
19/05/2025
সাভার আশুলিয়া থানার সামনে এসেছিলেন মেয়েকে ফিরে পাওয়ার আইনি সহায়তা পাওয়ার জন্য। পরিবারের আদরের ছোট মেয়ে ঢাকার ইপিজেডে YKK তে চাকরিরত অবস্থায় এক মুসলিম ছেলের সাথে পালিয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়েছে তার মেয়ে। রাঙ্গামাটি জেলার অন্তগর্ত বরকল উপজেলার দূর্গম গ্রাম থেকে আসা মেয়েটি জামালপুরে চলে যায় মুসলিম প্রেমিকের হাত ধরে।
প্রশাসনের সহায়তায় জামালপুর থেকে মেয়েকে ফেরত আনতে গেলে পড়ে যান বিপত্তিতে। জামালপুর গিয়ে মেয়েকে কাছে পেয়ে জড়িয়ে কা*ন্না কাটি করতে থাকেন। হাত জোড় করে মেয়েকে তাদের সাথে চলে আসার আকুতি জানালেও মেয়ে আসতে রাজি হয়নি।
এই দিকে পুলিশ জানাই, মেয়ে আসতে রাজি না থাকলে তাদের করার কিছু নেই, যেহেতু প্রাপ্ত বয়স্ক তাই তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। কিন্তু মায়ের বিশ্বাস ১০ মাস ১০ দিন যাকে পেটে রেখে কোলে পিঠে মাথার ঘাম পায়ে ফেলে বড় করেছে সেই সন্তান অন্তত তার মায়ের আকুতির ব্যাথা অনুভব করবে। কিন্তু সন্তানের প্রতি মায়ের যে অগাদ আস্থা ছিলো সব কিছু ধুলিসাৎ করে মেয়ে বলে তোমরা ফিরে যাও। একদিকে সমাজচ্যুত হওয়ার আশংকা অন্যদিকে মেয়েকে ফেরত আনার ব্যর্থতার মাঝে জামালপুর থেকে ফেরার পথে অভাগা এই মা গাড়ির চাকার নিছে পড়ে পি*ষ্ট হয়ে আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা করে। মাথায় গুরুতর জ*খ*ম হয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। একটু সুস্থ হওয়ার পর আবার থানায় দারস্থ হতে হয়ে অভাগা এই মাকে। কারন তার মেয়ে এবার তাদের বিরুদ্বে উল্টা জিডি করবে বলে খবর চলে আছে।
সবকিছুতেই ব্যর্থ হয়ে।।
খালি হাতে ফিরে গেলেন বরকলে।
এই হলো আমাদের চাকমা সমাজের বর্তমান অবস্থা।
আসুন সমাজ পরিবর্তনের সঠিক ধারাগুলো বিশ্লেষন করে পাহাড়ের সমাজকে নতুন করে সাজানোর চিন্তা করি। এই দায়িত্ব নিতে হবে এখনি আমাদের পাহাড়ের নীতি নির্ধারকদের। তা না হলে দিন দিন এই হার বাড়তে থাকবে।
(ভিকটিমের পরিচয় উল্লেখ করে দিলাম না)