Sabuj Pahar-সবুজ পাহাড় 24.Com

Sabuj Pahar-সবুজ পাহাড় 24.Com সত্যের সন্ধানে দৈনিক সবুজ পাহাড়

রাজস্থলীতে আগুনে পুড়ে যাওয়া পাইন্দং পাড়া  বৌদ্ধ বিহারের ধর্মীয় কার্যক্রম চলছে খোলা আকাশের নিচে,,, বিহার নির্মানের দা...
17/06/2025

রাজস্থলীতে আগুনে পুড়ে যাওয়া পাইন্দং পাড়া বৌদ্ধ বিহারের ধর্মীয় কার্যক্রম চলছে খোলা আকাশের নিচে,,, বিহার নির্মানের দাবি পাড়াবাসীর।

নিজস্ব প্রতিবেদক।।

রাঙামাটি জেলার রাজস্থানী উপজেলা গাইন্দ্যা ইউনিয়নের আকস্মিক আগুনে পুড়ে যাওয়া পাইন্দং পাড়া বৌদ্ধ বিহারের ধর্মীয় কার্যক্রম চলছে খোলা আকাশের নিচে,একটি বৌদ্ধ বিহার নির্মাণের দাবি জানিয়েছেন পাড়াবাসী।
জানা যায় গত চার মাস আগে রাতে আকর্ষিক আগুনে বৌদ্ধ বিহার টি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে য়ায, ২নং গাইন্দ্যা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের পাইন্দং পাড়ায় ২০০৫ইং সনে প্রায় ছোট বড় ৫০-৬০ টি পরিবার নিয়ে পাড়া বাসির উদ্যোগে বিহারটি নির্মাণ করা হয়েছে বলে জানাযায়।
পাড়া কারবারি ও বিহার পরিচালনা কমিটির সভাপতি মংচাখই মারমা বলেন পাড়ার লোকজন অত্যন্ত গরিব ও অসহায়। দিনমজুর ও কৃষি কাজ আমাদের একমাত্র মাধ্যম। বিহার টি আগুনে পুড়ে যাওয়ায় বর্তমানে আমাদের ধর্মীয় কার্যক্রম চলছে অনেক টা খোলা আকাশের নিচে। বিহারটি পুড়ে যাওয়ার পরে জেলা প্রশাসক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বরাবরে আবেদন করেছিলাম। জেলা প্রশাসক থেকে ১০ হাজার টাকা ও উপজেলা প্রশাসন থেকে ৭ হাজার টাকা অনুদান দিয়েছে। সেটা দিয়ে কিছু টা টিন কিনে বহু কষ্টে বিহারের প্রার্থনা রুমটা টিক করার চেষ্টা করছি।
বিহারের অধ্যক্ষ পাইংদিতা মহাথের বলেন গত চার মাস ধরে বহু কষ্টে বিহারের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।তাই একটি পাকা বিহার নির্মানে জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান,জেলা পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন।
ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা বলেন উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে পাড়াটি অবস্থিত। ইউনিয়ন পরিষদের বরাদ্দ দিয়ে বিহাটি নির্মাণ করা সম্ভব নয়। তাই আগুনে পুড়ে যাওয়া পাইন্দং পাড়া বৌদ্ধ বিহার পূর্ণ নির্মানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন রাতে আগুন লেগে বিহারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বড় ধরনের বরাদ্দ ছাড়া বিহারটি নির্মাণ করা অসম্ভব বলে মনে করেন । তাই বিহাটি নির্মাণের জন্য পার্বত্য জেলা উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

দীর্ঘদিন ধরে ঝুলে আছে,নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ,, বিপাকে পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।।উচ্চপ্রু মারমা রাজস্...
15/06/2025

দীর্ঘদিন ধরে ঝুলে আছে,নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ,, বিপাকে পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।।

উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয় ভবনের কাজ ১৮ মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু ৪৮ মাস অতিবাহিত হওয়ার পরও ভবনের কাজ সম্পন্ন হয়নি।
অথচ ঠিকাদার কাজ বন্ধ করে চলে গেছেন। যার ফলশ্রুতিতে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা মহাবিপাকে পড়েছেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ঘিলাছড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা চার শতাধিক। শিক্ষার্থী অনুপাতে এই প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষ কম থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন।

কার্যাদেশ অনুযায়ী কয়েক জন ঠিকাদার পালা বদল করে বিদ্যালয়ের ভবন নির্মাণ এর কাজও শুরু করে। কিন্তু কাজ ৫৪০ দিনে অর্থাৎ ১৮ মাসে সম্পন্ন করার কথা থাকলেও ৪৮ মাসে কাজটি শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঠিকাদার কর্তৃক ভবনের ৭০-৮০ ভাগ কাজ করে কোটি টাকা বিল উত্তোলন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এর পর থেকে দেখা মিলছে না ঠিকাদারের।

নির্মাণাধীন ভবনের দেওয়ালে শ্যাওলা লেগে আছে। ভবনটি দেখতে মনে হয় পরিত্যক্ত। এদিকে বিদ্যালয় ভবনের কাজ চলমান থাকায় স্কুল কর্তৃপক্ষ পুরাতন ব্যবহার অনুপযোগী অন্য কক্ষগুলোর সংস্কার কাজ করাননি।

এমতাবস্থায় শিক্ষার্থীদের পাঠদান কীভাবে চলবে। এবং আগামী এসএসসি পরীক্ষার্থীরা এই দুঃশ্চিন্তায় পড়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ সহ এলাকার সচেতন মহল।
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্টাতা সদস্য ইউসুফ খান বলেন, স্থানীয় সমাজের বিত্তবানদের বদান্যতায় আমরা বিদ্যালয় ভবনের বরাদ্দ পেলেও ভবনটির কাজ শেষ হবে কি-না এ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ঠিকাদারের লোকজন এখন আর কাজের গোড়ায় আসছে না। ঠিকাদারের কিছু মালামাল যত্রতত্র পড়ে নষ্ট হওয়ার পাশা-পাশি বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে।

এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টা , শিক্ষা উপদেষ্টাসহ শিক্ষা মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারি শিক্ষক শ্রদ্ধা শংকর তঞ্চঙ্গ্যা বলেন, প্রায় অনেক দিন হয় বিদ্যালয়ের ভবনের কাজ বন্ধ থাকায় যেসব কাজ হয়েছিল, সে গুলোও নষ্ট হয়ে যাচ্ছে। মালামাল নষ্ট হচ্ছে। দেওয়ালে শ্যাওলা লেগেছে। এই অবস্থায় শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটছে। এবং এসএসসি পরীক্ষার কোচিং শিক্ষার্থীদের কোথায় বসিয়ে পরীক্ষা নেওয়া হবে এ চিন্তা এখন মাথায় ঘুরপাক খাচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল তঞ্চঙ্গ্যা বলেন, বিদ্যালয়ের এই ভবন নির্মাণ এর অবস্থা জানিয়ে এবং শ্রেণিকক্ষের সমস্যার কথা উল্লেখ করে কয়েক দফায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলীর নিকট আবেদন করেছি। কিন্তু কোনো ফল হয়নি। এখন আমরা নিরূপায় হয়ে আছি।

এবিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীন নাথ তঞ্চঙ্গ্যা বলেন, এই বিষয়টি নিয়ে রাঙামাটি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন কর্তৃপক্ষের নিকট ধর্না দিয়েছি। কোনো ফলাফল হয়নি। এখন ঠিকাদার ও দায়িত্বশীল প্রকৌশলীকে ফোন দিলেও তারা গুরুত্ব দিচ্ছেন না।

রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, নানা অজুহাত দেখিয়ে ঠিকাদার কাজ বন্ধ করে রেখেছে। আমরা তাকে চাপ দিয়েছি। আমরা তাকে বাতিল করব বলে বলার পর বলেছে, চলতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে কাজ শুরু করে দ্রুত সম্পন্ন করবে।

এ ব্যাপারে জানতে সাব ঠিকাদার লিটন রক্সির মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের পেক্ষাপট ও বিভিন্ন সমস্যা থাকায় আপাতত কাজ বন্ধ রয়েছে। তবে কিছু দিনের মধ্যে কাজ শুরু করা হবে।

টানা পাঁচদিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন , রাজস্থলী কদুমছড়া এলাকানিজস্ব প্রতিবেদক।।রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তি...
11/06/2025

টানা পাঁচদিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন , রাজস্থলী কদুমছড়া এলাকা

নিজস্ব প্রতিবেদক।।
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কদুমছড়া এলাকায় বিদ্যুৎ এর ট্রান্সফরমার টি বিকল হওয়াতে পাঁচ দিন ধরে এ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এলাকার শত শত পরিবার এখনো অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রয়েছে।

বুধবার (১১ জুন) উপজেলার কুদুমছড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। সাধারণ মানুষ বিদ্যুৎ পরিস্থিতি কখন স্বাভাবিক হবে এই বিষয়ে জানার জন্য অফিসের নম্বরে বারবার ফোন দিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (৬ জুন) দুপুরে হঠাৎ ট্রান্সফরমার টি বিকট শব্দ হলে বিকল হয়ে পড়ে। এতে অন্ধাকরে জীবন যাপন করছে এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অটোরিকশাচালক পূর্বকোণ কে বলেন, অটোরিকশা চালিয়ে আমার সংসার চলে। প্রতি সপ্তাহে আমার ঋণের টাকা জমা দিতে হয়। বিদ্যুৎ না থাকায় গাড়িতে চার্জ দিতে পারিনি, তাই গত পাঁচ দিন গাড়ি বের করতে পারিনি। আজকে পাঁচ দিন পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি।

সামনের এইচ এসসি পরীক্ষার্থী বলেন ঝড়ের আগে যে বিদ্যুৎ গেছে, আজকে পাঁচ দিন হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত বিদ্যুৎ আসে নাই। মাঠে তাদের কর্মীদের দেখা যায়নি। বিদ্যুৎ অফিসে বারবার ফোন দেওয়ার পরও তারা ফোন রিসিভ করেনি।

তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের এলাকার বাসিন্দা গ্রাম্য প্রধান ( কারবারী) মাসুইচিং মারমা এ প্রতিনিধি কে বলেন, ফ্রিজে রাখা মাছ-মাংসহ সব ধরনের জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। কখন যে বিদ্যুৎ আসবে একমাত্র ভগবানে জানে।

গ্রাম পুলিশ ক্যথুইচিং মারমা বলেন, কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎতের তারের ওপর পড়ে থাকা গাছপালা আমাদের এলাকার সাধারণ মানুষ উদ্যোগে নিয়ে পরিষ্কার করে দিয়েছি।

কুদুমছড়া উত্তর যুব সংঘের সভাপতি ক্যসিংমং মারমা বলেন, আমাদের এলাকার বিদ্যুতের ট্রান্সফরমারটি হটাৎ নষ্ট হওয়াতে প্রায় পাঁচ দিন যাবৎ অন্ধকারে আছি ।

যা মেরামত করা অল্প কিছু সময়ের ব্যাপার। কিন্তু অজানা কারণে আজ ৫ দিন অতিবাহিত হলেও কোন ধরনের মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। টানা ৫ দিন বিদ্যুৎ না থাকায় অনেকটা দুর্বিষহ জীবন পার হচ্ছে এই এলাকার ২ গ্রামের শতাধিক পরিবারের। বিদ্যুৎ না থাকায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পড়ালেখার অনেক কষ্ট হচ্ছে। সামনে এইচ এসসি পরীক্ষা।

ফলে দ্রুত মেরামত করে বিদ্যুৎ সরবরাহ করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি। এ ব্যাপারে তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, প্রায় ৫ দিন অতিবাহিত হলো আমাদের একটি গ্রাম বিদ্যুৎবিহীন। সামনে আই এ পরীক্ষা। তাই বিদ্যুৎ কর্তৃপক্ষের সু নজরে আনা দরকার। স্থানীয় গণমাধ্যম কর্মী মিন্টু কান্তি নাথ জানান, এখনও পর্যন্ত বিদ্যুৎ সংশ্লিষ্ট কাউকে দেখা মেলে নাই।

তিনি আরো বলেন, আজ ৫ দিন পার হলেও টনক নড়ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যদিও এই কাজটি সম্পন্ন করতে বড়জোর সময় লাগবে দুই থেকে ৩ ঘণ্টা। বিদ্যুৎ না থাকায় গোসল করতে অসুবিধা হচ্ছে এবং ফ্রিজে রাখা মাছ-মাংসসহ যাবতীয় জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে।

যোগাযোগ করা হলে চন্দ্রঘোনা বিদ্যুৎ আবাসিক প্রকৌশলীর সাথে কথা বলে তিনি বলেন খুবই শীঘ্রই কাজ করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। ঈদের বন্ধ হওয়াতে একটু অসুবিধা হচ্ছে।

রাজস্থলীতে (ভিজিডি) চাল  বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদেনিজস্ব প্রতিবেদক।।রাঙামাটির রাজস্থলী-বাঙালহালিয়া সড়কে( ভিজিড...
11/06/2025

রাজস্থলীতে (ভিজিডি) চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

নিজস্ব প্রতিবেদক।।
রাঙামাটির রাজস্থলী-বাঙালহালিয়া সড়কে( ভিজিডি) দুঃস্থ নারীদের বরাদ্ধ কৃত চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে।

বুধবার (১১ জুন ) বেলা দুই টায় ওগারী পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

জানা যায়, সরকার কর্তৃক দুঃস্থ নারীর জন্য চলতি মাসের বরাদ্ধ কৃত চাল ভত্তি ( ট, ১১৭১৯৬) নং ট্রাক টি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যাচ্ছিলো। চাল নিয়ে ট্রাকটি উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়ায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে ট্রাকটি উঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যায়।

ঘটনা স্থল পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) সজীব কান্তি রুদ্র। তিনি বলেন ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে এসে চাল গুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে পৌছানের ব্যবস্থা করেছি। ক্ষতি হওয়া চাল গুলো খাদ্য গুদামে নেওয়ার ব্যবস্থা করে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি এল এসডির) নিকট বুঝায় দেওয়া হবে।

দূর্গম ফারুয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিজিএফ চাউল বিতরণ নিজস্ব প্রতিবেদক।।বিলাইছড়ি( রাঙ্গামাটি)  প্রতিনিধি- রাঙ...
05/06/2025

দূর্গম ফারুয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিজিএফ চাউল বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
বিলাইছড়ি( রাঙ্গামাটি) প্রতিনিধি- রাঙ্গামাটির বিলাইছড়ির দূর্গম ফারুয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা ২০২৫ ইং উপলক্ষে গরীব,দুষ্ট পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে বিতরণের সময়ে উপস্থিত ছিলেন ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।

এসময় অন্যান্যদের মধ্যে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লীসঞ্চয় ব্যাংকের ব্যাবস্হাপক নিত্যলাল তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকতা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন পরিষদ সদস্য রিনু কুমার তঞ্চঙ্গ্যা, যতিন তঞ্চঙ্গ্যা, সিদ্ধার্থ চাকমা, উজ্জল তঞ্চঙ্গ্যা এবং মালসম পাংখোয়া। ফারুয়া রাইনখ্যং নদীর ব্রীজ সংলগ্ন সীমান্ত সড়কের পাশে লত্যাছড়ি এলাকায় থেকে বিতরণ করা হয়, মোট -১৯৮৫ পরিবারের মধ্য ১০ কেজি বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, রাজস্হলী উপজেলা খাদ্য গোডাউন হতে চাল উত্তোলন করে সীমান্ত সড়ক দিয়ে ফারুয়া নিয়ে আসা হয়। অতি বৃষ্টি কারণে রাস্তা খারাপ থাকায় ইউনিয়ন পরিষদ পরিষদ পর্যন্ত চাল নেওয়া সম্ভব হয়নি। তাই ফারুয়া ব্রীজ সংলগ্ন ৬ নং ওয়ার্ডের লত্যাছড়ি এলাকায় বিতরণ করেছি।

কাপ্তাইয়ের পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচি  নিজস্ব প্রতিবেদক।।পার্বত্য জেলা রাঙ্গামাটির কা...
05/06/2025

কাপ্তাইয়ের পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক।।
পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। "প্লাষ্টিক দূষনের অবসান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ও খ্রীস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা এর আয়োজনে ৫ (জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে
র‍্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্ধোধন করেন, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার ও তার সহধর্মিণী লাকি তনচংগ্যা পরে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল সিসিএইচপি হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল পরিচালক ডা. প্রবীর খিয়াং
সিসিএইচপি'র ওয়াংসুইনু মারমা'র সঞ্চালনায়
এ সময় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, কম্পেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা,গণমাধ্যম কর্মী চৌধুরী মোহাম্মদ রিপন।এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ মুসা শিকদার, গণমাধ্যম কর্মী রিপন মারমা,জাকিরুল ইসলাম, এম বাবুল, জয়নাল আবেদীন,সিসিএইচপি প্রোগ্রামের মাসাং মারমা,উসংবাই মারমা,জুলিয়াস রুপক বাড়ৈ, ক্যাশিয়ার মাইকেল জয়ধর
সহ হাসপাতালের স্টাফ, নার্স, ভলেন্টিয়ার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় ষ্টাফ,নার্স, শিক্ষার্থী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঁঝে সম্পুর্ন বিনামূল্যে
ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে হাসপাতাল চত্বর এলাকায় সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন প্রজাতির শোভাবর্ধনকারী গাছের চারাও লাগানো হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত।।নিজস্ব প্রতিবেদক মহান স্বাধীনতার ...
05/06/2025

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত।।

নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রুপকার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)'এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজস্থলী বাজারে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা , ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষনা না দিলে রাজপথে কঠোর আন্দোলনে নামবেন বলে অন্তবর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে হুশিয়ারী প্রদান করেন।

বৈরি আবহাওয়ার কারনে ৩০ মে এর পরিবর্তে বৃহস্পতিবার ৫ জুন সকাল ১১ টায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে রাজস্থলী বাজার প্রাঙ্গনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উপজেলা যুব দলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল সঞ্চালনায় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ সভাপতি সিদ্দিক মোল্লা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুইথুইঅং মারমা, উপজেলা বিএনপির সহ সভাপতি ছকির আহম্মদ, বিএনপির যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন,জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশানা সম্পাদক ডালিম বড়ুয়া, কৃষক দলের সভাপতি জিষু সাহা, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক সাচিং মারমা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় জনসাধারণগন উপস্থিত ছিলেন।

বক্তারা আরো বলেন দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা সকলে দলমত বিনির্মানে দল কে সু সংগটিত করে একটি দেশের প্রধান বিএনপির গতি অব্যাহত রাখার আহবান জানান,তারা আরো বলেন রাজস্থলী উপজেলার বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগটনিক সম্পাদকের বিরুদ্ধে অনস্থা জেলা কমিটির বরাবরে প্রদান করা হয়েছে, তারা কেন পদক্ষেপ না নেওয়াতে বিএনপির মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। ফলে বিষয়টি দ্রুত কার্যকর করে রাজস্থলী উপজেলা বিএনপি কে আরো সু সংগটিত করা দরকার বলে মনে করে।
এসময় বক্তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের অধিনায়ক, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার, বাংলাদেশের সাবেক সফল সেনা প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার, সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে উনার কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মহান আল্লাহ্ তায়ালা প্রতি জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে জান্নাতুল ফেরদৌস নসীব করা এবং ওনার পরিবারের সহায় হওয়ার জন্য দোয়া করেন।।

রাজস্থলীতে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে কয়েক পরিবার, বন্যাহাতির তাণ্ডবের ,দিশেহারা হয়ে পড়েছে স্থানীয়রা।  নিজস্ব প্রতিবেদক।।রাঙ্...
02/06/2025

রাজস্থলীতে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে কয়েক পরিবার,
বন্যাহাতির তাণ্ডবের ,দিশেহারা হয়ে পড়েছে স্থানীয়রা।


নিজস্ব প্রতিবেদক।।
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের তুলাছড়ি পাড়ায় একদল বন্যহাতি রাতব্যাপী তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। হাতির আক্রমণ থেকে জানমাল রক্ষা করতে পাহাড়ঘেঁষা গ্রামের মানুষ বসতবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। বন্যহাতির টানা আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে স্থানীয়রা।

রবিবার ভোর রাএে (২ জুন ) উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের তুলাছড়ি পাড়া গ্রামে খাবারের সন্ধানে একদল বন্যহাতি রাতভর ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় প্রায় ১০ থেকে ১২টি বন্যহাতির দল বসতবাড়িতে ঢুকে ঘরবাড়ি ভেঙে ধান-চাল খেয়ে সাবাড় করে ফেলে। পাশাপাশি গাছের কাঁঠাল এবং বাড়ির আঙিনায় রোপিত কলাগাছও খেয়ে ফেলে। এমনকি ঘরে রাখা ধান-চাল ও আসবাবপত্র তছনছ করে দেয়। ওই রাতে অন্তত ২ থেকে ৪ টি পরিবারের বাড়িঘরে তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে।তারা হলেন মিয়াদন তনচংগ্যার ও পিন্টু তনচংগ্যার ঘরবাড়ী। প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

ভুক্তভোগীরা জানান, সম্প্রতি বোরো ধানের আবাদ শেষ হয়েছে। ফলে হাতিগুলো এখন আর খেত থেকে খাবার পাচ্ছে না। তাই তারা গ্রামে ঢুকে ঘরবাড়িতে হানা দিচ্ছে এবং সংরক্ষিত ধান-চাল খেয়ে নিচ্ছে। বর্তমানে বৃষ্টিপাত থাকায় গ্রামবাসী হাতি তাড়াতে পারছে না। আর তাড়াতে গেলে হাতি ক্ষিপ্ত হয়ে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। আগে শুধু পাহাড়ঘেঁষা বাড়িঘরে হামলা করত হাতি, কিন্তু এখন তারা গ্রামের অভ্যন্তরে ঢুকে পড়ছে।

অন্যদিকে, বন্যহাতির হামলা ঠেকাতে উপজেলার বিমাছড়া, তুলাছড়ি, আমছড়া পাড়া গ্রামের বাসিন্দারা বাড়ির আঙিনার ছোট-বড় গাছপালা কেটে ফেলেছেন। তারা দলবেঁধে রাত জেগে বন্যহাতির পাহারা দিচ্ছেন। গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার লামুচিং মারমা বলেন, বন্যহাতির তান্ডবে আমার ওয়ার্ডের নিরহ মানুষদের ঘরবাড়ী তছনচ করেছে। আমি সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানাইছি। তিনি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে বন বিভাগে দেওয়ার জন্য বলেন।

গাইন্দ্যা ইউনিয়নের তুলাছড়ি পাড়া গ্রামের বাসিন্দা কিনামন বলেন, “হাতি তাড়ানোর জন্য আমাদের পর্যাপ্ত ডিজেল ও সার্চলাইট নেই। আমরা এখন চরম আতঙ্কে আছি। একদিকে বৃষ্টি, আরেকদিকে অন্ধকার রাত—হাতির ভয় নিয়ে রাত পার করছি। আমাদের এলাকায় যেন প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে। আমরা এই সমস্যার সুষ্ঠু সমাধান চাই। এ বিষয়ে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজস্থলী ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা তুহিনুল হক বলেন, “বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকার নির্ধারিত ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি হাতি ও মানুষের উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, “বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেছি। তারা আমার বরাবরে ক্ষতিপূরণ ছেয়ে আবেদন করেছে আমি বিষয়টি জেলাপ্রশাসকের বরাবরে প্রেরণ করেছি। দ্রুত তারা সাহায্য সহযোগিতা পাবে। এছাড়া বন বিভাগের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে প্লাবিত ধান্য জমি, আতঙ্কে পাহাড়ের ঢালে মানুষ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, যাতযাতে চরম ভোগান্তিনিজস্...
01/06/2025

বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে প্লাবিত ধান্য জমি, আতঙ্কে পাহাড়ের ঢালে মানুষ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, যাতযাতে চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক।।

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি- বিলাইছড়ি উপজেলায় প্রবল বৃষ্টিপাতে পাহাড় ধস ও কয়েকটি ঘর ধসে পড়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ধান্য জমিসহ বিভিন্ন শাক-সবজির ক্ষেত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মুষলধারে বৃষ্টিপাতের ফলে আতঙ্কে রয়েছেন পাহাড়ের ঢালে বসবাস করা মানুষ। ভারী বৃষ্টিপাত হয়েছে ১ জুনেও।গত বৃহস্পতিবার থেকে টানা কয়েকদিন বৃষ্টিপাতে ফারুয়া ইউনিয়নে গোয়াইনছড়ি, যামুছড়া, এগুজ্যাছড়ি তক্তানালা, উলুছড়ি, চাইন্দা, আলেখ্যং এলাকা শাকসবজির ক্ষেত এবং বিলাইছড়ি ইউনিয়নে, কুতুব দিয়া ,আমতলী, দীঘল ছড়ি, নলছড়ি ও বাজার এলাকা, সাক্রাছড়ি এবং কেংড়াছড়ি ইউনিয়নে কেরনছড়ি, সেটেলার জোন,ভালাছড়ি, শামুক ছড়ি, নাড়াইছড়ি এলাকায় বেশিরভাগ ধান্য জমি ও ক্ষেত ব্যসপকভাবে ক্ষতি হয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে কুতুবদিয়া এবং কেরনছড়ির এলাকা।তাদের প্রায় সব পরিবারের পাকা- কাঁচা- আধাপাকা ধান তলিয়ে গেছে পানির নীচে । গোয়াইনছড়ির কিছু বসত ঘর প্লাবিত,আরো বৃষ্টিপাত হলে প্লাবিত হতে পারে ফারুয়া বাজার। বিলাইছড়ি টু ফারুয়া রাস্তাটি কাঁচা হওয়া যাতায়াতের ব্যাপক অসুবিধা হচ্ছে। ঐ পথে যেতে পাচ্ছে না জুরাছড়িবাসীও। এছাড়াও নৌ- পথে প্রবল স্রোতে রাঙ্গামাটি হতে বিলাইছড়ি, কাপ্তাই হতে বিলাইছড়ি, বিলাইছড়ি হতে ফারুয়া আসা- যাওয়ায় চরম দূর্ভোগে পড়েছেন নানা শ্রেণী পেশার মানুষ।তবে সবচেয়ে অসুবিধায় রয়েছেন নিন্ম আয়ের মানুষগুলো। এদিকে ৫দিন ধরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকায় জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। কাজ করতে অসুবিধা হচ্ছে অফিস থেকে শুরু করে বিভিন্ন বাসা- বাড়ি, হোটেল- মোটেল ও রিসোর্টের মালিকদের।

১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান জানান,উপজেলা প্রশাসন থেকে প্রায় ১৫ টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে- উপজেলা শিল্পকলা একাডেমি,পুরাতন কৃষি অফিস (কলেজ ক্যাম্পাস), অডিটোরিয়াম, বিলাইছড়ি মডেল স:প্রা: বিদ্যালয়,ডাউন পাড়া প্রা: বিদ্যালয়, শালবাগান স:প্রা: বিদ্যালয়,কেংড়াছড়ি ইউনিয়নে১,২ ও ৩ নং - এর কেংড়াছড়ি বাজার জোন স: প্রা: বিদ্যালয়। ফারুয়া ইউনিয়নে শুক্করছড়ি স:প্রা: বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রা: বিদ্যালয়,ফারুয়া উচ্চ বিদ্যালয়,ফারুয়া স:প্রা: বিদ্যালয়,এগুজ্যাছড়ি বেসরকারি প্রা: বিদ্যালয়,ওড়াছড়ি স: প্রা: বিদ্যালয়,তক্তানালা সরকারি প্রা: বিদ্যালয়, উলুছড়ি বেসরকারি প্রা: বিদ্যালয়। তিনি আরো জানান, প্রাকৃতিক দুর্যোগের উপরে কারোর হাত নেই,সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানান। এছাড়াও জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক নেতৃত্বে একটি টীম রয়েছে যা প্রতিনিয়ত পরিদর্শন ও খোঁজ- খবর রাখা হচ্ছে। প্রয়োজনে ০১৮৯৪৯৫০১১৪, ০১৮১২৯৫৬৫৪৬ এই নাম্বারে যোগাযোগ করবেন।

কাপ্তাইয়ে নিবন্ধিত  মৎস্যজীবিদের মাঝে ছাগল বিতরণ নিজস্ব প্রতিবেদক।।রাঙামাটির কাপ্তাই উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্ত...
29/05/2025

কাপ্তাইয়ে নিবন্ধিত মৎস্যজীবিদের মাঝে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
রাঙামাটির কাপ্তাই উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বরে বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১০ টায় ১০জন মৎস্যজীবিদের মাঝে ২০ টি ছাগল বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের আওতাধীন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কর্ণফুলী নদীর নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে এই ছাগল বিতরণ করা হয় বলে জানান কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ।
রাঙামাটি জেলা মৎস্য অফিসার অধীর চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এই ছাগল তুলে দেন।
এসময় তিনি মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে জেলেদেরকে কাপ্তাই এবং কর্ণফুলী নদী হতে মাছ না ধরা এবং কারেন্ট জাল ব্যবহার না করার অনুরোধ জানান।

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা প্রমূখ । কাপ্তাই উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, কাপ্তাই লেক ও কর্ণফুলী নদীতে মৎস্য আহরণে নির্ভরশীল ১০ জন নিবন্ধিত মৎস্যজীবীকে ২টি করে মোট ২০টি ছাগল, খাবারের জন্য খোয়ার,প্রয়োজনীয় ঔষধ, ভিটামিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রাজস্থলী উপজেলার নতুন দর্শনীয় স্থান। I 💚 RAJASTHALI.Follow: The daily Sabuj pahar -সবুজ পাহাড়
29/05/2025

রাজস্থলী উপজেলার নতুন দর্শনীয় স্থান।

I 💚 RAJASTHALI.

Follow: The daily Sabuj pahar -সবুজ পাহাড়

রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটির রাজস্থলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার...
26/05/2025

রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটির রাজস্থলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাজে ব্যবহ্নত রোলারের সঙ্গে ধাক্কা লেগে পূন্য সেন তনচংগ্যা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিছনে বসে থাকা রাজস্থলী উপজেলা কুষি বিভাগের উপ সহকারি কৃষি কর্মকর্তা নন্দীয় তনচংগ্যা (৫৮) রবিবার (২৫ মে ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্ত সড়কের হলুদিয়া পাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পূন্যসেন বগাছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং গাইন্দ্যা ইউনিয়নের ছিংখ্যং পাড়ার জ্ঞান তনচংগ্যার ছেলে। আহত নন্দীয় তনচংগ্যা একই এলাকার মৃত নতুন মাষ্টার এর ছেলে। তারা দুজনেই শালা দুলা ভাই মিলে স্কুল ছুটির পর সীমান্ত সড়কে ঘুরতে গেলে এ দুর্ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানান, রবিবার স্কুল ছুটির পর নিহত পূন্যসেন ও নন্দীয় তনচংগ্যা বাড়ী এলাকা থেকে মোটরসাইকেল করে সীমান্ত সড়কে ঘুরার শেষে বাড়ী ফেরার পথে হটাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রাস্তার কাজে ব্যবহ্নত রোলারের সাথে সজোরে ধাক্কা খায়।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটর সাইকেল চালক পূন্যসেন তনচংগ্যা। আহত নন্দীয় তনচংগ্যা কে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম এভারকেয়ার হাসপাতালে প্রেরণ করা হয় । খবর পেয়ে রাজস্থলী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেন।

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চোধুরী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Address

Rangamati

Alerts

Be the first to know and let us send you an email when Sabuj Pahar-সবুজ পাহাড় 24.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabuj Pahar-সবুজ পাহাড় 24.Com:

Share