তাদের মত প্রকাশের স্বাধীনতা!

অথচ সারাবিশ্বের মুসলমানদের জীবনের চাইতেও অধিকতর প্রিয় মুসলমানদের নবী হযরত মুহাম্মদ (সাঃ)। মহানবীর প্রতি এহেন বর্বরোচিত হিংস্র আচরনে বিশ্বব্যাপী মুসলিমদের হৃদয় ভেংগে চুরমার হয়ে যাচ্ছে! হৃৎপিন্ডে রক্তক্ষরণ হচ্ছে! কান্নায় বুক ফেটে যাচ্ছে! যে নবী জীবদ্দশায় প্রতিটা মুহুর্তে মক্কার কাফের, মুনাফেক, ইহুদি ও খ্রিস্টানদের অপমান ও নির্যাতন মুখ বুঝে সহ্য করেছেন। রক্তাক্ত হয়েছেন। চরমতম অত্যাচারে নিজ মাতৃভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। কিন্তু আল্লাহর দরবারে আবার তাদের জন্যই দু’হাত তুলে দোয়া চেয়েছেন- ‘হে আল্লাহ, এদের বুঝ দাও, এদের ক্ষমা কর।’

এখন বলুন তো। কারা সত্যিকারের অন্য ধর্মের প্রতি সহনশীল? কারা সত্যিকারের অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল?

©Dr. Tuhin malik

12/11/2020

Address

Langadu, Rangamat
Rangamati

Alerts

Be the first to know and let us send you an email when Nazim Bin Azam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazim Bin Azam:

Share

Category