Jotimoy vlog

Jotimoy vlog আমি ব্যর্থতায় বিশ্বাস করি না। যদি আপনি ধাপগুলো উপভোগ করেন তবে এটি ব্যর্থতা নয়।

সাভার আশুলিয়া থানার সামনে এসেছিলেন মেয়েকে ফিরে পাওয়ার আইনি সহায়তা পাওয়ার জন্য। পরিবারের আদরের ছোট মেয়ে ঢাকার ইপিজেডে YKK...
19/05/2025

সাভার আশুলিয়া থানার সামনে এসেছিলেন মেয়েকে ফিরে পাওয়ার আইনি সহায়তা পাওয়ার জন্য। পরিবারের আদরের ছোট মেয়ে ঢাকার ইপিজেডে YKK তে চাকরিরত অবস্থায় এক মুসলিম ছেলের সাথে পালিয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়েছে তার মেয়ে। রাঙ্গামাটি জেলার অন্তগর্ত বরকল উপজেলার দূর্গম গ্রাম থেকে আসা মেয়েটি জামালপুরে চলে যায় মুসলিম প্রেমিকের হাত ধরে।
প্রশাসনের সহায়তায় জামালপুর থেকে মেয়েকে ফেরত আনতে গেলে পড়ে যান বিপত্তিতে। জামালপুর গিয়ে মেয়েকে কাছে পেয়ে জড়িয়ে কা*ন্না কাটি করতে থাকেন। হাত জোড় করে মেয়েকে তাদের সাথে চলে আসার আকুতি জানালেও মেয়ে আসতে রাজি হয়নি।
এই দিকে পুলিশ জানাই, মেয়ে আসতে রাজি না থাকলে তাদের করার কিছু নেই, যেহেতু প্রাপ্ত বয়স্ক তাই তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। কিন্তু মায়ের বিশ্বাস ১০ মাস ১০ দিন যাকে পেটে রেখে কোলে পিঠে মাথার ঘাম পায়ে ফেলে বড় করেছে সেই সন্তান অন্তত তার মায়ের আকুতির ব্যাথা অনুভব করবে। কিন্তু সন্তানের প্রতি মায়ের যে অগাদ আস্থা ছিলো সব কিছু ধুলিসাৎ করে মেয়ে বলে তোমরা ফিরে যাও। একদিকে সমাজচ্যুত হওয়ার আশংকা অন্যদিকে মেয়েকে ফেরত আনার ব্যর্থতার মাঝে জামালপুর থেকে ফেরার পথে অভাগা এই মা গাড়ির চাকার নিছে পড়ে পি*ষ্ট হয়ে আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা করে। মাথায় গুরুতর জ*খ*ম হয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। একটু সুস্থ হওয়ার পর আবার থানায় দারস্থ হতে হয়ে অভাগা এই মাকে। কারন তার মেয়ে এবার তাদের বিরুদ্বে উল্টা জিডি করবে বলে খবর চলে আছে।

সবকিছুতেই ব্যর্থ হয়ে।।
খালি হাতে ফিরে গেলেন বরকলে।
এই হলো আমাদের চাকমা সমাজের বর্তমান অবস্থা।
আসুন সমাজ পরিবর্তনের সঠিক ধারাগুলো বিশ্লেষন করে পাহাড়ের সমাজকে নতুন করে সাজানোর চিন্তা করি। এই দায়িত্ব নিতে হবে এখনি আমাদের পাহাড়ের নীতি নির্ধারকদের। তা না হলে দিন দিন এই হার বাড়তে থাকবে।

(ভিকটিমের পরিচয় উল্লেখ করে দিলাম না)

যখন যার জীবন যেমন। কিছু টাকা উপার্জনে চেষ্টায় এ অসহায় অবুঝ ছেলেটি প্রখর রৌদ উপেক্ষা করে বাজারে নেমেছে। অথচ জিজ্ঞেস করলে ...
28/01/2025

যখন যার জীবন যেমন।

কিছু টাকা উপার্জনে চেষ্টায় এ অসহায় অবুঝ ছেলেটি প্রখর রৌদ উপেক্ষা করে বাজারে নেমেছে। অথচ জিজ্ঞেস করলে সে বাজার অর্থটা জানবে না। মনে হয়, আজ সে স্কুলেও যেতে পারিনি। সকালে জঙ্গলে গিয়ে ঝাড়ু কেটে বিকালে এসে বাজারজাত করেছে। শিখার চেয়ে ক্ষুধা জ্বালাটা প্রত্যেক মানুষের আগে। মানুষ খেতে না পারলে সে কোনো কাজের মন বসবে না। হয় তো আজ এ ছোট্ট ছেলে দিনটাও এর ব্যতিক্রম ছিল না। তাছাড়া পারিবারিক দায়িত্বের জীবনও এমনি হয়েছে। আমার মনে হয়, এটিকেও শিশুর শ্রমে মধ্যে পড়ে।

পাহাড়ে অনেকে অনেক সময় ঘুরতে এসেছেন। তাঁরা শুধু পাহাড়ে সৌন্দর্য গুলো উপভোগ করে যায়। পাহাড়ি স্থানীয় আদিবাসীদের নিজেদের অস্তিত্ব লড়ায়ে বেঁচে থাকার কত মুশকিল তা তো দেখেন না। আর দেখলেও তারা শুধু দেখে যায়। বিবেকের তাড়নায় সে সমস্যা থেকে স্থায়ী সমাধানে পাহাড়িদের পাশে কেউ দ্বারায় না। উল্টো তার বিপরীতে গিয়ে ষড়যন্ত্রের লিপ্ত হয়ে সে পাহাড়ের সাথে, পাহাড়ি মানুষদের সাথে প্রতারণা করে নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত হয়ে পড়ে। এ হলো আমাদের নিত্যদিনে বেঁচে থাকার সংগ্রামে জীবন।

ছবি- বালাঘাটা বাজার, বান্দরবান।

20/01/2025

Tripura koborok dance
মার্টিন লুথার কলেজ এ শিক্ষার্থী
খুব সুন্দর একটি নাচ পরিবেশন করেন।

13/01/2025

আমি ব্যর্থতায় বিশ্বাস করি না। যদি আপনি ধাপগুলো উপভোগ করেন তবে এটি ব্যর্থতা নয়।

31/12/2024

Good morning everyone
সবাই কেমন আছেন।
অনেক দিন পরে আসলাম
আশা করি এইবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হবে।

এক কল্পনা আঝি যেলে লক্ষ লক্ষ কল্পনা এই হিলো বুগোত জনম লোদোক।
18/08/2024

এক কল্পনা আঝি যেলে লক্ষ লক্ষ কল্পনা এই হিলো বুগোত জনম লোদোক।

Address

Nodda, Dhaka
Rangamati
1212

Telephone

+8801871939537

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jotimoy vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jotimoy vlog:

Share